কবি শব্দের অর্থ হল ক্রান্তদর্শ, অর্থাৎ কোন বিষয়ের শেষসীমা দেখার ক্ষমতা: জসিম তালুকদার

কবি শব্দের অর্থ হল ক্রান্তদর্শী। অর্থাৎ কোন বিষয়ের শেষসীমা দেখার ক্ষমতা। কবি সেই ব্যক্তি বা সাহিত্যিক, যিনি কবিত্ব শক্তির অধিকারী এবং সাহিত্য রচনা, করেন। একজন কবি তার রচিত ও সৃষ্ট মৌলিক কথাকে লিখিত বা অলিখিত উভয়ভাবেই প্রকাশ করতে পারেন। একটি নির্দিষ্ট প্রেক্ষাপট, ঘটনাকে রূপকধর্মী ও নান্দনিকতা সহযোগে কবিতায় হোক লিখার মাধ্যমে হোক প্রকাশ করতে পারে। আপনি নিয়মিত কবিতা লিখেন এবং নিজের কবিতাগুলো মানুষের মনে স্থান পেয়ে যাক, সেটাই আপনার প্রত্যাশা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনার প্রত্যাশা পূরণের সবচেয়ে সহজ মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক।

কিন্তু এখানেও অনেকেই ব্যর্থ হচ্ছেন। কবিতার পর কবিতা লিখে পোস্ট দিয়ে যাচ্ছেন কিন্তু আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। তবে কিছু কৌশল অবলম্বন করলে সেটা খুব সহজেই সম্ভব হবে।

১. যাঁরা কবিতা লিখেন, নিজের মনের খোরাক থেকে কবিতা লিখে থাকেন। তবে কবিতা লেখায় সময় নিয়ে লিখতে হবে এবং অধিক যত্নশীল হতে হবে। যেমনভাবে একজন গর্ভধারিণী মা দশ মাস দশ দিন একটি সন্তান অতি যত্নে গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করেন। তেমনিভাবে একজন কবি অতি যত্নশীল হয়ে সময় নিয়ে সুচিন্তিতভাবে তার কবিতার জন্ম দেবেন। জোর করে প্রসব করালে যেমন বিকলাঙ্গ কিংবা মৃত সন্তান জন্ম নেয়, কবিতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।

২.কবিতা লেখা শেষ হলে বানানগুলো ভাল মতো চেক করে দেখতে হবে। কোথাও কোন ভুল থাকলে, সেটা সংশোধন করে নিতে হবে। তেমনিভাবে একটি কবিতা লিখে বানান ভুল চেক করে আপনার খুব কাছের কবি বন্ধুদের সামনে প্রদর্শন করুন এবং কবিতা সম্পর্কে যুক্তি সংগত মতামত নিন। উনাদের মতামতের ভিত্তিতে কোন পরিবর্তন প্রয়োজন মনে হলে, আপনি সেটা করে নিন। তবে হ্যাঁ, মতামতগুলো ইতিবাচক কিংবা নেতিবাচক হতে পারে। আপনি সবার মতামত অতি বিনয়ের সঙ্গে গ্রহণ করুন। এতে করে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন।

৩. সন্তান ভূমিষ্ঠের কিছু দিন পর যেমন অতি যত্ন করে সাজিয়ে গুছিয়ে জনসম্মুখে প্রদর্শন করা হয়। এবারে আপনার কবিতাটিও তেমনিভাবেই জনসম্মুখে প্রদর্শন করুন, মানে ফেসবুকে পোস্ট দিন। আপনার সন্তান দেখতে যেমন হোক, কেউ যেমন দেখতে কুৎসিত বলবে না। তেমনিভাবে আপনার কবিতা নিয়ে সাধারণত কেউ নেতিবাচক মন্তব্য করবে না। তাই আপনার কবিতা সম্পর্কে সবার কাছে যুক্তি সংগত মতামত চাইতে পারেন। এতে করে পাঠকের প্রতিক্রিয়া জানতে পারবেন এবং আপনি কবিতা লিখতে আরও যত্নশীল হতে পারবেন।

৪. আপনাকেই আপনার কবিতার যোগ্য মূল্যায়ন দাতা হতে হবে। আপনাকে নিজেই মূল্যায়ন করে বের করতে হবে, আপনার লেখা কোন কোন কবিতাগুলো অন্যান্য কবিতার চেয়ে অপেক্ষাকৃত ভাল এবং পাঠকের কাছে অধিক গ্রহণযোগ্য। আপনি এমন কিছু কবিতা নির্বাচন করে রাখুন, যে কবিতাগুলো কিছুদিন পর পর ফেসবুকে পোস্ট দেবেন। পাঠক যেন আপনার এই কবিতাগুলো ভুলে না যায়। আপনার এই ভাল মানের কবিতাগুলো পাঠককে বারে বারে পড়তে দিন। এক সময় দেখা যাবে, আপনার লেখা কিছু কবিতা পাঠক হৃদয়ে পাকাপোক্তভাবে স্থান করে নিয়েছে। আপনার লেখা হাজার কবিতার মধ্যে একটি মাত্র কবিতা যদি পাঠক হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়, এটাই ধরে নিতে পারেন আপনার কবিতা লেখার সার্থকতা।

৫. ফেসবুকে অতিরিক্ত কবিতা পোস্ট হতে নিজেকে বিরত রাখুন। ফেসবুকে অতিরিক্ত কবিতা পোস্ট অনেক সময় আপনার পাঠকদের বিরক্তি সৃষ্টি করতে পারে। অতিরিক্ত কবিতা পোস্টের কারণে আপনার অসংখ্য কবিতার ভিড়ে ভাল মানের কবিতাগুলো চাঁপা পড়ে যায়। তাই নিজের সেরা লেখাটি ফেসবুকে পোস্ট দিতে চেষ্টা করুন এবং অপ্রকাশিত কবিতাগুলো পরিচর্যা করতে থাকুন।

৬. পরিশেষে, বেশি বেশি করে বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। বিভিন্ন ধরনের বই পড়ার কারণে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। এতে করে অনেক উপমা দিয়ে কবিতা লেখা সম্ভব হয়। বিশেষ করে স্বনামধন্য কবিদের কবিতার বইগুলো মনোযোগ দিয়ে নিয়মিতভাবে পড়বেন। এতে করে খুব সুন্দরভাবে শব্দের অলঙ্কার, ছন্দের ঝংকার ও নান্দনিক প্রকাশ করে কবিতা লেখা সম্ভব হবে। ?লেখক : জসিম উদ্দীন মাহমুদ তালুকদার প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম সাহিত্য কুটির ও পাঠাগার। চিকিৎসক, মানবাধিকার সংগঠক ও সংবাদকর্মী।




রামগঞ্জে পিআইও অফিসে কর্মচারীদের কর্মবিরতিতে দুর্ভোগে সেবা গ্রহীতারা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদের ৫ দফা দাবীর সঙ্গে সংহতি রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ পিআইও অফিসে চলছে কর্মবিরতি।
মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) সকাল থেকে ২য় দিনের মত এ কর্মবিরতি চলেছে। সোমবার (১২সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়।
এতে পিআইও অফিসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা সেবাগ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পিআইও অফিসে আসা লোকজন সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। রামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে বলেন, প্রায় এক যুগ আগে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ কার্যকর হয়েছে।
অথচ এর আওতায় কমরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির উন্নীতকরণ প্রস্তাব ও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও-পিআইওরা কাজ্ঞিত আর্থিক সুবিধা পাচ্ছেন না। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরও বলেন, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি লাঘবে এবং মানবিক সহায়তা ত্রাণ বিতরণে যারা দিনরাত আক্রান্ত পরিশ্রম করেন তাঁরা হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
তাঁরা বাংলাদেশকে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু দুঃখের বিষয় ২০২২ সালেও বঙ্গবন্ধুর হাতে গড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অবহেলিত এবং বঞ্চিত। আর তাই দূর্যো ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার স্বার্থে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত অর্ধ দিবসকর্ম বিরতি চলবে। দিলীপ দে আরো বলেন, আমাদের ৫টি যৌক্তিকদাবি নিয়ে অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারী কল্যান পরিষদ গত ৮/১০ বছর ধরে সুশৃংখলভাবে আন্দোলন করে আসছে। তবে চলমান এই কর্মসূচীর যৌক্তিক দাবিগুলো যদি আদায় না হয় তাহলে পরবর্তিতে আরও কঠোর কর্মসূচীর ডাক দেওয়া হবে।



লক্ষ্মীপুরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছাত্রলীগের সংবর্ধনা

লক্ষ্মীপুরে ২টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শ্রেণীকার্য বন্ধ রেখে স্কুল মাঠে নবগঠিত জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সংবর্ধনার আয়োজন করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধ্য বাঞ্চানগর এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে এ সংবর্ধনার আয়োজন করে সদর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগ । এতে করে একদিনের শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছেন দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে এসে পাঠদান বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছে অভিবাবক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে- বিষয়টি পূর্বে অবগত করেনি কেউ।

এদিকে অনুমতিহীনভাবে পাঠদান বন্ধ রেখে সংবর্ধণার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন।

জানা যায়, জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূইয়াসহ সকল নের্তৃবৃন্দের ছাত্রসংবর্ধণা সকাল ১১ টায় শুরু হওয়ার কথা । কিন্তু শুরু হয় দুপুর পৌনে ২টায়। সংবর্ধনাকে ঘিরে সকাল নয়টা থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুল নেতাকর্মী বিদ্যালয় মাঠে সমবেত হন। এতে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন ও মধ্য বাঞ্চানগর এন আহম্মদীয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হয়। এছাড়া প্রধান অতিথিসহ সংবর্ধিত অতিথিদের বরণ করতে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক ঘন্টাব্যাপীতে অবস্থান নেয় নেতাকর্মীরা। এতে আটকা পড়ে যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী অসংখ্য গাড়ী। এসময় ড্রোন উড়তে দেখা যায় অনুষ্ঠানস্থলে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। সদর থানা ছাত্রলীগের সভাপতি তারেক মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি প্রমুখ।

লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন প্রধান শিক্ষক আলমগীর আলম বলেন, অন্য সময় সমাবেশ হলে আমাদেরকে পূর্বে অবগত করেন । কিন্তু এবারের সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে আমাদের কেউ কিছু জানায়নি। সকালে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার পর দুই ঘন্টা পাঠদান করা হয়েছে। এরপর মাইকের আওয়াজে আর করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়ছে।

মধ্য বাঞ্চানগর এন আহম্মদীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদা নাজমীন বলেন,. আমাকে গতকাল ছাত্রলীগের পক্ষ থেকে অনুষ্ঠান সম্পর্কে জানানো হয়েছে। তাই শিক্ষার্থীদের সংরক্ষিত ছুটি দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।




রামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সরকারি ঘর নির্মাণের নামে লুটপাট

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাস নির্মাণে নিম্নমানের ইট ও কংক্রিটের ব্যাবহার এবং রড, সিমেন্ট এর পরিমান কম দেওয়া সহ বরাদ্ধকৃত অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে ডি এন এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব শেখপুরা শেখের বাড়িতে বীর নিবাস নির্মাণে এমন অনিয়ম করেছেন ঠিকাদার। এমন ঘটনা ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এর স্ত্রী আনোয়ারা বেগম রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ১২সেপ্টেম্বর সোমবার বিকালে সরেজমিনে গেলে দেখা য়ায়, ভবনটির নির্মান কাজ বন্ধ রয়েছে। ৬ ইঞ্চি ভিম ঢালাইয়ের কথা থাকলেও ৪ ইঞ্চি ঢালাই দিয়েই সিংশ্লিষ্ট ঠিকাদারের নির্দেশে ইট ঘেঁতেছেন শ্রমিকরা। জানা গেছে, মজিব শতবর্ষ উপলক্ষ্যে সারাদেশে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ঘর নির্মান করে দেয়ার উদ্যোগ নেয় সরকার। যার নামকরণ করা হয় ‘বীর নিবাস’। রামগঞ্জ উপজেলায় প্রথমধাপে ৬৯ টি ঘর বরাদ্দ দেওয়া হয়। এতে প্রতিটি ঘরে নির্মানে বরাদ্দ দেওয়া হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা। এর মধ্যে কাঞ্চনপুর ইউনিয়নে ৯ ঘরের বরাদ্দ দেওয়া হয়েছে। ৯ টি ঘরের মোট ব্যায় ধরা হয়েছে ১ কোটি ২৬ লাখ ৯৩ হাজার ৪শত আটত্রিশ টাকা। উপজেলার কয়েকজন বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন , মুক্তিযোদ্ধাদের দেওয়া প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ ঘর নির্মাণ করা হচ্ছে নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে। এতে বরাদ্দকৃত ঘর পেয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। ভুক্তভুগী বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ কামাল হোসেন বলেন, ঠিকাদার ব্যবসায়ী আবু ছিদ্দিক মুন্না নিজের ইচ্ছা মত কাজের মধ্যে অনিয়ম করে যাচ্ছে। রড সিমেন্টের পরিমান কম দিয়ে বালির পরিমান বেশি দিচ্ছে। অধিকাংশ নিন্মমানের ইট ব্যবহার করছে। কারো কোনে কথাই শুনছেন না তিনি।

ঠিকাদার ব্যবসায়ী ডি এন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকার, মোঃ আবু সিদ্দিক মুন্না জানান, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের সাথে সমন্ময় ও যোগাযোগ রেখেই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ দে বলেন, লিংটন ঢালাইয়ে কিছু অনিয়ম হয়েছে, সেগুলো ভেঙে পূনরায় নির্মান করে দিবে ঠিকাদার।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্নে হাবীবা মীরা বলেন, বীর নিবাস নির্মানে অনিয়মের একটি অভিযোগ পেয়েছি। যেখানে সমস্যা হয়েছে সেখানেই রিকভারি দেওয়ার জন্য ঠিকাদার ব্যবসায়ীকে বলেছি। পুনরায় এমন কোনো অভিযোগ পেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি পিন্টু

মো. বদিউজ্জামান (তুহিন)নোয়াখালী-
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি  তৃণমূলের নেতা আবদুল ওয়াদুদ পিন্টু।
শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে তাকে এবার নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামীলীগ  দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ৬১ জেলা পরিষদের  আওয়ামীলীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয় । আ. লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে  জানতে চাইলে নোয়াখালী শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু দৈনিক বাংলাদেশ সমাচারকে জানান,আমাকে এ পদে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন  শেখ হাসিনা  নোয়াখালীর কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আমার জেলার তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আবদুল ওয়াদুদ পিন্টু রাজনীতির পাশাপাশি একজন ক্রীড়া সংগঠক। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত সদস্য। নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। এ দিকে বিভিন্ন  সরকারি বেসরকারি সংগঠন  আ. লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূলের নেতা  কর্মীরা এ নেতাকে মিষ্টি মুখ করিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।



সোনাইমুড়ীতে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

মো. বদিউজ্জামান-
শান্তি,  শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তা সর্বত্রই আমরা এ বিষয়কে সামনে রেখে ১১ সেপ্টেম্বর গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২২অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশিদ। উক্ত অনুষ্ঠানে  কিশোর গ্যাং,  মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ বিরোধী আলোচনা হয়।



লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ পাঁচ জন আটক

লক্ষ্মীপুরে পাঁচটি চোরাই মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশ।

আজ রবিবার দুপুরে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মিট দ্যা প্রেসে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হচ্ছেন- রায়পুরের দক্ষিণ কেরোয়া গ্রামের মোবারক হোসেন, লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের মো. বেলাল, পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. ছাত্তার, চাঁদপুরের কচুয়ার চাংপুর গ্রামের রবিউল ইসলাম রবু ও একই এলাকার মো. সোহেল।

পুলিশ জানিয়েছে, একটি মোটরসাইকেল চুরির মামলার পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ভোররাতে জেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ মোবারক হোসেন, বেলাল হোসেন ও ছাত্তারকে আটক করে পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেল পাঁচটি উদ্ধার করা হয়। পরে চাঁদপুরে অভিযান চালিয়ে বাকি দু’জনকে আটক করা হয়।

আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরির অভিযোগে বিভিন্ন থানায় মামলা আছে বলে জানায় পুলিশ সুপার। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মংনেথোয়াই মারমা, ডিআইও-১ আজিজুর রহমান মিয়া, সদর থানার ওসি মোস্তফা কামাল ও ডিবি ওসি শাহাদাত হোসেন টিটো প্রমুখ।




সন্ত্রাস দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না; আনোয়ার খান এমপি

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর-১ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান বলেছেন, কোনো অবস্থায় সন্ত্রাস, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। কোনো রকম চাঁদাবাজি চলবে না। সব অনিয়মের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা দরকার সবই করতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতিতে ও সকল ধরনের অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এমপি। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আনোয়ার খান বলেন, রামগঞ্জে সকল ধর্মের লোক সমান অধিকার ভোগ করে।

একে অপরের ধর্মীয় রীতি-নীতিতে সর্বদা সব সময় পাশে থেকে সহযোগিতা করে। সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজায় সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা কালীন সনাতন ধর্মলম্বীদের উপর কেউ অরাজকতা সৃষ্টি করতে পারেনি আগামীতেও কেউ অন্যায় করতে পারবে না। তিনি এসময় আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব। আওয়ামীলীগ সরকার দেশের সর্বত্রে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে জনগনের জন্য একটি সুখী-সমৃদ্ধ দেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। একই সাথে সারাদেশের মত রামগঞ্জ উপজেলায়ও উন্নয়নে নানামুখী প্রকল্প গ্রহণ করে তা একের পর এক বাস্তবায়ন হতে চলেছে। তাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের ভিশন বাস্তবায়ন করতে হলে সেবা জনগণের দেঁৗড়গোড়ায় পেঁৗছে দিয়ে সরকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরো জোরদার করতে হবে। আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান।

শুরতেই নবাগত পুলিশ সুপারকে ন্যায়সঙ্গত কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করে অভিনন্দন জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু প্রমুখ।

উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম শেখ, সাধারন সম্পাদক আফরোজা আক্তার। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিআরডিবিএ চেয়ারম্যান ভূইঁয়া সুমন উপস্থিত ছিলেন।




রামগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আবদুল মতিন মুন্সী (৬০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।

৯অক্টোবর (রবিবার) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বকসী বাজার মৃতের ব্যবসা প্রতিষ্ঠানে। আবদুল মতিন মুন্সী চন্ডিপুর হেদুে কোম্পানী বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে।

সংবাদ পেয়ে রামগঞ্জ থানা ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে নিহত মতিন মুন্সীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়েছে,।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আবদুল মতিন মুন্সী রবিবার সকাল ১০টায় ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু বেলা ৪টার সময় সে বাসায় না ফেরার কারনে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুজতে থাকে। এক পর্যায়ে মৃতের ছেলে তাদের নিজ চা দোকানে গিয়ে তার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়েছে।

নিহত আঃ মতিনের ভাই আবদুর রশিদ জানান, আমার ভাই মতিন মুন্সীর ১ম স্ত্রী মারা যাওয়ার পর আবার ২য় স্ত্রী খুকি বেগম নামের একজনকে বিয়ে করে। ২য় বিয়ের পর থেকে পারিবারিক অশান্তি চলে আসছিলো। তবে কি কারনে ফাঁস দিয়েছিলো সেটা আমি জানি না।

রামগঞ্জ থানা ওসি (ভারপ্রাপ্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, মৃর্তের লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়েছে।




কমলনগরে ট্রাক চাপায় দুই যাত্রী নিহত, আহত ৩

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর কমলনগরে হাফিজিয়া এলাকায় আজ সন্ধ্যা ৯টায় কভারভ্যানের চাপায় অটোরিকশার ড্রাইভারসহ ২জন ঘটনারস্থলে মারা যায়।

নিহতরা চর জাঙ্গালীয়া গ্রামের সেলিমের ছেলে আরিফ হোসেন বাবু, হাফিজের ছেলে জাকির হোসেন (বটু)।

আহত একই গ্রামের তছলিমের ছেলে সুমন-২৫, নাতনি মিম-৩ ছেলে । আহত সবাই কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
আহত স্বপ্না আক্তারের অবস্থা আশংকা জনক লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছে।

নিহতের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন কমলনগর থানা পুলিশ।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান জানান, ২জন স্পটডেট, স্বপ্না আক্তারের আশংকা জনক লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছে।