তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন এম পি শাওন

ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে আশ্রয়ের শীতার্থ মানুষের মাঝে দুই হাজার কম্বল বিতরন করেন এম পি শাওন। শনিবার সকাল ১১টায় উপজেলার চাঁচড়া ইউনিয়নের আবাসন প্রকল্পের মাঠে ও চাঁদপুর ইউনিয়নের গুরিন্দা বাজার আবাসনের মাঠে এই কম্বল বিতরন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এম পি শাওন বলেন বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের কারনে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় মানুষ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে আশ্রয়নের অসহায় এবং হতদরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন। তারেই নির্দেশনায় আমি আপনাদের মাঝে এসে হাজির হয়েছি শীত বস্ত্র নিয়ে। মুজিব বর্ষে আপনাদের জন্য পাকা ঘরের ব্যবস্থা করেছে যাতে করে আপনাদের বাসস্থান তৈরি হয়। এই প্রচন্ড শীতে আপনাদের জন্য কম্বল পাঠিয়েছে। আমরা চাই আগামী নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন।

চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়ার ও চাঁদপুর ইউপি চেয়ারম্যান সহিদুল্যাহ কিরনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা মরিয়ম বেগম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক জনাব ফজলুল হক দেওয়ান। তজুমদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মাসুদুর রহমান মুরাদ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার। তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,জেলা পরিষদের সদস্য ইশতিয়াক হাসান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।




জামায়াত-পুলিশ সংঘর্ষে ৪ মামলা, আসামি দেড় শতাধিক

রাজধানীর মৌচাক এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করেছে পুলিশ। তিন থানায় করা এসব মামলায় আসামি করা হয়েছে জামায়াতের দেড় শতাধিক নেতাকর্মীকে।

মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার জুমার নামাজের পর অনুমতি ছাড়াই জামায়াতের লোকজন মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় দলটির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এসব মামলা করা হয়। এর মধ্যে রামপুরা থানায় একটি, খিলগাঁও থানায় দুটি এবং শাহজাহানপুর থানা একটি মামলা হয়েছে।

খিলগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, আমার থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলার বাদী এসআই রেজাউল ইসলাম। মামলায় ৭৫ জন আসামির নাম উল্লেখ থাকলেও বাকিরা অজ্ঞাত। দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।




একাদশে ভর্তির ফল রাতে

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল শনিবার রাত ৮টায় প্রকাশ করা হবে। ভর্তিচ্ছুরা ভর্তির ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।

সোয়া ১৩ লাখ ২৩ হাজারের বেশি ভর্তিচ্ছু একাদশে ভর্তির আবেদন আবেদন করেছিল। তারা বিভিন্ন কলেজের ৭০ লাখ ২০ হাজারের বেশি আসন পছন্দ দিয়েছেন।

অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে বলে ভর্তি নীতিমালায় জানানো হয়েছে।




ডলারের হিসাবে টাকার মান কমেছে ২৫ ভাগ

তীব্র সংকটের কারণে চলতি বছর ডলারের বিপরীতে টাকার রেকর্ড অবমূল্যায়ন হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে লাগামহীনভাবে বেড়েছে ডলারের দাম, কমেছে টাকার মান। বছরের প্রথম দিকে ডলার বাজার স্থিতিশীল থাকলেও মে মাস থেকে চরম অস্থিরতা বিরাজ করে। অস্থিরতা কমলেও সংকট এখনো প্রকট। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে এক বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ২৪ দশমিক ৭১ শতাংশ। বাণিজ্যিক ব্যাংকগুলোর সর্বোচ্চ দরের হিসাবে ৩৫ দশমিক ২০ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। অন্যদিকে খোলা বাজারে ডলারের দামের হিসাবে টাকার অবমূল্যায়ন হয়েছে ৩৭ শতাংশ।

ADVERTISEMENT

গত ১০ বছরের তথ্য পর্যালোচনায় দেখা যায়, করোনার কারণে ডলারের চাহিদা কম থাকায় ও আয় বেশির কারণে ২০২০ সালে টাকার মান বেড়েছিল সামান্য। অন্যান্য সময়ে ডলারের দাম বেড়েছে। টাকার মান কমেছে। সেগুলোর বেশিরভাগই ১ শতাংশের কম থেকে ২ শতাংশের মধ্যে। শুধু ২০১৭ সালে কমেছিল পৌনে ৫ শতাংশ। শুধু এবারই রেকর্ড হারে ২৫ শতাংশ কমেছে। অন্য হিসাবে কমেছে ৩৫ থেকে ৩৭ শতাংশ।

মূল্যস্ফীতির হারে ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশসহ অনেক দেশ সংকোচনমুখী মুদ্রানীতি অনুস্মরণের ঘোষণা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র মূল্যস্ফীতির হার ঠেকাতে কয়েক দফায় তাদের নীতি সুদের হার বাড়ায়।

ডলারের দামও বেড়ে যায়। যার নেতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশেও। তবে আগে থেকেই দেশের অর্থনীতিতে নানা সংকট দেখা দিয়েছিল। যুদ্ধের ধাক্কায় এ সংকট প্রকট আকার ধারণ করে। আমদানি ব্যয় বেড়ে যায়। রপ্তানি ও রেমিট্যান্স কমায় ডলার সংকট প্রকট হয়। রিজার্ভ থেকে ডলারের জোগান দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তারপরও ডলারের দাম বেড়েছে পাগলা ঘোড়ার গতিতে। অতীতে কোনো সময়ে এভাবে ডলারের দাম বাড়েনি।

নতুন বছরেও ডলার সংকট থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে রিজার্ভ আরও কমতে পারে। তবে বৈদেশিক ঋণ পাওয়ার চেষ্টা করছে সরকার। মার্চ থেকে ঋণের অর্থ ছাড় হতে পারে। জুনের দিকে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ পাওয়া যেতে পারে। এরপর ডলার বাজারে চাপ কিছুটা কমতে পারে।

গত বছরের শেষ দিন বা চলতি বছরের শুরুর দিনে ব্যাংকের হিসাবে প্রতি ডলারের দাম ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। বছর শেষে বৃহস্পতিবার শেষ লেনদেনের দিনে প্রতি ডলার সর্বোচ্চ ১০৭ টাকা করে বিক্রি হয়েছে। ওই এক বছরে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ২১ টাকা ২০ পয়সা। এ হিসাবে টাকার অবমূল্যায়ন হয়েছে ২৪ দশমিক ৭১ শতাংশ। অন্যদিকে গত অক্টোবরে ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১১৬ টাকা হয়েছিল। সরকারি খাতে ব্যাংকসহ কয়েকটি বেসরকারি ব্যাংক সর্বোচ্চ ১১৬ টাকা করে রেমিট্যান্স কিনেছে। একই দরে তারা আমদানির জন্য আগাম ডলার বিক্রি করেছে। সরকারি প্রতিষ্ঠানগুলোও ওই দরে ডলার কিনে দেনা পরিশোধ করেছে। এই হিসাবে গত এক বছরে ডলারের দাম বেড়েছে ৩০ টাকা ২০ পয়সা। এ হিসাবে টাকার অবমূল্যায়ন হয়েছে ৩৫ দশমিক ২০ শতাংশ। খোলা বাজারে বছরের শুরুর দিকে প্রতি ডলারের দাম ছিল ৮৫ টাকা ৫০ পয়সা। তখন ডলারের চাহিদা কম থাকায় ব্যাংকের চেয়ে দাম কম ছিল খোলা বাজারে। এখন তা বেড়ে সর্বোচ্চ ১১৭ টাকায় উঠেছে। এ হিসাবে ডলারের দাম বেড়েছে ৩১ টাকা ৫০ পয়সা। ওই সময়ে টাকার অবমূল্যায়ন হয়েছে ৩৬ দশমিক ৮৪ শতাংশ।

চলতি বছরে ডলার ছাড়াও অন্যান্য প্রধান প্রতিযোগী মুদ্রার বিপরীতেও টাকার মান কমেছে। এর মধ্যে বছরের শুরুতে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ডের দাম ছিল ১১৫ টাকা। বৃহস্পতিবার তা বেড়ে দাড়ায় ১২৮ টাকায়। ওই সময়ে পাউন্ডের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ১১ দশমিক ৩০ শতাংশ। একই সময়ের ব্যবধানে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোর দাম ৯৭ টাকা থেকে বেড়ে ১১৩ টাকা হয়েছে।

এর বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে সাড়ে ১৬ শতাংশ। ভারতীয় রুপির দাম বছরের শুরুতে ছিল ১ টাকা ১৫ পয়সা। বৃহস্পতিবার পর্যন্ত তা বেড়ে হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। গত এক বছরে রুপির বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ১৫ দশমিক ৬২ শতাংশ। আলোচ্য সময়ে সৌদি রিয়ালের দাম ২২ টাকা থেকে বেড়ে ২৮ টাকা হয়েছে। এর বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ২৭ দশমিক ২৭ শতাংশ। একই সময়ে কানাডিয়ান ডলারের দাম ৬৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০ টাকা। ওই সময়ে এর বিপরীতে টাকার মান কমেছে ১৯ দশমিক ৪০ শতাংশ।

চলতি বছরে ডলারের বিপরীতে প্রায় দেশের মুদ্রার মানই কমেছে। ডলারের বিপরীতে যেভাবে ইউরো, পাউন্ড, ভারতীয় রুপির দাম কমেছে, সে তুলনায় টাকার মান কম হারে কমেছে। তবে সৌদি রিয়ালসহ আরও কিছু দেশের মুদ্রার মান ডলারের বিপরীতে কমেনি। বরং বেড়েছে। ওইসব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বৈদেশিক মুদ্রা আয় ও অর্থনৈতিক অবস্থা শক্তিশালী অবস্থানে থাকায় মুদ্রার মান কমেনি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, ২০০৯ সালে প্রতি ডলারের দাম ছিল ৬৯ টাকা ১৭ পয়সা। ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় ৭০ টাকা ৬১ পয়সায়। ওই এক বছরে ডলারের দাম বেড়েছিল ১ টাকা ৪৪ পয়সা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছিল ২ দশমিক ০৮ শতাংশ। এরপর থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রতিবছর প্রায় কাছাকাছি হারে টাকার মান কমেছিল।

২০১৫ সালের ডিসেম্বরে প্রতি ডলারের দাম বেড়ে দাঁড়ায় ৭৮ টাকা ৭৮ পয়সায়। ২০১৬ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৭৮ টাকা ৮০ পয়সায়। ওই এক বছরে ডলারের দাম বড়েছে মাত্র ২ পয়সা। এ হিসাবে টাকার মান কমেছে শূন্য দশমিক ০৩ শতাংশ।

২০১৭ সালে প্রতি ডলারের দাম বেড়ে দাঁড়ায় ৮২ টাকা ৫৫ পয়সা। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ডলারের দাম বাড়ে ৩ টাকা ৭৫ পয়সা। ওই সময়ে টাকার অবমূল্যায়ন হয়েছে ৪ দশমিক ৭৬ শতাংশ। ২০১৮ সালে ডলারের দাম বেড়ে দাঁড়ায় ৮৩ টাকা ৯০ পয়সায়। আগের বছরের তুলনায় ডলারের দাম বাড়ে ১ টাকা ৩৫ পয়সা। টাকার মান কমে ১ দশমিক ৬৪ শতাংশ। ২০১৯ সালে ডলারের দাম বেড়ে হয় ৮৪ টাকা ৯০ পয়সা। আগের বছরের তুলনায় দাম বৃদ্ধি পায় ১ টাকা। টাকার মান কমে ১ দশমিক ১৯ শতাংশ।




ক্ষমতা হস্তান্তর না করেই যুক্তরাষ্ট্রে বলসোনারো

প্রেসিডেন্ট জাইর বলসোনারো শুক্রবার তার প্রতিদ্বন্দ্বী নির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিল্ভা দায়িত্ব নেয়ার ৪৮ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ব্রাজিল ত্যাগ করেছেন। তিনি বলেছেন, তিনি ‘লড়াইয়ে হেরেছেন কিন্তু যুদ্ধে নয়’।

নির্বাচনে হারার পরে বলসেনারো এই প্রথম কথা বলেছেন। তিনি কোথায় যাচ্ছেন তা নিশ্চিত করনেনি তবে তার উড়োজাহাজটির ট্র্যাকিং উপাত্ত থেকে জানা যায়, তিনি ফ্লোরিডা যাচ্ছেন।

সেখানে তার নিরাপত্তা কর্মীরা ইতোমধ্যেই অবস্থান করছে। তিনি বারবার বলেছেন, তিনি রোববারের শপথ অনুষ্ঠানে লুলার কাছে প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করতে চান না।




গোল না করেই ম্যাচ জয় লিভারপুলের

বিশ্বকাপের উন্মাদনা শেষে মাঠে গড়িয়েছে ক্লাব ফুটবলের লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে লিস্টার সিটির বিপক্ষে মাঠে নামে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে অলরেড ফুটবলাররা একটি গোল না করেও জয়ের মুখ দেখেছে।

লিগ টেবিলের ১৩ নম্বর অবস্থানে থাকা লিস্টার সিটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ সালাহরা।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ইয়ুর্গন ক্লপের দল। প্রথমার্ধের চতুর্থ মিনিটেই পাটসন ডাকারের অ্যাসিস্টে কিয়েরনান ডিউসবারি-হল লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করে লিস্টারকে এগিয়ে নেন। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়াতে থাকে জর্দান হেন্ডারসনের দল।




বিয়ের এগারো মাসের মাথায় সম্পর্কের ইতি টানলেন পরী

বিয়ের এগারো মাসের মাথায় সম্পর্কের ইতি টানলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার দিবাগত রাতে রাজের সংসার থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা জানান পরী।

সম্পর্কে ভাঙনের কথা জানিয়ে নিজের ফেসবুকে পরীমণি লিখেন, হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।

এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শরীফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরী। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। তাদের বিয়ের দেনমোহর ছিল ১০১ টাকা ।

তবে জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা করলেও পরী-রাজ গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন। বিয়ের বিষয়টি ঘোষণা দেন চলতি বছরের ১০ জানুয়ারি। তাদের একটি ছেলে সন্তান রয়েছে, নাম রাজ্য।




নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ২০২৩ সালের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আগামীকাল ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে কেন্দ্রীয় পাঠ্যবই উৎসব উদযাপন করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের বই উৎসব গাজীপুরের কাপাসিয়া উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হবে। আর প্রাথমিক পর্যায়ের বইয়ের কেন্দ্রীয় উৎসব হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। অনুষ্ঠানে দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ বিশিষ্ট ব্যক্তি, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

এনসিটিবি জানায়, ২০২৩ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩৫ কোটি পাঠ্যবই ছাপানোর কথা রয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের পাঠ্যবই প্রায় ১০ কোটি। বাকি ২৫ কোটি মাধ্যমিক ও অন্যান্য বিষয়ের বই রয়েছে। বই উৎসবের আগে মাধ্যমিক পর্যায়ের ৮০ শতাংশ বই জেলায় পৌঁছে দেয়া সম্ভব হলেও প্রাথমিকের বড় অংশের বই পৌঁছানো কঠিন হয়ে পড়বে। প্রাথমিকের বই দেরি করে ছাপা শুরু হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকে বিনামূল্যে নতুন পাঠ্যবই দেয়া শুরু করে সরকার। এরপর ধারাবাহিকভাবে প্রতি বছরের শুরুতে শিক্ষার্থীদের উৎসব করে বিনামূল্যে বই দেয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




বলিউডের প্রশংসা করায় তোপের মুখে রাশমিকা

এক সময় তিনিই ছিলেন জাতীয় ক্রাশ। তার মিষ্টি হাসি, সুন্দর মুখশ্রীর প্রেমে হাবুডুবু খেয়েছে কতোই না পুরুষ হৃদয়। কিন্তু কিছুদিন ধরে এক নাগাড়ে সমালোচিত হয়ে চলেছেন রাশমিকা মানদানা। ‘পুষ্পা’র শ্রীভাল্লিকে নিয়ে বিতর্কের অন্ত নেই। বরং বলা ভালো, তার মন্তব‍্য নিয়ে।

এবার নিজের ইন্ডাস্ট্রিকে অসম্মান করে ট্রোলড হলেন তিনি।

সদ‍্য বলিউডে পা রেখেছেন রাশমিকা। ডেবিউ ছবিতেই অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের মতো মেগাস্টারের সঙ্গে। কার্যত আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা তার। কয়েকমাসের বিরতির পরেই মুক্তি পেতে চলেছে ‘মিশন মজনু’। এই ছবিতে তার বিপরীতে সিদ্ধার্থ মালহোত্রা।




সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৮.৭ ডিগ্রি সেলসিয়াস

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজকের তাপমাত্রা অনুযায়ী স্থানীয়ভাবে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে যাচ্ছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় সারাদেশে মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, উত্তরের হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। শীতে চরম দুর্ভোগে পড়েছেন রিকশা-ভ্যান চালকসহ শ্রমজীবীরা। দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছে।

বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন,এ জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার কারনে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকে সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল একই ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।