জামিন পেলেন মানববন্ধনে দাঁড়ানো সেই ২ শিশুর মা

প্রকাশঃ

Spread the love

ঢাকার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ মামলায় যুবদল নেতার কারাবন্দি স্ত্রী হাফসা আক্তার পুতুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে জামিনের এ আদেশ দেন।

এর আগে মায়ের মুক্তির জন্য মানববন্ধনে দাঁড়িয়েছিল হাফসার ৭ ও ৪ বছরের দুই মেয়ে। আজ জামিন শুনানিতেও তারা আদালতে এসেছিল দাদির সঙ্গে। মায়ের জামিন হওয়ার কথা শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশু দুটি।

হাফসার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আদেশের আগে পুলিশের কাছে থাকা হাফসার ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ দেখেছেন আদালত। হাফসার বিরুদ্ধে আর কোনো অভিযোগ না থাকায় তাঁর মুক্তিতে বাধা নেই।

গত ২০ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির দিন ঢাকা মহানগর আদালতের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটে। ওই দিনই নাশকতার অভিযোগে কোতোয়ালি থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করে পুলিশ। এ মামলায় গ্রেপ্তারের পর ২৭ নভেম্বর থেকে কারাগারে আছেন হাফসা। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর আদালতে জামিন চাইলে তা নাকচ করেন বিচারক। এর পর জামিন চেয়ে গত রোববার হাইকোর্টে আবেদন করেন তিনি।

শিশু দুটির বাবা আবদুল হামিদ ভুঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাবা আবদুল হাই ভুঁইয়া এক মানববন্ধনে অভিযোগ করেছিলেন, তাঁর বড় ছেলে আবদুল হামিদকে পুলিশ খুঁজছে। না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায়। অথচ হাফসা রাজনীতির সঙ্গে জড়িত নন।

image_pdfimage_print

সর্বশেষ

ইসরায়েলি অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চায় ৫২ দেশ

0
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ৫২টি দেশ ও দুটি সংস্থা। জাতিসংঘে চিঠিটি জমা দিয়েছে তুরস্ক। জিবুতিতে তুরস্ক-আফ্রিকা পার্টনারশিপ শীর্ষ...

ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা

0
ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা। এতে জন্মহার কমে বড় ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি জাপান সোসাইটি ১২ হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে একটি...

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, অভিযোগ মার্কিন গোয়েন্দাদের

0
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন গোয়েন্দারা। মঙ্গলবার তারা বলেছে, ওই দেশগুলো নির্বাচন নিয়ে জনগণের আস্থা...

আমি খুব আত্মবিশ্বাসী, ভোট দিয়ে বললেন ট্রাম্প

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট দিয়ে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি খুব আত্মবিশ্বাসী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের...

ট্রাম্প ১৬২ ও কমলা পেয়েছেন ৬২ ইলেকটোরাল কলেজ ভোট

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড...