প্রথম অ্যালবাম নিয়ে আসছেন কেট হাডসন

অভিনেত্রী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত কেট হাডসন। গোল্ডেন গ্লোবসহ অভিনয়ের জন্য বহু স্বীকৃতি তিনি পেয়েছেন। এবার রেকর্ডিং আর্টিস্ট হিসেবেও পরিচিত হতে যাচ্ছেন ৪৩ বছর বয়সী কেট। আগামী বছর নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করবেন। ‘দ্য ব্রাইড ওয়ার্স’খ্যাত অভিনেত্রী কেট নিজেই এ তথ্য জানিয়েছেন।

দ্য টুনাইট শোতে কেট বলেছেন, করোনার সময় এ উপলব্ধি হয় যে তিনি এমন একটা জীবন চান যাতে কোনো অনুশোচনা থাকবে না। কেট বলেন, ‘সাক্ষাৎকারে সবাই জানতে চায় আমার জীবনে কোনো অনুশোচনা আছে কি না। আমি উত্তরে বলি, ৪০ পেরিয়ে এসেছি … আমার এখনো কোনো অনুশোচনা নেই। কিন্তু করোনার সময় আমার মনে হয়েছে আমি আসলে কী করছি?’

কেট জানিয়েছেন, ১৯ বছর বয়স থেকেই তিনি গান লিখছেন। কিন্তু সঙ্গীতে তার নিজের কাজ কখনো প্রকাশ্যে আনেননি। কেট বলেন, ‘আমার মনে হয়েছে গান প্রকাশ না করাটা আমার জীবনের বড় একটা অনুশোচনা হয়ে থাকবে। সঙ্গীত নিয়ে আমার কোনা প্রত্যাশা নেই। আমি শুধু রেকর্ড রেখে দিতে চাই, সেটাই এখন করছি। আমি যা করছি তা নিয়ে আমি গর্বিত’।




শূন্য হওয়া ছয় আসনে ভোটের তফসিল হতে পারে রোববার

সম্প্রতি দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির ছয় সদস্যের আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই আসনগুলোতে উপ-নির্বাচনের তফসিল হতে পারে আগামী রোববার (১৮ ডিসেম্বর)। আর ভোট হতে পারে জানুয়ারির শেষের দিকে।

আগামী রোববার কমিশন সভা ডেকেছে ইসি। ইসির সভাকক্ষে ওইদিন বেলা ১১টায় সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন। এরপর গত রোববার (১১ ডিসেম্বর) দুপুরে শূন্য ঘোষিত ওই ছয়টি আসনের মধ্যে পাঁচটির সদস্য সশরীরে স্পিকারের কাছে ছয়জনের পদত্যাগপত্র জমা দেন। তবে চাপাইবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ বিদেশে থাকায় তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিধায় তার পদত্যাগপত্র গ্রহণ হয়নি। আগামী ২০ ডিসেম্বর তিনি দেশে ফিরে সশরীরে পদত্যাগ করবেন।




রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২৭

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১০ হাজার ১৯০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ১ গ্রাম আইস, ৫২ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৩০টি ইনজেকশন ও ৫৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।




টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স

কাতারের মাটিতে চমক জাগানো উত্তর আফ্রিকার দেশ মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। এবারের আসরে অবিশ্বাস্য সব গল্পের জন্ম দিয়ে উঠে আসা আফ্রিকার দলটির রক্ষণে শুরু থেকে চেপে ধরা ফরাসিরা প্রথমার্ধের শুরুতেই থিও হার্নান্দেজের গোলে এগিয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধের ৭৯তম মিনিটে কোলো মুয়ানির গোলে ব্যবধান দ্বিগুণ করে দিদিয়ে দেশমের দল।

এরপর আর কোনো দল গোল করতে না পারায় ২-০ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে এমবাপে-জিরুদরা।

এর আগে কাতারের আল খোরের আল বায়াত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে এই দুই দল। শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। দ্রুত আক্রমণে ফ্রান্সের রক্ষণকে ব্যস্ত রাখতে থাকে দলটি। তবে ম্যাচের পঞ্চম মিনিটে মরক্কোর রক্ষণকে ভেঙে থিও হার্নান্দেজের গোলে এগিয়ে যায় ফরাসিরা।




চরভদ্রাসনে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২২ খ্রি.পালিত হয়েছে । এ উপলক্ষ্যে বুধবার সন্ধ্যা ৬ টায় উপজেলা স্বাধীনতা চত্তরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে পুষ্প স্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে উপজেলা সদরের মধ্য বি. এস. ডাঙ্গী অবস্থিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য (স্বাধীনতা চত্বরে) মোমবাতি প্রজ্বলনের পূর্বে ফুলেল শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও চরভদ্রাসন থানা। পরে ১মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ নানা শ্রেনী পেশার মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে স্বাধীনতা চত্বরে শহিদ বুদ্ধিজীবী দিবসের গুরত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার, ভাইস চেয়োরম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খাইরুল ইসলাম, থানা উপপরিদর্শক মোঃ কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধাগন, ইউপি চেয়ারম্যানগন, চরভদ্রাসন ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটির হাতে ঐ রাতে নিহত হওয়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরন করে তাৎপর্যপূর্ন বক্তব্য রাখেন।
সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদ্বেহী আত্মার ও দেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃআশিকুর রহমান/
21 minutes ago · Sent from Mobile




বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ

বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
১৪ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্থবক অর্পণ করে দিবসটির সূচনা করা হয়।
সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রাণী সম্পদ ককর্মকর্তা সাইফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নূরুল একরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, দেলোয়ার হোসেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, শিক্ষিকা জবা পাল প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করার অংশ হিসেবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পূর্বে ১৪ ডিসেম্বর জাতির মেধাবী সন্তানদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়।
এসময় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ কে হৃদয়ে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে।
এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করা হয়েছে।




বানিয়াচং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জুয়েল রহমান, বানিয়াচং প্রতিনিধিঃ

বানিয়াচংয়ে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,ইউএইচও শামীম আক্তার, কৃষিবিদ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,সূচনা এনজিওর টেকনিক্যাল অফিসার মোঃ আল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নূরুল একরাম,সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দে প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমাদেরকে প্রতিদিন যে পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়ার কথা তা আমরা খাচ্ছিনা।
আমাদের কে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খেতে হবে।
এরজন্য সচেতনতা দরকার।




সেনবাগের সেরা বিদ্যাপীঠ সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ। কলেজটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। কলেজ অধ্যক্ষ সহিদুল আলম জানান প্রফেসর সুলতান মাহমুদ কলেজটির প্রতিষ্ঠাতা। বিজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে অবস্হিত ।প্রতি বছর এ কলেজ থেকে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে বের হচ্ছে।




আত্মহত্যা করেছেন বুয়েট শিক্ষার্থী ফারদিন : ডিবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহিদুর রহমান রিপন।




প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩৭ হাজার ৫৭৪ জনকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচন করে ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) ফল প্রকাশ করা হয়।

নির্বাচিত প্রার্থীদের ৩১ ডিসেম্বরের মধ্যে সব সনদের মূলকপি ও জাতীয় পরিচয়পত্রের ৩ কপি, পুলিশ ভেরিফিকেশন ফরম (যথাযথভাবে পূরণ করা), সিভিল সার্জন দেওয়া স্বাস্থ্যগত উপযুক্ততার সনদসহ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে। শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩২ হাজার ৫৭৭টি পদের কথা বলা হলেও পরে এই সংখ্যা পাঁচ হাজার বাড়ানো হয়।

২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এতে আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।

নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফলাফল একবারেই প্রকাশ করা হয়।

প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। সবমিলিয়ে তিন ধাপে উত্তীর্ণ হন ১ লাখ ৫১ হাজার ৮২৫ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এরপর ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত করে ফল প্রকাশ করা হয়।