লক্ষ্মীপুরে জাতীয়করণের দাবিতে আলোচনা সভা

লক্ষ্মীপুর:
বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঢাকাতে অনুষ্ঠিতব্য মহা সমাবেশকে সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ আয়োজন করা হয় ।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আহবায়ক ও লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল গফুরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌর আইডিয়েল কলেজের অধ্যপক ও স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক মাহবুবুর রশিদ চৌধুরী, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহম্মদ, কাজী দিঘিরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, খিলবাইচা জি এফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহম্মদ, হাজিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, রসূলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু আব্দুল্লাহ ও লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক গিয়াস উদ্দিনসহ প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ-শ্লোগান নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হচ্ছে। এলক্ষ্যে শিক্ষকরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমৃদ্ধ দেশ গড়তে শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকেও সব্বোর্চ গুরুত্ব দিচ্ছেন । কিন্তু বেসরকারি শিক্ষকরা সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। এজন্য দ্রুত সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা সময়ের দাবি।
এছাড়া আগামী ১৯ অক্টোবর পূর্ব ঘোষিত ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহা সমাবেশ সফল করার লক্ষ্যে শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।




কমলনগরে জমি নিয়ে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৭

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে ভাড়াটে লোকজন দিয়ে প্রতিপক্ষের বসতবাড়ির জমি দখলের চেষ্টা করায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৭জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার লরেন্স বাজার সংলগ্ন চর জাঙ্গালিয়া গ্রামের সুলতান মাঝির বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন- আবুল কালাম, ছাইফ উল্যাহ, রবিন, মিনোয়ারা বেগম, দেলোয়ারা বেগম, মামুন ও কাশেম। তাদের মধ্যে ৫জনকে লক্ষ্মীপুর সদর হাসাপাতাল ও ২ জনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের সুলতান মাঝির গংদের দখলীয় জমি প্রতিপক্ষ আবদুল মন্নান দখল করার চেষ্টা করে। এতে সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষের ৭জন আহত হয়। সুলতান মাঝির নাতি এমরান হোসেন বলেন, আমাদের দখলীয় বসতবাড়ির ১৬ শতাংশ জমি আবদুল মন্নান ভাড়াটে সন্ত্রাসী এনে জোরপূর্বক ইটের ইমারত গড়ে দখলের অপচেষ্টা করে। এসময় বাধাঁ দিলে হামলা চালিয়ে তাদের পরিবারের নারীসহ ৫জন গুরুতর আহত করে। এব্যাপারে জানতে চেষ্টা করে আবদুল মান্নানকে পাওয়া যায়নি। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরোধপূর্ণ ওই জমিতে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।




কমলনগরে অস্ত্রসহ যুবক আটক

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে মো. আজগর (৩০) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কড়ইতলা বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এলজি উদ্ধার করা হয়েছে।

আটক আজগর লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।




কমলনগরে হরতাল বিরোধী মিছিল, মাঠে নেই জামায়াত

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মিছিল করেছে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ। উপজেলা যুব লীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে মিছিল বের হয়ে হাজিরহাট বাজার প্রদক্ষিণ করেন দলীয় নেতাকর্মীরা।

এদিকে হরতালের সমর্থনে কোথাও কোন পিকেটিং কিংবা জামায়াত শিবিরের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। এ পর্যন্ত উপেেজলার কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি। সকল ধরণের যানবাহন চলাচল ও রয়েছে স্বাভাবিক। উপজেলার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

হরতাল বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক আহসান উল্যাহ হিরন, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী মনিরুল হক, চর ফলকন আওয়ামীলীগের সভাপতি আবদুল হাসিম পলওয়ান, যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সবুজ, যুবলীগের সাবেক সহ-সভাপতি আবদুল বাছেত, মোস্তাফিজুর রহমান, দিদার হোসেন, ছাত্রলীগের সভাপতি মাইন উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।




লক্ষ্মীপুরে হরতাল বিরোধী আওয়ামী লীগের মিছিল, মাঠে নেই জামায়াত

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের উদ্যোগে  সকালে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করেন দলীয় নেতাকর্মীরা।
পরে উত্তর তেমুহনী ট্রাফিক চত্ত্বরে সমাবেশ করে তারা।

এদিকে হরতালের সমর্থনে কোথাও কোন পিকেটিং কিংবা জামায়াত শিবিরের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। এ পর্যন্ত জেলার কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি। সকল ধরণের যানবাহন চলাচল ও রয়েছে স্বাভাবিক। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
হরতাল বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট নুর উদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, ইসমাইল হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে আরও ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামান রিপন, মাহবুবুল হক মাহবুব প্রমুখ।




লক্ষ্মীপুরে বাল্য বিবাহ নিরোধে মানববন্ধন

‘কন্যা শিশু জাগরণ, আনবে দেশে উন্নয়ন’- এ স্লোগানে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে।  সকালে জেলা পরিষদের সমানে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ফরিদা ইয়াছমিন লিকা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্যাহ আল জাব্বার, ব্র্যাক কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাল্য বিবাহ বন্ধে প্রশাসনের সাথে প্রতিটি গ্রামে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিক এগিয়ে আসতে হবে। সামাজিক ভাবে বাল্য বিবাহকে বয়কট করারও আহবান জানান তারা।




লক্ষ্মীপুরের কমলনগরে ৯টি দোকানে আগুন লেগে ১০ কোটি টাকার ক্ষতি

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে ৯টি দোকানে আগুন লাগে এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় এ আগুন লাগে।

ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো তামিম ক্লথ স্টোর, ওহাব বস্ত্রালয়, তামিম ক্লথ স্টোর, আল সৈয়দ ক্লথ স্টোর, মা ফাতেমা ক্লথ স্টোর, বিসমিল্লাহ ক্লথ স্টোর, ইব্রাহীম ক্লথ স্টোর ও আলী আযম ডাক্তারের ফার্মেসী।

ক্ষতিগ্রস্থ আলসৈয়দ ক্লথ স্টোর ও মা ফাতেমা ক্লথ স্টোরের মালিকের ভাই চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ ও হাজিরহাট বাজারের সেক্রেটারী মো. শাহাজান জানান, যে উক্ত ৯টি দোকানে আগুন লেগে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদুজ্জামান চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের লাগতে পারে। প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান নির্নয় করা হবে।

 




লক্ষ্মীপুরে বাল্যবিয়ে করে নববধূসহ পালিয়েছেন ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক :

আইনের তোয়াক্কা না করে লক্ষ্মীপুরের রামগঞ্জে নাগমুদ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আরিফ হোসেন বাল্যবিয়ে করেছেন। পরে প্রশাসনের তৎপরতায় নববধূসহ পালিয়েছেন তিনি।

সোমবার (৯ অক্টোবর) চন্ডিপুর ইউনিয়ের মাছিমপুর গ্রামের পাইকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের রুহুল আমিনের ছেলে ইউপি সদস্য মোঃ আরিফ হোসেন সঙ্গে মাছিমপুর পাইকের বাড়ির মৃত মিজানুর রহমানের মেয়ে নুসরাত জাহান জেরিনের (১২) বিয়ের দিন ধার্য করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ঘটনাস্থলে যান। কিন্তু তার আগেই পরিবারের লোকজন তড়িঘড়ি করে বিয়ের আয়োজন সম্পন্ন করে ফেলেন। তবে প্রসাশনের তৎপরতার কারণে তাৎক্ষণিকভাবে বাড়ি ছেড়ে নববধুকে নিয়ে পালিয়ে যান আরিফ।

এদিকে গ্রামবাসী জানায়, কনে নুসরাত জাহান জেরিন (১২) স্থানীয় মাছিমপুর এলএম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ জানান, ইউপি সদস্য আরিফ সরকার, বাল্যবিবাহ নিরোধ আইনের কোনো তোয়াক্কা না করায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই তাকে ছাড় দেওয়া হবে না।




কমলনগরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ : সংঘর্ষে আহত-৭

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সাথে একই পরিষদের ২নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল মেম্বারের সাথে দীর্ঘদিন দ্বন্দ চলে আসছে। দ্বন্দ ও পূর্ব শত্রুতার জের ধরে দু’ পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন চেয়ারম্যানের ছেলে নিজাম উদ্দিন সোহেল (৩০), ভাগিনা মো. তোফায়েল (৪০), মো. সিরাজ (৩৫) ও আবুল কাসেম (২৮)। তাদেরকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতাল ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলেন ইসমাইল মেম্বারের চাচাতো ভাই মো. সুমন (২৮), মাইন উদ্দিন (২৬) ও মো. সবুজ (২৮)। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি একে এম নুরুল আমিন মাস্টার বলেন পুর্ব শত্রুতার জের ধরে ইসমাইল মেম্বার ও তার লোকজন পরিকল্পিতভাবে আমার ছেলে ও ভাগিনাদেরকে পিটিয়ে গুরুত্বর আহত করে।

ইউপি সদস্য ইসমাইল মেম্বার বলেন, দোকানের বকেয়া পাওনা টাকা চাইতে গেলে চেয়ারম্যানের ছেলেসহ তার লোকজন হামলা চালিয়ে আমার ভাইদের পিটিয়ে আহত করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন দু-পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




কমলনগরে উপজেলা শুমারী কমিটির সভা

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা শুমারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা স্পন্দন সম্মেলন কক্ষে পরিসংখ্যান অফিস এ আয়োজন করে।
কমলনগর উপজেলা পরিসংখ্যাণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু নোমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।
উপজেলা পরিসংখ্যাণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু নোমান চৌধুরী তার বক্তব্যে বলেন, খানা ভিত্তিক তথ্য ভান্ডার শুমারীর মাঠ ভিত্তিক তথ্য সংগ্রহ আগামী ০৭ থেকে ২৬ নভেম্বরের মধ্যে শুরু হবে। এ তথ্য সংগ্রহ থেকে কেউ যাতে বাদ না পড়ে এবং একটি খানা যাতে দুইবার লিপিবদ্ধ না হয় সে দিকে সবাইকে সচেতন থাকতে হবে। রোহিঙ্গা যেনো অন্তর্ভূক্ত না হতে পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের সকল নাগরিক নির্ধারিত ফরম পুরনের মাধ্যমে শুমারীতে অন্তর্ভূক্ত হতে হবে।