নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ২৮৫ জন

প্রকাশঃ

Spread the love

নেত্রকোনায় জেলায় এইচএসসি সমমানের পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ছিলো ২৮৫ জন শিক্ষার্থী।

১১০৯১ জন শিক্ষার্থী নিয়ে জেলায় এবছর ২৯ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তারমধ্যে ২০টি ভেন্যু কেন্দ্রে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১০৯৮০ জন। প্রথম দিনে পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৮৭ জন। আলীম ৩৩ জন ও কারিগরি ৬৫ জন।

জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে প্রাপ্ত তথ্যে প্রথম দিনে কোথাও কোন বহিষ্কারের খবর পাওয়া যায়নি।

নেত্রকোনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে জানা গেছে, নকলমুক্ত পরিছন্ন পরিবেশে পরীক্ষা শুরু হয়ে শেষ হতে। কেন্দ্রটিতে ১২৪৩ জন মোট পরীক্ষার্থী পরীক্ষা দেবে বলেও জানান কলেজের প্রিন্সিপাল মো. সিরাজুল ইসলাম। তারমধ্যে প্রথম দিনে পরীক্ষার্থী ছিলো ১২০২ জন। এছাড়াও বাংলা প্রথম পত্র (আবশ্যিক) অনুপস্থিত ছিলো ১৬ জন।

এদিকে পরীক্ষা শুরুর পরপরই জেলা শহরের চারটি কেন্দ্রে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষ পরিদর্শন করেন। নিরবিচ্ছিন্ন ভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য সার্বিক তদারকি রয়েছে বলেও জানান তিনি।

image_pdfimage_print

সর্বশেষ

ইসরায়েলি অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চায় ৫২ দেশ

0
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ৫২টি দেশ ও দুটি সংস্থা। জাতিসংঘে চিঠিটি জমা দিয়েছে তুরস্ক। জিবুতিতে তুরস্ক-আফ্রিকা পার্টনারশিপ শীর্ষ...

ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা

0
ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা। এতে জন্মহার কমে বড় ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি জাপান সোসাইটি ১২ হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে একটি...

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, অভিযোগ মার্কিন গোয়েন্দাদের

0
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন গোয়েন্দারা। মঙ্গলবার তারা বলেছে, ওই দেশগুলো নির্বাচন নিয়ে জনগণের আস্থা...

আমি খুব আত্মবিশ্বাসী, ভোট দিয়ে বললেন ট্রাম্প

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট দিয়ে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি খুব আত্মবিশ্বাসী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের...

ট্রাম্প ১৬২ ও কমলা পেয়েছেন ৬২ ইলেকটোরাল কলেজ ভোট

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড...