সাধারণ মানুষের রোগশোকের একমাত্র অবলম্বন রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স: আনোয়ার খান এমপি

প্রকাশঃ

Spread the love

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ 

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীকে নিষ্টার সাথে দায়িত্ব পালন করতে হবে। রোগীদের সেবাদানের ক্ষেত্রে চিকিৎসক ও নার্সদের আরও আন্তরিক হতে হবে। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এই অঞ্চলের সবচেয়ে বড় এবং নির্ভরতার প্রতীক। সাধারণ মানুষের রোগশোকের একমাত্র অবলম্বন। তাই সেবার মান উন্নত করার ওপর আরও মনোযোগী হওয়া দরকার। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা যাতে হাসপাতালে এসে কোন ধরনের হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহবান জানান এমপি।

রবিবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নোয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার খান এমপি এসব কথা বলেন।

এমপি আনোয়ার খান আরও বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। তৃণমূলের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধ পরিকর।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. গুনময় পোদ্দারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা তোছাদ্দেক হোসেন মানিক মাল, কাউন্সিলর মেহেদী হাসান শুভ, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দন খান, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন, রামগঞ্জ সরকারী হাসপাতালের ডাঃ মোহাম্মদ সাইফুল আমিন, পরিসংখ্যানবীদ মোঃ গিয়াস উদ্দিন মানিক, ষ্টোরকিপার মোঃ কামাল হোসেন, নার্সিং সুপারভাইজার সাবিত্রী দেবী, সিনিয়র ষ্টাফ নার্স মোছাঃ সুলতানা জাহান, অফিস সহায়ক মোঃ সৈয়দ আহম্মেদ প্রমূখ।

সভার শুরুতে কোভিড-১৯ দ্বিতীয় ঢেউয়ের সময়ে আনোয়ার খান এমপি’র নিজ উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেট্রেটর, পালস্ অক্সিমিটার, মাক্স, গ্লাভস সরবরাহ, সেল কাউন্টার মেশিনসহ সকল ধরনের সহযোগিতা করায় উপস্থিত সকলেই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার খান এমপিকে ধন্যবাদ জানান। পরে সেবার মান উন্নয়ন করার লক্ষ্যে নার্স সংকট সমস্যা সমাধান, এক্সরে মেশিন, রেডিও গ্রাফার ও ২০জন নার্সসহ সংশ্লিষ্ট সকল কার্যালয়ে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের আবেদন জানান হয়। এছাড়া ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতি করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে হাসপাতালের পরিদর্শন করেন এমপি।

image_pdfimage_print

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে দুই হামলায় নানা মিল, যোগসূত্র খুঁজছে এফবিআই

0
যুক্তরাষ্ট্রে নতুন বছরটা শুরু হলো রক্তপাত দিয়ে। ঘড়ির কাঁটার হিসাবে ২০২৫ সালের প্রথম ২৪ ঘণ্টায় দেশটিতে তিনটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হয়েছেন...

বিসিএসে নিয়োগ: পুরোনো ধারায় ২২৭ জন বাদ

0
আওয়ামী মতাদর্শী না হওয়ার কারণে ২৮তম বিসিএস থেকে ৪২তম বিসিএস পর্যন্ত পিএসসির সুপারিশ করা অনেক প্রার্থী নিয়োগবঞ্চিত হয়েছিলেন। এই বঞ্চিতদের মধ্য থেকে ২৫৯ জনকে...

আরও তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

0
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদমর্যাদার আরও তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। এ নিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অন্তত ১৭...

হামাস-হিজবুল্লাহর মতো হুতিদের পরিণতি হবে: হুঁশিয়ারি ইসরায়েলের

0
মধ্যপ্রাচ্যে ইরান–সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই চলছে ইসরায়েলের। এরই মধ্যে লেবাননের হিজবুল্লাহ ও গাজা উপত্যকার হামাসের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছে দেশটি। এতে অনেকটাই...

হানিফ উড়ালসড়কে কামরুল হত্যাকাণ্ডে দুই কিশোর গ্রেপ্তার

0
রাজধানীর সায়েদাবাদে হানিফ উড়ালসড়কে কামরুল হাসান (২৩) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ীর করাতিটোলা...