আর্জেন্টিনার খেলা দেখতে ছেলেসহ কাতারে আমির

ফুটবল বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে ছেলেসহ হাজির বলিউড সুপারস্টার আমির খান।

ছেলে আজাদ রাও খানের সঙ্গে সাবেক স্ত্রী কিরণ রাও গিয়েছেন কাতারে। বিশ্বকাপের খেলা দেখে আবার ফিরেও গেছেন দেশে।

কাতারে আমির, কিরণের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভক্তদের সঙ্গে ছবি তুলছেন আমির। সামনে কিরণ এবং আজাদ হেঁটে যাচ্ছিলেন। ছবি তোলা হয়ে গেলে তাঁদের কাছে ছুটে যান ‘লাগান’-তারকা। ক্যামেরার দিকে তাকিয়ে তিন জনের এক সঙ্গে ছবি তুলে দেওয়ার অনুরোধ করেন অনুরাগীদেরই।

গত সপ্তাহে কাতারের লুসাইল স্টেডিয়াম থেকে খেলা দেখে বেরিয়ে ছবি তোলেন আমির। আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে গিয়েছিলেন আমির। অভিনেতার ছেলের গায়ে জড়ানো ছিল মেসির দেশের নীল-সাদা পতাকা। কাতারে প্রায় কোনও ভক্তকেই ফেরাননি আমির।

সবার সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে আমিরের গালভর্তি সাদা দাড়ি। গোঁফও সাদা। হাসিমুখে তাকে কিরণ এবং ছেলের সঙ্গে দেখে খুশি অনুরাগীরা। কেউ কেউ বলেছেন, অনেক দিন পর তাকে হাসতে দেখলাম। কেউ আবার বলেছেন, আমিরের এই ছবি দেখে শান্তি পেলাম।

শেষ বার আমিরকে পর্দায় দেখা গিয়েছে ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। সমালোচক মহলেও এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তার পর আমির অভিনয় থেকে কিছু দিনের জন্য বিশ্রাম নেওয়ার কথা ঘোষণা করেন। অনেক দিন পর আমিরকে পরিবারের সঙ্গে হাসিখুশি ভাবে সময় কাটাতে দেখে খুশি ভক্তরাও।




ঢাবিতে দুর্ঘটনায় নারীর মৃত্যু : সড়ক পরিবহন আইনে মামলা

রাজধানীর শাহবাগ থানার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নিহত রুবিনা আক্তারের ভাই রাকিব হোসেন বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই কামরুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানীকে আসামি করা হয়েছে।

নিহত রুবিনা আক্তার (৫৫) রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা। শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়। আজ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, রুবিনা আক্তার তেজগাঁওয়ের বাসা থেকে তার বোনের বাসা হাজারীবাগে যাচ্ছিলেন। শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছলে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে টেনেহিঁচড়ে প্রায় এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। পরে ঢামেকে নেওয়া হলেও প্রাণ ছিল না তার দেহে।

দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালককে গণধোলাই দেয় স্থানীয় লোকজন। তার নাম জাফর শাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক বলে গণধোলাইয়ের সময় পরিচয় দেন। পরে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী ঢামেক হাসপাতালে গিয়ে ওই শিক্ষকের পরিচয় নিশ্চিত করেন।




স্যামসাংয়ের ফোল্ডিং ফোনের জনপ্রিয়তা তুঙ্গে

ফোল্ডিং বা ভাঁজ করা ফোনের জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছেই। এই ফোনের বাজারের অনেকটাই দখল করে আছে স্যামসাং। প্রতিষ্ঠানটির গ্যালাক্সি জেড ফোল্ডের বিক্রি সবচেয়ে বেশি।

ফোল্ডেবল স্মার্টফোনের শিপমেন্ট গত বছরের তুলনায় এবছর বিশ্বব্যাপী ৭৩ শতাংশ বৃদ্ধির কারণে ১৬ মিলিয়ন ইউনিটে পৌঁছাবে বলে আশা করছে বাজার বিশ্লেষকরা।

স্যামসাং ইলেক্ট্রনিক্স কোম্পানি লিমিটেড শুক্রবার জানিয়েছে, এন্টারপ্রাইজ ব্যবহারের জন্য বিক্রি হওয়া গ্যালাক্সি জেড ফোল্ড এবং গ্যালাক্সি জেড ফ্লিপ স্মার্টফোনের সংখ্যা প্রতি বছরে দ্বিগুণ হারে বাড়ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি ২০২১ সালের তুলনায় ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য চুক্তিবদ্ধ ফোল্ডেবল স্মার্টফোনের সংখ্যায় ১০৫ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করেছে।

স্যামসাং এই বছর গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোন দুইটি বাজারে ছাড়ে। ইতিমধ্যে ক্রেতারা মডেল দুইটি লুফে নিয়েছেন।

গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনে ৭.৬ ইঞ্চির ডায়নামিক অ্যামোলিড ২এক্স ইনফিনিটি ফ্লেক্স প্রাইমারি ডিসপ্লে রয়েছে। অন্যদিকে গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি জেড ফোল্ড মডেলে ৫০ + ১২ + ১০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। যেখানে ফ্লিপ ৪ এসেছে ১২ + ১২ মেগাপিক্সেল ক্যামেরাসহ। দুইটি মডেলেই রয়েছে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর।

বাংলাদেশের বাজারেও হ্যান্ডসেট দুইটি পাওয়া যাচ্ছে।




ঘানাকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় উরুগুয়ের

এইচ’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল শুধু পর্তুগালের। অবশিষ্ট একটি স্থানের জন্য আজ মাঠে নামে বাকি ৩ দল। ঘানার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে।

সেই ধারাবাহিকতায় প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় লুইস সুয়ারেজের দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরো বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না লাতিন আমেরিকার দেশটি।

ম্যাচের যখন ৯০ মিনিট ঠিক তখনই এডুকেশন সিটি স্টেডিয়াম থেকে খবর এলো দক্ষিণ কোরিয়া পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে ম্যাচ জিতে নিয়েছে। অতিরিক্ত সময়ের আটটি মিনিট আর কাজে লাগাতে পারে নি কাভানিরা। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিতে হয় উরুগুয়েকে।

বিস্তারিত আসছে…




নাটকীয়ভাবে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া

পরের রাউন্ডে উঠতে হলে এই ম্যাচে জিততেই হবে দক্ষিণ কোরিয়াকে। তার উপর আবার নির্ভর করতে হবে ঘানা-উরুগুয়ে ম্যাচের ফলাফলের উপর। এমন সমীকরণে মাঠে নেমে পর্তুগালের বিপক্ষে সমানে সমান লড়েছে এশিয়ার জায়ান্টরা।

গোলশূন্য প্রথমার্ধের পর ১-১ ব্যবধানে ড্র’র দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচটি। কিন্তু ম্যাচের একেবারে শেষ সময়ে নাটকীয়ভাবে গোল করে পর্তুগালকে ২-১ ব্যবধানে পরাজিত করে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।

বিস্তারিত আসছে…




ফরিদপুরের সদরপুরে পুলিশ-বিএনপির পাল্টা ধাওয়ায় আহত-৪ পুলিশ

ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কবির মোল্যাকে সদরপুর থানা পুলিশ আটক করার কারনে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদরপুর সরকারি কলেজ গেট এলাকায় কবির মোল্যাকে আটকের প্রতিবাদে বিএনপির সমর্থকরা সড়কে টায়ার জ্বালানি সড়ক অবরোধ করে। ঘটনার সংবাদ পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের দাবী বিএনপির সমর্থকরা ইট ককটেল, দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালালে পুলিশও পাল্টা হামলা চালায়। এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান, আমরা হঠাৎ খবর পেলাম বিএনপির কিছু নেতাকর্মী সদরপুর সরকারি কলেজ গেট এলাকায় জড়ো হয়েছে। তারা মারমুখী আচরণ করছে। রাস্তায় বেড়িকেট দিয়ে যানবাহন আটকে রেখেছে।

রাস্তার উপরে টায়ারে আগুন ধরিয়েছে এবং বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়েছে। আমরা এ খবর পেয়ে সাথে সাথে থানা পুলিশের দুই তিনটি টিমই সেখানে চলে যাই। ঘটনা স্থলে গিয়ে বিএনপির নেতাকর্মীদের খুব উচ্ছৃঙ্খল অবস্থায় শ্লোগান দিতে দেখি। ওরা ছোট ছোট ককটেল বোমা এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ধাওয়া দেয় এবং সাথে সাথে আমরাও পাল্টা ধাওয়া দেই। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট মারি। ফায়ারসার্ভিসের মাধ্যম আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। পরবর্তীতে আমরা ওই এলাকা পুলিশের নিয়ন্ত্রণে নেই এবং অবস্থা স্বাভাবিক করি। আমাদের অভিযান চলছে, আমরা একজন কে গ্রেফতার করেছি, আমাদের অভিযান অব্যহত থাকবে।

যারা এ ঘটনার সাথে জরিত এবং যারা এ ঘটনার জন্য সমবেত হয়েছে তাদেরকে অভিযানের মাধ্যমে গ্রেফতার করবো সেই সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো। আমরা কিছু দেশীয় অস্ত্র, ককটেলের বিস্ফোরিত এবং অবিস্ফোরিত অংশবিশেষ উদ্ধার করেছি। এ ঘটনায় আমাদের চারজন পুলিশ আহত হয়েছে। জানা যায়, ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ঘটনা স্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল, ফরিদপুর)।তিনি সদরপুর থানার ওসিকে আইনগত ব্যবস্থা গ্রহন করতে বলেন।




পাতানো নির্বাচনের পায়তারা, অবশেষে স্থগিত

মইনুল আবেদীন খান, জেলা প্রতিনিধি, বরগুনা :

৩ ডিসেম্বর রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে একক প্রার্থী ছিলেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাড. মোতালেব মিয়া। তবে তার বিরুদ্ধে পাতানো নির্বাচনের পায়তারায় সাধারণ সদস্য ও আজীবন সদস্য করার বিষয়ে স্বজনপ্রীতি এবং সেচ্ছাচারিতার অভিযোগ ওঠে।

এনিয়ে ঢাকাপ্রকাশে সংবাদ প্রকাশের পর বিষয়টি বরগুনা রেডক্রিসেন্ট ইউনিটের বর্তমান সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির ও জেলা প্রশাসক হাবিবুর রহমানের দৃষ্টিতে আসে।

পরবর্তীতে শুক্রবার (২ ডিসেম্বর) রাতে ৩ ডিসেম্বরের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনকে স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরগুনা রেডক্রিসেন্ট ইউনিটের বর্তমান সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির বলেন, রেডক্রিসেন্ট একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ৭টি মূলনীতি নিয়ে চলে। এই ৭টি মূল নীতির বাইরে যাবার কোন সুযোগ নেই। তাই একাধিক লিখিত অভিযোগের ভিত্তিতে ৩ ডিসেম্বরের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনকে স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, সদস্য না হতে পারা অনেকে অভিযোগ করেছিলেন, নির্বাচনে এককভাবে বিজয়ী হওয়ার উদ্দেশ্যে নিজের মনগড়া সদস্য করেছেন বরগুনা রেডক্রিসেন্ট ইউনিটের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাড. মোতালেব মিয়া। নির্বাচনে তফসিল ঘোষনার আগে সদস্য ফরম ক্রয় করতে গিয়ে পাওয়া না গেলেও তফসিল ঘোষণার পরই উন্মুক্ত করা হয় ফরম। এর ফলে নতুন করে সদস্য হওয়া কেউ এখন আর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালে বরগুনা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সবশেষ নির্বাচনে অ্যাড. মোতালেব মিয়া বিজয় লাভ করেন। এরপর থেকেই সদস্য করার বিষয়ে তিনি এককভাবে সিদ্বান্ত দিয়ে আসেন। তার সিদ্বান্তের বাইরে কেউই সদস্য পদ লাভ করতে পারেন না। এমনকি তার সাথে সহযোগী হিসেবে কর্মরত একাধিক আইনজীবী সহকারী (মহরার) সদস্য হয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন হওয়ার কথা ছিল।

রেডক্রিসেন্ট বরগুনা জেলা ইউনিট কার্যালয় সূত্রে জানা যায়, সাধারণত রেডক্রিসেন্টের তহবিল বৃদ্ধি করার উদ্দেশ্যেই সাধারণ সদস্য (বার্ষিক) ও আজীবন সদস্য অন্তরভুক্তি করে থাকে রেডক্রিসেন্ট সোসাইটি। সদস্য হওয়ার জন্য স্ব-স্ব জেলা কার্যালয়ে দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে সদস্য ফরম সংগ্রহ করার পর যথাযথ নিয়মে পূরন করে জাতীয় পরিচয় পত্র, চারকপি পাসপোর্ট সাইজ রঙিন ছবিসহ বার্ষিক সদস্য পদের জন্য ২৩০ টাকা ও আজীবন সদস্যের জন্য ৩ হাজার ১৩০ টাকা সদস্য চাঁদা দিয়ে সদস্য হতে হয়।




নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর ঘোড়াশালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (২রা ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড এলপিজি কারখানার সড়কের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ চৈতারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। সে চলতি বছর শহীদ ফকির শামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল। পুলিশ ও নিহতের পরিবার জানায়, দুপুরে মোটরসাইকেল যোগে দুই বন্ধু মিলে শাকিল ঘোড়াশালে তার এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঘোড়াশাল পলাশ আঞ্চলিক সড়কের ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের কারখানার সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা প্রাণ আরএফএলের একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেটিকে চাপা দেয়।

এসময় শাকিল ও তার বন্ধু আনিছুর গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে শাকিলের মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানায়, দুর্ঘটনার একজনের মৃত্যু ও একজনের আহতের খবর শুনেছি।




টিকে থাকার লড়াইয়ে ২-০ এগিয়ে থেকে বিরতিতে উরুগুয়ের

খেলার মাত্র প্রথমার্ধ শেষ হয়েছে আর তাতেই উরুগুয়ের সাথে লড়াই জমে উঠেছে সমানে সমান। কিন্তু মুখোমুখি যখন উরুগুয়ে-ঘানা এবং পুরনো ইতিহাসের মতো আবারও পেনাল্টি মিসের মহড়া। তখন অন্ততপক্ষে উরুগুয়ের বিপক্ষে ঘানাকে নিয়ে এতটুকু বললে খুব একটা ভুল হবে না।

আজ আল জানোব স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে উরুগুয়ের ২-০ গোল ব্যবধানের এগিয়ে। অথচ এই ম্যাচে কিনা লিড আগে নিতে পারতো ঘানাইয়ানরা। শুরু থেকে উরুগুয়ের ডিফেন্সে একের পর এক আক্রমণও ছিল ঘানার পক্ষেই। ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টিও পেয়ে যায় দলটি।

বিস্তারিত আসছে …




বশেমুরবিপ্রবিতে বিজিই বিভাগের আয়োজনে ‘টু মিনিটস বায়ো-টক’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট অব বাংলাদেশ (এনওয়াইবিবি) আয়োজনে ‘টু মিনিটস বায়ো-টক’ অনুষ্ঠিত হয়েছে৷
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে নেটওয়ার্ক অফ ইয়ং বায়োটেকনোলজিস্টস অফ বাংলাদেশ (এনওয়াইবিবি) এর বশেমুরবিপ্রবি স্টুডেন্টস চ্যাপ্টার কর্তৃক প্রতিযোগিতাটি আয়োজিত হয়।

গত বুধবার (৩০ নভেম্বর) বশেমুরবিপ্রবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে আয়োজিত হয়েছে ‘টু মিনিটস বায়ো-টক’ শীর্ষক সাইন্টিফিক প্রেজেন্টেশন প্রতিযোগিতার তৃতীয় এপিসোড। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিজিই বিভাগের একদল উদ্যমী শিক্ষার্থী। অনুষ্ঠানটিতে বশেমুরবিপ্রবির বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ও সভাপতি মোঃ শাহাবউদ্দিন এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব। এছাড়াও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল-জোবায়ের, প্রভাষক ইমদাদুল হক সোহাগ ও রিজওয়ান মাহমুদ।

প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হয় অয়ন বালা (বিজিই ২য় বর্ষ), ১ম রানার্সআপ কাজী ইফতি আরাফাত (৪র্থ বর্ষ), ২য় রানার্সআপ অনন্যা চন্দ (২য় বর্ষ)। বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন বিভাগের শিক্ষকবৃন্দ।

এনওয়াইবিবি বাংলাদেশের বায়োটেকনোলজি বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য এটি একটি বৃহৎ প্লাটফর্ম। বায়োটেকনোলজি সেক্টর এর সকল শিক্ষার্থী ও প্রফেসনালসদের একত্রিত করার লক্ষে এনওয়াইবিবি যাত্রা শুরু করে। এটি বর্তমানে ৩৫ টি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ৫৪০০ বায়োটেকনোলজি উচ্চাকাঙ্খীদের সম্মিলিত প্লাটফর্ম।

আয়োজকদের মধ্যে থেকে মোঃ ফাহিম ইসরাক বলেন, এনওয়াইবিবি বাংলাদেশের বায়োটেকনোলজি বিভাগের সকলকে এক ছাতার নিচে আনার জন্য কাজ করে যাচ্ছে। এলক্ষে এনওয়াইবিবি প্রতি বছর আয়োজন করে চলেছে বিভিন্ন সাইন্টিফিক প্রতিযোগিতা, ক্যারিয়ার ফেস্ট ও স্কিল ডেভলপমেন্ট ওয়ার্কশপ ইত্যাদি। দেশের প্রথম বায়োটেকনোলজি জার্নাল ক্লাবের পথচলাও এনওয়াইবিবি এর হাত ধরে। বশেমুরবিপ্রবি বিজিই বিভাগে ‘টু মিনিটস বায়ো-টক’ এপিসোড-৩ আয়োজনের জন্য আমরা আমদের বিভাগ ও শিক্ষকদের সর্বাত্মক সহযোগী পেয়েছি, ফলশ্রুতিতে আমরা সুন্দরভাবে প্রতিযোগিতাটির আয়োজন করতে পেরেছি।

এছাড়াও আয়োজনের পেছনে যাদের কথা না বললেই না তারা হলেন এনওয়াইবিবি বশেমুরবিপ্রবি স্টুডেন্ট মেম্বার শাফি মাহমুদ পিয়াল, নাজমুন নাহার, জান্নাতুল মাওয়া, সাজিদুর রহমান, ফারজানা প্রিমু, তাহেরাতুন নূর, রাশেদুজ্জামান।