রেডমি নোট ১২:২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

আন্তর্জাতিক বাজারে এলো শাওমির রেডমি সিরিজের নতুন ফোন। নয়া এই ফোনের মডেল রেডমি নোট ১২ প্রো প্লাস।

রেডমি নোট ১২ সিরিজ চীনে লঞ্চ হয়েছে অক্টোবর মাসে। এই সিরিজের ফোন এবার অন্যান্য দেশের বাজারেও বিক্রির ঘোষণা দিয়েছে শাওমি।

রেডমি নোট ১২ সিরিজের টপ এন্ড ভ্যারিয়েন্ট রেডমি নোট ১২ প্রো প্লাস।

রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। শাওমি ১২ প্রো প্লাস ফোনে হাই স্পিডের চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে। অর্থাৎ অবিশ্বাস্য কম সময়ে অনেকটা চার্জ হবে এই ফোনে।




স্যামসাংয়ের ফোল্ডিং ফোনের জনপ্রিয়তা তুঙ্গে

ফোল্ডিং বা ভাঁজ করা ফোনের জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছেই। এই ফোনের বাজারের অনেকটাই দখল করে আছে স্যামসাং। প্রতিষ্ঠানটির গ্যালাক্সি জেড ফোল্ডের বিক্রি সবচেয়ে বেশি।

ফোল্ডেবল স্মার্টফোনের শিপমেন্ট গত বছরের তুলনায় এবছর বিশ্বব্যাপী ৭৩ শতাংশ বৃদ্ধির কারণে ১৬ মিলিয়ন ইউনিটে পৌঁছাবে বলে আশা করছে বাজার বিশ্লেষকরা।

স্যামসাং ইলেক্ট্রনিক্স কোম্পানি লিমিটেড শুক্রবার জানিয়েছে, এন্টারপ্রাইজ ব্যবহারের জন্য বিক্রি হওয়া গ্যালাক্সি জেড ফোল্ড এবং গ্যালাক্সি জেড ফ্লিপ স্মার্টফোনের সংখ্যা প্রতি বছরে দ্বিগুণ হারে বাড়ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি ২০২১ সালের তুলনায় ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য চুক্তিবদ্ধ ফোল্ডেবল স্মার্টফোনের সংখ্যায় ১০৫ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করেছে।

স্যামসাং এই বছর গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোন দুইটি বাজারে ছাড়ে। ইতিমধ্যে ক্রেতারা মডেল দুইটি লুফে নিয়েছেন।

গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনে ৭.৬ ইঞ্চির ডায়নামিক অ্যামোলিড ২এক্স ইনফিনিটি ফ্লেক্স প্রাইমারি ডিসপ্লে রয়েছে। অন্যদিকে গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি জেড ফোল্ড মডেলে ৫০ + ১২ + ১০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। যেখানে ফ্লিপ ৪ এসেছে ১২ + ১২ মেগাপিক্সেল ক্যামেরাসহ। দুইটি মডেলেই রয়েছে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর।

বাংলাদেশের বাজারেও হ্যান্ডসেট দুইটি পাওয়া যাচ্ছে।




জানা গেল ফোল্ডিং আইফোন কবে আসবে

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন ফোল্ডেবল ডিসপ্লের দিকে ঝুঁকছে। এরই ধারাবাহিকতায় বাজারে এসেছে বিভিন্ন মডেলের ফোল্ডিং ফোন। এবার অ্যাপল ফোল্ডিং আইফোন তৈরির উদ্যোগ নিয়েছে। ২০২৪ সালে বাজারে আসবে এই ফোন।

ফোল্ডিং ফোনের দুনিয়ায় ইতিমধ্যেই আধিপত্য কায়েম করেছে স্যামসাং। দীর্ঘদিন ধরে কানাঘুষো চললেও এখনও ফোল্ডিং আইফোন বাজারে আনতে পারেনি অ্যাপল। সব ঠিক থাকলে ২০২৪ সালে লঞ্চ হতে পারে আইফোন ফ্লিপ।

অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও এই তথ্য জানিয়েছিলেন। যদিও এই বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও কোনও রকম উচ্চবাচ্য করা হয়নি। তবে ইন্টারনেটে নিয়মিত ফোল্ডিং আইফোন নিয়ে একাধিক তথ্য ফাঁসের দাবি করা হচ্ছে। সেখানে এই ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন জানা সম্ভব হয়েছে।

অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন ২০২৪ সালে লঞ্চ হতে পারে আইফোন ফ্লিপ। এটাই কোম্পানির প্রথম ফোল্ডিং ফোন হতে পারে বলে মনে করা হচ্ছে। কেউ কেউ আবার বলছেন ২০২৩ সালে আইফোন ১৫ সিরিজের সঙ্গেই বাজারে আসতে পারে আইফোন ফ্লিপ। তবে নয়া ফোন সম্পর্কে এখনও মুখ খোলেনি মার্কিন টেক জায়েন্ট কোম্পানিটি।

আইফোন ফ্লিপে একটি ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার হবে। এলসিডি অথবা ওলিড ডিসপ্লে ব্যবহার করতে পারে। যদিও ডিসপ্লের সাইজ সম্পর্কে কোনও তথ্য এখনও জানা যায়নি। এদিকে একই সঙ্গে আরও একটি ফোল্ডেবল আইফোন লঞ্চ করতে পারে অ্যাপল। সেই ফোনে থাকতে পারে ৮ ইঞ্চির ডিসপ্লে। যা প্রায় আইপ্যাড মিনির ডিসপ্লের সমান।

আইফোন ফ্লিপের সম্ভাব্য ডিজাইন

অ্যাপলের ফোল্ডিং আইফোনে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফ্লিপের মতো ডিজাইন থাকতে পারে। মটো রেজর সিরিজেও এই ডিজাইন দেখা গিয়েছিল। ইতিমধ্যেই এই ডিজাইনের পেটেন্ট ফাইল করেছে অ্যাপল। ২০২০ সালে প্রথম এই পেটেন্ট ফাইলিংয়ের খবর সামনে আসে।

অ্যাপেলের পক্ষ থেকে এই ফোনের কোনও ছবি প্রকাশ করা না হলেও বিভিন্ন ডিজাইন নিজের কল্পনা ব্যবহার করে আইফোন ফ্লিপের ডিজিটাল রেন্ডার তৈরি করে তা অনলাইনে প্রকাশ করেছেন। কেউ কেউ আবার বলছেন আইফোন ফ্লিপ নয়। আইফোন এয়ার নামে বাজারে আসবে এই ফোন।

ফোল্ডিং আইফোনের দাম

ডিভাইসটি বাজারে আসলে এর সম্ভাব্য দাম হতে পারে ২০০০ মার্কিন ডলার।




হোয়াটসঅ্যাপে এলো সেলফ চ্যাট ফিচার

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন ফিচার আনে মেটার মালিকানাধীন ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমটি। এরই ধারাবাহিকতায় এলো নতুন ফিচার। এই ফিচারের মাধ্যমে সেলফ মেসেজ করা যাবে। ফেসবুক মেসেঞ্জারেও এই ফিচারটি উপলব্দ।

এই ফিচারের মাধ্যমে টেক্সট ড্রাফট করে আপনার নিজের নামের চ্যাট বক্সে রাখতে পারবেন। পাশাপাশি অডিও নোট, ভিডিও লিংক বা অন্যান্য ছবিও জমা রাখতে পারবেন সেলফ চ্যাটে।

শুরুতে ফিচারটি বেটা টেস্টারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

সেলফ চ্যাট করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ বেটা ইনফো জানিয়েছে, অ্যাপ আপডেটের মাধ্যমে নতুন ফিচার উপভোগ করা যাবে।

অ্যানড্রয়েড গ্রাহকরা প্লে স্টোর ও আইওএস ব্যবহারকারীরা অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপ আপডেট করে নিন। এবার চ্যাট লিস্ট ওপেন করে নিউ চ্যাট আইকন সিলেক্ট করলে কনট্যাক্ট লিস্টে নিজের নাম দেখতে পাবেন। নিজের নম্বর সিলেক্ট করে মেসেজ পাঠাতে পারবেন।

appদ্রুত নোট সেভ করে রাখার এই ফিচার কাজে আসবে। একই সঙ্গে কোনও ছবি অথবা ভিডিও ভবিষ্যতের জন্য সেভ করতেও কাজে আসবে এই ফিচার। নিজের জন্য ভয়েস নোট সেভ করে রাখতে চাইলেও তা করা যাবে এই ফিচার ব্যবহার করে। এমন কি চাইলে লেখা যাবে পার্সোনাল ডাইরি।

এক কথায় নোট নেওয়ার অ্যাপ হিসাবে হোয়াটসঅ্যাপকে প্রতিষ্ঠা করবে এই ফিচার। যেহেতু মোবাইল ছাড়াও কম্পিউটার থেকেও কাজ করে এই মেসেজিং অ্যাপ তাই বিভিন্ন ডিভাইসের মধ্যে ফাইল শেয়ারিং ও নোট নিতে এই ফিচার ব্যবহার করা যাবে।




গুগলে যেসব বিষয় জানতে ভুলেও সার্চ দেবেন না

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলে সার্চ করে সব কিছুই জানা যায়। আর তাইতো ইন্টারনেট ব্যবহারকারী প্রতিদিন নানা বিষয়ে জানতে গুগলে সার্চ করেন। কিন্তু গুগলে সব কিছু সার্চ দিতে নেই। এতে করে আপনি বিপদ ডেকে আনতে পারেন।

অস্ত্র ও বোমা সম্পর্কে :

কীভাবে অস্ত্র কেনা যায়, কীভাবে বোমা বানানো যায়-এসব তথ্য জানতে চেয়ে গুগলে কখনোই সার্চ দেবেন না। কারণ যা সার্চ হয় তা গুগলের এন্ডেও নথিভুক্ত থাকে৷ তাই যদি তারা এই ধরনের সার্চ হিস্ট্রি দেখে তা সেই আইপি অ্যাড্রেস দেখে পুলিশ বা নিরাপত্তা সংস্থা আপনাকে ট্রেস করতে পারবে।

অ্যাডাল্ট কনটেন্ট 

গুগলে গিয়ে প্রাপ্তবয়স্কদের বিনোদন নিয়ে কিছু খুঁজবেন না৷ কারণ বাংলাদেশে অ্যাডাল্ট কনটেন্ট দেখা নিষিদ্ধ। এই ধরনের ওয়েবসাইট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি ব্লক করে রেখেছে। তাই এই কনটেন্ট যদি আপনি ভিপিএন দিয়েও খুঁজে বের করে দেখেন তবে আপনার জেল, জরিমানা হতে পারে।

ওষুধ

কোনও অসুখ হলে কী ওষুধ খাবেন সেটাও গুগলে খোঁজা উচিত নয়৷ বিভিন্ন ধরনের ওষুধের বিভিন্ন ধরনের কম্পোজিশন থাকে৷ যার সাইড এফেক্ট থাকে৷ কার শরীরে কী রোগ রয়েছে তা জেনে বুঝে চিকিৎসকরা ওষুধ দেন৷ না জেনে বুঝে ওষুধ খেলে ভাল তো নয় বরং বিপদ হতেই পারে৷

ই-মেইল আইডি

গুগল দিয়ে কখনও নিজের ই-মেইল আইডি খোঁজা উচিত নয়। হ্যাকাররা সবসময়েই অপেক্ষায় থাকে কে কখন ভুল করে। এভাবে নিজের মেইল দিয়ে দিলে হ্যাকররা আপনার গুপ্ত তথ্য সেখান থেকে বার করে নিতে পারেন৷

কাস্টমার কেয়ার নম্বর :

এছাড়াও কোনও কাস্টমার কেয়ার নম্বর কখনও খুঁজবেন না৷ অনেকক্ষেত্রেই সেখানে হ্যাকাররা ভুলভাল নম্বর দিয়ে রাখেন। সেই নম্বর দিয়ে ফোন করেন যারা, তারা ক্ষতিগ্রস্ত এমনকি অ্যাকাউন্ট থেকে সর্বস্বান্ত হতেও পারেন৷




হোয়াটসঅ্যাপেও চালু হলো মিসড কল অ্যালার্ট

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে চালু হলো মিসড কল অ্যালার্ট। যার নাম ‘ডু নট ডিস্টার্ব। এই ফিচারটি অন করা থাকলে হোয়াটসঅ্যাপে মিসড কল অ্যালার্ট পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ বেটা ইনফো সম্প্রতি এই নতুন ফিচারটির খবর প্রকাশ্যে এনেছে। ওয়েবসাইটি জানিয়েছে, মেটার মালিকানাধীন কোম্পানিটি খুব শিগগিরই তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ‘ডু নট ডিস্টার্ব’ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস আনতে চলেছে। এই ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে প্রাপ্ত মিসড কল সম্পর্কে যাবতীয় তথ্য পেতে সক্ষম হবেন।

সোজা কথায় বললে, ফিচারটি অন করা থাকলে সমস্ত ইনকামিং কল ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীরা একদম নির্ঝঞ্ঝাটে কোনো মিটিংয়ে যোগ দিতে বা গাড়ি চালাতে বা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন।

তবে মোডটি অন থাকাকালীন কারা ফোন করেছিল, সে সম্পর্কিত নোটিফিকেশন পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ বেটা ইনফো আসন্ন ফিচারটির একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। তাতে জানা গেছে, অ্যানড্রয়েড বেটার ২.২২.২৪.১৭ ভার্সনে এই ফিচারটি উপলব্ধ রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি বেটা ইউজার হয়ে থাকেন, তাহলে অ্যাপের সেটিংসে গিয়ে এই ফিচারটি অ্যাক্টিভেট করতে পারেন।  ফিচারটি অ্যাক্টিভেট করার পর আপনি আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্যদের কয়েক সেকেন্ডের জন্য আপনাকে একটি হোয়াটসঅ্যাপ কল করতে বলুন। এরপর এই মিসড কলটির জন্য আপনি যদি অ্যাপে ‘সাইলেন্সড বাই ডু নট ডিস্টার্ব’ লেখা লেবেলটি দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনার ফোনে এই ফিচারটি সফলভাবে অ্যাক্টিভেট করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ বেটা ইনফো আরও জানিয়েছে যে, বর্তমানে কেবল বেটা ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি উপলব্ধ হলেও খুব শিগগিরই এটি স্টেবল ভার্সনেও রোলআউট হবে।




শাওমির যে ফোনে মাত্র ৯ মিনিটে ফুল চার্জ

শাওমি তাদের রেডমি সিরিজে নতুন এক গুচ্ছ স্মার্টফোন এনেছে। নোট ১২ সিরিজে ফোনগুলো এসেছে। এর মধ্যে একটির মডেল রেডমি নোট ১২আই হাইপার চার্জ। এই ডিভাইসটিতে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে সুপারফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এতে ১২০ ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে চীনের কোম্পানিটি

চীনে এই ফোনের দাম শুরু হয়েছে ২০৯৯ ইয়েন থেকে। শাওমি যে ফোনগুলিতে সুপারফাস্ট চার্জিং ব্যবহার হয় সেই ফোনগুলো হাইপার চার্জ সিরিজে লঞ্চ করেছে।

এই ফোনটি মাত্র ৯ মিনিটে ফুল চার্জ হবে। ডিভাইসটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি ওলিড ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লেতে রয়েছে এইচডিআর ১০ প্লাস সাপোর্ট। এই ফোনে শক্তি জোগাবে মিডিয়াটেক ডায়মেনসিটি ১০৮০ মডেলের চিপসেট।

ফোনটি কেনা যাবে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। ডিভাইসটি চলবে হালনাগাদ অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে। সঙ্গে থাকবে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস।




চলছে ‘পাঠাও’ বাজিমাত ক্যাম্পেইন

দেশের শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও, দেশের তরুণদের অন্যতম পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র সাথে যৌথভাবে বাজিমাত ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় কোম্পানির বাইক রাইডার, কার ক্যাপ্টেন ও ফুডম্যানদের জন্য থাকছে আকর্ষণীয় অফার।

২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় পাঠাও বাইক-এর রাইডার, পাঠাও কার-এর ক্যাপ্টেন ও পাঠাও ফুডম্যানরা প্রতি সপ্তাহে বাজারে এন্ট্রি লেভেলে নতুন আসা রিয়েলমি সি৩০ (realme C30) জেতার সুযোগ পাবেন। এই ফোনটিতে থাকছে এন্ট্রি লেভেলে প্রথমবারের মতো ২,০০,০০০+ আনতুতু স্কোরের প্রসেসর, দারুণ ডিজাইন, মেগা ডিসপ্লে আর মেগা ব্যাটারি। জমজমাট এই ক্যাম্পেইন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

সর্বোচ্চ রাইড সেবাপ্রদান ও ফুড ডেলিভারির মাধ্যমে দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন ‘রিয়েলমি সি৩০’ জিতে নিতে পারবেন ঢাকার ও চট্টগ্রামের পাঠাও রাইডার, ক্যাপ্টেন ও ফুডম্যান প্রতি সপ্তাহে ৩ জন রাইডার (২ জন ঢাকার ও ১ জন চট্টগ্রামের), ১ জন ক্যাপ্টেন ও ২ জন ফুডম্যান সপ্তাহে ১টি করে মোট ৬টি মোবাইল ফোন জেতার সুযোগ পাবেন। পুরো ক্যাম্পেইন জুড়ে ৯ জন রাইডার, ৩ জন ক্যাপ্টেন ও ৬ জন ফুডম্যানকে দেওয়া হবে সর্বমোট ১৮টি স্মার্টফোন।

তিন সপ্তাহব্যাপী চলা এই ক্যাম্পেইনের ১ম সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৩ নভেম্বর। ২য় সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১০ নভেম্বর এবং শেষ সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১৭ নভেম্বর। ক্যাম্পেইন বিজয়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে পাঠাও অফিস থেকে। এছাড়া, ক্যাম্পেইনে নিয়ম বহির্ভূত কাজ করলে ইউজারের অংশগ্রহণ বাতিল করতে পারবে পাঠাও কর্তৃপক্ষ।




শাওমির যে ফোনে ১৯ মিনিটে হবে ফুল চার্জ

মাত্র ১৯ মিনিটে চার্জ হবে শাওমির নতুন ফোন ১২টি সিরিজ। এই ফোনের রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি।

দুইটি ভার্সনে হ্যান্ডসেটটি পাওয়া যাবে। একটির মডেল শাওমি ১২টি। অন্যটি শাওমি ১২টি প্রো। দ্রুতগতিতে চার্জ দেওয়ার জন্য এই ফোনে ১২০ ওয়াটের হাইপারচার্জ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

সম্প্রতি গ্লোবাল মার্কেট ডিভাইসগুলো লঞ্চ করেছে শাওমি। শাওমি ১২টি সিরিজের এই দুই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ক্রিস্টাল রেস অ্যামোলিড ডিসপ্লে।শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো, এই দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের হাইপারচার্জের সাপোর্ট।শাওমি দাবি করছে এই দুই ফোনে পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ১৯ মিনিট। আর প্রায় ১৩.৫ ঘণ্টা পর্যন্ত স্ক্রিন টাইম দিতে পারবে এই দুই ফোন।

শাওমি ১২টি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। অন্যদিকে শাওমি ১২টি প্রো ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর।

শাওমি ১২টি সিরিজের ফোনের বিক্রি শুরু হবে ১৩ অক্টোবর থেকে। কেনা যাবে শাওমির অফিশিয়াল চ্যানেল থেকে। এই স্মার্টফোন সিরিজের দুটো ফোন অর্থাৎ শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো কালো, নীল এবং রুপোলি- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে আন্তর্জাতিক বাজারে।

শাওমি ১২টি প্রো ফোনে রয়েছে তিনটি ভ্যারিয়েন্ট। সেগুলি হল যথাক্রমে- ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

অন্যদিকে শাওমি ১২টি ফোনে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেল।

শাওমি ১২টি মডেলে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ আলট্রা প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর রয়েছে।

এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। শাওমি ১২টি সিরিজের দুইটি ফোন অর্থাৎ শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১২ ভিত্তিক শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেসে।




৫০০০আলোকবর্ষ দূরে তারার ছবি তুলল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

মানুষের অদেখা মহাবিশ্বের অদ্ভুত ছবি তুলল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি টেলিস্কোপটি পৃথিবী থেকে ৫০০০ আলোকবর্ষ দূরের একটি তারা ছবি তুলল। একজোড়া নক্ষত্র থেকে নির্গত এককেন্দ্রিক ধূলিকণার চিত্র এটি।

এই জুটিটি সম্মিলিতভাবে উলফ-রায়েট ১৪০ নামে পরিচিত এবং ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে তোলা নাসার শেয়ার করা এই ছবিতে নাক্ষত্রিক বাতাসকে ক্যাপচার করে।

নাক্ষত্রিক বায়ু হল গ্যাসের স্রোত যা মহাকাশে প্রবাহিত হয়। যখন এই দুটি নক্ষত্র একসঙ্গে কাছাকাছি আসে, তখন তাদের তারার বাতাস মিলিত হয় এবং গ্যাসকে সংকুচিত করার মাধ্যমে ধূলিকণা তৈরি করে। এই নক্ষত্রগুলোর কক্ষপথ প্রতি আট বছরে একবার তাদের একত্রিত করে।

নাসার পক্ষ বলা হয়, গ্যাসকে ধুলায় পরিণত করার জন্য নির্দিষ্ট শর্ত এবং উপাদানের প্রয়োজন হয়, ঠিক যেভাবে ময়দাকে রুটিতে পরিণত করতে একাধিক উপাদানের প্রয়োজন হয়। হাইড্রোজেন হল তারার মধ্যে পাওয়া সবচেয়ে সাধারণ উপাদান এবং এটি নিজে থেকে ধুলা তৈরি করতে পারে না। কিন্তু উলফ-রায়েট সিস্টেম এত বেশি ভর ফেলে যে, তারা জটিল উপাদানগুলোকেও বের করে দেয় যা অন্যথায় কার্বনসহ একটি নক্ষত্রের অভ্যন্তরের গভীরে পাওয়া যায়।