মিশরে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ১৮৪
মিশরের উত্তর সিনাই প্রদেশের বির আল আবেদ শহরের আল রাউদা মসজিদে জঙ্গিদের বোমা হামলায় নিহত বেড়ে ১৮৫ জনে দাড়িয়েছে। এছাড়া আরো ১২৫ জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
খবর বিবিসি’র।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুরে মুসল্লিরা জুমার নামাজ আদায়ে এলে সন্ত্রাসীরা আত্মঘাতী হামলা ও অর্তকিত গুলি চালায়। দেশটিতে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো হামলাটি এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ। ৪টি গাড়ি থেকে হামলাকারীরা নামাজ আদায়কারীদের লক্ষ্য করে গুলি চালায়।
তবে প্রাথমিকভাবে কোনো জঙ্গি গোষ্ঠী বা পক্ষ হামলার দায় স্বীকার করেনি।