বিদেশিদের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরুন , প্রবাসীদের প্রধানমন্ত্রী

বিদেশিদের কাছে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য ও সবধরনের শোষণমুক্ত সোনার বাংলা গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সরকারপ্রধান।

শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোর) ওয়াশিংটন ডিসির একটি হোটেলে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী মার্কিন রাজনীতিবিদদের কাছে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরতে বলেন, যখন তারা তাদের ভোটের সময় অভিবাসী বাংলাদেশিদের কাছে ভোট চাইতে আসেন। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, যে কেউ জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে পাসপোর্ট ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন।




রামগতিতে একই পরিবারের ৬ সদস্যের ১৭ বিবাহ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে বহ বিবাহে আসক্ত পরিবারের সন্ধান পাওয়া গেছে। পরিবারের সকল সদস্য নতুন নতুন বিয়ে করে তালাক দিয়ে দেয়া এ পরিবারের নেশা ও পেশা হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয়রা জানায়।  একই পরিবারের ৬ সদস্য ১৭ বিবাহ করেছেন।

জানা যায়, চর আলেকজান্ডার ইউনিয়নের ওয়াপদাবাজার এলাকায় মফিজুল ইসলামের পরিবারের ৬জন সদস্য এ পর্যন্ত বিয়ে করে তালাক দিয়েছেন ১৭ জনকে। মফিজুল ইসলামের পিতা বিয়ে করেছেন ৪টি। মফিজুল ইসলামের বড় ছেলে মো: নজরুল ইসলাম করেছেন ৪ বিয়ে, তার ভাই ইব্রাহিম খলিল জামিল ওরপে জামিল ডাক্তার করেছেন ৩টি, তার বোন শামীমা সুলতানা মায়া করেছেন ৩ বিয়ে, ছোট মেয়ে ফারজানা আক্তার লিপা করেছেন ২ বিয়ে। এ সকল স্ত্রী ও স্বামীকে ভাই ও বোনেরা দিয়েছেন তালাক। আবার নতুন করে বিয়ে করার জন্য পাত্র পাত্রী খুজছেন এ বহু বিবাহে আসক্ত পরিবারের সদস্যরা। আরো জানা যায়, এ পরিবারের সদস্যরা বিয়ে করে বিপুল পরিমাণের টাকা যৌতুক নিয়ে কিছুদিন পর তালাক দিয়ে দেয়।

বহু বিবাহের বিষয়ে পরিবারের সদস্য মানজুর ও জামিল জানান, এটা আমাদের কপাল, আমরা কাউকে দোষ দেইনা। কেন জানিনা আমাদের ভাই বোনদের সংসার টেকেনা।

ইব্রাহিম খলিল জামিল ওরপে জামিল ডাক্তার তার ৩য় স্ত্রী কমলনগর উপজেলার চর ফলকন ইসলামগঞ্জ এলাকার মো: সাদেকের মেয়ে সুফিয়া বেগম (২৭) কে তালাক দেয়া হয়েছে জেনে তার ২ মাসের কণ্যা সন্তান নাজনীন ফাতেমা মীমসহ ইউনিয়ন পরিষদে আসেন ন্যায় বিচারের জন্য।

সুফিয়া বেগম জানান, আমাকে কি কারণে তালাক দেয়া হয়েছে জানি না । আমার অপরাধ কি তাও জানি না। আমার কোন দোষ থাকলে আমার মা বাবা ভাই বা পরিবারের সদস্যদের জানাতে পারত ডাক্তার জামিল তাও করেনি। সে খামখেয়ালী ভাবে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। আমি একতরফা তালাক মানিনা এবং ন্যায় বিচার চাই।

সুফিয়ার ভাই আক্তার হোসেন জানান, জামিল আমাদের কাছ থেকে এ পর্যন্ত ৫ লক্ষ টাকা যৌতুক নিয়েছেন নানা কায়দায়। বর্তমানে কোন কারণ ছাড়াই আমার বোনকে তালাক দিয়ে উকিল নোটিশ পাঠিয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুমন বলেন, আমি শুনেছি এবং জেনেছি এ পরিবারের সদস্যরা বহু বিবাহে আসক্ত। সম্প্রতি ইব্রাহিম খলিল জামিল ওরপে জামিল ডাক্তার এর ৩য় স্ত্রী ৩ মাসের কণ্যা সন্তান সহ আমাদের পরিষদে এসে তাকে উকিলের মাধ্যমে দেয়া তালাকের বিষয়ে ন্যায় বিচার দাবী করেন। আমরা পরিষদের সদস্যরা বিষয়টি যাছাই বাছাই করে দেখছি সুরাহার কোন পথ পাওয়া যায় কিনা।




প্রাথমিকে নোয়াখালীর সেরা প্রধান শিক্ষক মামুন নির্বাচিত

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

প্রাথমিকে নোয়াখালীর সেরা প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন সোনাইমুড়ি উপজেলার ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লা আল মামুন।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিকে জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(পুরুষ) প্রার্থীদের তথ্যা যাচাই বাচাই শেষে মামুনকে শ্রেষ্ঠ ঘোষনা করা হয়। আবদুল্লা আল মামুন সোনাইমুড়ি উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের আবদুজ্জাহের ও রৌশন আক্তার দম্পতির ছেলে। তারা চারবোন ও দুই ভাই। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি একপুত্র সন্তানের জনক।

সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষায় শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ, শিক্ষার মনোরম পরিবেশ সৃষ্টিসহ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আবদুল্লা আল মামুনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(পুরুষ) পদে মনোনীত করা হয়। আগামীতে তিনি বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবেন। এক প্রতিক্রিয়ায় আবদুল্লা আল মামুন জানান, এই ম্মীকৃত আমার কাজে আরো অনুপ্রেরনা যোগাবে।

আমাকে সহযোগীতা করার জন্য আমার স্কুলের সকল সহকর্মী, জেলা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগীতা না পেলে হয়তো আমার এতো বড় অর্জন সম্ভব হতোনা। সকলের সহযোগীতা নিয়ে আরো এগিয়ে যেতে চাই। আগামীর জন্য সবার কাছে দোয়া চাই।




নোয়াখালীতে বসতঘরে হামলা, চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

বদিউজ্জামান তুহিন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে বসতঘরে হামলা ভাংচুর-লুটের অভিযোগে চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে, জেলার বেগমগঞ্জ উপজেলার ১৫ নং শরীফপুর ইউপির সোনাপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের আবদুল গোফরান চৌধুরীর বাড়িতে। আদালত সূত্র ও এলাকাবাসী জানায়, স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে কাইয়ুম, রাব্বি, বাবুল চৌকিদার, মোঃ বাবুল, ইকবাল, আনোয়ার, রহমত, জাহের ও খোকনসহ অজ্ঞাতনামাসহ ৭/৮ জন অচেনা সন্ত্রসী মার-মার ডাক দিয়ে ভিকটিম আবদুল আজিজের বাড়িতে বর্গীর হামলা চালায়।

এ সময়তাদের শ্বেত সন্ত্রাসে আলমারিতে থাকা নগদ ১ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পরিবারের ওপর হামলা চালায়। এ ঘটনায় আবদুল আজিজ সুমন (২৭) শিল্পী বেগম (৩২) জোবাইদা (৩৫) মোঃ বাবুল (৪৮) আবুল কালাম (৪২) মোঃ বাদশা সহ কয়েকজন আহত হয়। এদেরকে এলাকাবাসী উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত আব্দুল আজিজ গণমাধ্যমকে জানায়, বিগত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে ভোট না করায় বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান নোমান সিদ্দিকী ও তার সাঙ্গপাঙ্গরা বসতবাড়ির ঘর ও বিভিন্ন প্রজাতির ৩৫টি বড় গাছ কেটে নিয়ে যায়।

এ ব্যাপারে ভিকটিম আবদুল আজিজ সুমন (২৭) বেগমগঞ্জ মডেল থানায় মামলা করতে গেলে মামলা না নেয়ায় আদালতে চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালতে মামলা করেন। বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত পল্লী নিউজকে বলেন সরকারের আশ্রয়ন প্রকল্পের জন্য ১ একর ৩২ শতাংশ জমি নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত অভিযোগের ব্যাপারে তিনি বলেন চেয়ারম্যানকে খাস সম্পত্তি উদ্ধারে মৌখিক ভাবে নির্দেশনা দেয়া হয়েছে।




লক্ষ্মীপুরে লোটাসের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস এর উদ্যোগে ১০ হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শহরের এন. আহম্মদিয়া স্কুল মাঠে রাকিব হোসেন লোটাস এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে ১০ হাজার অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

এসময় আলোচনা, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

এই সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু,, সাবেক সভাপতি আলহাজ্ব এম, আলাউদ্দিন , পৌর মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া , কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কবির পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জহির উদ্দিন বাবর প্রমুখ।

রাকিব হোসেন লোটাস জানান, জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ কন্যা, বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর গণতন্ত্রের মানসকন্যা, সফল রাষ্টনায়ক শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশে এই আলোচনাসভা, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।




নরসিংদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাই ইদ্দিস মিয়া (৫০) এর সাবলের আঘাতে ছোট ভাই শহিদ (৪০) এর নিহতের ঘটনা ঘটেছে।

নিহত শহিদ ও ইদ্রিস মিয়া উভয়ই নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর গ্রামের মৃতঃ মান্নানের ছেলে। নিহত শহিদ মিয়ার স্ত্রী জানান, আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে পারিবারিক কলহের কারনে শহিদ মিয়া ও তার ঝগড়া হয় এক পর্যায়ে শহিদ মিয়া রাগান্বিত হয়ে তার স্ত্রীর ও মেয়ের গায়ে হাত তুলে ও এলোপাতাড়ি মারধর শুরু করে এরই জেরে শহিদ মিয়া ও তার বড় ভাই ইদ্দিস মিয়ার মধ্যে কলহ বাঁধে ও ইদ্দিস মিয়া ক্ষোভে হাতে থাকা সাবল দিয়ে শহিদ মিয়াকে আঘাত করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে নরসিংদী সদর হাসপাতালে পাঠাতে বলেন তারই কিছুক্ষণের মধ্যে শহিদ মিয়ার মৃত্যু হয়।

উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে নিহত শহিদ মিয়ার ছোট বোন ছিদ্দিকা জানান, ছোট ভাই শহিদ মিয়া ও তার স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করেই বড় ভাই ইদ্দিস মিয়া ছোট ভাইকে আঘাত করে।

এব্যাপারে রায়পুরার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ঘটনা ঘটার পর খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা মূল আসামী ইদ্দিস মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হই। লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।




শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীর

আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ছেলের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।




নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পিন্টুর সমর্থনে মত বিনিময় সভা

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টুর চশমা মার্কার সমর্থনে সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভার যৌথ উদ্যোগে এক মত বিনিময় সভা জেলা আওয়ামী লীগ গণ মিলনায়তনে ৩০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা একেএম শামছুদ্দিন জেহান, আ. লীগ মনোনীত চশমা মার্কা চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও নোয়াখালী পৌর পিতা সহিদ উল্যাহ খান সোহেল আরো বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু,১ নং চরমটুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু, ২নং দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, ৩ নং নোয়ান্নই ইউনিয়ন এর চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ,৪ নং কাদির হানিফ ইউপি চেয়ারম্যান রহিম চৌধুরী, বিনোদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবলু, নোয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আতাউর রহমান নাছের,এওজবালিয়া ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, কালাদরাপ ইউনিয়ন চেয়ারম্যান সাহাদাত উল্যাহ সেলিম, ১০ অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বার বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, আন্ডারচর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সহ ১৩ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।




লক্ষ্মীপুরে ৭ শিক্ষার্থীকে দাখিল পরীক্ষা দিতে দেয়নি হল সচিব

লক্ষ্মীপুর প্রতিনিধি:

২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পরীক্ষা থাকা না থাকা বিভ্রান্তিতে পড়ে লক্ষ্মীপুরের রামগতিতে জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিতে পারেনি ৭জন দাখিল পরীক্ষার্থী।

উপজেলার চর আবদুল্যাহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার এ সাত শিক্ষার্থী পরীক্ষা হলে অনুপস্থিত থাকায় হল কর্তৃপক্ষ যোগাযোগ করলে ৯ শিক্ষার্থীর ২জন পরীক্ষা শুরুর ১৫মিনিট পর উপস্থিত হন।

বাকিরা যথা সময়ে উপস্থিন না হওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। ভুক্তভোগী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে (একাডেমিক সুপারভাইজার) তাৎক্ষনিক উপস্থিত হয়ে অভিযোগ করেন।

সেখানে শিক্ষার্থী ও অভিবাবকের কান্নায় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরীক্ষায় অংশগ্রহন করতে না পারা শিক্ষাথীরা হলেন- জিয়া উদ্দিন, আকিব হোসেন, তাজরিন জাহান, আরমান হোসেন, রুমানা আক্তার, শরীফুল ইসলাম, নুশরাত জাহান ইতি। শিক্ষার্থীরা জানান, চরআবদুল্যাহ ফাজিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগের ৯ শিক্ষার্থী অতিরিক্ত বিষয় হিসেবে কৃষিশিক্ষা বিষয়টি পাঠ্য হিসেবে অভ্যন্তরিন পরীক্ষায় অংশগ্রহন করলেও প্রবেশ পত্রে জীববিজ্ঞান এসেছে। প্রতিষ্ঠান থেকে জানানো হয় জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবেনা। একারনে নিয়মিত ক্লাসও হয়নি।

এ জন্য আমাদের নবম-দশম শ্রেনির দুবছরে একদিনও জীববিজ্ঞানের ক্লাস করাননি। স্যাররা বলছেন জীববিজ্ঞান পরীক্ষা হবে না। আমরা স্যারেরকথামত জীববিজ্ঞান পড়ি নাই। এছাড়াও প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষায় জীববিজ্ঞান পরীক্ষা নেয়া হয়নি। এ্যাডমিট কার্ডে জীববিজ্ঞান আসার বিষয়টি আমরা স্যারদের অবগত করালে, বিজ্ঞান শিক্ষক রবি শংকর স্যার ও অধ্যক্ষ মাওলানা মো: আবদুল হাকিম মহোদয় জানিয়েছেন জীববিজ্ঞান পরীক্ষা হবেনা। এমনকি আজও স্যাররা আমাদের জানিয়েছেন পরীক্ষা হবে না। অন্যদিকে সকাল ১১টার সময় হল থেকে স্যারেরা আমাদের পরীক্ষা আছে বলে ফোনে জানান। তড়ি ঘড়ি করে কেন্দ্রে আসতে ২০/২৫মিনিট মতো সময় লেগে যায়।

অভিবাবক ও শিক্ষার্থীরা আরো জানান, পরীক্ষা শুরুর সময় ১১টা হলেও আমরা ১১টা ২০মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে কেন্দ্র সচিবসহ অন্যান্যরা আমাদের হল থেকে বের করে দেন। কেন্দ্র সচিব ও আলেকজান্ডার কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী জানান,পরীক্ষা শুরুর পর অনুপস্থিত দেখে আমি যোগাযোগ করি। এরপর ৯ পরীক্ষার্থীর ২জন পরীক্ষা শুরুর ১৫মিনিট পর আসলে তাদের আমরা পরীক্ষা দেয়ার ব্যবস্থা করি। বাকি সাত শিক্ষার্থী পরীক্ষার আধা ঘন্টা পর আসায় তাদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া যায়নি।

এ বিষয়ে জানান জন্য চর আবদুল্যাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আবদুল হাকিম এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া গেছে। উপজেলা নির্বাহি অফিসার এসএম শান্তুনু চৌধুরী জানান, বিষয়টি খুবই দুঃখজনক।শিক্ষার্থীদের জন্য আমার খুব খারাপ লাগছে। পাবলিক পরীক্ষা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় কেন্দ্র সচিব পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দিতে পারেনি। ভুক্তভোগী শিক্ষার্থী ও অঋিাবকরা আমাকে বিষয়টি জানিয়েছে। আমি তাদের অবশিষ্ট্য পরীক্ষাগুলোয় অংশগ্রহনের জন্য বলেছি।

আর আজকের পরীক্ষা বিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাবো। চেষ্টা করবো যেন শিক্ষার্থীর প্রতি সুদৃষ্টি দেয়া হয়। তিনি আরো জানান, এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। শিক্ষার্থী ও অভিবাবকরা এ বিষয়ে দায়ীদের বিরদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ ও উক্ত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়ার দাবি জানান।




প্রধানমন্ত্রীর জন্মদিনে; লক্ষ্মীপুরে উন্নয়নের চিত্রাংকন প্রতিযোগীতা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে লক্ষ্মীপুর উন্নয়নের চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী ১৫ জনকে পুরস্কৃত করা  হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাসপাড়া উচ্চ বিদ্যালয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল  এ আয়োজন করেন.। এর আগে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোরশেদুল আমিন বাবুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মাদ ইমাম হোসেন,  রামগঞ্জ পৌর কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মাল, ছাত্রলীগ নেতা  আবদুর রাজ্জাক, জাহিদ হাসান শুভ ও সোহেল চৌকিয়া  প্রমুখ।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবি এঁকে প্রথম স্থান অর্জন করেন দশম শ্রণির ছাত্রী  সাবরিনা ইয়াছমিন। একই ধরণের ছবি এঁকে ষষ্ঠ শ্রেণির সামিয়া তাসনিম ও সপ্তম শ্রেণির নুসরাত জাহান পুরস্কৃত হয়েছেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এঁকে দশম শ্রেণির হাফিফা জাহান,  নবম শ্রেণির ফাহমিদা আক্তার, অষ্টম শ্রেণির আফরিন সুলতানা ও ষষ্ঠ  শ্রেণির জান্নাতুল নুর জিনিয়া পুরস্কৃত হন। এছাড়া পদ্মা সেতু, কর্ণফুলী  টানেল ও যুবলীগের পতাকা একে আরও ৮ জন বিজয়ী হয়েছেন।

আলোচনা শেষে অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।

যুবলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন,, বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি। শেখ হাসিনা বাংলাদেশের মুক্তির কান্ডারি।  তিনি উন্নয়নের নেত্রী। তাদের জীবনী সম্পর্কে সবাইকে জানতে হবে। তাদের জীবনী থেকে অনেক কিছু শেখার আছে।।