বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর অনেকটা আড়ালেই ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও বিরতি নিয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপের দীর্ঘ লড়াইয়ের পর এবার নিজ দেশের ব্যর্থতা ভুলে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন এই ব্রাজিলিয়ান।

কাতার বিশ্বকাপের এক মাসের উন্মাদনা শেষে ক্লাব ফুটবলের লড়াই শুরু হতে যাচ্ছে এই সপ্তাহে। ইউরোপের সবগুলো দল তাদের অনুশীলনে নেমে পড়েছে। ইতোমধ্যে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে সবার আগে পিএসজির অনূশীলনে যোগ দিয়েছেন।

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তিন দিনের মাথায় মাঠে নেমে পড়েন এই ফরাসি ফরোয়ার্ড। বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এই তারকার পর এবার ফ্রান্সে পোঁছালেন পিএসজি সতীর্থ নেইমার। ব্রাজিলের এই তারকা শুধু একাই নয়, ফরাসিদের মাটিতে পা রেখেছেন আরেক তারকা মার্কুইনোস।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশে ফেরার পরই নেইমার ছুটে যান তার বোনের বাড়িতে। সেখানে টানা দুই রাত আয়োজন করেন পার্টিরও। ব্যাপারটি গোপন রাখার কথা থাকলেও, নেইমারের পার্টিতে আসা অতিথিরা বাড়ি ছেড়ে যাওয়ার সময় কিছু ছবি ও ভিডিও করে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই এই পার্টির গোমড় ছড়িয়ে পড়ে যোগাযোগ মাধ্যমগুলোতে।




ভেঙে ফেলা হচ্ছে ট্রাম্পের তৈরি দেয়াল

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সরকার মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকানোর লক্ষ্যে ট্রাম্পের তৈরি একটি অস্থায়ী দেয়াল সরিয়ে ফেলতে রাজি হয়েছে। এই দেয়ালের কার্যকারিতা নিয়ে প্রতিবাদ শুরু হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

রাজ্যের রিপাবলিকান গভর্নর, যার নির্দেশে দেয়ালটি নির্মাণ করা হয়েছিল, তিনি যুক্তি দেখিয়েছিলেন যে এই দেয়াল অভিবাসী ঢলকে আমেরিকায় ঢুকতে বাধা দেবে।

তবে যারা এই দেয়ালের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দায়ের করেছেন তারা এই যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।

৯০০টিরও বেশি শিপিং কন্টেইনার দিয়ে তৈরি এই দেয়াল নির্মাণ করতে সরকারের অন্তত আট কোটি ডলার ব্যয় হয়েছে।

অ্যারিজোনার সাথে প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকোর ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সাল থেকে এই সীমান্তের এক বিশাল অংশে বেড়া তৈরি করা হয়েছে। গভর্নর ডাগ ডুসি এ বছরের শুরুতে করোনাডো ন্যাশনাল ফরেস্টে অস্থায়ী ব্যারিয়ার নির্মাণ শুরু করেছিলেন। কিন্তু মার্কিন সরকার গত সপ্তাহে তার বিরুদ্ধে মামলা করে দাবি করেছে যে সাত-কিলোমিটার দীর্ঘ প্রাচীরটি কেন্দ্র সরকারের অধীন ভূমিতে ঢুকে পড়েছে।

তবে বুধবার ফেডারেল সরকারের সঙ্গে এক চুক্তির পর ডুসির নেতৃত্বাধীন প্রশাসন বলেছে যে “আগে নির্মাণ করা সব শিপিং কনটেইনার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম, উপকরণ, যানবাহন ও অন্যান্য জিনিসগুলো জানুয়ারির প্রথম দিকে সরিয়ে ফেলা হবে।”

ওই এলাকায় কাজ করে এমনি একটি পরিবেশ-রক্ষা গোষ্ঠী সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভারসিটি এ দেয়ালের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছিল।

সংস্থাটি দাবি করেছে, কন্টেইনারের প্রাচীরটি একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনকে বিভক্ত করেছে যা হুমকির মুখে থাকা প্রাণীদের আবাসস্থল এবং পানীয় জলের উৎস ও অভিবাসন রুটগুলোকে বন্ধ করে দিয়েছে।

এই সংস্থার একজন সদস্য রাস ম্যাকস্প্যাডেন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, স্থানীয় বন্যপ্রাণীদের ট্র্যাক করার জন্য তিনি যে ক্যামেরাগুলো ব্যবহার করেছিলেন তাতে কখনই অবৈধ অভিবাসী পাচারের কোনো ছবি ওঠেনি। তিনি বুঝতে পেরেছিলেন যে আগে যে তারের বেড়াটি ছিলো সেটাই ছিলো পর্যাপ্ত প্রতিবন্ধক।




বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ

বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।

বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটায় তার নামে রামনাথ স্মৃতি পাঠাগার স্থাপনের কার্যক্রম চলমান আছে বলে সভাকে অবহিত করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন তৎপর থাকায় বিল-জলমহাল,জায়গা-জমি নিয়ে বিরোধ কমে গেছে বলে সভাকে জানানো হয়।
সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকায় এটা সম্ভব হয়েছে বলে জানানো হয়।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউপি চেয়ারম্যান আহাদ আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দাস, মাওঃ আতাউর রহমান, শেখ শাহনেওয়াজ ফুল, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসুদ কোরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম, জয়কুমার দাস, সাদেকুর রহমান,নাসিরুদ্দিন চৌধুরী প্রমুখ।




নেত্রকোণায় ছিন্নমূল শিশুদের স্বপ্নের বিদ্যানীড় স্কুলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আব্দুর রহমান ঈশান,নেত্রকোণা প্রতিনিধি

❝দুস্থ শিশুর বিবর্ণ শৈশব, রঙিন করার প্রচেষ্টায়❞ এই স্লোগানকে সামনে রেখে ফুলের কলির মতো অপ্রস্ফুটিত কিছু সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে নেত্রকোণার রেল কলোনি এলাকায় ২০২০ সাল থেকে যাত্রা শুরু স্বপ্নের বিদ্যানীড় নামক একটি স্কুল ৷ একঝাঁক তরুণ-তরুণীর সহায়তায় ২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে সুবিধাবঞ্চিত শিশুদের এই বিদ্যাপীঠ।
এর শিক্ষার্থী সংখ্যা এখন ৪০ এর অধিক।
২১ শে ডিসেম্বর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া৷ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হানিফ উল্লাহ আকাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্টেজ ফর ইউথ ফাউন্ডেশন নেত্রকোণা পৌর শাখার সভাপতি আব্দুর রহমান ঈশান, সংগঠন এর কর্নধার কাজী আব্দুল গাফফার, মোস্তাইম বিল্লাহ,নাহিদ, সালেহীন নেত্রকোনা সরকারি কলেজের ছাত্র নেতা আবুল কালাম আজাদ, শিহাব আহাম্মেদ,বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যরা




নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই) ১২তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী চেম্বার ভবন ও নরসিংদী বিয়াম জিলা স্কুলের ১০ টি কক্ষের ১০ টি বুথে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাখন দাস।

তিনি জানান, নির্বাচনে দুই শ্রেনীর মোট ১৮টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ১২ টি সাধারণ শ্রেনীর পরিচালক পদের বিপরীতে ২৪ জন এবং ৬ জন সহযোগী শ্রেনীর পরিচালক পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  

সাধারণ শ্রেণীতে পরিচালক পদে, আব্দুল মোমেন মোল্লা (১০৭৬), কাজিম উদ্দিন (১০৪৭), নাজমুল হক ভুইয়া (১০৪৪), আল-আমিন রহমান (১০৪৩), মোতালিব হোসেন (১০৪০), এনামুল হক মনির (১০১০), দেলোয়ার হোসেন দুলাল (৯৯৭), রফিকুল ইসলাম (৯৯৩), মাহমুদুল হাসান শামীম নেওয়াজ (৯৭১), রাসেল বিন হাসানাত (৬৯০), ফয়সাল আহমেদ (৯০৭) এবং পরেশ সূত্রধর (৯০৫) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সহযোগী শ্রেনীতে পরিচালক পদে, হাসিব আহমেদ মোল্লা (৬৮৪), আনিসুর রহমান ভুইয়া (৬২৮), সারোয়ার হোসেন ভুইয়া ঝন্টু (৬২৬), শহিদুল ইসলাম পলাশ (৬১৮), সাইফুল ইসলাম জাহিদ (৫৮২) এবং আসাদুজ্জামান (৫৬৫) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৫ শত ৫৩ জন। এরমধ্যে সাধারণ শ্রেনীর পরিচালক পদে ভোটার সংখ্যা ১ হাজার ৫ শত ৬৬ ও সহযোগী শ্রেনীর পরিচালক পদে ভোটার ৯ শত ৮৭ জন। এরমধ্যে ৭৪ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ কামরুল ইসলাম।




নোয়াখালী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কা জনপ্রিয়তা শীর্ষে

বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

২৯ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে নোয়াখালী সদরের ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের চলছে দৌঁড়ঝাপ প্রচার প্রচারণা। প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছে । জমে উঠেছে নির্বাচনী আমেজ। ৬ নং নোয়াখালী ইউনিয়নে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত চষে বেড়াচ্ছন গ্রাম থেকে গ্রামে। আনারস মার্কার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আনারস প্রতীক এর বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন বলে জানিয়েছেন আনারস মার্কার প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত ।




করোনায় মৃত্যু নেই: শনাক্ত আরও ১৯ জন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণে কমার ধারা অব্যাহত আছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় এদিনে শনাক্তের হার দশমিক ৭৫ শতাংশ। তবে এ সময় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮৩টি করোনা পরীক্ষাগারে মোট দুই হাজার ৫৩৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় মোট দুই হাজার ৫৩৬টি নমুনা। পরীক্ষায় আরও ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৯৬৭ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা দশমিক ৭৫ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৪ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।

২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সময়ের ব্যবধানে পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।




চিত্রা নদীতে ধরা পড়ল ৬ ফুট লম্বা কুমির

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীতে ধরা পড়েছে প্রায় ছয় ফুট লম্বা একটি কুমির।

গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের জোবায়ের বিশ্বাসের ইটভাটা সংলগ্ন চিত্রা নদী থেকে গ্রামবাসী জাল দিয়ে কুমিরটি ধরেন।

জানা গেছে, কুমিরটিকে জালে আটকে ডাঙায় তুলে পেড়লী ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে রাখা হয়। এসময় কুমির দেখতে সেখানে শতশত উৎসুক জনতা ভিড় করেন। পরে বনবিভাগে খবর দিলে সন্ধ্যায় এসে কুমিরটি নিয়ে যান কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার দুপুরে খড়রিয়া গ্রামের জোবায়ের বিশ্বাসের ইটভাটা সংলগ্ন নদীর চরে শ্রমিকরা বড় কুমিরটি দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন মিলে জাল দিয়ে ঘেরাও করে কুমিরটি ধরেন।

এ ব্যাপারে পেড়লী ইউপি চেয়ারম্যান মো. জারজিদ মোল্যা বাংলানিউজকে বলেন, সোমবার দুপুরে ইটভাটার শ্রমিকরা কুমির দেখতে পেয়ে অন্যদের খবর দেন। পরে খড়রিয়া গ্রামের আজিমুল মোল্যাসহ ১০/১২ জন মিলে চারদিকে বড় জাল দিয়ে ঘেরাও করে কুমিরটি ধরেন। পরে সেটিকে ইউনিয়ন পরিষদ চত্বরে সতর্ক পাহারায় রাখা হয়। সন্ধ্যার দিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কুমিরটি হস্তান্তর করা হয়েছে।

কালিয়া উপজেলা সামাজিক বনবিভাগের ফরেস্টার আমজাদ হোসেন বাংলানিউজকে বলেন, কুমিরটিকে বন্যপ্রাণী সম্প্রসারণ এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার রেঞ্জ অফিসার মাহিনুর রহমান এসে নিয়ে গেছেন। এটি মিঠাপানির বিরল প্রজাতির ঘড়িয়াল বলে মনে করছেন তারা। ধারণা করা হচ্ছে, নদীতে পানি কমতে থাকায় এবং শীতকাল হওয়ায় রোদ পোহাতে সেটি ডাঙার দিকে চলে এসেছিল।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটির নিরাপত্তা নিশ্চিত করেছি। পরে কালিয়া উপজেলা সামাজিক বনবিভাগের মাধ্যমে খুলনা অঞ্চলের কর্মকর্তাদের কাছে সেটি হস্তান্তর করা হয়।




আর্জেন্টিনার ‘ ১০’ নম্বর জার্সি পরে অনুশীলনে সাকিব

দিন দুয়েক আগেই সাকিব আল হাসানের প্রিয় দল আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ শিরোপা। ৩৬ বছরের অপেক্ষা শেষ হয়েছে আলবিসেলেস্তেদের।

সমর্থকরাও পেলেন কাঙ্ক্ষিত ট্রফির দেখা। সাকিব আল হাসানও তাদের একজন। তিনি ভাসছেন উচ্ছ্বাসেও। মঙ্গলবার তো বাংলাদেশের জার্সি পরেই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সাকিব। প্রিয় ফুটবলার লিওনেল মেসির মতো ১০ নম্বর জার্সি ছিল তারও।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রাতে তিনি মেসির জার্সি পরে মাঝরাতে রাস্তায় নেমেছিলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তার ওই ভিডিও। এবার তিনি হাজির হয়েছেন মাঠেও। ক্রিকেটারদের অনুশীলনে ফুটবল খেলা নিয়মিত ঘটনা। সাকিব আজ ফুটবল খেলেছেন আর্জেন্টাইন মহানায়ক লিওনেল মেসির জার্সি পরে। সূচি অনুযায়ী বাংলাদেশ দলের আজ ঐচ্ছিক অনুশীলন ছিল। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর একটার দিকে ক্রিকেটারদের আসতে দেখা যায়।

মূলত ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিকে সামনে রেখেই এমন অনুশীলন করছে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জয় পায় স্বাগতিকরা। পরে অবশ্য চট্টগ্রাম টেস্টে হারে ১৮৮ রানের বড় ব্যবধানে।




নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের পশ্চিম পাশের অদূরে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাত এক বৃদ্ধ নারী রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর দেহ খন্ডবিখন্ড হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন , খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে ।