বানিয়াচং উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মোঃ বায়েজিদ

হবিগঞ্জ প্রতিনিধিঃ

 বানিয়াচং উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ বায়েজিদ।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়।

বানিয়াচং উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের(এল আর সরকারি উচ্চ বিদ্যালয়) সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মোঃ বায়েজিদ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে সমাজ বিজ্ঞান বিষয়ে ১ ম শ্রেণীতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন।

মোঃ বায়েজিদ ৩৪ তম বিসিএস (নন ক্যাডার-২০১৭) হতে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন।

 মোঃ বায়েজিদ লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের(এল আর সরকারি উচ্চ বিদ্যালয়) শেখ রাসেল ডিজিটাল ল্যাবরেটরি ও আইএলসি ল্যাবরেটরি’র কো-অর্ডিনেটর হিসেবে ও দায়িত্ব পালন করছেন।

এছাড়া ২০১৯ সালে জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রশিক্ষক (বানিয়াচং-নবীগঞ্জ-আজমিরীগঞ্জ উপজেলা) হিসেবে দায়িত্ব পালন করছেন।




নরসিংদীতে হত্যা মামলার সাক্ষী ছোড়া গুলিতে আহত

মোঃ মোবারক হোসেন , নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে হত্যা মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে আসামিদের ছোড়া গুলিতে এক সাক্ষী আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এ ঘটনাটি ঘটে। আহত সজিব মিয়া (৩০) নরসিংদী সদর উপজেলার আসমান্দিরচর এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি শিবপুরের আলোচিত আরিফ পাঠান হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন। আহতের স্বজনেরা জানান, শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন সজিব। পথিমধ্যে পাঁচদোনা স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া হত্যা মামলার প্রধান আসামি টিটু, আসামি মাসুদ এবং পলাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী সজিবের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দৌড়ে পালাতে থাকলে গুলি ছুড়ে তারা চলে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। নরসিংদী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসরিফা আমরিন হক অন্তরা জানান, দুপুরে সজিব মিয়া নামে একজনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। রোগীর পক্ষ থেকে গুলির কথা উল্লেখ করা হলেও আমরা নিশ্চিত নই। আঘাতের কারণ নির্ণয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নরসিংদীর অতিরিক্তি পুলিশ সুপার আল-আমিন জানান, আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ২০১৫ সালের ১ এপ্রিল সন্ত্রাসীদের গুলিতে শিবপুরের পুটিয়া ইউনিয়নের তৎকালীন ইউপি সদস্য আরিফ হোসেন পাঠান নিহত হন। তার ছোট ভাই রোমান পাঠান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় টিটু, মাসুদ এবং পলাশসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। এই মামলার অন্যতম সাক্ষী ছিলেন গুলিতে আহত সজিব মিয়া।




বাল্যবিয়ে বন্ধ, মুচলেকায় রক্ষা কনের বাবা

ফরিদপুর জেলা প্রতিনিধি –

ফরিদপুরের সালথায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী এ আদেশ দেন।

তিনি জানান, উপজেলার পাটপাশা-বালিয়া গ্রামের এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতারের নির্দেশে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। বাল্যবিয়ের কুফল সম্পর্কে মেয়ের অভিভাবকে অবহিত করা হয়। এরপর বয়স ১৮ না হওয়া পর্যন্ত ওই মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন বাবা।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. তাছলিমা আকতার বলেন, স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবীকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে। এ সময় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।




শাওমির যে ফোনে ১৯ মিনিটে হবে ফুল চার্জ

মাত্র ১৯ মিনিটে চার্জ হবে শাওমির নতুন ফোন ১২টি সিরিজ। এই ফোনের রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি।

দুইটি ভার্সনে হ্যান্ডসেটটি পাওয়া যাবে। একটির মডেল শাওমি ১২টি। অন্যটি শাওমি ১২টি প্রো। দ্রুতগতিতে চার্জ দেওয়ার জন্য এই ফোনে ১২০ ওয়াটের হাইপারচার্জ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

সম্প্রতি গ্লোবাল মার্কেট ডিভাইসগুলো লঞ্চ করেছে শাওমি। শাওমি ১২টি সিরিজের এই দুই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ক্রিস্টাল রেস অ্যামোলিড ডিসপ্লে।শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো, এই দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের হাইপারচার্জের সাপোর্ট।শাওমি দাবি করছে এই দুই ফোনে পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ১৯ মিনিট। আর প্রায় ১৩.৫ ঘণ্টা পর্যন্ত স্ক্রিন টাইম দিতে পারবে এই দুই ফোন।

শাওমি ১২টি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। অন্যদিকে শাওমি ১২টি প্রো ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর।

শাওমি ১২টি সিরিজের ফোনের বিক্রি শুরু হবে ১৩ অক্টোবর থেকে। কেনা যাবে শাওমির অফিশিয়াল চ্যানেল থেকে। এই স্মার্টফোন সিরিজের দুটো ফোন অর্থাৎ শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো কালো, নীল এবং রুপোলি- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে আন্তর্জাতিক বাজারে।

শাওমি ১২টি প্রো ফোনে রয়েছে তিনটি ভ্যারিয়েন্ট। সেগুলি হল যথাক্রমে- ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

অন্যদিকে শাওমি ১২টি ফোনে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেল।

শাওমি ১২টি মডেলে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ আলট্রা প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর রয়েছে।

এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। শাওমি ১২টি সিরিজের দুইটি ফোন অর্থাৎ শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১২ ভিত্তিক শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেসে।




কিউইদের হারিয়ে ‘বাংলাওয়াশ’ সিরিজ পাকিস্তানের

ত্রিদেশীয় সিরিজে নিজেদের শক্তির মত্তার প্রমাণ দিয়েছে বাবর আজমের বাহিনী। বাংলাওয়াশ সিরিজের ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান।

বিস্তারিত আসছে…




যুক্তরাষ্ট্র বন্দুকহামলায় পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকহামলায় অফ-ডিউটি পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে দেশটির পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নর্থ ক্যারোলাইনার রাজধানী রালেইতে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির খোঁজে নিরাপত্তা সংস্থাগুলো ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে এবং এতে করে শহরের একটি অংশ কার্যত বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে কর্তৃপক্ষ।  স্থানীয় মেয়র মেরি-অ্যান বাল্ডউইন সংবাদ সম্মেলনে বলেছেন, বন্দুকহামলায় অন্য এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কিছু জানাননি তিনি।

গোলাগুলির এ ঘটনার বিস্তারিত বিবরণ অবশ্য মেরি অ্যান দেননি। তবে তিনি বলেন, ‘আমাদের আরও কিছু কাজ করতে হবে। আমাদের অবশ্যই আমেরিকায় এ নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতাকে মোকাবিলা করতে হবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকাল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে। এর প্রায় তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে ‘একটি বাড়ির মধ্যে আটকাতে সক্ষম হয়’। তবে তাকে এখনো হেফাজতে নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাল্ডউইন।

অবশ্য রেলিগ পুলিশ পরে টুইটারে দেওয়া এক বার্তায় জানায়, ‘সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।’ডব্লিউটিভিডি টেলিভিশন জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে লম্বা বন্দুকধারী একজন শেতাঙ্গ কিশোর বলে মনে করা হচ্ছে।




ফাইনাল: পাকিস্তানকে ১৬৪ রানের টার্গেট নিউজিল্যান্ডের

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টসে হেরে ব্যাটে নেমে পাকিস্তানকে ১৬৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। হ্যাগলি ওভালে সকাল ৮টায় মাঠে নামে এই দুই দল।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা রাঙ্গাতে পারেনি কিউইরা। দলীয় ১২ রানে নাসিম শাহ্‌র বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন ফিন অ্যালেন। পাওয়ার-প্লেতে ২ উইকেটে নিউজিল্যান্ডের ব্যাটাররা করে ৫১ রান।

অ্যালেনের সাজঘরে ফেরার পর ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন জুটি থেকে আসে ৩৫ রান। ব্যক্তিগত ১৪ রান করে হারিস রউফের বলে বোল্ড হন কনওয়ে। এরপর কেন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৫০ রানের ঝড়ো পার্টনারশিপ।মিডেল অর্ডারে গ্লেন ফিলিপসের ২৯ ও মার্ক চ্যাপম্যানের ২৫ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন কেন উইলিয়ামসন।

পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট নেন হারিস রউফ ও নাসিম শাহ্‌। একটি করে উইকেট নেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।




১ ডিমে রয়েছে ১২ উপকারিতা

স্বাস্থ্যের জন্য উপকারি একটি খাদ্য ডিম। অনেকে অবশ্য ওজন বেড়ে যাওয়া কিংবা হৃদরোগের আশঙ্কায় রোজ ডিম খেতে ভয় পান। পুষ্টিবিদরা বলেন, প্রতিদিন সকালের নাশতায় একটি করে ডিম খেলে নানা শারীরিক সমস্যার সমাধান হতে পারে। তবে কীভাবে ডিম খাচ্ছেন সেটি গুরুত্বপূর্ণ।

ক্যালোরির হিসাব করে অনেকে ডিমের কুসুম খান না। তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন, একজন সুস্থ ব্যক্তি দৈনিক দুটি ডিম কুসুমসহ খেতে পারেন। এর বেশি খেলে সাদা অংশ খেতে হবে।

ডিম যত ভাজা হয় তার পুষ্টি তত নষ্ট হয়ে যায়। সবচে ভালো হয় যদি সেদ্ধ করে ডিম খান। পোচ বা হাফ বয়েল খেতে পারেন। সপ্তাহে একদিন ডিমের অমলেট খেতে পারেন।

ডিমের নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এমন কিছু উপকারিতা সম্পর্কে চলুন জেনে নিই-

শক্তি মেলে 

ডিম খেলে দ্রুত শক্তি পাওয়া যায়। এতে থাকা ভিটামিন বি থেকেই মূলত এই শক্তি মেলে। প্রতিদিন সকালে একটি সেদ্ধ ডিম খেলে সারাদিন ক্লান্তিহীন থাকবেন।

ক্যানসারের সম্ভাবনা কমায় 

ডিমে থাকা ভিটামিন ই কোষ ও ত্বকে থাকা ফ্রি র‍্যাডিকেল ধ্বংস করে। তাই ক্যানসারের ঝুঁকি কমে। পাশাপাশি নতুন কোষ তৈরিতেও সাহায্য করে। নিয়মিত ডিম খেলে ব্রেস্ট ক্যানসারের সম্ভাবনা অনেক কমে যায়।

পেশী মজবুত করে 

অনেকেই পেশী ব্যথায় ভোগেন। ডিমে থাকা ভিটামিন ডি পেশী মজবুত করে। নিয়মিত যারা ব্যায়াম করেন তাদেরকে বিশেষজ্ঞরা ডিম খেতে বলেন।

দৃষ্টিশক্তি বাড়ায়

ডিমে রয়েছে ভিটামিন এ। এটি দৃষ্টিশক্তিকে উন্নত করে। এছাড়া ডিমের কেরোটিনয়েড আর ল্যুটেন বয়স্ক ব্যক্তিদের ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার আশঙ্কা কমায়।

স্ট্রোকের ঝুঁকি কমায় 

সমীক্ষা অনুযায়ী, ডিম খেলে হার্টে রক্ত জমাট বাঁধে না। তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে। পাশাপাশি এটি সারা শরীরেই রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে 

অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা আছে, ডিম কোলেস্টেরল বাড়ায়। এটি একদমই ভুল। বরং ডিম কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ডিমে থাকা ওমেগা ৩ এই কাজটি করতে সাহায্য করে। অন্যদিকে, ডিম এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা প্রায় ১০ শতাংশ বাড়ায়।

লিভার ও স্নায়ু সুরক্ষিত রাখে 

দেহের সার্বিক সুস্থতায় কোলাইন খুবই প্রয়োজন। কোলাইনের ঘাটতি হলে লিভারের নানা সমস্যা বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়। একটি ডিমে প্রায় ৩০০-৩৫০ মাইক্রোগ্রাম কোলাইন থাকে। তাই ডিম খেলে লিভার ও স্নায়ু ভালো থাকে।

প্রোটিনের ঘাটতি মেটায় 

প্রোটিনের মূল উৎস হলো অ্যামিনো অ্যাসিড। প্রোটিন তৈরিতে প্রায় ২১ ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে। এর ৯টি শরীরে তৈরি হয় না। তাই বাইরে থেকে প্রোটিন গ্রহণ করতে হয়। ডিমে এই অ্যামাইনো অ্যাসিড মেলে।

নখ মজবুত করে

অনেকেই নখ ভেঙ্গে যাওয়ার সমস্যায় ভোগেন। নখ মজবুত করে সালফার। ডিম হলো সালফারের উৎস। নখকে সুন্দর ও সাদা রাখতেও সাহায্য করে এটি।

অ্যানিমিয়া রোধ করে 

নারী ও শিশুরা অ্যানিমিয়া বা রক্তাল্পতায় বেশি ভোগে। শরীরে পর্যাপ্ত আয়রন থাকলে অ্যানিমিয়া হয় না। ডিমে রয়েছে আয়রন। তাই নিয়মিত ডিম খেলে রক্তাল্পতার সমস্যার সমাধান হয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 

দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিম দুর্দান্ত কার্যকরী। ঘন ঘন সর্দি-কাশি বা জ্বরে ভুগলে রোজ ডিম খান। এতে থাকা জিংক দেহের ইমিউনিটি সিস্টেমকে অনেকটাই শক্তিশালী করে।

হাড় ও দাঁতে মজবুত করে 

হাড় মজবুত করে ফসফরাস। এই উপাদানটি আবার দাঁতও মজবুত করতে সাহায্য করে। ডিমে ফসফরাস রয়েছে। তাই হাড় ও দাঁত মজবুত রাখতে ডিম খান প্রতিদিন।

এছাড়ায় ডিম ওজন কমাতে সাহায্য সাহায্য করে। রক্তের লোহিত রক্তকণিকা বৃদ্ধিতেও উপকারি ভূমিকা রাখে। তাই রোজ একটি করে ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।




৫০০০আলোকবর্ষ দূরে তারার ছবি তুলল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

মানুষের অদেখা মহাবিশ্বের অদ্ভুত ছবি তুলল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি টেলিস্কোপটি পৃথিবী থেকে ৫০০০ আলোকবর্ষ দূরের একটি তারা ছবি তুলল। একজোড়া নক্ষত্র থেকে নির্গত এককেন্দ্রিক ধূলিকণার চিত্র এটি।

এই জুটিটি সম্মিলিতভাবে উলফ-রায়েট ১৪০ নামে পরিচিত এবং ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে তোলা নাসার শেয়ার করা এই ছবিতে নাক্ষত্রিক বাতাসকে ক্যাপচার করে।

নাক্ষত্রিক বায়ু হল গ্যাসের স্রোত যা মহাকাশে প্রবাহিত হয়। যখন এই দুটি নক্ষত্র একসঙ্গে কাছাকাছি আসে, তখন তাদের তারার বাতাস মিলিত হয় এবং গ্যাসকে সংকুচিত করার মাধ্যমে ধূলিকণা তৈরি করে। এই নক্ষত্রগুলোর কক্ষপথ প্রতি আট বছরে একবার তাদের একত্রিত করে।

নাসার পক্ষ বলা হয়, গ্যাসকে ধুলায় পরিণত করার জন্য নির্দিষ্ট শর্ত এবং উপাদানের প্রয়োজন হয়, ঠিক যেভাবে ময়দাকে রুটিতে পরিণত করতে একাধিক উপাদানের প্রয়োজন হয়। হাইড্রোজেন হল তারার মধ্যে পাওয়া সবচেয়ে সাধারণ উপাদান এবং এটি নিজে থেকে ধুলা তৈরি করতে পারে না। কিন্তু উলফ-রায়েট সিস্টেম এত বেশি ভর ফেলে যে, তারা জটিল উপাদানগুলোকেও বের করে দেয় যা অন্যথায় কার্বনসহ একটি নক্ষত্রের অভ্যন্তরের গভীরে পাওয়া যায়।




চট্টগ্রামে সমাবেশের পর উজ্জীবিত বিএনপি

সরকার হটানোর আন্দোলনের ‘খুঁটি’ গেড়ে রাজনীতির মাঠে অনড় বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় ১৬টি সমাবেশের মধ্যে দিয়ে প্রথম দফার আন্দোলন শেষে বিরোধী দলটি বর্তমানে বিভাগীয় কর্মসূচি পালনে ব্যস্ত।

এরই অংশ হিসেবে গতকাল বুধবার চট্টগ্রামে সমাবেশও করেছে তারা। যার মধ্য দিয়ে নেতাকর্মীরাও উজ্জীবিত হচ্ছেন। এর জ্বলন্ত উদাহরণ চট্টগ্রামের সমাবেশে নেতাকর্মীদের ঢল।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ ছাড়াও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে দেশের নয় বিভাগেই এমন সমাবেশ ঘোষণা করছে বিএনপি। যা চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের সমাবেশের মাধ্যমে শুরু হয়েছে। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ‘মহাসমাবেশও’ করবে দলটি। তবে ইতোমধ্যেই চট্টগ্রামের সমাবেশে নেতাকর্মীদের অনেক উজ্জীবিত দেখা গেছে। যদিও বিএনপি নেতাদের অভিযোগ- চট্টগ্রামের সমাবেশে আসা নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে হামলা করছে। এছাড়া চট্টগ্রাম মহানগরে নেতাকর্মীদের বাসায় ও হোটেলগুলোতেও পুলিশের তল্লাশি করা হয়েছে।

তারা আরও অভিযোগ করেছেনে- চট্টগ্রামের পটিয়ার ইন্দ্রোপুল, গিরিশ চৌধুরী বাজার এলাকার বাইপাস সড়ক ও নতুন ব্রিজ এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে দক্ষিণের বিভিন্ন উপজেলা থেকে যানবাহনে করে সমাবেশে আসার পথে হাজার হাজার নেতাকর্মীকে নামিয়ে দিয়েছে পুলিশ।

তবে এতেও বুধবার নেতাকর্মীদের সমাবেশে আসা থেকে দমিয়ে রাখা সম্ভব হয়নি, পায়ে হেঁটে সমাবেশে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তাই বিষয়টিকে পজিটিভভাবেই দেখছেন বিএনপি নেতারা।