লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার করেছে র্যাব
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে র্যাবের অভিযানে বন্দুক ও তলোয়ারসহ সন্ত্রাসী কাজী নিজাম উদ্দিন (৪২) গ্রেফতার হয়েছে। রোববার (৫ নভেম্বর) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান (র্যাব) ১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি মো. জসিম উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ নভেম্বর) রাতে জেলার চন্দ্রগঞ্জ থানার ইউছুফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজী নিজাম উদ্দিন ইউছুফপুর এলাকার মৃত কাজী সিরাজ উদ্দিনের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় সন্ত্রাসী কাজী নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর তার তথ্য মতে একটি মাছের খামার থেকে তল্লাশী করে একটি একনলা বন্দুক ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। এঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে