ইসরাইলের যুদ্ধকালীন ক্যাবিনেট মন্ত্রী বেনি গ্যান্টজ দক্ষিণ ইসরাইলের কিবুটজ ইয়াদ মোর্দেচাইয়ের কাছে ক্রস-কান্ট্রি বাইক রাইডের সময় দূর্ঘটনার শিকার হয়েছেন।
তার অফিসের উদ্ধৃতি দিয়ে হিব্রু মিডিয়া একটি বিবৃতিতে বলেছে, সোমবারের এ দূর্ঘটনায় গ্যান্টজের পা ভেঙেছে।
আশকেলনের বারজিলাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গ্যান্টজকে আরও পরীক্ষার জন্য তেল আবিবের শেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল।
ন্যাশনাল ইউনিটি দলের প্রধান ও চরমপন্থী এ নেতাকে আজকেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইসরাইল।