নৌকার ইঞ্জিনে লুঙ্গি প্যাঁচিয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরীত ইঞ্জিনচালিত নৌকার ইঞ্জিনে পরনের লুঙ্গি প্যাঁচিয়ে মো. হানিফ মিয়া নামে এক যুবক মারা গেছেন। বুধবার সকালে জেলার খালিয়াজুরী রসূলপুর ঘাটে এ ঘটনা ঘটে।

মো. হানিফ মিয়া (৩৬) পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার পাঠান গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হানিফ কিশোরগঞ্জের ইটনা এলাকা থেকে ছয় মাসের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নেন। নৌকাতে বাঁশবোঝাই করে তাহেরপুর যাওয়ার পথে খালিয়াজুরীর রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে নৌকাটি নোঙর করে বিরতি নেন। পরে নৌকা ছেড়ে যাওয়ার সময় বুধবার সকালে নৌকায় থাকা অপর ব্যক্তির ইঞ্জিন চালিয়ে দিয়ে হানিফের লুঙ্গিতে প্যাঁচিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খালিয়াজুরীর লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎজ্যোতি চৌধুরী বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের জন্যই আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেয়েছি। তিনি বলেন, আওয়ামী লীগে বড় কোনো মুক্তিযোদ্ধা ছিল না। তারা শুধু মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশ শাসন করেছে।

দুলু বলেন, শেখ মুজিব নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। মুক্তিযুদ্ধে শেখ হাসিনার কোনো অবদান ছিল না। বরং শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকারের কাছ থেকে ভাতা নিয়েছিল। মুক্তিযুদ্ধের কোনো সেক্টর কমান্ডার আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ছিল না। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত কোনো বীরপ্রতীক, বীরউত্তম বা বীরবিক্রমও আওয়ামী লীগে নেই। এসবই ছিল বিএনপির এবং কিছু অরাজনৈতিক। তাই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই। তারা শুধু চেতনা বিক্রি করে দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে।

বুধবার বেলা ১১টার দিকে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও স্বীকৃতি বিএনপি সরকারই প্রথম দিয়েছে। আবার বিএনপি সরকারই প্রথম মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া শুরু করেছিল। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৩১ দফায় বিষয়টি পরিষ্কারভাবে বলেছেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের নাটোর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার ফরিদ হোসেন, হাবিবুল ইসলাম আকন্দ হেলাল, আবুল কালাম আজাদ, সেকেন্দার আলী রোজ, জমশেদ আলী, গোলাম রসুল, নঈম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।




ইউএনওর কক্ষে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই

সরকারের সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে এবং উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।

তিনি নিজের কার্যালয়ের সামনে সাঁটিয়েছেন একটি নেমপ্লেট। নেমপ্লেটের পাশে লেখা রয়েছে ‘অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন।’

এই নোটিশ সাঁটানোর পর পুরো উপজেলায় বেশ সাড়া পড়েছে। এখন যেকোনো প্রয়োজনে কৃষক-শ্রমিকসহ প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ নির্ভয়ে কড়া নাড়ছেন উপজেলা নির্বাহী অফিসারের দরজায়। নিজেদের কষ্টের কথা তারা বলছেন তাদের প্রিয় ইউএনওর সঙ্গে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সেবাও পাচ্ছেন তারা। বর্তমানে সর্বমহলে প্রশংসায় পঞ্চমুখ ইউএনও সুজন চন্দ্র রায়।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম বাবু বলেন, দেশের বিভিন্ন স্থানে সাধারণত যেখানে সরকারি কর্মকর্তাদের অফিসের দরজা ডিঙাতে না পারায় দেশের অধিকাংশ সাধারণ মানুষ প্রশাসনের সেবা থেকে বঞ্চিত হন। তারা অনেক সময় নিরুপায় হয়ে দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন; কিন্তু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এর উল্টো চিত্র। কার্যালয়ের সামনে সাঁটানো নেমপ্লেটের পাশে লেখা অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন। এই বার্তা উপজেলায় সেবা নিতে আসা মানুষের মধ্যে আস্থা বাড়িয়েছে। উপজেলার ইতিহাসে ইউএনও সুজন চন্দ্র রায় কর্তৃক এটি একটি প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ।

চৌয়ারা ইউনিয়নের পিপুলিয়া এলাকার সাখাওয়াত হোসেন বলেন, তিনি উপজেলায় যোগদানের অল্প কিছু দিনের মধ্যে যেভাবে সবার ভালোবাসা ও দোয়া পেয়েছেন, এটি বিরল। উনার মতো ভালো লোকের কারণেই দেশ উন্নতির শিখরে আরোহণ করবে। এ রকম অফিসারের জন্য মন থেকে ভালোবাসা।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, মানুষের সেবা করার জন্যই সরকার আমাকে নিয়োগ দিয়েছেন। আমার এখানে আসতে অনুমতি লাগবে কেন? অনুমতি ছাড়া সবাই যেন আমার কাছে আসতে পারেন, এজন্যই আমি আমার নেমপ্লেটের পাশে কথাগুলো লিখে দিয়েছি। এছাড়াও আমি এই উপজেলায় যোগদানের পর সেবা নিতে আসা অনেককেই দেখতাম জুতা খুলে অফিসে প্রবেশ করছেন। বিষয়টি দেখে ব্যথিত হয়েছি। এজন্য আমার নেমপ্লেটের পাশে জুতাসহ প্রবেশ করুন লিখে দিয়েছি।




মৌরতা‌নিয়ার ২১০ হজযাত্রীসহ বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানা গেল

মৌরতা‌নিয়ার ২১০ হজযাত্রীকে বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হওয়ার খবরটি গুজব বলে দাবি করেছে মৌরতা‌নিয়ান এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৭ মে) হঠাৎ বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগের সৃষ্টি হয়। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন।

বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছিল, মৌরতা‌নিয়া থেকে সৌদিগামী হজযাত্রী বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়, হজ পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমির দিকে যাওয়ার সময় বিমানটির সঙ্গে রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তবে, এই অভিযোগ অস্বীকার করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, আল্লাহর রহমতে সব হজযাত্রী নিরাপদে ও সুরক্ষিতভাবে সৌদি আরবে পৌঁছেছেন। হজ মৌসুমের জন্য নির্ধারিত কোনো ফ্লাইটেই কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

তারা গণমাধ্যমকে নির্ভুল তথ্য প্রচার করা এবং ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি।

আরেক গণমাধ্যম এমএএসডিআর নিউজ জানিয়েছে, মৌরতা‌নিয়ান হজযাত্রীবাহী বিমান সংক্রান্ত প্রচারিত খবরটি ভিত্তিহীন ও মিথ্যা। সরকারি সূত্র জানিয়েছে, লোহিত সাগরের উপকূলে বিমান বিধ্বস্ত হওয়ার খবরটি ভুল এবং প্রচারিত ভিডিওটি ভুয়া।

এদিকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শোনা যায়, বিমানের ভেতর থেকে আতঙ্কিত যাত্রীরা চিৎকার করছেন এবং বিমানটি নিচে পড়ার সময় আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। তবে, সেই ভিডিওটিও ভুয়া প্রমাণিত হয়েছে।




আসছে ৪৮তম বিশেষ বিসিএস, পরীক্ষা হবে ৩০০ নম্বরের

৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

মঙ্গলবার বিসিএস নিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ২ ঘণ্টা। ২০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। বাকি ১০০ নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় থেকে।

প্রতিটি এমসিকিউর জন্য এক নম্বর থাকবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

৪৮তম বিশেষ বিসিএসের কার্যক্রম শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডার নাকি শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।




শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুল ভ্যানচালক আটক

গাজীপুরের কালিয়াকৈরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রায়হান (৪২) নামে স্কুলের ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়। এ ঘটনায় শিশুর মা কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আটক রায়হান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার শেখপাড়া এলাকার আব্দুর রাহাতের ছেলে এবং পৌরসভার ৯নং ওয়ার্ডের সফিপুর এলাকার শাহীন ক্যাডেট স্কুল টাঙ্গাইল শাখার ভ্যানচালক।

থানায় দায়ের করা অভিযোগ, শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থী স্কুলে যায়। স্কুল ছুটির পর বেলা ১১টার দিকে স্কুলের ভ্যানযোগে ওই শিশুকে বাসায় নিয়ে যাচ্ছিলেন ভ্যানচালক রায়হান। যাওয়ার পথে সফিপুর ফ্লাইওভারের নিচে ভ্যান থামিয়ে ট্রাকের আড়ালে নিয়ে শিশুর গালে চুমু দেন এবং শিশুর ঠোঁটে কামড় দেন। এ সময় শিশুটি ভয়ে  চিৎকার করলে ভ্যানচালক রায়হান তাকে বাসায় পৌঁছে দেন।

বাসায় পৌঁছালে শিশুর মা বিষয়টি জানতে পারেন। পরে শিশুর মা স্থানীয়দের সহযোগিতায় ভ্যানচালক রায়হানকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ভ্যানচালক রায়হানকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুর মা কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক শহিদুর রহমান বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রায়হান নামে স্কুলের ভ্যানচালককে আটক করা হয়েছে। বিষয়টির আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




‘নকল ঐশ্বরিয়া’ বলে কটাক্ষ, চটেছেন উর্বশী

এবার ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে সেই ২৪ মে। কিন্তু সমালোচনা যেন ছাড়ছে না বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলার। বছর দুয়েক ধরে কান উৎসবে যাচ্ছেন অভিনেত্রী। যদিও প্রথম বছরে অনেকেই তাকে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে গুলিয়ে ফেলেন। ঐশ্বরিয়া বলে ডেকেও ফেলেন। পরে ভুল ভাঙান উর্বশী নিজেই।

এবার কান উৎসবে উর্বশী রাউতেলার প্রথম দিনের পোশাকের সঙ্গে বেশ কয়েক বছর আগে ঐশ্বরিয়ার পোশাকের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। তাতেই উড়ে এসেছে কটাক্ষ। ‘নকল ঐশ্বরিয়া’ বলে কটাক্ষ করেছেন তারা। এতেই বেজায় চটেছেন অভিনেত্রী। পাল্টা জবাবে যে কথা বললেন উর্বশী রাউতেলা।

কান উৎসবে চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাতেও বেশ নাটকীয়তার ছোঁয়া৷ সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড। অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিলমিশ। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় প্রথম দিন ঠিক এ রূপেই ধরা দিয়েছিলেন অভিনেত্রী উর্বশী। কানেও ছিল মানানসই দুল।

ফ্রান্স ফ্যাশনের শহর। সে দেশে গিয়ে নিজেকে একটু অন্যভাবেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন নায়িকা৷ কিন্তু তার সেই চেষ্টার ফল হলো তিক্ত। এদিন অভিনেত্রীর হাতে ছিল প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্লাচ। কিন্তু উর্বশীর সাজ মনে ধরেনি অনুরাগীদের। ২০১৮ সালে ঐশ্বরিয়া মাইকেল সিনকোর নকশা করা এই একই ধরনের গাউন পরেছিলেন অভিনেত্রী।

অভিনেত্রী একটি স্ক্রিনশট শেয়ার করে একটি মন্তব্য তুলে ধরেছেন। যেখানে এক নেটিজেন লিখেছেন—কোনো ক্যারিশমা ছাড়াই ঐশ্বরিয়া রাই হওয়ার চেষ্টা। উর্বশী এর পাল্টা উত্তরে লিখেছেন—কোনো ক্যারিশমা ছাড়াই ঐশ্বরিয়া রাই হওয়ার চেষ্টা করছি, তাহলে বলে রাখি— ঐশ্বরিয়ার সঙ্গে কারও তুলনা হয় না। আমি এখানে কাউকে নকল করতে আসিনি। আমি আসলে ব্লু প্রিন্ট।

অভিনেত্রী আরও বলেন, কান আমাকে আমন্ত্রণ জানিয়েছে, সবার মধ্যে আলাদা হয়ে ওঠার জন্য। যদি আমার চেহারা, আমার সাজ-পোশাক অথবা আমার আত্মবিশ্বাস আপনাকে অস্বস্তিতে ফেলে…, তাহলে হয়তো একটা গভীর নিঃশ্বাস নিন (অথবা দুটি)। তিনি বলেন, আমি কারও কাপের চা নই, আমি হলাম আতশবাজিসহ শ্যাম্পেনের মতো।




রাঙামাটিতে পাহাড় ধস, শঙ্কায় প্রশাসনের সতর্কতা জারি

বর্ষা আসন্ন। ইতোমধ্যে রাঙামাটিতে শুরু হয়েছে মাঝারি ও ভারি বৃষ্টি। কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি স্থায়িত্ব হওয়ায় রাঙামাটিতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। এমন পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। এ নিয়ে প্রচার করা হচ্ছে সতর্কবার্তা।

জেলা প্রশাসন জানায়, আসন্ন বর্ষায় রাঙামাটিতে পাহাড় ধসসহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় শহরসহ রাঙামাটির পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। যে কোনো মুহূর্তে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে। পাহাড়ের পাদদেশে বসবাসরতদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা জারি করে সচেতনতামূলক সতর্কবার্তা প্রচার করছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে ঝুঁকিতে থাকা লোকজনকে তাৎক্ষণিক ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে।

এদিকে রাঙামাটির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন জেলা শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করেছেন। এরপর ২২ মে থেকে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর (এনডিসি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, বৃষ্টির পরিমাণ বাড়ায় রাঙামাটিতে প্রাণহানি এবং জানমালের ক্ষতি এড়াতে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসরতদের মাঝে প্রশাসন আগাম সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে এ ধরনের সতর্কতামূলক কার্যক্রম চলবে। তবে বৃষ্টি দীর্ঘ মেয়াদী স্থায়ী হলে আশ্রয় কেন্দ্র খোলা হবে।

জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ বলেন, রাঙামাটিতে পাহাড় ধসসহ যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটলে তাতে যেন একটি প্রাণও ক্ষতি না হয় সেটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই রাঙামাটিতে সম্ভাব্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রাক-প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য,  জেলায় ২০১৭ সালের ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসে ৫ সেনা সদস্যসহ ১২০ জনের প্রাণহানি ঘটে। পরবর্তী ২০১৮ সালের জুনে জেলার নানিয়ারচর উপজেলায় ফের পাহাড়ধসে ২ শিশুসহ ১১ জন এবং ২০১৯ সালের জুনে জেলার কাপ্তাইয়ে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে জেলা শহরে পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত ৩১টি স্থানের মধ্যে ভেদভেদী, শিমুলতলী, রূপনগর, যুব উন্নয়ন এলাকা অন্যতম। তবু বিস্ময়কর হলো ওইসব এলাকায় জনবসতি বেড়েই চলেছে। অথচ ২০১৭ সালের পাহাড় ধসের ক্ষতচিহ্ন এখনো দৃশ্যমান রয়ে গেছে। এরপরও পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছে মানুষ। মৃত্যুঝুঁকি জেনেও বেড়েছে পাহাড়ের ঢালে বসবাস। গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ বসতি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় পাঁচ হাজার পরিবারের প্রায় ২০ হাজার মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছেন। শুধু শহরে ৩১টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শহরের আনাচে-কানাচে এবং জেলার বিভিন্ন উপজেলায় বহু পরিবারের মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে পাহাড়ের ঢালে ও পাদদেশে। জেলায় পাহাড় ধসসহ সম্ভাব্য দুর্যোগের পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ হতে প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়া আছে। জেলা প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ধরনের নিতে উপজেলা নির্বাহী অফিসারদের বলে দেওয়া হয়েছে।




‘স্পেনের সেরা’ গোলকিপারকে দলে ভেড়াতে চলেছে বার্সেলোনা

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্কটা আদায় কাঁচকলায়। তবে ঠিক এমন নয়, তবে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়লের সঙ্গেও বার্সার সম্পর্কটা এমনই তেঁতো। সেই এস্পানিয়লের তরুণ গোলকিপার হোয়ান গার্সিয়াকে দলে পেতে চাইছে বার্সা, যিনি আবার স্পেনেরও সেরা!

এমনকি গার্সিয়ার সঙ্গে এক চুক্তিতেও সম্মত হয়ে গেছে। এই চুক্তির আওতায় বার্সা তাকে ২৫ মিলিয়ন ইউরোতে দলে নিচ্ছে, যা স্পেন জাতীয় দলের মূল দলে ডাক পেলে ৩০ মিলিয়ন ইউরো পর্যন্ত বেড়ে যেতে পারে।

২৪ বছর বয়সী এই গোলরক্ষক চলতি লা লিগা মৌসুমে অসাধারণ পারফরম করেছেন। তিনি স্পেনে সবচেয়ে বেশি ১৩৮টি সেভ করেছেন। ইউরোপেও তিনি সেরাদের কাতারেই আছেন, যা তাকে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ ‘ইন্টারভেনশন’ধারী গোলকিপারে পরিণত করেছে। তার উপরে আছেন শুধু ব্রেন্টফোর্ডের মার্ক ফ্লেকেন।

বার্সার পক্ষ থেকে বলা হচ্ছে, ‘আমরা বর্তমান ও ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। গোলপোস্টে পরিবর্তন দরকার, আর গার্সিয়া আমাদের সেই ভরসার জায়গা হতে পারে।’

তিনবার হাঁটুর অপারেশন করা মার্ক আন্দ্রে টের স্টেগেনের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে গত কয়েক মৌসুম ধরে। অন্যদিকে পোল্যান্ডের ভয়চেখ শেজনি বার্সার সঙ্গে থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। এই অবস্থায় ভবিষ্যতের জন্য এক নতুন ভরসা খুঁজছিল বার্সেলোনা, এবং তারা সেটাই পেয়েছে গার্সিয়ার মধ্যে।

অন্যদিকে এস্পানিয়ল আর্থিক সংকটে পড়ায় জুন ৩০-এর আগেই অন্তত ১৫ মিলিয়ন ইউরোর একজন খেলোয়াড় বিক্রির দরকার ছিল। এই চাপের কারণে তাদের পক্ষ থেকেও দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে। আর্সেনালের ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব থাকলেও গার্সিয়া নিজেই বার্সায় আসার আগ্রহ প্রকাশ করায় সেই দিকেই ঝুঁকে পড়ে ক্লাবটি।

বার্সেলোনা এখন ভাবছে, গার্সিয়াকে এক মৌসুমের জন্য লোনে দিয়ে খেলার সময় নিশ্চিত করার কথা। রিয়াল বেতিস ও ভ্যালেন্সিয়া ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে। তবে গার্সিয়া নিজে চান এখনই শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ পেতে। তিনি বলেন, ‘আমি চেয়েছি এমন এক ক্লাবে খেলতে যেখানে উন্নতির সুযোগ আছে। বার্সেলোনা সেই জায়গা।’




এনসিপির সংস্কৃতি, প্রচার ও প্রকাশনা সেল গঠিত

নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সংস্কৃতি, প্রচার ও প্রকাশনা সেল গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা দুটি পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক জনাব মো: নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আখতার হোসেনের অনুমোদনক্রমে সংস্কৃতি সেল গঠিত হলো।

সংস্কৃতি সেলের সম্পাদক করা হয়েছে লুৎফল রহমান। সহ সম্পাদক করা হয়েছে সৈয়দা নীলিমা দোলাকে। এছাড়াও সদস্য হিসেবে আছেন আরও ৬ জন।

অন্যদিকে প্রচার ও প্রকাশনা সেলের সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিরাজ মিয়া। সহ-সম্পাদক হয়েছেন এম এম শোয়াইব। এছাড়া সদস্য হয়েছেন খান মুহাম্মদ মুরসালীন, মো. আব্দুল মুনঈম, সৈয়দা নীলিমা দোলা, এহসানুল মাহবুব জুবায়ের, আরজু আহমাদ, আসিফ মোস্তফা জামাল এবং খালেদ সাইফুল্লাহ জুয়েল।