লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার করেছে র‌্যাব

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে বন্দুক ও তলোয়ারসহ সন্ত্রাসী কাজী নিজাম উদ্দিন (৪২) গ্রেফতার হয়েছে। রোববার (৫ নভেম্বর) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান (র‌্যাব) ১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি মো. জসিম উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ নভেম্বর) রাতে জেলার চন্দ্রগঞ্জ থানার ইউছুফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজী নিজাম উদ্দিন ইউছুফপুর এলাকার মৃত কাজী সিরাজ উদ্দিনের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় সন্ত্রাসী কাজী নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর তার তথ্য মতে একটি মাছের খামার থেকে তল্লাশী করে একটি একনলা বন্দুক ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। এঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে




সরকারি স্কেলে বেতন পাবেন মডেল মসজিদের ইমাম-মোয়াজ্জিনরা

সৌদি সরকারের সহযোগিতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ সব মসজিদের খতিব ও ইমামরা জাতীয় স্কেলে বেতন-ভাতা পাবেন। একইভাবে বেতন পাবেন সংশ্লিষ্ট মসজিদের মোয়াজ্জিন ও খাদেমরাও।

বেতন স্কেলের একটি খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে মডেল মসজিদের খতিবদের জাতীয় বেতন স্কেলের অষ্টম গ্রেডে, ইমামদের নবম গ্রেডে, মোয়াজ্জিনদের ১৪তম গ্রেডে ও খাদেমদের ১৬তম গ্রেডে বেতনভাতার সুপারিশ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল জানান, সারা দেশের ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। একনেকে অনুমোদন পাওয়া প্রকল্প প্রস্তাব অনুযায়ী মডেল মসজিদের খতিব ও ইমামসহ সবাই জাতীয় স্কেলে বেতনভাতা পাবেন।  সব মসজিদের নকশা একই রকম হবে। তিন ক্যাটাগরিতে মসজিদগুলো নির্মিত হবে। জেলা শহর ও সিটি করপোরেশনে এ ক্যাটাগরির ৬৮টি চারতলাবিশিষ্ট মডেল মসজিদে থাকবে লিফট-এসি।  বি ক্যাটাগরির মসজিদ হবে ৪৭৬টি। আর সি ক্যাটাগরির মসজিদ হবে ১৬টি, যেগুলো নির্মিত হবে উপকূলীয় এলাকায়।

তিনি আরো জানান, একজন খতিবের মূল বেতন একজন প্রথম শ্রেণির কর্মকর্তার সমান হবে। সঙ্গে স্থানভেদে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা পাবেন।

সূত্র জানায়, গত বছরের ৩ থেকে ৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফরে সৌদি বাদশাহর সঙ্গে আলোচনায় দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণের বিষয়টি তুলে ধরে সহযোগিতার প্রস্তাব করলে সৌদি আরব তাতে সম্মতি দেয়। সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী এই মডেল মসজিদের নকশা তৈরিসহ সামগ্রিক বিষয়ে প্রস্তুতি নিতে নির্দেশ দেন।




লক্ষ্মীপুরে ৪৬ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

“উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে “৪৬ তম জাতীয় সমবায় দিবস” উদযাপিত হয়েছে।  সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহরের বাগবাড়িস্থ রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভায় মিলিত হয় সবাই।

জেলা প্রশাসন ও লক্ষ্মীপুর সমবায় দপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর শওকত হোসেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে আরো ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চাকমা, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা মেহের উদ্দিন আহমেদ প্রমুখ।




রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

লক্ষ্মীপুর : “ উৎপানমূখী সমবায় করি- উন্নত বাংলাদেশ গড়ি ” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস-২০১৭।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালী গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সন্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসর আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর সভাপতি এম সোয়াইব খন্দকার, চর আবদুল্যাহ ইউপি চেয়ারম্যান কামাল মঞ্জুর, আলেকজান্ডার ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক সুমন হাওলাদার।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহীদ ভূঞা।
সভায় এম সোয়াইব খন্দকারকে সেরা সফল সমবায়ী ও ৫ টি সমিতিকে সেরা সফল সমিতি হিসেবে সনদ ও পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রায় ৩০ টি প্রাথমিক ও একটি কেন্দ্রীয় সমিতি ব্যনার ফেষ্টুন ঢোল সানাই নিয়ে অংশ গ্রহন করেন।




লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে তিন মাসের অন্তসত্ত্বা গৃহবধূ কুলসুম আক্তার মুন্নিকে (২১) নির্যাতন করে মুখে বিষ ঢেলে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে মানববন্ধন করা হয়। পরে গৃহবধূ মুন্নির হত্যাকারী তার স্বামী ওসমান গনি ও শ্বশুর বাড়ির লোকজনের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউপি সদস্য (মেম্বর) নুরুল ইসলাম পাটোয়ারী, নিহতের বাবা জবি উল্যাহ, মা শাহেদা বেগম ও নানা শাহ আলম প্রমুখ।

নিহত মুন্নির পরিবারের দাবি, কুলসুম আক্তার মুন্নিকে তার স্বামী ওসমান গত ২৯ অক্টোবর মারধর করে। এক পর্যায়ে তার মুখে বিষ ঢেলে দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্নির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে মরদেহ হাসপাতালে রেখে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।




লক্ষ্মীপুরে জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নছির আহম্মদ ভূঁইয়ার ছেলে জেলা জাসদের (ইনু) সভাপতি মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে পৌরসভার লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এরআগে বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে পৌরসভার উত্তর তেমুহনী এলাকার বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মরহুমের জানাযায় লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার কাজল কান্তি দাস, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, পৌরসভার সাবেক মেয়র হাছানুজ্জামান চৌধুরী মিন্টু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেয়।

প্রসঙ্গত, সালাহ উদ্দিন ভূঁইয়া ১৯৭২ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন।




রামগতিতে কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে তিন শিক্ষকের অর্থদণ্ড

লক্ষ্মীপুর রামগতিতে অবৈধ কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে তিন শিক্ষককে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলা সদর আলেকজান্ডারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। এ সময় ওই শিক্ষকদের পরিচালিতসহ চারটি কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন, আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন, চর আবদুল্লাহ ফাজিল মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক আবু বকর ছিদ্দিক বাবলু ও বিকল্প কোচিং সেন্টারের শিক্ষক মো. ফারুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী জানান, অবৈধ কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে মঙ্গলবার রাতে উপজেলা সদর আলেকজান্ডারে চারটি কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। ওই সময় উপজেলা পরিষদের সামনে নিজের বাসায় কোচিং সেন্টার পরিচালনা করার সময় মো. হেলাল উদ্দিনকে, সোনাপুর বাস টার্মিনাল এলাকায় ভাড়া বাড়িতে কোচিং সেন্টার চালানোর সময় আবু বকর ছিদ্দিক বাবলুকে ও পীর পাড়ার বিকল্প কোচিং সেন্টারের মো. ফারুককে হাতেনাতে আটক করা হয়।

এ ছাড়া খন্দকার রোডে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও মাহবুবুর রহমান পরিচালিত কোচিং সেন্টারেও অভিযান চালানো হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ওই কোচিং সেন্টারের শিক্ষকরা গা ডাকা দেন। এ কারণে ওই কোচিং সেন্টারের কাউকে আটক করা যায়নি।




লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী লাদেন মাসুম নিহত

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ২৮টি মামলার আসামি মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) ভোরে সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের বালাইশপুরের বটের পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাত ৩টার দিকে স্থানীয় কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে গোলাগুলিতে সন্ত্রাসী মাসুম নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ২টি এলজি, একটি দোনালা বন্দুক, একটি একনালা বন্দুক, ১১টি গুলি, ১১টি গুলির খোসা ও ৩০টি হাইড্রোলিক বোমা উদ্ধার করা হয়।
নিহত লাদেন মাসুম সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাওলানা হাফিজ উল্লাহ’র ছেলে। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ ২৮টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. মোক্তার হোসেন  জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় বাগানে একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহটি শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুমের বলে শনাক্ত করে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয় বলে জানান ওসি মোক্তার হোসেন।




লক্ষ্মীপুরে ৪ বছরের শিশুকে বস্তায় ভরে নির্যাতনের অভিযোগ

 

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে মো. রাকিব (২২) নামের এক বখাটে চার বছরের শিশু পিয়াসেরর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ এনে বস্তায় ভরে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১ নভেম্বর) রাত ১০ টার দিকে গুরুতর অবস্থায় ওই শিশুকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপতালে পাঠানো হয়েছে। এর আগে সন্ধ্যায় উপজেলার বামানিতে এঘটনা ঘটে। শিশু পিয়াসের চোখে ও মুখে মারাত্নক জখম করা হয়েছে।

পিয়াস রায়পুরের বামনি গ্রামের মো. সোহেলের ছেলে। অভিযুক্ত রাকিব একই গ্রামের তৌহিদুর রহমানের ছেলে।

শিশুর বাবা সোহেল জানায়, সন্ধ্যার আগে বাড়ির সামনে থেকে বখাটে রাকিব তার ছেলেকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে বস্তায় ভরে নির্যাতন করে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি দেখে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠায়। এঘটনার পর বখাটে রাকিব মামলা না করার জন্য হুমকি দেয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. নাছির বলেন, শিশুটির চোখে মুখে মারাতœক জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে পাঠানো হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ডায়াবেটিস প্রতিরোধে পেস্তা বাদাম

প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফাইবার ও তেলের জরুরি উৎস বাদাম। পরিমিত পরিমাণে বাদাম খেলে সুস্থ থাকা সম্ভব।
অনেক রকমের বাদাম বিশ্বে উৎপাদিত হয়। সব বাদামই পুষ্টিগুণ সমৃদ্ধ।

পেস্তা বাদামে আছে ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ভিটামিন। এটি রক্ত শুদ্ধ করে। লিভার ও কিডনি ভালো রাখে। কাজু বাদামে আছে আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন-এ। এটি রক্তশূণ্যতা কমিয়ে দেয়। ত্বক উজ্জ্বল করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

নিয়মিত পেস্তাবাদাম খেলে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমে। ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি খুব একটা থাকে না। কম মাত্রার ক্যালরি, উচ্চমাত্রার প্রোটিন, নিম্ন মাত্রার সম্পৃক্ত ফ্যাট আর উচ্চ মাত্রার অসম্পৃক্ত ফ্যাট সবই কিন্তু ওজন কমানোর জন্য সহায়ক। পেস্তা বাদাম ডায়াবেটিস প্রতিরোধে সক্রিয় থাকে। এই বাদামের অ্যান্টিঅক্সিডেন্ট গ্লাইকেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস বাড়তে দেয় না।