কমলনগরে সুধীজনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে সুধীজনদের সাথে মতবিনিময় করেন জেলার পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

বুধবার বিকেলে কমলনগর থানার আয়োজনে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড নুরুল আমিন রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার রক্সি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার একেএম নুরুল আমিন, সাহেবের হাট ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের, তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান মির্জা আশরাফুজ্জামান রাসেল, মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদ উদ্দিন বাঘা




বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগমের দুর্গাপূজায় ৫০ হাজার টাকা অনুদান

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম এর পক্ষ থেকে ২১ সেপ্টেম্বর বিকালে উপজেলার ৫ নং ছয়ানী ইউনিয়নে সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।




লক্ষ্মীপুরে শিশুকে পিটুনির দায়ে তিন যুবক কারাগারে

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে আখ ক্ষেতে ঢোকায় ৪ শিশুকে বেধড়ক পেটানোর ঘটনায় মামলার ৩ আসামিকে কারাগারে পাঠানো হয়।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রায়পুর আমলী আদালতের বিচারক ভিকটোরিয়া চাকমা জামিন আবেদন নামঞ্জুর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৪ আগস্ট আহত শিশুদের মধ্যে তানজীদ আহমেদের মামা মিজানুর রহমান সবুজ একই আদালতে অভিযোগ দায়ের করেন। ওইদিন আদালতের বিচারক আবু ইউছুফ অভিযোগটি আমলে নিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি এফআইআরভুক্ত করার নির্দেশ দেন। একইদিন থানায় মামলা এফআইআরভুক্ত করা হয়।

বাদীর আইনজীবী আবদুর রহিম রাজু জানান, মামলার দেড় মাস পর অভিযুক্তরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। তারা শিশুদেরকে নির্দয়ভাবে পিটিয়ে রক্তাক্ত করেছিল। এতে আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলো, মো. মুসলিম, মামুন হোসেন, সাহাব উদ্দিন মিঝি। তারা রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরমোহনা গ্রামের বাসিন্দা।

আহত শিশুরা হলো, একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শামীম হোসেন (১০), তোফায়েল আহম্মেদের ছেলে তানজীদ আহমেদ (৮), মো. আজাদের ছেলে মো. শামিম (১১) ও গিয়াস উদ্দিনের ছেলে শামিম আহমেদ (৯)। তারা দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের দক্ষিণ উদমারা গ্রামের একই বাড়ির বাসিন্দা। অভিযোগকারী সবুজ একই গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ জুলাই দুপুরে ভিকটিম চার শিশু ডাকাতিয়া নদীর পাশে খেলাধুলা ও গোসল করতে যায়। এসময় তারা খেলতে গিয়ে অভিযুক্তদের আখ ক্ষেতে ঢোকে। এতে অভিযুক্তরা তাদেরকে ক্ষেতে মারধর করে। একপর্যায়ে ক্ষেত থেকে বের করে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তারা শিশুদেরকে রক্তাক্ত জখম করে। এতে শামীম হোসেনের কানের পর্দা ফেটে যায়। তানজীদকে লাঠি দিয়ে পিটুনির পর গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।

পরে তাদেরকে গাছের সঙ্গে বেঁধে রাখে অভিযুক্তরা। শিশুদের চিৎকারে স্বজনরা এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে শামিম হোসেনকে সদর হাসপাতালে রেফার করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফের নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।




লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার দুই

লক্ষ্মীপুরে চোরাই দুটি মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করেছেন পুলিশ।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসেরহাট পশ্চিম বাজার থেকে তাদের গ্রেফতার করে চন্দ্রগঞ্জ থানাধীন দাসেরহাট ফাঁড়ি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-নোয়াখালী জেলার চরজাব্বার থানার চরবাটা ইউনিয়নের চর রমিজ ভূঁইয়ার হাট গ্রামের আবদুর রহমানের ছেলে মো. শাহজাহান (২২) ও একই এলাকার রুহুল আমিনের ছেলে মো. ওসমান (২১)।

পুলিশ জানায়, শাহজাহান ও ওসমান রাতে দু’টি চোরাই মোটরসাইকেল নিয়ে দাসেরহাট বাজারে অবস্থান করছিলেন- খবর পেয়ে দাসেরহাট ফাঁড়ির পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পরে তাদের কাছে থাকা একটি হিরো স্পেন্ডাল ও একটি প্লাটিনা (বাজাজ) মডেলের মোটরসাইকেল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল দু’টি চোরাই বলে পুলিশকে জানান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ্ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।




চরফকিরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ পরিবারের পাশে প্রশাসন

মোঃ বদিউজ্জামান (তুহিন), প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালী কোম্পানীগঞ্জের ৫ নং চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কচ্চপিয়াতে ২০ সেপ্টেম্বর গভীর রাতে এক বসত বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ২০ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণ সহায়তা তহবিল থেকে ক্ষতিগ্রস্হ পরিবারকে ২ টি কম্বল শুকনো খাবার প্যাকেট ও নগদ সাড়ে ৭ হাজার টাকা অনুদান প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উল আলম ভূঁইয়া।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন ও চরফকিরা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মো. জায়দল হক ( কচি)।




নবীপুরকে আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর করব__চেয়ারম্যান সোহেল

মো. বদিউজ্জামান (তুহিন),নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী  সেনবাগের  ৯ নং নবীপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান বেলায়েত হোসেন (সোহেল) জনগণের কাছে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছে।
নোয়াখালী  ২ সেনবাগ  সোনাইমুড়ী ( আংশিক)  আসনের এমপি বিশিষ্ট  শিল্পপতি আলহাজ্ব  মোর্শেদ  আলম  এর সহযোগিতা নবীপুর বাজার থেকে নলদিয়া কাঁচা সড়কটি ৮৩ লাখ টাকা ব্যয়ে স্হানীয়  সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ১৯ সেপ্টেম্বর   শুভ উদ্বোধন করেন।
সড়কটি নির্মিত হলে  শ্রীপদ্দি, নলদিয়া এবং নবীপুর গ্রামের হাজার হাজার মানুষ উপকৃত হবে। চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বলেন, আমি আমার স্বপ্নের নবীপুর কে একটি আধুনিক সমৃদ্ধ মডেল ইউনিয়নে রূপান্তর করব ইনশাল্লাহ।



বেগমগঞ্জে জাইকার অর্থায়নে ১২ লাখ টাকার প্রসূতি সেবা সরঞ্জাম

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১২ লাখ টাকার প্রসূতি সেবা সরঞ্জাম সরবরাহ করা হয়।

১৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদের পক্ষ থেকে এ প্রসূতি সেবা সরঞ্জাম পরিবার পরিকল্পনা বিভাগের হাতে তুলে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার।




রামগঞ্জে শতাধিক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান সহকারী শিক্ষক পরীক্ষিত বনিক

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ 

 

 

লক্ষ্মীপুরের রামগঞ্জ স্টেশন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষিত বনিক শতাধিক শিক্ষাথীদের প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে ওই শিক্ষকের কোচিং বানিজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। ২৮অক্টোবর বিদ্যালয়ের এসএমসি কমিটির অভিভাবক সদস্য রূপা বনিকের দেওয়া অভিযোগটি বর্তমানে উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক তদন্ত চলমান রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক পরীক্ষিত বনিক ২০১৮ইং সালে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে প্রভাব বিস্তার করে শিক্ষকদের মাঝে গ্রুপিং এবং স্কুল সংলগ্ন ভবনে কোচিং সেন্টার গড়ে তুলেন। এছাড়াও শিক্ষার্থীদেরকে নানা প্রলোভন ও পরিক্ষায় কম নম্বরের ভয় দেখিয়ে কৌশলে চালিয়ে যাচ্ছেন প্রাইভেট ও কোচিং বানিজ্য। স্কুলের বাহিরে আলাদাভাবে কোচিং সেন্টার থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানও করে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, পরীক্ষিত বনিক স্যারের কাছে প্রাইভেট না পড়লে ওই শিক্ষক কৌশলে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি প্রদানও করে থাকেন । ক্লাশে ওই শিক্ষার্থীদেরকে অবহেলার দৃষ্টিকোন থেকে দেখেন৷তাই শিক্ষার্থীরা তাঁর কাছে কোচিং সেন্টারে বা প্রাইভেট পড়তে বাধ্য। তিনি সকাল বিকাল কোচিং ও প্রাইভেট নিয়েই ব্যাস্ত থাকেন৷ এত পরিশ্রমের পরে ক্লাশে মনোযোগ দিতে পারছেন না।

 

অভিযুক্ত শিক্ষক পরীক্ষিত বনিক জানান, আমার পাশের রুমে জাহাঙ্গীর স্যার,স্কুলের ভিতর শেখ জাহাঙ্গীর আলম,মিজান স্যারসহ সবাই যার যার মতে প্রাইভেট পড়ান। কিন্তু আমার বিরুদ্ধে কে বা কারা হিংসা পরায়ন হয়ে অভিযোগ করেছে। এ সব ষড়যন্ত্র।

 

প্রধান শিক্ষক এমরান হোসেন জানান, অভিযোগ হয়েছে সত্য, বিষয়টি নিয়ে শিক্ষা অফিসার তদন্ত করছেন। তাই এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি ও কাউন্সিলর রাশেদুল আলম জানান, শিক্ষকরা প্রাইভেট ও কোচিং করায় এটা সত্য। তবে স্কুলে অথবা ক্লাশ টাইমে পড়ান কিনা সেটা আমাদের দেখার বিষয়। শিক্ষক স্কুল টাইমের আগে ও পরে কি করেন সেটাতো আমাদের দেখার বিষয় নয়। পরীক্ষিত বনিকের ব্যাপারে অভিযোগ হয়েছে সেটা জেনেছি।

 

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল মোহাইমেন জানান, স্টেশন মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরীক্ষিত বনিকের বিরুদ্ধে প্রাইভেট ও কোচিং করানোসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে জেলা শিক্ষা অফিসার নিকট অভিযোগ হয়েছে। আমি জেলা শিক্ষা অফিসারের নির্দেশক্রমে তদন্ত করছি। শীঘ্রই তদন্ত প্রতিবেদন উর্ধ্বতন কতৃপক্ষের নিকট জমা দেব।

 

লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার মুনছুর আলী জানান, অভিযোগ পেয়েছি। উপজেলা শিক্ষা অফিসারকে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




লক্ষ্মীপুরে ৬ মামলার আসামি আটক

লক্ষ্মীপুরে দেশীয় তৈরি একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ ওসমান গণি ওরফে পিয়াস (৩০) নামের এক যুবককে আটক করছে পুলিশ।

গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের মেঘনা রোড থেকে তাকে আটক করা হয়।

পিয়াস সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন নবীনগর গ্রামের নুর নবীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পিয়াস অস্ত্রটি লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় বিক্রির জন্য নিয়ে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযানে চালায়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে পিয়াস পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ জানান, আটক পিয়াস লক্ষ্মীপুর পৌর শহরে অস্ত্রটি বিক্রি করতে এসেছিল। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।




কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পেলেন এবিএম নুরুজ্জামান

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এবিএম নুরেজ্জামান।
নতুন এই কর্মকর্তাকে শুভেচ্ছা জানায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখা ।