‘স্পেনের সেরা’ গোলকিপারকে দলে ভেড়াতে চলেছে বার্সেলোনা

প্রকাশঃ

Spread the love

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্কটা আদায় কাঁচকলায়। তবে ঠিক এমন নয়, তবে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়লের সঙ্গেও বার্সার সম্পর্কটা এমনই তেঁতো। সেই এস্পানিয়লের তরুণ গোলকিপার হোয়ান গার্সিয়াকে দলে পেতে চাইছে বার্সা, যিনি আবার স্পেনেরও সেরা!

এমনকি গার্সিয়ার সঙ্গে এক চুক্তিতেও সম্মত হয়ে গেছে। এই চুক্তির আওতায় বার্সা তাকে ২৫ মিলিয়ন ইউরোতে দলে নিচ্ছে, যা স্পেন জাতীয় দলের মূল দলে ডাক পেলে ৩০ মিলিয়ন ইউরো পর্যন্ত বেড়ে যেতে পারে।

২৪ বছর বয়সী এই গোলরক্ষক চলতি লা লিগা মৌসুমে অসাধারণ পারফরম করেছেন। তিনি স্পেনে সবচেয়ে বেশি ১৩৮টি সেভ করেছেন। ইউরোপেও তিনি সেরাদের কাতারেই আছেন, যা তাকে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ ‘ইন্টারভেনশন’ধারী গোলকিপারে পরিণত করেছে। তার উপরে আছেন শুধু ব্রেন্টফোর্ডের মার্ক ফ্লেকেন।

বার্সার পক্ষ থেকে বলা হচ্ছে, ‘আমরা বর্তমান ও ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। গোলপোস্টে পরিবর্তন দরকার, আর গার্সিয়া আমাদের সেই ভরসার জায়গা হতে পারে।’

তিনবার হাঁটুর অপারেশন করা মার্ক আন্দ্রে টের স্টেগেনের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে গত কয়েক মৌসুম ধরে। অন্যদিকে পোল্যান্ডের ভয়চেখ শেজনি বার্সার সঙ্গে থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। এই অবস্থায় ভবিষ্যতের জন্য এক নতুন ভরসা খুঁজছিল বার্সেলোনা, এবং তারা সেটাই পেয়েছে গার্সিয়ার মধ্যে।

অন্যদিকে এস্পানিয়ল আর্থিক সংকটে পড়ায় জুন ৩০-এর আগেই অন্তত ১৫ মিলিয়ন ইউরোর একজন খেলোয়াড় বিক্রির দরকার ছিল। এই চাপের কারণে তাদের পক্ষ থেকেও দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে। আর্সেনালের ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব থাকলেও গার্সিয়া নিজেই বার্সায় আসার আগ্রহ প্রকাশ করায় সেই দিকেই ঝুঁকে পড়ে ক্লাবটি।

বার্সেলোনা এখন ভাবছে, গার্সিয়াকে এক মৌসুমের জন্য লোনে দিয়ে খেলার সময় নিশ্চিত করার কথা। রিয়াল বেতিস ও ভ্যালেন্সিয়া ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে। তবে গার্সিয়া নিজে চান এখনই শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ পেতে। তিনি বলেন, ‘আমি চেয়েছি এমন এক ক্লাবে খেলতে যেখানে উন্নতির সুযোগ আছে। বার্সেলোনা সেই জায়গা।’

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...