ক্ষমতায় এলে আওয়ামী লীগের জুলুম ক্ষমা করে দেয়া হবে : খালেদা

ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নেতাকর্মীদের ওপর জুলুম-নিপীড়নের অভিযোগ তুলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় এলে আওয়ামী লীগের জুলুম ক্ষমা করে দেয়া হবে।

৭ নভেম্বর উপলক্ষে রবিবার রাজাধানীর সোহরাওয়াদী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।

রবিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তিনি জনসভাস্থলে প্রবেশ করেন। এসময় নেতাকর্মীরা তাকে বিভিন্ন ধরনের স্লোগানে-স্লোগানে স্বাগত জানান। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় নেতাকর্মীদের সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সন। তিনি বলেন, এ কাজের মাধ্যমে সরকার ছোট মনের পরিচয় দিয়েছে।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন নিয়ে ইসি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ইভিএম বন্ধ সেনাবাহিনীকে নামিয়ে নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, ‘এমনকি সেনাবাহিনীকে ক্ষমতা দিতে হবে, যাতে তারা কাজ করতে পারে।
আর সেনাবাহিনী না দেওয়া হলে ক্ষমতাসীন দল কেন্দ্র দখল করে মানুষের ওপর অত্যাচার চালাবে। ভোট চুরি করবে। ’

এর আগে, জনসভায় যোগদানের জন্য সকাল থেকে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেন। দুপুর পৌনে ২টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়




এশিয়া কাপে বাংলাদেশ দলে খেলছেন : লক্ষ্মীপুরের রাব্বি

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের একমাত্র ক্রিকেটার হাসান মাহমুদ (রাব্বি) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে খেলছেন। লক্ষ্মীপুরের কোন ক্রিকেটার এই প্রথম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলার গৌরব অর্জন করেছেন। হাসান মাহমুদ স্কুল ক্রিকেটসহ বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৮ দলে লক্ষ্মীপুরের হয়ে সুনামের সাথে খেলে আসছিল। সে একজন ফাস্ট বোলার, সাথে-সাথে ব্যাট হাতেও রয়েছে সমান পারদর্শী। ইতি মধ্যে লক্ষ্মীপুরের ক্রীড়া জগতের লোকজন হাসান মাহমুদকে লক্ষ্মীপুর একপ্রেস বলে ডাকতে শুরু করেছে। হাসান মাহমুদ (রাব্বি) লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের ৬নং ওয়ার্ডের মো. ফারুক হোসেনের ছেলে।
হাসান মাহমুদের স্থানীয় কোচ মো. ইব্রাহিম খলিল ও মো. মনির হোসেন জানান, লক্ষ্মীপুরের কোন ক্রিকেটার এর আগে বাংলাদেশ দলের বয়স ভিত্তিক কোন খেলার সুযোগ পায়নি। হাসান মাহমুদ-ই লক্ষ্মীপুরের একমাত্র ক্রিকেটার যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বর্তমানে মালেশিয়ায় এশিয়া কাপে খেলছেন। সে ইতিপূর্বে বয়স ভিত্তিক সকল খেলায় সুনামের সাথে খেলে আসছিল। আমরা লক্ষ্মীপুরবাসী তার এই সফলতার জন্য আনন্দিত। লক্ষ্মীপুরের হয়ে খেলায় তাকে আমরা অভিনন্দন জানাই। এশিয়া কাপে আমরা তার সফলতা কামনা করি। একই সাথে সে এশিয়া কাপে ভাল খেলে জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে আমাদের লক্ষ্মীপুরের সুনাম বৃদ্ধি করবে বলে আশা করি।
হাসান মাহমুদের বাবা মো. ফারুক হোসেন বলেন, তার ছেলের ছোট বেলা থেকে খেলার প্রতি অনেক আগ্রহ। পরিবারের সবাই তাকে খেলার ব্যাপারে অনেক সহযোগিতা করতো। সে বর্তমানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দলে খেলছে। সে ভাল খেলে দেশের সুনাম বয়ে নিয়ে আনতে পারে ও আরো অনেক দূর যেতে পারে সে জন্য আমি তার জন্য লক্ষ্মীপুর তথা দেশবাসীর কাছে দোয়া চাই।




৪৭ বছর আগের মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়

লক্ষ্মীপুর: আজ ভয়াল ১২ নভেম্বর। এ দিনটি উপকূলীয় এলাকার জন্য ভয়ঙ্কর এক দিন। ১৯৭০ সালের এই দিনে মহাপ্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস দ্বীপ জেলা লক্ষ্মীপুরের রামগতির উপর দিয়ে বয়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটে।
লাশের মিছিলে উপকূলীয় জনপদ পরিণত হয় ধ্বংসস্তুপে। স্মরণকালের ভয়াবহ এই দুর্যোগে জেলার রামগতি ও বর্তমান কমলনগর উপজেলার উপকূলীয় অঞ্চল লন্ডভন্ড হয়ে যায়। প্রাণ হারায় প্রায় ৫০ হাজার মানুষ। মেঘনা নদীর উত্তাল ঢেউয়ের প্রবল স্রোতের টানে ভাসিয়ে নিয়ে যায় গবাদি-পশু, ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক গুরুত্বপূর্ন স্থাপনা। বিলীন হয়ে যায় দুই উপজেলার বেঁড়িবাধসহ অনেক জনপদ। যত দুর চোখ পড়তো চারিদিকে শুধু লাশ আর লাশ।
৮ থেকে ১০ ফুটের জলোচ্ছাসের কারণে দাফন করা যায়নি নিহত সেই মানুষগুলোকে। মহাপ্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের সময় একই পরিবারের ১০/১৫ জন লোক নিহতসহ নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক পরিবার। ৪৭ বছর আগের ধ্বংসযজ্ঞের কথা এখনো ভুলতে পারেনি স্বজন হারা সেসব মানুষেরা। বিভৎসময় সেই দিন গুলোর কথা মনে করে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে উপকূলীয় এলাকার মানুষজন। তখনকার সময়ে সর্বস্ব হারিয়ে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময়ের ঘূর্ণঝড়ের কবলে পড়ে ৬০ ভাগ মানুষ, গরু-মহিষ, গাছ-পালা ইত্যাদি পানিতে ভেসে গেছে। এক পরিবার থেকে ৭ থেকে ৮ জন মানুষ পানিতে ভেসে গেছে। নদীতে নৌকা লঞ্চ চলতে পারেনি লাশের স্তুপের কারণে।
এদিকে দিনটিকে জাতীয়ভাবে উপকূল দিবস হিসেবে ঘোষাণার দাবি জানিয়েছেন স্থানীয় উপকূলবাসীরা। এরইমধ্যে বিভিন্নস্থানে উপকূল দিবস হিসেবে দিনটি পালন করার প্রস্তুতি নিয়েছে উপকূলীয় অঞ্চলের মানুষেরা।




বিএনপির জনসভা শুরু

 সোহরাওয়ার্দী উদ্যান : রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে আনুষ্ঠানিক ভাবে মুরু হয়েছে বিএনপির জনসভা। রোববার (১২ নভেম্বর) দুপুর পৌনে ২টায় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আয়োজিত জনসভার মঞ্চে এখন দলটির মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতারা বক্তব্য দিচ্ছেন।

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাস্থলে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। নেতাকর্মীদের উৎসাহ দিতে মঞ্চ থেকে বক্তব্যের ফাকেঁ ফাঁকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।

এর আগে সকাল সোয়া ১১টা থেকেই মঞ্চে সংগীত পরিবেশনের মাধ্যমে নেতাকর্মীদের উৎসাহ দিতে থাকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা।

বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া।

এরই মধ্যে রাজধানীসহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা জড়ো হতে দেখা গেছে।

সকাল ১০টা থেকে মঞ্চের আশেপাশ ছাড়িয়ে উদ্যানে জমায়েত হয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও মৎসভবন, শাহবাগ, টিএসসিসহ বেশকিছু পয়েন্টে জড়ো হচ্ছেন তারা।

দলীয় সূত্র বলছে, জনসভার প্রথম অংশে থাকছে সাংস্কৃতিক পর্ব। আর মূলব পর্বে থাকছে শীর্ষ নেতাদের বক্তব্য। জনসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এদিকে জনসভাস্থলে উপস্থিত থেকে সেখানে আগত নেতা-কর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা।

৭ নভেম্বর বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ থাকলেও ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলন হওয়ায় পিছিয়ে রোববার এ জনসভা করছে বিএনপি




৩০ নভেম্বরের মধ্যে কর বিবরণী না দিলে বেতনভাতা বন্ধ

সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর বিবরণী জমার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে সময় বাড়ানোর জন্য আবেদন করতে হবে। কিন্তু দুটির একটিও না করলে স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে ওই কর্মচারীর বেতনভাতা। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক্সপেনডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ (ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্টট সেল) এক অফিস আদেশ জারি করেছে। ওই আদেশে বলা হয়েছে, ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। আর সেই তারিখের পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে আয়কর বিবরণীর প্রাপ্তিস্বীকার পত্রের নম্বর, বিবরণী জমা দেওয়ার তারিখ জমা দেওয়ার অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে কর দিবসের মধ্যে বিবরণী জমা না দিতে পারলে দেরিতে দেওয়ার অনুমোনদন নম্বর, সার্কেল নম্বর ও কর অঞ্চলের তথ্য জমা দিতে বলা হয়েছে। এ আদেশ পরিপালন না করলে আগামী ডিসেম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ব্যক্তির বেতনভাতা বন্ধ হয়ে যাবে বলেও জানানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে, গত বছরের ২৪ নভেম্বর এনবিআর এক পরিপত্রের মাধ্যমে সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আয়করযোগ্য কর্মচারীদের জন্য আয়কর বিবরণী বাধ্যতামূলক করে। আর এ বছর থেকে বেসরকারি চাকরিজীবীদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। করযোগ্য আয় থাকুক বা না থাকুক, তাদের কর বিবরণী জমা দিতে হবে। এমনকি তারা সঠিকভাবে রিটার্ন জমা দিয়েছেন কিনা, তা খতিয়ে দেখবে এনবিআর। ওই করদাতা যে প্রতিষ্ঠানে চাকরি করেন, সেই প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের বেতন বাবদ খরচের হিসাব-নিকাশও যাচাই-বাছাই করবেন কর কর্মকর্তারা। এদিকে গত অর্থবছরে ব্যবসা বা পেশার নির্বাহী বা ব্যবস্থাপনা পদে নিয়োজিত বেতনভোগী কর্মীর কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। এর ফলে গতবার সাত লাখের বেশি এমন বেসরকারি চাকরিজীবী টিআইএন নিয়েছিলেন। এ বছর তাদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই এবার অনেকেই প্রথমবারের মতো আয়কর বিবরণী জমা দেবেন। ২০১৬ সালের জুলাই থেকে এ বছরের জুনের মধ্যে যত আয়-ব্যয় করেছেন, সেই হিসাব আয়কর বিবরণীতে থাকতে হবে। অন্যদিকে টিআইএন সনদ না নিলে কিংবা রিটার্ন জমা না দিলে প্রতিষ্ঠান থেকে আপনি যে বেতনভাতা পেয়েছেন, তা নিজেদের খরচ হিসেবে দেখাতে পারবেন না।




লক্ষ্মীপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার সকালে শহরের তমিজ মার্কেট দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়।

সদর উপজেলা পূর্ব ও পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক আহমেদ শরীফ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়া রাশেদ, খোরশেদ আলম সুমন, সদর উপজেলা (পশ্চিম) শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহবুব, ইসমাইল হোসেন, পৌর শাখার প্রথম যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাসান টিপু প্রমূখ।

এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতাকর্মীবৃন্দ অনুষ্ঠানে যোগ দেয়।

জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ উদ্দিন টিপু আগামী ৩০ নভেম্বর জেলা সম্মেলন সফল ও সার্থকভাবে আয়োজনের জন্য বিভিন্ন ইউনিট শাখার সহযোগীতা কামনা করেন।




২৩ শর্তে বিএনপিকে জনসভার অনুমতি

মির্জা ফখরুল। ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৩ শর্তে বিএনপিকে জনসভার অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মির্জা ফখরুল বলেন, সরকার জনসভার সম্মতি ইতোপূর্বে না দিলেও কিছুক্ষণ আগে ডিএমপি থেকে অনুমতিপত্র হাতে পেয়েছি।

বিকল্প উপায় নেই বলেই সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

যে কোন শর্তেই বিএনপি সমাবেশ করবে জানিয়ে ফখরুল বলেন, খালেদা জিয়ার ম্যাসেজ জনগণের কাছে পৌছে দিতেই এই সমাবেশ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সমালোচনা করে ফখরুল ইসলাম বলেন, ওবায়দুল কাদেরের সমালোচনা মিথ্যা ও বানোয়াট। ভিত্তিহীন তথ্য না দিয়ে গণতন্ত্রের পক্ষে নিয়ে আসার জন্য সরকারকে সহযোগিতা করুন। উসকানি দিয়েন না।

যে সব শর্তে জনসভার অনুমতি
যে সব শর্তে বিএনপিকে সমাবেশের ‍অনুমতি দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- উস্কানিমূলক বক্তব্য বা প্রচারপত্র বিলি করা যাবে না, সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সংলগ্ন স্থানে যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে, অনুমোদিত স্থানের বাইরে সাউন্ডবক্স ব্যাবহার করা যাবে না, অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় বা ফুটপাতে লোক সমাগম করা যাবে না, মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা যাবে না, শর্তাবলী যথাযথভাবে পূরণ না করলে তাৎক্ষনিকভাবে অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে প্রভৃতি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আহম্মেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।




প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, প্রধান বিচারপতির পদ থেকে সুরেন্দ্র কুমার সিনহা’র পতদ্যাগ পত্র আমরা গ্রহণ করেছি।

অস্ট্রেলিয়া থেকে কানাডা যাওয়ার পথে শুক্রবার (১০ নভেম্বর) সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন সুরেন্দ্র কুমার সিনহা।

বিষয়টি নিয়ে নানামুখী জল্পনা তৈরি হয়। আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সিঙ্গাপুরে যাত্রাবিরতিকালে শুক্রবার হাইকমিশনে পদত্যাগপত্র পৌছে দেন সুরেন্দ্র কুমার সিনহা। তবে পদত্যাগ পত্রে তিনি কি লিখেছেন তা জানা যায়নি।

শনিবার দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন পদত্যাগপত্র বঙ্গভবনে পৌছেছে বলে নিশ্চিত করেন।

কার্যত ছুটি নিয়ে বিদেশ সফরে থাকা সুরেন্দ্র কুমার সিনহা তার ছুটির শেষ দিনই পদত্যাগ পত্র জমা দিলেন। ১০ নভেম্বরই তার ছুটি শেষ হয়।

গত ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান বিচারপতি। সেখানে তিনি বড় মেয়ে সূচনা সিনহার বাসায় ওঠেন। অস্ট্রেলিয়া থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান গত সোমবার। সেখান থেকে তিনি কানাডায় তার ছোট মেয়ে আশা সিনহা’র কাছে যাবেন।

এর আগে গত ২ অক্টোবর এক মাস ছুটির কথা জানিয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠান প্রধান বিচারপতি। ওই ছুটির মেয়াদ ছিল ১ নভেম্বর পর্যন্ত। পরে তিনি ১০ নভেম্বর পর্যন্ত ছুটিতে থাকার ইচ্ছা পোষণ করে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।

এর ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর প্রজ্ঞাপনও জারি করে আইন মন্ত্রণালয়। আসছে ফেব্রুয়ারিতে প্রধান বিচারপতির পদ থেকে সুরেন্দ্র কুমার সিনহার অবসরে যাওয়ার কথা ছিলো।




কমলনগরে পরীক্ষা কেন্দ্রের সামনে ঢাক-ঢোল পিটিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রের সামনে উচ্চ শব্দে   মাইক বাজিয়ে; ঢাকঢোল পিটিয়ে ও আনন্দ মিছিল করে   যুবলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে। এসময় পরীক্ষা কেন্দ্রের ১৪৪ ধারাভঙ্গ করে হর্ণ বাজিয়ে মাঠে মোটরসাইকেল পার্কিং করে। কেন্দ্র এলাকায় ঢুকে মিছিল করে। এসব পরিস্থিতির কারণে পরীক্ষায় বিঘœ ঘটে। শিক্ষক অিাবক ও সচেতন মহল বির্বত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
শনিবার   (১১   নভেম্বর)   গণিত   পরীক্ষা   চলাকলে   কমলনগরজেডিসি পরীক্ষার ভ্যেনু কেন্দ্র তোয়াহা স্মৃতি বালিকাউচ্চ বিদ্যালয়, কলেজ শাখা ও মডেল প্রাইমারি স্কুল পরীক্ষাকেন্দ্র এলাকায় এসব ঘটনা ঘটে।
জানা গেছে, পরীক্ষা কেন্দ্রের সামনে উপজেলা আওয়ামী লীগেরদলীয় কার্যালয়। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পূর্বনির্ধারিত এ আয়োজনে সকাল ১০ টা থেকে উপজেলাবিভিন্ন   ইউনিয়নের   নেতাকর্মীরা   ছোট-ছোট   মিছিলনিয়ে  দলীয়  কার্যালয়ে   আসতে   থাকে।   পরে   সকাল   ১১  টারদিকে সব ইউনিটের মিছিল এক হয়ে ঢাকঢোল পিটিয়ে, সানাই   বাজিয়ে   আনন্দ   মিছিল   বের   করে।   মিছিলটি হাজিরহাট বাজার প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে এসেশেষ হয়। আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলে দুপুর ১২ টা পর্যন্ত। এসময় নেতাকর্মীরা পরীক্ষা কেন্দ্রঘেঁসে মাঠে মোটরসাইকেল পার্কিং করে।পরীক্ষা   চলাকালিন   ঢোকঢোলের   শব্দ,   সানাইয়ের   সুর   ওমোটরসাইকেলের   হর্ণে   পরীক্ষার্থীদের   গণিত   পরীক্ষাবিঘœঘটে এসময় তাদের মনোযোগ নষ্ট হয়।
পরীক্ষার্থীরা   জানায়,   পরীক্ষা   চলাকালিন   সময়   মিছিল-মিটিং, ঢাকঢোল ও মটরসাকেলের হর্নের উচ্চ শব্দে আমাদেরগণিত পরীক্ষায় বিঘœ ঘটেছে। এসময় আমাদের মনোযোগ নষ্ট হওয়ায় অংকের পরীক্ষা খারাপ হয়।
চর   ফলকন   সিদ্দিকিয়া   দাখিল   মাদ্রাসার   জেডিসিপরীক্ষার্থী   সুরমা,   রেহানা   ও   মারজাহান   জানান,   পরীক্ষাচলাকালে এমন পরিস্থিতি তারা আশা করেনি।
কমলনগর উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন বাপ্পিবলেন, পরীক্ষা আছে বিষয়টি মাথায় ছিল না। পরে জানতে পেরেঅনুষ্ঠান সংক্ষিপ্ত করি। বাইরের মাইক বন্ধ রাখি।
কমলনগর পরীক্ষা কেন্দ্রের সহকারি সচিব মাওলানা মাকছুদুররহমান বলেন, বিষয়টি আমরা মাধ্যমিক কর্মকর্তা জানিয়েছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে উধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



লক্ষ্মীপুরে যুব মহিলা লীগের কর্মীসভা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর যুব মহিলা লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনের এ সভার আয়োজন করা হয়।

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি আশ্রাফুন নেছা।

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুব মহীলা লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা তনমি, সদস্য নাসিমা ইসলাম বেবী, নিলুফার ইয়াসমিন ইতি, জেলা সভাপতি রেহানা আক্তার রুবি ও সাধারণ সম্পাদক তাছলিমা অক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাফল্য তৃণমূলে তুলে ধরতে হবে। তৃণমূলে সরকারের আস্থা বাড়াতে হবে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান বক্তারা।