বরগুনায় শিক্ষকের উপর  হামলার প্রতিবাদে মানববন্ধন

মইনুল আবেদীন খান,বরগুনা  প্রতিনিধি:

বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি আব্দুল আলীম লিটন, সন্ত্রাসী হামলা শিকার শিক্ষক রাকিবুল হাসান রকিবের স্ত্রী মুনিয়া আক্তার মুন্নি, আন্দোলন কর্মসূচি সমন্বয়ক শহিদুল ইসলাম স্বপ্ন, এসএসসি ২০০৪ ব্যাচের আহ্বায়ক আখতারুজ্জামান রকিব প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বরগুনা শহরের ধানসিড়ি সড়কে সৎ ভাই ক্রোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসানের কাছে টাকা চেয়ে না পেয়ে কুপিয়ে জখম করে। গত ১০ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রিপনের ধানসিড়ি বাসার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

 সন্ত্রাসী হামলার শিকার রাকিবুলের স্ত্রী মুনিয়া আক্তার মুন্নী জানান, কয়েকদিন যাবৎ রিপন তার ছোট ভাইকে মোবাইল করে টাকা দাবি করে আসছিল। রাকিবুল তাকে বলে বাবার জায়গা বিক্রি করলে তাকে টাকার ব্যবস্থা করা হবে। সোমবার সকালে মোটরসাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে রিপনের বাসার সামনে গিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়। শেষে যাওয়ার সময় তাকে রামদা দিয়ে কোপ দেয় রিপন। হাত দিয়ে কোপ থামাতে গেলে রাকিবুলের বাম হাতে দুটি কোপ লেগে রগ কেটে যায়। পরে আহত অবস্থায় রাকিবুলকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

মানববন্ধনে ভক্তরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।




দেশে ৯৯ শতাংশ মানুষ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৯৯ শতাংশ মানুষকে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং নিরাপদ পানির উৎসের আওতায় আনা সম্ভব হয়েছে। ২০০৩ সালে যা ছিল ৩৩ শতাংশ।

জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) দেয়া এক বাণীতে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, খোলাস্থানে মল ত্যাগের হার ২০০৩ সালে ছিল ৪৪ শতাংশ। এখন তা প্রায় শূন্যের কোটায়। বাংলাদেশের এ সাফল্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

দেশের সকল জেলায় পানি পরীক্ষাগার স্থাপনসহ পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অনেক প্রকল্প চলমান রয়েছে। সরকার জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ অর্জনের জন্য টেকসই প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগের ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ-বান্ধব উন্নত টয়লেট নির্মাণ, ব্যবহার, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার জন্য নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, আমাদের সরকার সবার জন্য নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। গ্রামীণ ও পৌর জনপদে নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সাড়ে ১৩ বছরে প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ৫০টি প্রকল্প বাস্তবায়ন করেছে।

২০৩০ সালের মধ্যে সকলের জন্য স্যানিটেশন ও পানি সরবরাহ নিশ্চিত করতে ‘জাতীয় স্যানিটেশন মাস’ এবং ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ যথাযথভাবে পালন গুরুত্বপূর্ণ।




সেবা নিশ্চিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গণশুনানি

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেবা নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানির আয়োজন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১৬ অক্টোবর) সকালে কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে সরকারি, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান, ব‍্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, উৎপাদনকারী, বিনিয়োগকারী, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব‍্যবসায়ী, ভোক্তা, সংশ্লিষ্ট সমিতি, চেম্বারগুলোর অংশগ্রহণে এই গণশুনানি হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অধিদফতরের পক্ষ থেকে এ ব্যাপারে বলা হয়েছে, গণশুনানিতে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সেবা প্রদান নিয়ে শুনানি হবে।

ভোক্তাদের স্বার্থ নিয়ে কাজ করার প্রত্যয়ে শুরু হওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষ করে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে, ভেজাল পণ্য বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে সংস্থাটি।




রাজধানীতে মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ৪১

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (১৫ অক্টোবর) একই সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৮৭ পিস ইয়াবা, ৪৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ১৫০ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।




বানিয়াচং উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মোঃ বায়েজিদ

হবিগঞ্জ প্রতিনিধিঃ

 বানিয়াচং উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ বায়েজিদ।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়।

বানিয়াচং উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের(এল আর সরকারি উচ্চ বিদ্যালয়) সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মোঃ বায়েজিদ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে সমাজ বিজ্ঞান বিষয়ে ১ ম শ্রেণীতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন।

মোঃ বায়েজিদ ৩৪ তম বিসিএস (নন ক্যাডার-২০১৭) হতে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন।

 মোঃ বায়েজিদ লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের(এল আর সরকারি উচ্চ বিদ্যালয়) শেখ রাসেল ডিজিটাল ল্যাবরেটরি ও আইএলসি ল্যাবরেটরি’র কো-অর্ডিনেটর হিসেবে ও দায়িত্ব পালন করছেন।

এছাড়া ২০১৯ সালে জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রশিক্ষক (বানিয়াচং-নবীগঞ্জ-আজমিরীগঞ্জ উপজেলা) হিসেবে দায়িত্ব পালন করছেন।




নরসিংদীতে হত্যা মামলার সাক্ষী ছোড়া গুলিতে আহত

মোঃ মোবারক হোসেন , নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে হত্যা মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে আসামিদের ছোড়া গুলিতে এক সাক্ষী আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এ ঘটনাটি ঘটে। আহত সজিব মিয়া (৩০) নরসিংদী সদর উপজেলার আসমান্দিরচর এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি শিবপুরের আলোচিত আরিফ পাঠান হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন। আহতের স্বজনেরা জানান, শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন সজিব। পথিমধ্যে পাঁচদোনা স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া হত্যা মামলার প্রধান আসামি টিটু, আসামি মাসুদ এবং পলাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী সজিবের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দৌড়ে পালাতে থাকলে গুলি ছুড়ে তারা চলে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। নরসিংদী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসরিফা আমরিন হক অন্তরা জানান, দুপুরে সজিব মিয়া নামে একজনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। রোগীর পক্ষ থেকে গুলির কথা উল্লেখ করা হলেও আমরা নিশ্চিত নই। আঘাতের কারণ নির্ণয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নরসিংদীর অতিরিক্তি পুলিশ সুপার আল-আমিন জানান, আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ২০১৫ সালের ১ এপ্রিল সন্ত্রাসীদের গুলিতে শিবপুরের পুটিয়া ইউনিয়নের তৎকালীন ইউপি সদস্য আরিফ হোসেন পাঠান নিহত হন। তার ছোট ভাই রোমান পাঠান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় টিটু, মাসুদ এবং পলাশসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। এই মামলার অন্যতম সাক্ষী ছিলেন গুলিতে আহত সজিব মিয়া।




বাল্যবিয়ে বন্ধ, মুচলেকায় রক্ষা কনের বাবা

ফরিদপুর জেলা প্রতিনিধি –

ফরিদপুরের সালথায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী এ আদেশ দেন।

তিনি জানান, উপজেলার পাটপাশা-বালিয়া গ্রামের এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতারের নির্দেশে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। বাল্যবিয়ের কুফল সম্পর্কে মেয়ের অভিভাবকে অবহিত করা হয়। এরপর বয়স ১৮ না হওয়া পর্যন্ত ওই মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন বাবা।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. তাছলিমা আকতার বলেন, স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবীকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে। এ সময় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।




তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 ভোলা প্রতিনিধি:

“দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা এই প্রতিপাদ্য তজুমদ্দিন উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সিপিপি”র বাস্তবায়নে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে থেকে শুরু করে শশীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এসময় র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সেলিম মিয়া,সিপিপি উপজেলা কর্মকর্তা মাজহারুল হক, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সাদী সহ অন্যান্য স্বেচ্ছাসেবী বৃন্দ।




সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক সাত

ফরিদপুর প্রতিনিধি-

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস, ক্যামেরা, পাঁচটি মোবাইলফোন বিভিন্ন দৈনিক পত্রিকার একাধিক ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে পৌরসভার বাকাইল এতিমখানা মাদরাসা এলাকা থেকে আলফাডাঙ্গা থানা পুলিশ তাদেরকে আটক করে।

আটকরা হলেন- রাকিবুল হায়দার, রেজাউল করিম খান, আরাফাত হোসেন, শামীম হোসেন, গাড়ির ড্রাইভার আতাউর রহমান, জীবনী ও সোমা পারভিন। তারা গাজীপুর, নোয়াখালী, জামালপুর ও শেরপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার ইউসুবেরবাগ মাদরাসা ও এতিমখানায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে মাদরাসার অধ্যক্ষের কাছে আটকরা জানান, তারা সমাজসেবা মন্ত্রণালয় থেকে অডিটের জন্য এসেছেন। এসময় ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত চাওয়া হয়। অডিটের বিল বাবদ নগদ তিন হাজার টাকাও নেন। এসময় আরও ৪০ হাজার টাকা দাবি করে তা দুইদিনের মধ্যে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়।

একই কায়দায় পৌরসভার বাকাইল এতিমখানা মাদরাসায় গিয়ে অধ্যক্ষ হাফেজ মো. ইদ্রিস আলীকে বিভিন্ন প্রশ্ন করে টাকা হাতানোর চেষ্টা করেন আটকরা। মাদরাসা কর্তৃপক্ষের বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও সাংবাদিকদের জানান।

তাদের কাছে থাকা আইডি কার্ড যাচাই করে দেখা যায়, তারা টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে আলফাডাঙ্গায় গিয়ে বিভিন্ন মাদরাসায় প্রতারণা করছেন। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা খবর দিলে রাতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় বুধবার রাতে ইউসুবেরবাগ গোরস্থান মাদরাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা মো. শরফুদ্দিন মোল্যা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য, জেলের কারাদণ্ড

ফরিদপুর প্রদিনিধি –
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরায় এক জন জেলেকে মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৩(ঘ) ধারা এবং ৪ধারা লংঘন করার দায়ে ৫(১) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার (১২ অক্টোবর) রাতভর এ অভিযান পরিচালনা করে সকালে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

সাজা প্রাপ্ত আসামী চরনাছিরপুর ইউনিয়নের হাফেজ কান্দি গ্রামের মৃত মোকসেদ ফকিরের পুত্র বাবলু ফকির(৫২)।

অভিযান চলাকালে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।