লক্ষ্মীপুরে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকের বাড়িতে তল্লাশী

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে পুলিশকে ভূল তথ্য দিয়ে রাকিব হোসেন রনি নামের এক সাংবাদিকের বাড়ীঘর তল্লাশী  করিয়েছে ভূমিদস্যু আজাদ। বুধবার (৮নভেম্বর) দুপুরে পৌর শহরের সোনালী কলোনি এলাকায় ওই সাংবাদিকের পরিবারকে এ হয়রানির ঘটনা ঘটায়। ওই সময় সাংবাদিক রনি সংবাদ সংগ্রহের কাজে বাড়ির বাহিরে ছিলেন। এঘটনায় লক্ষ্মীপুর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাংবাদিক রাকিব হোসেন রনি জাতীয় দৈনিক বণিক বার্তা পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও অনালাইন নিউজ পোর্টাল (পত্রিকা) শীর্ষ সংবাদ ডটকমের নির্বাহী সম্পাদক। ভূমিদস্যু আজাদ লক্ষ্মীপুর সোনালী কলোনীর মোহাম্মদ উল্যার ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও এলাকার ত্রাস বলে জানা যায়।
স্থানিয়রা জানায়, ভূমিদস্যু আজাদ হামলার নাটক সাজিয়ে সাংবাদিক রনির পরিবারকে প্রতিপক্ষ্য বানিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে মিথ্যা তথ্য দিয়ে পুলিশ এনে বাড়িঘরে তল্লাশী চালায়। এ সময় পুলিশ ঘরের  বিভিন্ন স্থানে তল্লাশী চালায়। এক পর্যায়ে বাড়িতে থাকা পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হয়রানি করে তারা। ঘটনার সময় সাংবাদিক রনির বাড়ির বাহিরে ছিলেন। স্থানিয়রা আরো জানায়, আজাদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েক করে। তার বিরুদ্ধে কেউ কথা বললে এভাবেই বিভিন্ন নাটক সাজিয়ে মামলা হামলা করে হয়রানি করে সে।
সাংবাদিক রাকিব হোসেন রনি জানায়, আজাদ একজন চিহ্নিত ভুমিদস্যু। কিছুদিন আগে সে মিথ্যা অযুহাতে এক প্রবাসীর বাড়িতে হামলা চালায়।। এঘটনায় আমি সংবাদ সংগ্রহ করলে সে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় মামলা হামলার হুমকী দেয়। তারই ধারাবাহিকতায় আজ পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আমার বাড়িতে তল্লাশী চালায়। আমি এ ঘটনার বিচারের দাবি জানায়।
লক্ষ্মীপুর মডেল থানার সহকারী উপ পরিদর্শক মুকবুল বলেন, খবর পেয়ে সোনালী কলোনি এলাকায় গেলে আজাদের উপর ওই বাড়ির লোকজন হামলা চালিয়েছে বলে জানালে আমরা ওই বাড়িতে ডুকি। তবে বাড়িটি যে সাংবাদিকের তা আমাদের জানা ছিলো না।
এদিকে সাংবাদিকের বাড়িতে বিনা কারণে পুলিশী তল্লাশীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুরের সাংবাদিক মহল। লক্ষ্মীপুর প্রেস ক্লাব ও জেলা রিপোটার্স ক্লাব সহ জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ বিষয়টির তদন্ত পূর্বক বিচারের দাবি জানান।




প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

 লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের দায়ে জাহাঙ্গীর হোসেন (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ প্রদান করা হয়। বুধবার (০৮ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়ারা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় দেন। লক্ষ্মীপুর জেলা জজ আদালতের পিপি জসিম উদ্দিন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন। সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর রায়পুর উপজেলা দক্ষিণ কেরোয়া গ্রামের সধু মিয়ার ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ নভেম্বর রায়পুরের কেরোয়া গ্রামের প্রতিবেশী বাক-প্রতিবন্ধি কিশোরীকে জোরপূর্বক জাহাঙ্গীর বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে না বলার জন্য তাকে ৭শ’ টাকাও দেয়া হয়। প্রতিবেশী হিসেবে তাদের মধ্যে চাচা-ভাতিজী সম্পর্ক ছিল। পরে ঘটনাটি জানাজানি হলে কিশোরীর মা বাদি হয়ে ২৩ নভেম্বর জাহাঙ্গীরকে আসামি করে রায়পুর থানায় ধর্ষণ মামলা করেন। ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি পুলিশ ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্যপ্রমানের ভিত্তিতে দোষী প্রমাণ হওয়ায় আদালত জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদন্ড রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামী পক্ষের আইনজীবি জাকির হোসেন জাকির বলেন, আসামি ন্যায় বিচার পাননি। রায়টি সন্তোষজনক নয়। এ রায়ের বিপক্ষে আমরা উচ্চ আদালতে আপিল করব। আশা করি উচ্চ আদালতে আসামি খালাস পাবে।




জেএসসি পরীক্ষা কেন্দ্রের সহকারী সচিব প্রত্যাহার

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্রে শৃংখলা ভঙ্গের দায়ে সহকারী সচিব ওমর ফারুক দোলনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে প্রত্যাহার করেন কেন্দ্র সচিব ও উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

সহকারী কেন্দ্র সচিব ওমর ফারুক দোলন চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, সহকারী সচিব ওমর ফারুক দোলন নিয়ম ভঙ্গ করে ভ্যেনু কেন্দ্র থেকে মুল কেন্দ্রে যায়। একাধিকবার সতর্ক করা হলেও তিনি আইন অমান্য করেন। এব্যাপারে কুমিল্লা শিক্ষা বোর্ডে অভিযোগ করলে বোর্ড তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়।




কমলনগরে জেডিসি পরীক্ষাকেন্দ্রের সহকারী সচিবসহ ৫ শিক্ষক প্রত্যাহার

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে পরীক্ষার চলাকালীন সময়ে জেডিসি পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শকের কাছে মোবাইল জব্দ করার ঘটনা ও প্রশাসনিক কারণে ১জন সহকারী সচিবসহ ৫শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোওয়ার ও জেডিসি পরীক্ষা কেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ আলী হোছাইন স্বাক্ষরিত পৃথক ২টি চিঠি থেকে এ তথ্য জানা যায়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, প্রশাসনিক কারণে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রের সহকারী সচিব মাওলানা দেলোয়ার হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। তিনি হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ।

কেন্দ্রসচিবের চিঠি থেকে জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল রাখার দায়ে ৪ কক্ষ পরিদর্শককে (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী মৌলভী মো. আখতার হোছাইন, মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার জুনিয়র মৌলভী মো. আমীর হোসাইন, তোরাবগঞ্জ আহমদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. হাফিজ উল্যাহ, হাজীপাড়া আল আরাফাহ দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হামিদুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোওয়ার ও জেডিসি পরীক্ষা কেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ আলী হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সোমবার (০৬ নভেম্বর) সকাল ১১টার দিকে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ভ্যেনু কেন্দ্র তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও মুল কেন্দ্র থেকে পরিদর্শকদের কাছ থেকে ১৭টি মোবাইল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যাতিত পরীক্ষার হলে অন্য কোন শিক্ষক এবং পরীক্ষার্থী মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্্েরানিক্স ডিভাইস ব্যবহার করতে পারবে না।

 

 




ব্লু হোয়েলকে চ্যালেঞ্জ জানিয়ে যৌনতার গেম রেড হোয়েল

প্রতীকী ছবি

মারণ অনলাইন গেম‌ ‘‌ব্লু হোয়েল’। এই গেমের আতঙ্ক কাটাতে একটি ব্রিটিশ ওয়েবসাইট এবার নতুন ধরনের গেম নিয়ে এল।
এখানেও ব্লু হোয়েলের ধাঁচে প্রতিদিন একটি করে নতুন ‘‌টাস্ক’‌ দেওয়া হবে গেমারদের। ব্রিটিশ ওয়েবসাইট গেমটির নাম দিয়েছে রেড হোয়েল।

তবে ব্লু হোয়েলের সঙ্গে এই গেমের পার্থক্য তিনটে। প্রথমত, এই গেম একা খেলা যাবে না। খেলতে হবে প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী–স্ত্রীর মধ্যে। দ্বিতীয়ত ব্লু হোয়েলের মতো ৫০ দিন নয়, রেড হোয়েল নামে এই খেলা চলবে ৩০ দিন ধরে এবং ইতিবাচক যৌনতাই এই গেমের প্রধান শর্ত।

ওয়েবসাইটটির দাবি, মানসিক অবসাদই ব্লু হোয়েলের মতো গেমের দিকে মানুষকে আকৃষ্ট করে। অবসাদ কাটানোর সেরা ওষুধ যৌনতা। তাই জীবনে যৌনতা আনলে এই অবসাদ কাটানো সম্ভব।
ব্লু হোয়েল গেমে নানারকম নৃশংস কাজ করতে হতো ৫০ দিন ধরে। ‌ রেড হোয়েল গেমে কি করতে হবে সেটার নির্দিষ্ট তালিকাও দিয়েছে ওয়েবসাইটটি। আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল, দিন অনুযায়ী তুলে ধরা হল সেই তালিকা

১। রাতে শুতে যাওয়ার আগে ঘনিষ্ঠ হতে হবে।

২। কয়েকটি বিশেষ ভঙ্গিতে অন্তরঙ্গ হতে হবে।

৩। দিনে দুবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে হবে।

৪। যৌন উদ্দীপনাময় বই পড়তে হবে একসঙ্গে।

৫। গোছলের সময় যৌনতার নির্দেশ।

৬। গোসলের আগে সঙ্গী বা সঙ্গিনীকে ম্যাসাজ‌ দিতে হবে।

৭। ১০ মিনিটের কম সময়ে যৌনতা সেরে ফেলতে হবে।

৮। গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে গাড়িতেই মিলিত হতে হবে।

৯। সোফা বা চেয়ারে বসে শারীরিক সম্পর্ক করতে হবে।

১০। আগে তেল মালিশ করতে হবে।

১১। ‘‌ওরাল’‌ পদ্ধতি অবলম্বন করতে হবে।

১২। সঙ্গিনীকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।

১৩। সঙ্গিনীকে তার শরীর ব্যবহার করে উদ্যোগ নিতে হবে যাতে সঙ্গী চরম সুখ পান।

১৪। বাড়ির মধ্যে এমন কোনও জায়গায় মিলিত হতে হবে যেখানে আগে কখনও মিলিত হননি।

১৫। নিজেকেই নিজে চরম সুখে পৌঁছে দিতে হবে।

১৬। কষ্টকর কোনও মিলনভঙ্গি পরীক্ষা করতে হবে।

১৭। ‌মিলনের সময় খেলনা ব্যবহার করতে হবে।

১৮। একসঙ্গে বসে পর্ন দেখতে হবে।

১৯। চরম ঘনিষ্ঠতা ছাড়া মিলিত হতে হবে।

২০। ই-মেইল করে সঙ্গী বা সঙ্গিনীকে জানাতে হবে আপনার যৌন ইচ্ছা।

২১। ‘‌সেক্স টয়’‌ পাওয়া যায় এমন একটা দোকানে একসঙ্গে যেতে হবে।

২২। চরম ঘনিষ্ঠতা ছাড়াই সঙ্গিনীকে যৌন সুখ দিতে হবে।

২৩। একটা রাত শুধুমাত্র যৌনতা নিয়ে কথা বলতে হবে। যৌনতার বাইরে অন্য কোনও কথা বলা যাবে না।

২৪। ‘‌ডাইস’‌, ‘‌স্পিনার’‌–এর মতো যৌন উদ্দীপক খেলা খেলতে হবে।

২৫। শরীরের নীচের অঙ্গকে ব্যবহার করে ঘনিষ্ঠ হতে হবে।

২৬। পুরুষ সঙ্গীকে মিলনের সময় মুখ্য ভূমিকা নিতে হবে।

২৭। নৈশভোজে গিয়ে টেবিলের তলা দিয়ে বারবার সঙ্গী বা সঙ্গিনীকে স্পর্শ করতে হবে।

২৮। দিনে একাধিকবার মিলিত হতে হবে।

২৯। টসের মাধ্যমে দু’‌জনের মধ্যে যে কোনও একজনকে বেছে নিতে হবে। যিনি টসে হারবেন তিনি অপরজনকে জিজ্ঞাসা করবেন যে, তার কাছ থেকে তিনি কী চান?‌

৩০। খেলার শেষ দিনের টাস্কও বেশ অভিনব। সেদিন জেগে থাকতে হবে সারা রাত। যতবার সম্ভব মিলিত হতে হবে। যিনি সবচেয়ে বেশিবার মিলিত হতে পারবেন, তিনিই খেলায় বিজয়ী হবেন।




নির্বাচনে পরাজিত হয়ে বিদ্যালয়ে তালা, ভাংচুর

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে পরিচালনা কমিটির নির্বাচনে পরাজিত হয়ে বিদ্যালয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছেন এক প্রার্থী।

সোমবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলার পরশগঞ্জ মনছুর আলম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শ্রেণিকক্ষে প্রবেশ করতে না পারায় ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রধান শিক্ষক মাইন উদ্দিন অভিযোগ করেন, গত শনিবার (৪ নভেম্বর) বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৮ জনের মধ্যে ৪ জন বিজয়ী এবং ৪ পরাজিত হন। এদের মধ্যে ৭ নম্বর ব্যালটের প্রার্থী সাহাব উদ্দিন পরাজিত হওয়ায় সোমবার সকালে বিদ্যালয়ে ভাংচুর করে তালা ঝুলিয়ে দেন।

কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বিদ্যালয়ে ভাঙচুর ও তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাটি দুঃখজনক। এর তদন্তের জন্য ৫ সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধান শিক্ষককে থানায় সাধারণ ডায়েরি করার জন্য বলা হয়েছে।




লক্ষ্মীপুরে ছাত্রলীগের আনন্দ র‍্যালী

নিজস্ব প্রতিবেদক :
জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষন বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডাস ডকুমেন্টারি হেরিটেজ) হিসাবে স্কীকৃতি প্রাপ্ত হওয়ায়, আনন্দ র‍্যালী করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।
আজ সোমবার (৬ নভেম্বর) লক্ষ্মীপুর উত্তর তেমুহনী প্রেসক্লাবের সামনে থেকে র‍্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উত্তর তেমুহনী ট্রাফিক চত্তরে এসে সমবেত হয়।
এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের নেতৃত্বে আনন্দ র‍্যালীতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানাসহ জেলা ছাত্রলীগের সকল ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।




কমলনগরে ৫ জেএসসি পরীক্ষার্থী আহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার উদয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

আহতরা পরীক্ষার্থীরা হলো- লাইজু আক্তার, আকলিমা, হেলাল, মৌসুমি ও সোহাগ।

কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, সকালে ওই জেএসসি পরীক্ষার্থীরা সিএনজি চালিত অটোরিকশাযোগে তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন জেএসসি পরীক্ষার্থীসহ অটোরিকশার চালক আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ৪ জন পরীক্ষার্থী তাদের পরীক্ষায় অংশ নেয়। তবে দুর্ঘটনায় গুরুতর আহত লাইজু আক্তার লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।




কমলনগরে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের কমলনগরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের স্পন্দন কক্ষে উপজেলা প্রশাসন এ আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ারের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সঞ্চালয় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন, তোয়াহার’র স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম জায়েদ বিল্লাহ, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় মহান বিজয় দিবসকে ফসল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে কমিটি ও বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে।




লক্ষ্মীপুরে শিশুকে পিলারে বেঁধে নির্যাতন: গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর পলোয়ান গ্রামে সুপারি চুরির অপবাদ দিয়ে পিএসসি পরীক্ষার্থী শিশু শাওনকে (১০) পিলারে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় নির্যাতনকারী ইমরান হোসেন (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে নির্যাতনকারী ইমরানকে ওই গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মো. এরশাদ বাদী হয়ে শিশু আইনে মামলা করে ইমরানকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠান।

নির্যাতনের শিকার মোঃ শাওন ওই এলাকার মৃত মুনছুর আলীর ছেলে ও চর পলোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী। অভিযুক্ত ইমরান হোসেন একই এলাকার মৃত সানাউল্যাহ খানের ছেলে। শনিবার সকালে ইমরান শিশুটিকে মারধর করে কাঁধে সুপারীর ছড়া বসিয়ে ছবি তুলে চোর সম্মোধন করে তা ফেসবুকে প্রচার করে।
শিশুর পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রায়পুর ইউনিয়নের চর পলোয়ান গ্রামের মৃত মুনছুর মিয়ার পরিবারের সাথে একই এলাকার নুর মোহাম্মদ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। নুর মোহাম্মদ নির্যাতিত শিশুটির ফুফা হন। শনিবার সকালে শাওন ওই তর্কিত জমি থেকে সুপারী পাড়তে গেলে সুপারী বাগানের ইজাড়াদার প্রভাবশালী ব্যবসায়ী ইমরান হোসেন শিশু শাওনকে আটক করে মারধর শেষে সিমেন্টের পিলারের সাথে বেঁধে কাঁধে সুপারীর ছড়া বসিয়ে ছবি তুলে। এ সময় স্থানীয় যুবক খান মাহমুদ নামক ফেইসবুক আইডি থেকে শিশুটির নির্যাতনের ছবিটি ভাইরাল হয়ে যায়। খবর পেয়ে চর পলোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির পাটওয়ারী ঘটনাস্থলে গিয়ে শাওনকে উদ্ধার করেন।
এ ঘটনায় শিশুটির মা হোসনেয়ারা বেগম বলেন, আমার স্বামী মারা যাওয়ায় জোরপূর্বক নুর মোহাম্মদ মিয়ার পরিবার আমাদের সম্পত্তি জবরদখল করছেন। ওই জমির সুপারী গুলো ইমরানের কাছে ইজারা লাগিয়েছেন। শিশু সন্তান শাওন সুপারী চুরি করেনি, পকিল্পিতভাবে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে পিলারের সাথে বেঁধে নির্যাতন করা হয়। আমি সমাজের কাছে বিচার চাই।
অভিযুক্ত ইমরান বলেন, স্থানীয় নুর মোহাম্মদ এর কাছ থেকে সুপারী বাগান ইজাড়া নিয়েছি। সকালে বাগানে এসে দেখি শাওন সুপারী পেড়ে নিয়ে যাওয়ার সময় আটক করে হালকা পাতলা মার দেওয়া হয়েছে। সে চুরি করায় তার ছবি ফেসবুকে দেওয়া হয়েছে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহামান মিয়া বলেন, ঘটনা জানতে পেরে শিশু নির্যাতনের অভিযোগে ইমরান হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।