হামাস-হিজবুল্লাহর মতো হুতিদের পরিণতি হবে: হুঁশিয়ারি ইসরায়েলের

মধ্যপ্রাচ্যে ইরান–সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই চলছে ইসরায়েলের। এরই মধ্যে লেবাননের হিজবুল্লাহ ও গাজা উপত্যকার হামাসের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছে দেশটি। এতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠী দুটি। প্রাণ হারিয়েছেন তাদের বেশ কয়েকজন নেতা। এমন পরিস্থিতি ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে হামাস ও হিজবুল্লাহর মতো একই পরিণতি হবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। যদিও ইসরায়েলের এ হুঁশিয়ারির পরও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে হুতিরা।

হুতিদের প্রতি এ হুঁশিয়ারি দেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে গতকাল সোমবার তিনি বলেন, হুতিদের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে হবে। তারা যদি এই হামলা অব্যাহত রাখে, তাহলে হিজবুল্লাহ, হামাস ও সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মতো একই ধরনের ‘শোচনীয় পরিণতি’ হবে তাদের। তেহরানের উদ্দেশে তিনি আরও বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের যেকোনো স্থানে হামলা চালানো সক্ষমতা রয়েছে ইসরায়েলের। ইরান–সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা সহ্য করবেন না তাঁরা।

সোমবার ড্যানি ড্যাননের এমন হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা দেয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে তারা। ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজতে শোনা যায়। পরে আজ মঙ্গলবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তেল আবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দর এবং জেরুজালেমের দক্ষিণে একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র লক্ষ্য করে একটি হাইপারসনিক ও একটি ‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন তাঁরা।

এ বিষয়ে হুতিদের সুপ্রিম রেভল্যুশনারি কামিটির প্রধান মোহামেদ আলী আল–হুতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, তাঁরা ইসরায়েলে হামলা বন্ধ করবেন না। দেশটির ওপর হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে গাজার প্রতি সমর্থন জারি রাখবেন তাঁরা।

‘আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকেই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে চলমান এই সংঘাতে ফিলিস্তিনের প্রতি সমর্থন দিয়ে আসছে হুতি ও হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালাচ্ছি তারা। পাল্টা জবাব দিচ্ছিল ইসরায়েলও। এরই মধ্যে সেপ্টেম্বর থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহসহ গোষ্ঠীটির কয়েকজন নেতা নিহত হন।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের হামলার মুখে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে হামাস ও হিজবুল্লাহ। এ ছাড়া গত ৮ ডিসেম্বর বিদ্রোহীদের অভিযানের মুখে পতন হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। দেশটির গদিতে তাঁকে টিকিয়ে রেখেছিল রাশিয়া ও ইরান। বাশারের পতনের কৃতিত্বও দাবি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

হুতিদের ওপর ব্যাপক আকারে হামলা এখনো শুরু করেনি ইসরায়েল। গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছিলেন, ইয়েমেনে হুতি–সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘হামলা শুরু করেছে’ ইসরায়েল। এ সময় ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দর, দেশটির পশ্চিম উপকূলে বিভিন্ন বন্দর ও দুটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলা চালিয়েছিল তারা।

গত ২৬ ডিসেম্বর সানা বিমানবন্দরে ইসরায়েলের হামলার সময় সেখানে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। পরে এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিমানবন্দরে উড়োজাহাজে ওঠার সময় বোমা হামলা শুরু হয়। এতে উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হন।

এদিকে সোমবারে নিরাপত্তা পরিষদে ইসরায়েল–হুতি পাল্টাপাল্টি হামলা নিয়ে কথা বলেছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক সংঘাত আরও বাড়লে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এর ফলাফল বইতে হবে ইয়েমেন, ইসরায়েলসহ এ অঞ্চলে লাখ লাখ মানুষকে, যার কোনো শেষ থাকবে না। পাল্টাপাল্টি হামলার জন্য ইসরায়েল ও হুতি—দুই পক্ষেরই সমালোচনা করেছেন জাতিসংঘের রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়াও।




হানিফ উড়ালসড়কে কামরুল হত্যাকাণ্ডে দুই কিশোর গ্রেপ্তার

রাজধানীর সায়েদাবাদে হানিফ উড়ালসড়কে কামরুল হাসান (২৩) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ীর করাতিটোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের একজনের বয়স ১৭, অন্যজনের ১৬ বছর বয়স।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গত বুধবার কামরুল হাসান রাত ৮টা ৪০ মিনিটের দিকে সায়েদাবাদ এলাকায় হানিফ উড়ালসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন কয়েকজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করেন। এ সময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। তাতে বাধা দিলে একজন ছিনতাইকারী ধারালো চাকু দিয়ে কামরুলের বুকে আঘাত করে। এরপর তারা তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও সাত হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে কামরুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরুলের বাবা ইমাম হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তার দুজন পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রাবাড়ীতে হানিফ উড়ালসড়কসহ আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত। মূলত মাদক সেবনের টাকা জোগাড়ের জন্য ছিনতাই করত।




সাভারে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকার ছিনতাই, আহত ১

ঢাকার অদূরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একদল ছিনতাইকারী বাসে উঠে ধারালো অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে এক যাত্রী ছুরিকাঘাতে আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটক এলাকা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত মো. শামীম হোসাইনকে (৩০) সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আশুলিয়ার শ্রীপুর নতুননগর এলাকার বাসিন্দা।

বাসের যাত্রী ও বাসের মালিকপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে ওয়েলকাম ব্যানারের যাত্রীবাহী একটি বাস ঢাকার মতিঝিল থেকে চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি সাভারে বিপিএটিসির সামনে পৌঁছালে ৩-৪ জনের ছিনতাইকারী দল বাসে ওঠে। তারা ধারালো দেশীয় অস্ত্র ঠেকিয়ে কয়েকজনকে জিম্মি করে। পরে বাসে থাকা ১৫-২০ জন যাত্রীর কাছ থেকে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধরসহ একজনকে ছুরিকাঘাত করা হয়। পরে ছিনতাইকারী দলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে গতিরোধকে (স্পিড ব্রেকার) নেমে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পৌঁছানোর পর কয়েকজন শিক্ষার্থী বাসটি থামিয়ে চালক ও চালকের সহকারীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বাসটি বিশমাইল এলাকায় নিয়ে যান তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসসহ বাসের চালক ও চালকের সহকারীকে নিজেদের হেফাজতে নেয়।
এদিকে ছুরিকাঘাতে আহত বাসযাত্রী মো. শামীম হোসাইনকে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসান মাহবুব বলেন, শামীম নামে ছুরিকাঘাতে আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

বাসটিতে থাকা হারুন অর রশিদ নামের এক যাত্রী বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি সাভার রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে বাসের যাত্রীদের জিম্মি করে। প্রথমে তারা বাসের সামনের দিকের সিটে বসে থাকা এক যাত্রীকে ছুরিকাঘাত করে। পরে সব যাত্রীর কাছ থেকে টাকাপয়সা ও মালামাল লুট করে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওয়েলকাম পরিবহনের এক প্রতিনিধি বলেন, সাভারের বিপিএটিসির সামনে থেকে ৩-৪ জন ছোট আকারের চাকু নিয়ে বাসে ওঠে। এরপর তারা বাসের এক শিশুর গলায় চাকু ধরে। তাদের বয়স ২৫-৩০ বছরের মধ্যে।

আশুলিয়া থানার উপপরিদর্শক অলোক কুমার দে বলেন, যাত্রীরা জানিয়েছেন, বিপিএটিসি এলাকা থেকে কয়েকজন ছিনতাইকারী বাসে উঠে কয়েকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই শেষে দ্রুত বাস থেকে নেমে যায়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসসহ চালককে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর বেশ কয়েকজন যাত্রী ঘটনার বর্ণনা দেন। ঘটনাটি সাভার মডেল থানা এলাকায় হওয়ায় ভুক্তভোগীদের সাভার মডেল থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, তাঁদের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।




সাকিব-ম্যাথুস এবার সতীর্থ: ‘টাইমড আউট’-এর স্মৃতি এবং নিয়তির খেয়াল

কারণ, সরাসরি চুক্তিতে দুজনকে আগেই দলে ভিড়িয়েছে চিটাগং কিংস। তখনই হয়তো কারও কারও মনে গত বছর নভেম্বরে দিল্লির সেই ঘটনা উঁকি দিয়েছে। গতকাল প্লেয়ার্স ড্রাফটের পর চট্টগ্রাম কিংসের ২০ সদস্যের খেলোয়াড় তালিকা দেখেও কেউ কেউ হয়তো ফিরে গিয়েছেন দিল্লির সেই বিকেলে। সাকিব আল হাসান, অ্যাঞ্জেলো ম্যাথুস…ব্যস, আর কিছু লাগে!

পরে এ নিয়ে কত বিতর্ক হলো, কত কথা হলো! নিয়মের বইপত্রও খুলে দেখা হলো। জানা গেল, সাকিব নিয়মের ভেতরে থেকেই ম্যাথুসকে ‘কাঁটা’ ফুটিয়েছেন। লঙ্কানদের মধ্যে সাক্ষরতার হার প্রায় শতভাগ। তবে কোনো জাতি কতটা প্রতিশোধপরায়ণ তা নির্ণয়ের কোনো যন্ত্রপাতি এখনো আবিষ্কার হয়নি। তাই লঙ্কানদের মধ্যে এই ধারা কতটা, তা বলা না গেলেও চিত্র দেখে আন্দাজ তো করে নেওয়া যায়। এ বছর মার্চেই বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর
সেই চিত্র যে খুব একটা দৃষ্টিসুখকর ছিল না, তা বোঝেন লঙ্কানরাও। কিংসকে তাই লঙ্কানরা ধন্যবাদ জানাতেই পারেন। কারণ, ম্যাথুসের পথে সাকিবকে যে এখন ‘ফুল’ বিছিয়ে রাখতে হবে!
ব্যাপারটা পুরোপুরি এমন না হলেও খুব দূরবর্তী ভাবনাও নয়। কিংস দুজনকেই দলে টেনেছে। অর্থাৎ ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে সতীর্থ হিসেবে খেলবেন সাকিব ও ম্যাথুস। যেহেতু সতীর্থ, তাই বিপিএলে অন্তত ম্যাথুসকে ‘টাইমড আউট’ করার সুযোগটা সাকিব পাচ্ছেন না। উল্টো, ম্যাথুস এমন কিছুর শিকার হলে সাকিবকে তাঁর হয়ে গলা ফাটাতে হবে। শুধু তা–ই নয়, সাকিব চাইলে কিছু বিষয় আগে থেকে ভেবেও রাখতে পারেন।
সাকিব ও ম্যাথুস—দুজনেই অলরাউন্ডার। ব্যাটিং পজিশনও তাই কাছাকাছি হবে। অর্থাৎ দুজনের একসঙ্গে ব্যাটিং করার সম্ভাবনা অনেক বেশি। তো, সাকিব তাঁর আগে নামলে পকেটে করে হেলমেটের অতিরিক্ত একটি স্ট্র্যাপ নিয়ে যেতে পারেন। কারণ, ম্যাথুস যেহেতু পরে নামবেন, তাঁর এটা লাগতে পারে। কিংবা সাকিব ক্রিজে থাকতে অন্য প্রান্তের ব্যাটসম্যান আউট হওয়ার পর তিনি দৌড়ে একটু এগিয়ে গিয়ে (অবশ্যই মাঠের সীমানার ভেতরে থাকতে হবে) ম্যাথুসকে ডাকতে পারেন, ‘ম্যাথুস, ম্যাথুস ডাক পাড়ি, টাইমড আউটের নেই বেশি (সময়) বাকি!’

২০২৩ সালের ৬ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের সেই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। অধিনায়ক সাকিবের করা ২৪.২ ওভারে সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছিলেন ম্যাথুস। ক্রিজে দাঁড়িয়ে টের পেলেন, তাঁর হেলমেটের স্ট্র্যাপে (ফিতা) কোনো একটা সমস্যা, সম্ভবত ছেঁড়া ছিল। ড্রেসিংরুমে ইশারা করলেন নতুন হেলমেটের জন্য। অতিরিক্ত খেলোয়াড়ের মাধ্যমে নতুন হেলমেট আনতে কিছুটা দেরি হলো। তখন ম্যাথুসকে ‘টাইমড আউট’–এর আবেদন করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। আইনসিদ্ধ হওয়ায় মাঠের আম্পায়ার আবেদন মেনে নিয়ে ম্যাথুসকে আউট ঘোষণা করেন। জন্ম হয় নতুন ইতিহাস ও বিতর্কের।

ম্যাথুস হলেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘টাইমড আউট’ হওয়া ব্যাটসম্যান, আর ক্রিকেট–বিশ্বে বিভক্ত হলো ‘স্পিরিট অব দ্য গেম’ নিয়ে। অর্থাৎ সাকিবের আচরণ খেলোয়াড়সুলভ ছিল কি না, এই প্রশ্নে বিভক্তি দেখা গিয়েছিল।

কিন্তু এখন বিভক্তি নয়, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষকে ‘টাইমড আউট’ করার সময়। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাথুস যেহেতু প্রথম ‘টাইমড আউট’ হওয়া ব্যাটসম্যান, আর সাকিবও এই আউটের আবেদন করে সফল হওয়া প্রথম অধিনায়ক (ক্রিকেটার)—তাই ‘টাইমড আউট’ কীভাবে হয় কিংবা কখন এই আউটের আবেদন করতে হবে, তা সাকিব-ম্যাথুসের চেয়ে ভালো জানবেন কে! অর্থাৎ বিপিএলে এই দুই ক্রিকেটারকে মিলেমিশে প্রতিপক্ষকে টাইমড আউট করতে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। লঙ্কানরাও এমন কিছু দেখলে নিশ্চয়ই শান্তি পাবেন।




ভিনিসিয়ুসকে নয়, বর্ষসেরা ফুটবলার হিসেবে বেবেতো–বুনোচ্চি–লামরা সেই রদ্রিকেই বেছে নিলেন

এবারের ব্যালন ডি’অরে সেরা খেলোয়াড় নির্বাচন নিয়ে রীতিমতো তুলকালাম হয়ে গেছে। পুরস্কার ঘোষণার মাসখানেক আগে থেকেই ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানায়, ভিনিসিয়ুস জুনিয়রই হচ্ছেন বর্ষসেরা ফুটবলার।

রিয়াল মাদ্রিদও নিজেদের খেলোয়াড়ের ব্যালন ডি’অর জয় উদ্‌যাপনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিল। কিন্তু পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে থেকে বদলে যায় পুরো দৃশ্যপট।

রদ্রির ব্যালন ডি’অর জয়ের খবর সামনে আসার পর রিয়াল কর্তৃপক্ষ নিজেদের প্যারিস সফরও বাতিল করে দেয়।

তবে এর মধ্যেই রিয়ালকে আরেকবার হতাশাজনক খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ব্যালন ডি’অরের মতো তারাও বর্ষসেরা ফুটবলার নির্বাচন করেছে রদ্রিকেই।

গার্ডিয়ানের সেরা খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের ২৩ সাবেক ফুটবলার। যে তালিকায় ইতালির কিংবদন্তি ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি, জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম এবং ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা বেবেতোও আছেন।

কোচদের মধ্যে নির্বাচনপ্রক্রিয়ায় ছিলেন গ্যালাতাসারাইয়ের কোচ ওকান বুরুক, আইসল্যান্ডের আফতুরেল্ডিং ক্লাবের কোচ মাগনাস মার এইনারসন এবং ব্রাজিলের ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের সহকারী কোচ ক্লেবের জাভিয়ার। এ ছাড়া বিভিন্ন দেশের শতাধিক সাংবাদিকও নিজেদের মত দিয়েছেন খেলোয়াড় নির্বাচনে।

খেলোয়াড় নির্বাচনে প্রত্যেক বিচারকের পছন্দের ক্রমের এক নম্বর খেলোয়াড় পেয়েছেন ৪০ পয়েন্ট করে এবং দ্বিতীয় পছন্দের খেলোয়াড় ৩৯ পয়েন্ট। এভাবে ৪০ নম্বর খেলোয়াড়টি পেয়েছেন ১ পয়েন্ট। এরপর সব ভোট এক করে একটি স্কোর নির্ধারণ করা হয়।

এবারের ভোটিংয়ে রদ্রি পেয়েছেন ৭৪৯৫ পয়েন্ট, আর রদ্রি পেয়েছেন ৭৪২৭ পয়েন্ট। অর্থাৎ রদ্রি শেষ পর্যন্ত জিতেছেন ৬৮ পয়েন্টের ব্যবধানে। যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের মধ্যে ৯২ জন সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন রদ্রিকে। আর ৭২ জনের প্রথম পছন্দ ছিলেন ভিনিসিয়ুস।

ব্যালন ডি’অরের সঙ্গে শীর্ষ দুইয়ে মিল থাকলেও পরবর্তী স্থানগুলোয় কিছু অদল–বদল এসেছে। ব্যালন ডি’অরে তৃতীয় হয়েছেন জুড বেলিংহাম। যিনি গার্ডিয়ানের তালিকায় নেমে গেছেন পাঁচ নম্বরে। আর ব্যালন ডি’অরে পাঁচে থাকা হলান্ড গার্ডিয়ানে আছেন তিন নম্বরে।

 




অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিচ্ছেদ নিয়ে সমঝোতা

আট বছরের আইনি লড়াইয়ের পর সমঝোতায় এসেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। জোলির আইনজীবী বলছেন, এর মধ্য হলিউডের আলোচিত এই বিচ্ছেদ নিয়ে জটিলতার অবসান ঘটেছে।

২০১৬ সালে আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন জোলি। তবে বিচ্ছেদপরবর্তী সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির ভাগাভাগিসহ বেশ কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে বিরোধ লেগে ছিল।

ফলে বিচ্ছেদপ্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে। অবশেষে আট বছর পর এসে মতৈক্যে পৌঁছেছেন জোলি ও পিট। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিচ্ছেদ এখন শুধুই সময়ের অপেক্ষা।

অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের প্রথম পরিচয় ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে।

৯ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে বিয়ে করেন ব্র্যাড-জোলি। এর দুই বছর পর ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। এই দম্পতির সংসারে ৬ সন্তান। ২১ বছরের ম্যাডক্স, ১৯ বছরের প্যাক্স, ১৮ বছরের জাহারা, ১৭ বছরের শিলো এবং ১৪ বছরের যমজ ভিভিয়েন ও নক্স।




ভিন্ন পরিচয়ে রিচি

অভিনয়ে থাকলেও ঠিক আগের সেই ব্যস্ততা নেই রিচির। এই অভিনয়শিল্পী আগের মতো অভিনয়ে ব্যস্ত হতেও চান না। তাই তো খুব ভেবেচিন্তে এখন নতুন কাজে যুক্ত হন। বেশির ভাগ সময় তাঁর ব্যস্ততা সংসার ও সন্তান নিয়ে। এর মধ্যে জানা গেল, ভিন্ন এক পরিচয়ে সবার সামনে এলেন তিনি। সেই পরিচয় প্রতিষ্ঠিত করতে সেখানেই বেশি সময় দিতে চান রিচি। জানালেন, সময় যদি না দেন, তাহলে উদ্যোক্তা হতে পারবেন না।

ঢাকার উত্তরায় রিচি সোলায়মান চালু করেছেন একটি বিউটি স্যালুন। উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের প্রতিষ্ঠানের পরিকল্পনা ছিল তাঁর অনেক দিনের। এখানেই এখন সময় বেশি দেবেন বলে জানালেন এই অভিনয়শিল্পী ও মডেল। এমন একটি প্রতিষ্ঠান চালু করতে পেরে ভালো লাগছে বলেও জানালেন রিচি।

রিচি বললেন, ‘ভালো তো লাগছেই। এই ভালো লাগা কথা বা ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ, আমার জীবনে আমি যখনই যে কাজটা করেছি, তা ভালোবেসেই করেছি। খুবই নিবেদিত থেকে করেছি। যখন আমি অভিনয় করেছি; আন্তরিক ও নিবেদিত থেকেই করেছি। যখন আমি মা হয়েছি, তখন বাচ্চাদের লালন–পালন ছাড়া বাকি সবকিছুই বন্ধ করে দিয়েছি। কারণ, তখন আমি খুব ভালো একজন মা হতে চেয়েছি। এখন যেহেতু অভিনয় কম করছি, ভাবলাম নতুন কিছু করি, যেটাতে আমি ব্যস্ত থাকব। একই সঙ্গে যা কিছুটা আমার কাজের সঙ্গে সম্পর্কিতও। সে জায়গা থেকে মনে হলো, আমি যদি বিউটি স্যালুনজাতীয় কিছু একটা করি, সেখানে আমি উদ্যোক্তা তো হবই, সামাজিকভাবে সমাজে কিছুটা হলেও অবদান রাখতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে এই প্রতিষ্ঠানে ১০ থেকে ২০ জন নারী কাজ করবেন। এই নারীরা তাঁদের পরিবারকে সাপোর্ট করবেন। এটা যত বড় হবে, ততই সবারই সুবিধা হবে। আরও বেশি কর্মসংস্থান হবে। তত বেশি পরিবারও এই প্রতিষ্ঠান দ্বারা উপকৃত হবে।’

কথায় কথায় রিচি জানালেন, অভিনয়টা যেহেতু এখন একেবারে কমিয়ে দিয়েছেন, তাই সময়টা এখানেই বেশি দিতে চান। যুক্তি হিসেবে বললেন, ‘আমার নাম যেহেতু চলে আসছে, সময় না দিলে চলবে কী করে। এখন আমি যদি অভিনয়ে সময় না দিই, তাহলে তো ভালো অভিনয় করতে পারব না। আমি যদি বাচ্চাদের সময় না দিই, ভালো মা হতে পারব না। ঠিক সেভাবে, আমি যদি এই স্যালুনে সময় না দিই, তাহলে ভালো উদ্যোক্তা হতে পারব না।’

 




রাজধানীতে শীতের দাপট

সারা দিনে সূর্যের দেখা নেই। কুয়াশায় ঢেকে আছে চারপাশ। সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় রাজধানীতে শীতে মানুষের কষ্ট বেড়েছে। এর মধ্যে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী মানুষেরা বেশি কষ্ট পাচ্ছেন। রাজধানীতে আজ শুক্রবার শীতের মধ্যে জনজীবন নিয়ে সাজানো হলো এই ছবির গল্প।

দেশের বিভিন্ন স্থানে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র শীত সামলে নিতে হিমশিম খাচ্ছে প্রাণিকুলও। পশুপাখিগুলো শীতে জবুথবু হয়ে বসে আছে

কুয়াশাচ্ছন্ন ভোরে মায়ের কাঁধে মাথা রেখে প্রশান্তির ঘুমে গরম কাপড়ে মোড়ানো শিশুটি

ঘন কুয়াশার মাঝে বুড়িগঙ্গা নদীতে নৌযান চালাতে বেগ পেতে হচ্ছে মাঝিদের

ঘন কুয়াশার কারণে সকালে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের আবদুল্লাহপুর এলাকায়,

ঘন কুয়াশায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ডিজিটাল বোর্ডে সচেতনতামূলক নির্দেশনা নিয়ে টহলরত হাইওয়ে পুলিশের গাড়ি। গতকাল রাতে কুয়াশার কারণে এই সড়কে দুর্ঘটনায় চারজন নিহত হয়। ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুর এলাকায়,

কনকনে শীতের মধ্যে জাতীয় চিড়িয়াখানায় অভিভাবকের সঙ্গে গরম কাপড়ে মোড়ানো শিশু।

আইসিডিডিআরবি হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকে সেবাশুশ্রূষা দিচ্ছেন এক অভিভাবক। মহাখালী,

এই শীতের মধ্যে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকেরা আসছেন রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি হাসপাতালে। সেখানে প্রতিদিন গড়ে প্রায় ৬৭৫ রোগী আসছে। চিকিৎসক-নার্সরা ব্যস্ত শিশুদের চিকিৎসা দিতে। মহাখালী,




মাথাঢাকা শীতের পোশাকে সেলফি

কুয়াশার চাদরে আবৃত রমনা পার্ক। বিভিন্ন গাছগাছালির মধ্যে ছোট ছোট দলে শরীরচর্চায় ব্যস্ত কিছু মানুষ। কাঠবিড়ালি ও শালিকের খুনসুটি চলছে ঘাসের মধ্যে। হঠাৎ চোখ পড়ে বড় বড় গাছের মধ্যে ছোট একটি মাঠের মতো জায়গার।

একটি ছেলে ও মেয়ে বসে আছে। হাতের ব্যাগ দুটি ঘাসের ওপর রাখা। দুজনেই শীতের পোশাক হুডি পরেছেন।

শীতের হুডি পরবেন, এটার মধ্যে আবার বিশেষ কী আছে ভাবছেন? হুমম বিশেষ হচ্ছে, দুজনের পরনের হুডিগুলো একটু ভিন্ন রকম নকশার। জিপারটি নিচ থেকে ওপরের দিকে টেনে গলা পেরিয়ে মাথা পর্যন্ত ঢেকে যায়।

একজন পরেছেন সাদা রঙের হুডি, অন্যজন কালো রঙের। দুজনেই মাথা পর্যন্ত ঢেকে দিল। ছেলেটি মুঠোফোন বের করে তা সেলফিতে ধারণ করল।

সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাটিও মুহূর্তটি ধারণ করে ফেলল। বুঝতে অসুবিধা হলো না যে শীতের পোশাকের অন্য রকম উপস্থাপনের জন্য নিজেদের ছবি তুলছিলেন তাঁরা দুজন। পরমুহূর্তে কাছে গিয়ে ছবি তোলার বিষয়ে সম্মতিটি নিয়ে নিই।

শীতের এ বিশেষ ধরনের পোশাকটির নাম স্পাইডার হুডি। ফেসবুকভিত্তিক শপ ক্লথিংস (‘ClothinX’) থেকে কেনা হয়েছে। একেকটির দাম পড়েছে ৯৫০ টাকা। জানলাম তাঁদের কাছ থেকেই।

আগ্রহ নিয়ে পেজটির অনলাইনে ঢুকলাম। দেখা গেল, বিভিন্ন বয়সীদের জন্য এই পোশাক পাওয়া যাচ্ছে। তবে এটা ঠিক মুখঢাকা শীতপোশাকের এই ভিন্নতার কারণে ক্যামেরায় হঠাৎ ক্লিক করতে উৎসাহিত হয়েছিলাম।

শীতের হুডি পরবেন, এটার মধ্যে আবার বিশেষ কী আছে ভাবছেন? হুমম বিশেষ হচ্ছে, দুজনের পরনের হুডিগুলো একটু ভিন্ন রকম নকশার। জিপারটি নিচ থেকে ওপরের দিকে টেনে গলা পেরিয়ে মাথা পর্যন্ত ঢেকে যায়।

একজন পরেছেন সাদা রঙের হুডি, অন্যজন কালো রঙের। দুজনেই মাথা পর্যন্ত ঢেকে দিল। ছেলেটি মুঠোফোন বের করে তা সেলফিতে ধারণ করল।

সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাটিও মুহূর্তটি ধারণ করে ফেলল। বুঝতে অসুবিধা হলো না যে শীতের পোশাকের অন্য রকম উপস্থাপনের জন্য নিজেদের ছবি তুলছিলেন তাঁরা দুজন। পরমুহূর্তে কাছে গিয়ে ছবি তোলার বিষয়ে সম্মতিটি নিয়ে নিই।

শীতের এ বিশেষ ধরনের পোশাকটির নাম স্পাইডার হুডি। ফেসবুকভিত্তিক শপ ক্লথিংস (‘ClothinX’) থেকে কেনা হয়েছে। একেকটির দাম পড়েছে ৯৫০ টাকা। জানলাম তাঁদের কাছ থেকেই।

আগ্রহ নিয়ে পেজটির অনলাইনে ঢুকলাম। দেখা গেল, বিভিন্ন বয়সীদের জন্য এই পোশাক পাওয়া যাচ্ছে। তবে এটা ঠিক মুখঢাকা শীতপোশাকের এই ভিন্নতার কারণে ক্যামেরায় হঠাৎ ক্লিক করতে উৎসাহিত হয়েছিলাম।




লাল লিপস্টিক কীভাবে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রতীক হয়ে উঠল

গাঢ় লাল ঠোঁট, হালকা সোনালি চুল, আকর্ষণীয় সাজসজ্জায় কোটি ভক্তের নজর কেড়েছিলেন মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো। সাত দশক পরেও তাই আজও তাঁকে মনে রেখেছে দর্শক। বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গায়িকা টেলর সুইফটের কথাই ধরুন না! অসাধারণ সংগীত–প্রতিভার পাশাপাশি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে তাঁর সিগনেচার লাল লিপস্টিক। স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে লালরঙা ঠোঁটই কেন বেছে নেন তারকারা? কীভাবেই–বা লাল লিপস্টিক হয়ে উঠল আত্মবিশ্বাস ও মর্যাদার প্রতীক?

ইতিহাসের পাতায় লাল লিপস্টিক

ঠোঁট রাঙাতে লাল রঙের ব্যবহার সেই প্রাচীন মেসোপটেমিয়ার যুগ থেকে। পাথর গুঁড়া করে তার সঙ্গে সাদা সিসার মিশ্রণ দিয়ে ঠোঁট রাঙাতেন তখনকার উচ্চবিত্ত ও রাজপরিবারের নারীরা। লিপস্টিকের বিবর্তনের ইতিহাসে সৌন্দর্যের রানি ক্লিওপেট্রার নামও চলে আসে। প্রাচীন মিসরে রানি ক্লিওপেট্রা নিজেই একধরনের পোকা থেকে প্রাপ্ত কারমাইন দিয়ে তাঁর ঠোঁট লাল করতেন। এ ছাড়া মিসরীয়রা অ্যালজিন, আয়োডিন ও ব্রোমিনের মিশ্রণে লাল রং তৈরি করে ঠোঁটে ব্যবহার করতেন। উচ্চবিত্ত ও রাজপরিবারের সদস্যদের ব্যবহারের কারণে তখন থেকেই লালরঙা ঠোঁট শক্তি-ক্ষমতা ও সামাজিক মর্যাদার নিদর্শন হয়ে ওঠে।