শীতকাল না আসতে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা

লক্ষ্মীপুর :
শীতকাল না আসতে নবজাতক ও শিশুরা বেশীরভাগ ডায়রিয়া ও ঠান্ডা-জনিত রোগে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হসপিটালে ভর্তি হচ্ছে।
হঠ্যাৎ শীত দেখা দিয়েছে এতে নবজাতক ও শিশু কিশোর পাশাপাশি পুরুষ-মহিলা অতিরিক্ত ডায়রিয়া ও বর্মি নিয়ে সদর হাসপালে চিকিৎসা নিতে দেখা যায়।সঠিক সময় এসে সঠিক সেবা পেয়ে যেমনি খুশি, তেমনি টাকা দিয়ে সেবা নিতে বাদ্য হচ্ছে রোগীর স্বজনরা।
১ বছর ১ মাসের ভাবনা আক্তারকে নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রাম থেকে বেলাল হোসেন ও তার স্ত্রী নাছরিন আক্তার বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত ৯ টার দিকে জ্বর ও পাতলা পায়খানা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন।
শিশু ভাবনার মা নাছরিন আক্তার বলেন,অতিরিক্ত পাতলা পায়খানা ও জ্বর দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করি।ভর্তির পর থেকে পলাশ নামের এক লোক আমাদের কাছ থেকে দুইদিনে দুইশত ৫০ টাকা চিকিৎসা বাবদ নেয়।
একইদিন একই অভিযোগ করেন সদর উপজেলার টুমচর গ্রামের খোরশিদা বেগম নামের এক নারী তিনি বলেন,তাঁর ৯ মাসের শিশুকন্যা তামান্না আক্তারকে নিয়ে শুক্রবার (২৬ অক্টোবর)সকাল সাড়ে ৯ টার দিকে বর্মি ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।বর্তমানের তাঁর মেয়ে চিকিৎসা পেয়ে অনেকটা ভালোর দিকে। তবে পলাশ নামের ওই ব্যক্তি তাঁর কাছ থেকে ১শ’ ৫০ টাকা নেন।
পৌরসভা উত্তর বাঞ্ছানগর গ্রামের চৌকিদার বাড়ির প্রবাসী হানিফের স্ত্রী রুমা আক্তার তাঁর এক বছর ৭ মাসের জান্নাতুল ফেরদাউস মুনতাহার ডায়রিয়া নিয়ে রবিবার (২৯অক্টোবর) রাত ১০ টার দিকে চিকিৎসার জন্য আসেন। ভর্তি হওয়ার পর থেকে তাঁর মেয়ে সুস্থ দিকে উন্নত চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
ডায়রিয়া ওয়ার্ডের রোগীর স্বজনদের দেখা গেছে গাদাগাদি ও মেঝেতে শিশুদের চিকিৎসা দিতে।ফলে চিকিৎসকরাও সেবা দিতে চরম হিম-শীম খাচ্ছেন।তবে অন্যদিনের চেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন দেখা গেছে হাসপাতালের পরিবেশ।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের (শিশু বিষয়ক) ডাঃ আব্দুল্লাহ আলামিন বলেন,প্রতিবছর শীত আসার প্রথম ও শেষমুহুর্ত শিশুদের বিভিন্ন রোগ দেখা দেয়।বেশীরভাগ শিশুরা ঠান্ডা-জনিত রোগে আক্রান্ত হন।সময় মতন চিকিৎসা দিতে পারলে এসব রোগ থেকে শিশুরা রক্ষা পাবে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের (আবাসিক) মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন বলেন, যেসব শিশুরা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসে।তাদের সর্বত্র চিকিৎসা দেওয়া হয়।চিকিৎসার নামে টাকা এ বিষয় কথা বললে তিনি জানান পলাশ সরকারি কর্মচারী নন। তিনি অনুমতি নিয়ে হাসপাতালে পেটিক্যাল করছেন। রোগীর স্বজনদের সাথে কথা বলে সত্যতা পেয়েছি। প্রতারক পলাশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে জানান হাসপাতালের এ কর্মকর্তা।




বাল্যবিবাহের জন্য জনপ্রতিনিধিদের পদচ্যুতি কেন নয়

ঢাকা:

প্রতিটি বাল্যবিবাহের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের (ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার এবং সিটি করপোরেশন ও পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর) কেন পদচ্যুত করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৩০ অক্টোবর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একটি জাতীয় দৈনিকে শনিবার (২৮ অক্টোবর) প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদ দৃষ্টিগোচর হলে স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে রুলটি জারি করা হয়।

রুলে প্রতিটি বাল্যবিবাহের জন্য ওই জনপ্রতিনিধিরা কেন দায়ী হবেন না এবং জনপ্রতিনিধি হিসেবে স্ব স্ব এলাকার প্রতিটি বাল্যবিবাহের জন্য তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ তথা পদচ্যুত করা হবে না- তার জবাব দিতে বলা হয়েছে বিবাদীদেরকে।

জনপ্রশাসন সচিব, স্থানীয় সরকার সচিব, আইন সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব এবং সমাজকল্যাণ সচিবকে এ রুলের বিবাদী করা হয়েছে। জনপ্রশাসন সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক সচিবকে এ আদেশ সকল জেলার জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে (ইউএনও) জানিয়ে দিতে বলেছেন হাইকোর্ট।

এ বিষয়ে পরবর্তী শুনানির দিন আগামী ০৩ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

‘২৪ ঘণ্টায় আট বাল্যবিবাহ বন্ধ’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ‘২৬ অক্টোবর বিকেল থেকে ২৭ অক্টোবর বিকেল পর্যন্ত নাটোর, কুষ্টিয়া, বরিশাল ও ঢাকার সাভারে আট কিশোরী বাল্যবিয়ে থেকে রেহাই পায় স্থানীয় প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের তৎপরতায়’।

‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট জানিয়েছে, ২০১৪ সালে বাল্যবিয়ে প্রতিরোধের ঘটনা ছিল ১৩ হাজার ৩৩৪টি। পরের বছর ১৫ হাজার ৭৭৫টি বাল্যবিয়ে ঠেকানো গেলেও ২০১৬ সালে তা ৬ হাজার ৩৮৯টিতে নেমে আসে’।

‘ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি। ১৮ বছর বয়স হওয়া আগেই বাংলাদেশের ৬৬ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়’।




রামগতি আহমদিয়া কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।
কলেজ অধ্যক্ষ জামসেদা জাং চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন, বড়খেরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস ও চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আহ্বান খালেদার

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সহায়তা দিতে সোমবার বেলা ১টায় ময়নারঘোনা ক্যাম্পে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এসময় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

খালেদা জিয়া বলেন, বাংলাদেশ ছোট ও দরিদ্র দেশ। আমাদের হৃদয় আছে বলে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। দেশের বিভিন্ন এনজিও সংস্থাগুলো তাদের পাশে দাঁড়িয়েছে। তবে তাদের স্থায়ী ভাবে আমাদের পক্ষে রাখা সম্ভব নয়।

এর আগে, সকাল ১১ টা ২০ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতাদের নিয়ে কক্সবাজার সার্কিট হাউজ থেকে বের হন খালেদা জিয়া।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে গত শনিবার সকালে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা যোগ দেন।




বিএনপির আরেক সাবেক এমপিকে ৮ বছরের কারাদণ্ড

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মসিউর রহমানকে ১০ বছর কারাদণ্ড দেওয়ার পর এবার ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের বিএনপির আরেক সাবেক সংসদ সদস্য আবদুল ওহাবের ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জ্ঞাত আয় বহির্ভূত ৯৩ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় সোমবার যশোর স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন। এর আগে, ২০০৮ সালে এই মামলাটি দায়ের করে দুদক।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল ওহাব ঝিনাইদহ-১ আসনের দুই মেয়াদের সংসদ সদস্য ছিলেন।

এর আগে, গত ২৫ অক্টোবর একই আদালত দুদকের মামলায় সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমানকে ১০ বছর কারাদণ্ড দেন। একই সঙ্গে তার জ্ঞাত আয় বহির্ভূত ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।




আহমেদ সেহজাদ যিয়ানের আঁকা ছবি

লক্ষ্মীপুর: আহমেদ সেহজাদ যিয়ান লক্ষ্মীপুরের কাকলী শিশু অংকনের প্লে শ্রেনির ছাত্র। সে জেলার কমলনগর উপজেলা চর ফলকন এলাকার বাসিন্দা ও সাংবাদিক সাজ্জাদুর রহমানের ছেলে।




লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র (এসএমজি) উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ অক্টোবর) বিকেলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার চর আলগী এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রামগতি থানার আলেকজান্ডার এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে চর আলগী থেকে একটি এসএমজি উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।




লক্ষ্মীপুর হাসপাতাল থেকে শিশু চুরি, আটক ১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে হাসপাতাল থেকে ৪ মাসের এক শিশুকে চুরি করে পালিয়ে যাবার সময় ছালেহা নামের এক মহিলাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার রাত সাড়ে দশটার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ছালেহা নামের ওই মহিলাটি দুপুর থেকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করছিল। রাত ১০টার দিকে হাসপাতালটির ৪র্থ তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে এসে সুফিয়া নামের একরোগীর মেয়ে জান্নাতুল ফেরদৌসের (জান্নাত) সাথে সক্ষতা গড়ে তোলে অভিযুক্ত ছালেহা বেগম।

এক পর্যায়ে জান্নাতের কোলে থাকা তার ৪ মাসের শিশু পুত্রকে কোলে নিয়ে কৌশলে পালিয়ে যায় সে। এ সময় শিশুটিকে নিয়ে হাসপাতালের প্রধান ফটক ত্যাগ করার সময় কর্তব্যরত নার্স ও হাসপাতালে ভর্তিকৃত রোগীদের স্বজনরা ছালেহাকে হাতে নাতে আটক করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে ছালেহাকে আটক করে থানায় নিয়ে যায়।




স্কুলের পাঠদান বন্ধ রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলাতে চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান হয়েছে। অনুষ্টান চলাকালীন সময়ে বিকট শব্দের কারণে পাশের চর মেহের সরকারী প্রাথমিক বিদ্যালয়েও কোন পাঠদান দিতে পারেনি শিক্ষকরা। ফলে অভিভাবকদের মাঝে অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।

বৃহস্প্রতিবার ( ২৯ অক্টোবর ) সকাল ১০ টায় শুরু হয়ে ৩ টা পর্যন্ত চলে। রামগতির প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তা স্কুলের শ্রেণীকক্ষে  এ গান বাজনা অনুষ্ঠিত হয়। একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগে এবছর প্রায় সময় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে নাই। এছাড়া সরকারি অন্যান্য ছুটি থাকায় বছরের বেশিরভাগ সময়ই স্কুল বন্ধ থাকে। আবার ক্লাস বন্ধ রেখে এরকম গানের অনুষ্ঠানে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।

এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আবদুল মতিন জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চিঠির আলোকে এ অনুষ্ঠান হয়েছে।

মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি মাইক চালিয়ে গান বাজনা চালানোর জন্য অনুমতি দেইনি। ঐ স্কুলের পাশে প্রাথমিক স্কুল আছে তা আমার জানা নাই।




ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানের শিক্ষক ইমাম হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে জানান, শিক্ষক ইমামের কাছে মাদ্রাসার ছাত্রীরা কৃষি বিষয়ে প্রাইভেট পড়তো। প্রাইভেট শেষে ওই শিক্ষক শিক্ষার্থীদের প্রায় সময় ডেকে একটি কক্ষে নিয়ে একাধিকবার যৌন হয়রানি করেছে। এছাড়া ফ্রি প্রাইভেট পড়ানোর কথা বলেও ছাত্রীদের যৌন হয়রানির চেষ্টা করেছেন তিনি।

যৌন হয়রানির শিকার ভুক্তভোগী ছাত্রীরা মাদ্রাসা সুপারের নিকট দুইবার লিখিত অভিযোগও করেছে। পরে মাদ্রাসা সুপার আতিকুর রহমান অভিযুক্ত শিক্ষক ইমামকে দুই দফায় কারণ দর্শানোর নোটিশ দেন।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয়রা।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আবুল কাশেম  জানান, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময় ছাত্রীদের যৌন হয়রানি করতো বলে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষক, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে শিক্ষক ইমামকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।