বানিয়াচংয়ে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্ধোধন

প্রকাশঃ

Spread the love
জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ
বানিয়াচংয়ে ৭০% ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
১ কোটি ৯৯ লক্ষ টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতির মধ্যে সরকার ভর্তুকি মূল্যে দিচ্ছে ১ কোটি ২৯ লক্ষ ৩৫ হাজার টাকা। আর কৃষক দিচ্চেন মাত্র ৬৯ লক্ষ ৬৫ হাজার।
১৫ নভেম্বর মঙলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও প্যানেল স্পিকার এডঃ মোঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক।
সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তজিমুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাদিকুর রহমান, এরশাদ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, শাহ সুমন।
একই অনুষ্ঠানে রবিশষ্য’র বীজ এবং সার বিতরণ কার্যক্রম ও উদ্ভোধন করা হয়।
প্রধান অতিথি’র বক্তব্যে এমপি মোঃ আব্দুল মজিদ খান বলেন, এই সরকার জনগণের সরকার।
জনগণের সরকার হওয়ার কারণে সরকার জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।
কৃষি প্রধান দেশ বাংলাদেশ আর বাংলাদেশের কৃষক দের জন্য কৃষিবান্ধব প্রতিটি পদক্ষেপ সরকার গ্রহণ করছে।
অতীতে কোন সরকার কৃষকদের কে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করে নাই।
আওয়ামী ক্ষমতায় না থাকলে এই ধরনের পদক্ষেপ থাকবে কি না সন্দেহ আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকদের সার ও কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি দিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছে।
এই সরকার কৃষকদের সীমিতভাবে বিনামূল্যে বীজ দিচ্ছে, সার দিচ্ছে, কৃষি যন্ত্রপাতি দিচ্ছে যাতে করে উৎপাদন বাড়ে।
উৎপাদন বাড়লে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে এবং কৃষক স্বাবলম্বী হবে।

image_pdfimage_print

সর্বশেষ

জনসাধারণের চাপের ফলে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত ব্লগারের গ্রেপ্তারের ঘোষণা

0
নাজিয়া জাহান অনি, যার ব্লগিং দিন দিন অস্থিরতার জন্ম দিয়েছিল, তাকে এখন একজন ওয়ান্টেড ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। ব্লগার তার ওয়েবসাইট www.dailyvision.net-এ ধর্মীয় প্রতিষ্ঠান...

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংলাপ শুরু

0
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে ১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ শুরু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) শুরু হওয়া সংলাপ আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত রাজধানী ঢাকার...

একটি অর্থবহ নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ: রিজওয়ানা

0
রাজনৈতিক সহিংসতার শিকারদের ন্যায়বিচার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘একটি...

হজ ব্যবস্থাপনায় দুর্নীতি করলে আইনের আওতায় নিয়ে আসব: ধর্ম উপদেষ্টা

0
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা হজকে এবাদত হিসেবে গ্রহণ করেছি। এখানে কেউ দুর্নীতি করলে আমরা তাকে আইনের...

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী?

0
ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে বাংলাদেশ বিমানবাহিনী ইতালির প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে একটি সম্মতিপত্র সই করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)...