রাজধানীতে শীতের দাপট

সারা দিনে সূর্যের দেখা নেই। কুয়াশায় ঢেকে আছে চারপাশ। সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় রাজধানীতে শীতে মানুষের কষ্ট বেড়েছে। এর মধ্যে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী মানুষেরা বেশি কষ্ট পাচ্ছেন। রাজধানীতে আজ শুক্রবার শীতের মধ্যে জনজীবন নিয়ে সাজানো হলো এই ছবির গল্প।

দেশের বিভিন্ন স্থানে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র শীত সামলে নিতে হিমশিম খাচ্ছে প্রাণিকুলও। পশুপাখিগুলো শীতে জবুথবু হয়ে বসে আছে

কুয়াশাচ্ছন্ন ভোরে মায়ের কাঁধে মাথা রেখে প্রশান্তির ঘুমে গরম কাপড়ে মোড়ানো শিশুটি

ঘন কুয়াশার মাঝে বুড়িগঙ্গা নদীতে নৌযান চালাতে বেগ পেতে হচ্ছে মাঝিদের

ঘন কুয়াশার কারণে সকালে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের আবদুল্লাহপুর এলাকায়,

ঘন কুয়াশায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ডিজিটাল বোর্ডে সচেতনতামূলক নির্দেশনা নিয়ে টহলরত হাইওয়ে পুলিশের গাড়ি। গতকাল রাতে কুয়াশার কারণে এই সড়কে দুর্ঘটনায় চারজন নিহত হয়। ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুর এলাকায়,

কনকনে শীতের মধ্যে জাতীয় চিড়িয়াখানায় অভিভাবকের সঙ্গে গরম কাপড়ে মোড়ানো শিশু।

আইসিডিডিআরবি হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকে সেবাশুশ্রূষা দিচ্ছেন এক অভিভাবক। মহাখালী,

এই শীতের মধ্যে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকেরা আসছেন রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি হাসপাতালে। সেখানে প্রতিদিন গড়ে প্রায় ৬৭৫ রোগী আসছে। চিকিৎসক-নার্সরা ব্যস্ত শিশুদের চিকিৎসা দিতে। মহাখালী,




মাথাঢাকা শীতের পোশাকে সেলফি

কুয়াশার চাদরে আবৃত রমনা পার্ক। বিভিন্ন গাছগাছালির মধ্যে ছোট ছোট দলে শরীরচর্চায় ব্যস্ত কিছু মানুষ। কাঠবিড়ালি ও শালিকের খুনসুটি চলছে ঘাসের মধ্যে। হঠাৎ চোখ পড়ে বড় বড় গাছের মধ্যে ছোট একটি মাঠের মতো জায়গার।

একটি ছেলে ও মেয়ে বসে আছে। হাতের ব্যাগ দুটি ঘাসের ওপর রাখা। দুজনেই শীতের পোশাক হুডি পরেছেন।

শীতের হুডি পরবেন, এটার মধ্যে আবার বিশেষ কী আছে ভাবছেন? হুমম বিশেষ হচ্ছে, দুজনের পরনের হুডিগুলো একটু ভিন্ন রকম নকশার। জিপারটি নিচ থেকে ওপরের দিকে টেনে গলা পেরিয়ে মাথা পর্যন্ত ঢেকে যায়।

একজন পরেছেন সাদা রঙের হুডি, অন্যজন কালো রঙের। দুজনেই মাথা পর্যন্ত ঢেকে দিল। ছেলেটি মুঠোফোন বের করে তা সেলফিতে ধারণ করল।

সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাটিও মুহূর্তটি ধারণ করে ফেলল। বুঝতে অসুবিধা হলো না যে শীতের পোশাকের অন্য রকম উপস্থাপনের জন্য নিজেদের ছবি তুলছিলেন তাঁরা দুজন। পরমুহূর্তে কাছে গিয়ে ছবি তোলার বিষয়ে সম্মতিটি নিয়ে নিই।

শীতের এ বিশেষ ধরনের পোশাকটির নাম স্পাইডার হুডি। ফেসবুকভিত্তিক শপ ক্লথিংস (‘ClothinX’) থেকে কেনা হয়েছে। একেকটির দাম পড়েছে ৯৫০ টাকা। জানলাম তাঁদের কাছ থেকেই।

আগ্রহ নিয়ে পেজটির অনলাইনে ঢুকলাম। দেখা গেল, বিভিন্ন বয়সীদের জন্য এই পোশাক পাওয়া যাচ্ছে। তবে এটা ঠিক মুখঢাকা শীতপোশাকের এই ভিন্নতার কারণে ক্যামেরায় হঠাৎ ক্লিক করতে উৎসাহিত হয়েছিলাম।

শীতের হুডি পরবেন, এটার মধ্যে আবার বিশেষ কী আছে ভাবছেন? হুমম বিশেষ হচ্ছে, দুজনের পরনের হুডিগুলো একটু ভিন্ন রকম নকশার। জিপারটি নিচ থেকে ওপরের দিকে টেনে গলা পেরিয়ে মাথা পর্যন্ত ঢেকে যায়।

একজন পরেছেন সাদা রঙের হুডি, অন্যজন কালো রঙের। দুজনেই মাথা পর্যন্ত ঢেকে দিল। ছেলেটি মুঠোফোন বের করে তা সেলফিতে ধারণ করল।

সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাটিও মুহূর্তটি ধারণ করে ফেলল। বুঝতে অসুবিধা হলো না যে শীতের পোশাকের অন্য রকম উপস্থাপনের জন্য নিজেদের ছবি তুলছিলেন তাঁরা দুজন। পরমুহূর্তে কাছে গিয়ে ছবি তোলার বিষয়ে সম্মতিটি নিয়ে নিই।

শীতের এ বিশেষ ধরনের পোশাকটির নাম স্পাইডার হুডি। ফেসবুকভিত্তিক শপ ক্লথিংস (‘ClothinX’) থেকে কেনা হয়েছে। একেকটির দাম পড়েছে ৯৫০ টাকা। জানলাম তাঁদের কাছ থেকেই।

আগ্রহ নিয়ে পেজটির অনলাইনে ঢুকলাম। দেখা গেল, বিভিন্ন বয়সীদের জন্য এই পোশাক পাওয়া যাচ্ছে। তবে এটা ঠিক মুখঢাকা শীতপোশাকের এই ভিন্নতার কারণে ক্যামেরায় হঠাৎ ক্লিক করতে উৎসাহিত হয়েছিলাম।




লাল লিপস্টিক কীভাবে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রতীক হয়ে উঠল

গাঢ় লাল ঠোঁট, হালকা সোনালি চুল, আকর্ষণীয় সাজসজ্জায় কোটি ভক্তের নজর কেড়েছিলেন মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো। সাত দশক পরেও তাই আজও তাঁকে মনে রেখেছে দর্শক। বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গায়িকা টেলর সুইফটের কথাই ধরুন না! অসাধারণ সংগীত–প্রতিভার পাশাপাশি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে তাঁর সিগনেচার লাল লিপস্টিক। স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে লালরঙা ঠোঁটই কেন বেছে নেন তারকারা? কীভাবেই–বা লাল লিপস্টিক হয়ে উঠল আত্মবিশ্বাস ও মর্যাদার প্রতীক?

ইতিহাসের পাতায় লাল লিপস্টিক

ঠোঁট রাঙাতে লাল রঙের ব্যবহার সেই প্রাচীন মেসোপটেমিয়ার যুগ থেকে। পাথর গুঁড়া করে তার সঙ্গে সাদা সিসার মিশ্রণ দিয়ে ঠোঁট রাঙাতেন তখনকার উচ্চবিত্ত ও রাজপরিবারের নারীরা। লিপস্টিকের বিবর্তনের ইতিহাসে সৌন্দর্যের রানি ক্লিওপেট্রার নামও চলে আসে। প্রাচীন মিসরে রানি ক্লিওপেট্রা নিজেই একধরনের পোকা থেকে প্রাপ্ত কারমাইন দিয়ে তাঁর ঠোঁট লাল করতেন। এ ছাড়া মিসরীয়রা অ্যালজিন, আয়োডিন ও ব্রোমিনের মিশ্রণে লাল রং তৈরি করে ঠোঁটে ব্যবহার করতেন। উচ্চবিত্ত ও রাজপরিবারের সদস্যদের ব্যবহারের কারণে তখন থেকেই লালরঙা ঠোঁট শক্তি-ক্ষমতা ও সামাজিক মর্যাদার নিদর্শন হয়ে ওঠে।




রাবাদা-ইয়ানসেনে পাকিস্তানকে অবিশ্বাস্যভাবে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

রোমাঞ্চকর এক সমাপ্তির আভাস নিয়েই আজ সেঞ্চুরিয়নে শুরু হয় দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান প্রথম দিনের চতুর্থ দিনের খেলা।

যারা আজ সুপারস্পোর্ট পার্কে খেলা দেখতে গেছেন, তাঁরা হতাশ হননি। হতাশ হননি যাঁরা টেলিভিশনের সামনে বসে এই খেলা দেখেছেন তাঁরাও। কী রোমাঞ্চকর এক লড়াই-ই না উপহার দিল দুই দল!

রুদ্ধশ্বাস সেই লড়াই শেষে শেষ হাসিটা হাসল দক্ষিণ আফ্রিকা।  ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করা প্রোটিয়ারা ৯৯ রানেই হারিয়ে ফেলে ৮ উইকেট। তিন বছর পর পাকিস্তানের টেস্ট দলে ফেলা পেসার মোহাম্মদ আব্বাস ৬ উইকেট নিয়েই দারুণ এক জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন পাকিস্তানকে। কিন্তু মার্কো ইয়ানসেনের সঙ্গে মিলে পাকিস্তানিদের সেই স্বপ্ন কেড়ে নিলেন কাগিসো রাবাদা।

আব্বাসের করা ইনিংসের ৪০তম ওভারের তৃতীয় বলটাকে মার্কো ইয়ানসেন পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ‘বিশ্বজয়ের’ উদ্‌যাপনে মাতল দক্ষিণ আফ্রিকানরা। প্রায় হেরে বসা ম্যাচে এমনভাবে জিতেই বিশ্বজয়ের আরেকটু কাছে পৌঁছে গেল দলটি। ২ উইকেটের এই জয়েই যে প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা

শেষ চারটি মেরে যখন দলকে জেতালেন ইয়ানসেন, তাঁর নামের পাশে অপরাজিত ১৬ রান। ৫০ রানের নবম উইকেট জুটিতে সঙ্গী রাবাদার রান ২৬ বলে ৩১।

দক্ষিণ আফ্রিকা দিনটা শুরু করেছিল ৩ উইকেটে ২৭ রান নিয়ে। দলটির ভরসা হয়ে টিকে ছিলেন এইডেন মার্করাম। আগের দিন দক্ষিণ আফ্রিকার তোলা ২৭ রানের ২২-ই এসেছিল তাঁর ব্যাট থেকে। সেই মার্করাম আজ অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে দিনের প্রথম ঘণ্টাটা নিরাপদেই পাড়ি দেন। ৩ উইকেটে ৬২ রান নিয়ে ড্রিংকস বিরতিতে যায় প্রোটিয়ারা।

বিরতির পর খেলা শুরু হতেই বদলে যায় সব। প্রথম ওভারেই মোহাম্মদ আব্বাসের কিছুটা নিচু হয়ে যাওয়া নিখুঁত লেংথের এক বলে বোল্ড মার্করাম (৬৩ বলে ৩৭ রান)। মার্করাম বিদায় নিলেও অবিচলই ছিলেন বাভুমা। ডেভিড বেডিংহামকে নিয়ে পঞ্চম উইকেটে ৩৪ রান যোগ করে ফেলেন অধিনায়ক।

এরপর কী যেন হলো বাভুমার। আব্বাসের করা মোটামুটি নিরীহ এক বলকে আড়াআড়ি ব্যাট চালিয়ে মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক। কিন্তু বলটি বাভুমার ব্যাটে বাতাস লাগিয়ে চলে যায় মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। হালকা শব্দ শুনেই আউট দিয়ে দেন আম্পায়ার। সেটি মেনে ড্রেসিংরুমে ফিরে যান বাভুমা। সেখানে ফিরে নিশ্চিত সতীর্থদের ভর্ৎসনা শুনেছেন বাভুমা, টিভি রিপ্লেতে যে আলট্রা এজ প্রযুক্তি বল ব্যাটের সংযোগের প্রমাণ দিতে পারেনি। এই ঘটনার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ২৯.৪ ওভারে ৯৬/৫।

পরের ওভারের নাসিম শাহ বোল্ড করে দেন কাইল ভেরেইনাকে। ৯৯ রানের প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নিয়ে হঠাৎই জয়ের সুবাস পেতে শুরু করা পাকিস্তানকে পরের ওভারে আরও ২টি উইকেট এনে দেন আব্বাস। ডেভিড বেডিংহামকে কিছুটা শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করার পরের বলেই অভিষিক্ত করবিন বশকেও একইভাবে ফেরান আব্বাস।

তাতে ৪ বলের মধ্যে ৯৯/৫ থেকে ৯৯/৮ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আর তিন বছর পর টেস্টে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং পেয়ে যান আব্বাস। ২৬ টেস্টের ক্যারিয়ারে প্রথমবার ৬ উইকেট পেয়ে পেছনে ফেলেন ২০১৮ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়া রেকর্ডকে (৫/৩৩)।

ক্রিকেটের বিশ্ব মঞ্চে বারবার চাপের মুখে ভেঙে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি করছে দক্ষিণ আফ্রিকা, এমনটাই মনে হচ্ছিল তখন। কিন্তু রাবাদা ও ইয়ানসেনের ইতিহাসের উল্টো স্রোতে হাঁটার ইচ্ছেই হলো। আব্বাসের সেই ওভারে চতুর্থ বলে চার মেরেই চাপটাপ সব দূরে সরানোর কাজ শুরু করেন রাবাদা। আর কোনো উইকেট না হারিয়ে দলের স্কোরটাকে ১১৬ রানে নিয়ে লাঞ্চে যায় দক্ষিণ আফ্রিকা।

এরপর খেয়েদেয়ে মাঠে ফিরে ৬ ওভারের মধ্যেই পাকিস্তানের মুখের গ্রাস কেড়ে নিয়ে অবিশ্বাস্য সেই জয় রাবাদা-ইয়ানসেনদের।

৩ জানুয়ারি কেপটাউনে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।




চাকমা ভাষায় নির্মিত প্রথম সিনেমা দেখার সুযোগ

সেন্সর বোর্ডে ৯ বছর ধরে আটকে আছে চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা ‘মাই বাইসাইকেল-মর থেংগারি’। অং রাখাইন পরিচালিত সিনেমাটি নানা কারণে সেন্সর পায়নি। সেই সিনেমাটি আজ দেখা যাবে মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া চলচ্চিত্র প্রদর্শনীতে।

সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণের আয়োজনে পশ্চিম পান্থপথ লেক সার্কাসে আজ রোববার থেকে শুরু হয়েছে দুই দিনের সিনেমা প্রদর্শনী। এই আয়োজনে আগামীকাল শেষ দিনে দেখা যাবে অং রাখাইনের সিনেমাটি। তবে প্রদর্শনীতে উপস্থিত থাকবেন না এই পরিচালক। তিনি বলেন, ‘দর্শকদের সিনেমাটি নিয়ে সব সময়ই আগ্রহের কথা শুনেছি। কিন্তু সেন্সর না পাওয়ায় সিনেমাটি সবাইকে দেখাতে পারিনি। এখনো সেন্সর নিয়ে আমি আশাবাদী নই। সেন্সর নিয়ে আর ভাবছেন না।’

চাকমা ভাষায় থেংগারি শব্দের অর্থ বাইসাইকেল। সিনেমার ইংরেজি নাম মাই বাইসাইকেল। সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে পাহাড়ঘেড়া এক গ্রামের কমল নামের চাকমা যুবককে ঘিরে। শহরে জীবিকা অর্জনে বিফল হয়ে একটি বাইসাইকেল নিয়ে গ্রামে ফেরত আসেন তিনি। বাইসাইকেলে মানুষ ও মালামাল পরিবহন করে জীবিকার সন্ধান করতে থাকেন তিনি। সিনেমাটি নিয়ে অং রাখাইন বলেন, ‘বাণিজ্যিকভাবে আর মুক্তি দেওয়ার ইচ্ছা নেই। তবে কেউ আগ্রহ নিয়ে কোনো প্রদর্শনী করতে চাইলে আমরা সিনেমা প্রদর্শন করতে চাই।’

প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনে আজ রোববার দেখা যাবে জাফর মুহাম্মদের ‘ডোন্ট প্যানিক! অর্গানাইজ’, ইভান মনোয়ারের ‘দ্য সাউন্ড ইজ লাউড’, এলিজাবেথ ডি কস্টার ‘৩৫ জুলাই’, হাবিবুর রহমানের ‘ইছামতী’ এবং জাঈদ আজিজ ও ফারজানা ববির ‘ফুলবাড়ির সাত দিন’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো।
শেষ দিনের আয়োজনে আগামীকাল দেখা যাবে ফারজানা জেরিনের ‘দ্য ভ্যালিয়েন্ট মার্টার শাকিল’, এস কে শুভর ‘ডিয়ার মাদার’, এডিট দেওয়ানের ‘ড্রিম ওর রিয়্যালিটি’, ব্রাত্য আমিনের ‘কোম্পানি দেশ’ ও ‘মানুষ হয়ে মরবো’।




যে প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ভিক্টোরিয়া

এই প্রথম ডেনমার্ক পেল মিস ইউনিভার্সের খেতাব। ভিক্টোরিয়া কিয়ের থিলভিগকে মুকুট পরিয়ে দেন ২০২৩ সালের বিজয়ী, নিকারাগুয়ার শেনিস প্যালাসিওস

মিস ইউনিভার্স ডেনমার্ককে প্রশ্নোত্তর পর্বে প্রথমে জিজ্ঞেস করা হয়, ‘কেউ যদি আপনাকে সঠিকভাবে মূল্যায়ন না করে, আপনি কীভাবে বাঁচবেন?’

ভিক্টোরিয়া বলেন, ‘আমি আমার মতোই বাঁচব। প্রতিদিনের নিয়মে বাঁচব। অন্য কেউ নির্ধারণ করে দেবে না যে আমি কীভাবে বাঁচব। কেউ যদি সঠিকভাবে মূল্যায়ন না করে, সেটা তার সমস্যা। আমার নয়।’

পরে ভিক্টোরিয়ার জন্য প্রশ্ন ছিল, ‘মিস ইউনিভার্স প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীদের অনুপ্রাণিত করে আসছে। আজকের রাতে এ মুহূর্তে আপনাকে যে নারীরা দেখছেন, তাঁদের উদ্দেশে আপনার কী বলার আছে?’

উত্তরে ভিক্টোরিয়া বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা আমাকে দেখছেন, আমি আপনাদের বলতে চাই, আপনি কোথা থেকে এসেছেন, আপনার অতীত কী—এসবের কিছু দিয়ে আপনাকে বিচার করা যাবে না। যেকোনো পরিস্থিতিতে আপনি ঘুরে দাঁড়াতে পারেন। আপনাকে সংগ্রাম করে যেতে হবে। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি, কেননা আমি বদলে দিতে চাই। আমি ইতিহাস গড়তে চাই।’

ভিক্টোরিয়া ছোটবেলা থেকেই নাচে পারদর্শী। পেশাগত এই নৃত্যশিল্পী আইন নিয়ে পড়াশোনা করছেন। মানসিক সেবা নিয়ে সচেতনতামূলক বার্তা দেন। এ ছাড়া প্রাণী অধিকার নিয়ে সচেতন

নিজের একটি বিউটি ব্র্যান্ডও আছে এই সুন্দরীর। ২০২২ সালে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের সেরা ২০-এ স্থান পেয়েছিলেন ভিক্টোরিয়া

মিস ইউনিভার্স ২০২৪-এর শুরু থেকেই তাঁকে একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে ভাবা হচ্ছিল

প্রতিযোগিতায় মিস নাইজেরিয়া প্রথম রানারআপ ও মিস মেক্সিকো হয়েছেন দ্বিতীয় রানারআপ।

চতুর্থ ও পঞ্চম অবস্থানে ছিলেন মিস থাইল্যান্ড ও মিস ভেনেজুয়েলা। ভারতের রিয়া সিংহ সেরা ৩০-এ স্থান পেলেও সেরা ১২ থেকে বাদ পড়ে যান

 




দ্বিতীয়বার বিয়ের পোশাকে অদিতি–সিদ্ধার্থ

বলিউড তারকা অদিতি রাও হায়দরি ও দক্ষিণি তারকা সিদ্ধার্থ সূর্যনারায়ণ রাজস্থানের বিষাণগড়ে অবস্থিত আলিলা দুর্গে দ্বিতীয়বারের মতো বিয়ের অনুষ্ঠান করেছেন। এর আগে তাঁরা গত ১৬ সেপ্টেম্বর তেলেঙ্গানার ৪০০ বছরের পুরোনো মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিন বছরের প্রেম শেষে। আজ বুধবার অদিতি ও সিদ্ধার্থ তাঁদের ইনস্টাগ্রামে ছবিগুলো তুলে ধরেন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক এবারের বিয়ের সাজ03পোশাকের বিস্তারিত।

অদিতির বিয়ের পোশাকটি সব্যসাচী হেরিটেজ ব্রাইডাল কালেকশন আর্কাইভের। অর্গানজা ওড়নার সঙ্গে সিল্কের টেক্সচারড লেহেঙ্গা পরেন তিনি। সিদ্ধার্থ বেছে নেন সব্যসাচীর আইভরি রঙের শেরওয়ানি ও সিল্কের চুড়িদার। সঙ্গে ছিল এমব্রয়ডারি করা অর্গানজা শাল। গয়না হিসেবে পরেন সাদা মুক্তার কয়েক ছড়ার মালা

অদিতির গয়না ছিল বেশ ছিমছাম। ঐতিহ্যবাহী কুন্দনের চোকার, দুল, হেডব্যান্ড এবং নাকের নথেই পূর্ণতা পায় বউসাজ।15




সপ্তম শ্রেণি – বাংলা ১ম পত্র | লখার একুশে : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

লখার একুশে

২১. লখা মনে মনে কী বলে?

ক. অ, আ, খ. অ, আ, র, ল

গ. অ, আ, চ, ছ ঘ. অ, আ, ক, খ

২২. প্রভাতফেরিতে লখার হাতে কী ছিল?

ক. কলম খ. ঢোল

গ. ফুলের তোড়া ঘ. ফুল

২৩. লখার হাত উপচে কী পড়ছিল?

ক. গাঁদা ফুলের মালা

খ. রক্তলাল ফুলের গুচ্ছ

গ. ফুলের তোড়া

ঘ. লাল লাল ফুল

২৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’—গানটির সুরকার কে?

ক. আব্দুল লতিফ

খ. আবদুল গাফ্ফার চৌধুরী

গ. আলতাফ মাহমুদ

ঘ. আপেল মাহমুদ

২৫. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশ কোথায় গুলি চালায়?

ক. ছাত্রদের ওপর খ. রাস্তায়

গ. সভায় ঘ. মিছিলে

২৬. লখার গায়ের রং কেমন ছিল?

ক. শ্যামলা খ. ফরসা

গ. গাঢ় কালো ঘ. কালো

২৭. লখার বুক কিসে ফুলে উঠল?

ক. কষ্টে খ. কাঁটার আঘাতে

গ. আনন্দে ঘ. গর্বে

২৮. কে সবকিছু বুঝলেও ভাষায় প্রকাশ করতে পারত না?

ক. লখা খ. লখার মা

গ. সোনাই ঘ. লখার বন্ধু

২৯. লখা জন্ম থেকেই কী ছিল?

ক. বোবা খ. পঙ্গু

গ. অন্ধ ঘ. কালা

৩০. লখার একুশে গল্পটিতে ‘লক্ষ্মীসোনারা’ বলে কাদের সম্বোধন করা হয়েছে?

ক. ভাষাশহিদদের

খ. থোকা থোকা ফুলগুলোকে

গ. লখার বন্ধুদের

ঘ. লখাকে

সঠিক উত্তর

লখার একুশে: ২১.ঘ ২২.ঘ ২৩.খ ২৪.গ ২৫.ঘ ২৬.গ ২৭.ঘ ২৮.ক ২৯.ক ৩০.খ7




ইসরায়েলি অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চায় ৫২ দেশ

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ৫২টি দেশ ও দুটি সংস্থা। জাতিসংঘে চিঠিটি জমা দিয়েছে তুরস্ক। জিবুতিতে তুরস্ক-আফ্রিকা পার্টনারশিপ শীর্ষ সম্মেলনে এ তথ্য জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

ফিদান বলেন, আমরা একটি যৌথ চিঠি লিখেছি। সেখানে সব দেশকে ইসরায়েলের কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছি। এই চিঠিটি ১ নভেম্বর জাতিসংঘে হস্তান্তর করেছি, যেখানে ৫৪ জন স্বাক্ষরকারী রয়েছে। আমাদের প্রতিটি সুযোগে পুনরাবৃত্তি করতে হবে যে, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা মানে এর গণহত্যায় অংশ নেওয়া।

স্বাক্ষরকারীদের মধ্যে সৌদি আরব, ব্রাজিল, আলজেরিয়া, চীন, ইরান এবং রাশিয়া ছিল; দুটি সংস্থা আরব লিগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা রয়েছে। এর আগে, অক্টোবরে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সোমবারের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় ৪৩ হাজার ৪০০ জন। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৭ জন নিহত এবং ১৫৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, গাজা উপত্যকাজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে বিদেশি গণমাধ্যমে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক শীর্ষ সহযোগীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলের বিরোধী নেতারা বলছেন, ফাঁস করা গোয়েন্দা তথ্য ছিল ভুয়া। আর এই কাজ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তিকে নস্যাৎ করার চক্রান্তের অংশ। খবর আলজাজিরা ও বিবিসির।




ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা

ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা। এতে জন্মহার কমে বড় ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি জাপান সোসাইটি ১২ হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে একটি জরিপ করে। সেখানে দেখা গেছে, ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের মধ্যে ৮০ শতাংশ এখনও ভালোবাসায় জড়ায়নি। আর মেয়েদের মধ্যে এই হার ২৫ শতাংশ। ১৯৭৪ সালের পর এটিই ছিল সবচেয়ে কম।

বিশেষজ্ঞরা মনে করছেন, কভিড-১৯ মহামারির কারণে স্কুল বন্ধ এবং শারীরিক সম্পর্কে নিষেধাজ্ঞার ফলে এসব বাধা সৃষ্টি হয়েছে।

২০২৩ সালে জাপানের প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশটির নিম্ন জন্মহার এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে এটা দেশের কার্যক্ষমতাকে হুমকির মুখে ফেলতে পারে। এ ছাড়া কিছু গবেষক বলছেন, দেশের জনসংখ্যা বর্তমানে ১২ কোটি ৫০ লাখ থেকে শতাব্দীর শেষ নাগাদ ৫ কোটি ৩০ লাখে নেমে যেতে পারে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, জাপানে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা অনেক বেশি। দেশটির ১০ শতাংশ মানুষ এখন ৮০ বছর বয়সী।
জাপানে প্রতিনিয়ত জীবনযাত্রার খরচ বাড়ছে। এ জন্য আরও বেশি সংখ্যক নারী কর্মজীবনে যুক্ত হচ্ছে। আগ্রহ হারাচ্ছে বিয়ে ও সন্তান জন্মদানে। অন্যদিকে জন্মনিরোধক ব্যবস্থার সহজলভ্যতাও জন্মহার হ্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে জাপানের ভবিষ্যৎ জনসংখ্যা, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। বিবিসি।