পরবর্তী প্রজন্মকে ওপরে উঠানোই শিক্ষার লক্ষ্য

প্রকাশঃ

Spread the love

জ্ঞানার্জনের গুরুত্ব বর্ণনা করে বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. এম জাহিদ হাসান তাপস বলেছেন, শিক্ষা মানুষের পরবর্তী প্রজন্মকে ওপরে উঠিয়ে দেয়। জ্ঞান অর্জন না করে কাজ করতে চাইলে অনেক ভুলভ্রান্তি হতে পারে।
গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় গতকাল রোববার এমন মন্তব্য করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
শ্রীপুর পৌরসভার সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমিতে এদিন সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ‘ভাইল ফার্মিয়ন’ নামের একটি অধরা কণা আবিষ্কারে নেতৃত্ব দেওয়া
জাহিদ হাসান।
কৃতী এই বিজ্ঞানী কোনো জাতির উঠে আসার পেছনে শিক্ষা বিস্তারের ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করে বলেন, ‘শিক্ষার উদ্দেশ্য সুন্দর মানসিকতার মানুষ তৈরি করা। শিক্ষার উদ্দেশ্য হলো– জ্ঞান অর্জন করা ও সেই জ্ঞান প্রয়োগ করা। জ্ঞান অর্জন করে যদি মানুষ খারাপ কাজ করে বা কোনো কাজ না করে, তাহলে ওই জ্ঞানের কোনো মূল্য নেই।’
বিদ্যালয় সভ্যতার অগ্রগতিতে অবদান রাখে বলেও মন্তব্য করেন ড. জাহিদ হাসান। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ
দেন, শিক্ষার্থীরা তাদের মা-বাবার চেয়ে ভালো কিছু করছে কিনা– এ বিষয়ে মনোযোগী হতে। তিনি বলেন, যদি এটি না হয়, তাহলে তা অগ্রগতির লক্ষণ নয়।
ড. জাহিদ হাসান অনুষ্ঠানে তাঁর প্রয়াত বাবা রাজনীতিক মো. রহমত আলীর স্মৃতিচারণ করেন। মো. গোলাপ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. জাহিদের ভাই গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, মো. আহসান উল্লাহ, সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা সালাহ উদ্দিন আহমেদ মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহীন আহমেদ জিয়া।

image_pdfimage_print

সর্বশেষ

ইসরায়েলি অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চায় ৫২ দেশ

0
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ৫২টি দেশ ও দুটি সংস্থা। জাতিসংঘে চিঠিটি জমা দিয়েছে তুরস্ক। জিবুতিতে তুরস্ক-আফ্রিকা পার্টনারশিপ শীর্ষ...

ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা

0
ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা। এতে জন্মহার কমে বড় ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি জাপান সোসাইটি ১২ হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে একটি...

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, অভিযোগ মার্কিন গোয়েন্দাদের

0
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন গোয়েন্দারা। মঙ্গলবার তারা বলেছে, ওই দেশগুলো নির্বাচন নিয়ে জনগণের আস্থা...

আমি খুব আত্মবিশ্বাসী, ভোট দিয়ে বললেন ট্রাম্প

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট দিয়ে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি খুব আত্মবিশ্বাসী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের...

ট্রাম্প ১৬২ ও কমলা পেয়েছেন ৬২ ইলেকটোরাল কলেজ ভোট

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড...