চাকমা ভাষায় নির্মিত প্রথম সিনেমা দেখার সুযোগ

সেন্সর বোর্ডে ৯ বছর ধরে আটকে আছে চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা ‘মাই বাইসাইকেল-মর থেংগারি’। অং রাখাইন পরিচালিত সিনেমাটি নানা কারণে সেন্সর পায়নি। সেই সিনেমাটি আজ দেখা যাবে মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া চলচ্চিত্র প্রদর্শনীতে।

সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণের আয়োজনে পশ্চিম পান্থপথ লেক সার্কাসে আজ রোববার থেকে শুরু হয়েছে দুই দিনের সিনেমা প্রদর্শনী। এই আয়োজনে আগামীকাল শেষ দিনে দেখা যাবে অং রাখাইনের সিনেমাটি। তবে প্রদর্শনীতে উপস্থিত থাকবেন না এই পরিচালক। তিনি বলেন, ‘দর্শকদের সিনেমাটি নিয়ে সব সময়ই আগ্রহের কথা শুনেছি। কিন্তু সেন্সর না পাওয়ায় সিনেমাটি সবাইকে দেখাতে পারিনি। এখনো সেন্সর নিয়ে আমি আশাবাদী নই। সেন্সর নিয়ে আর ভাবছেন না।’

চাকমা ভাষায় থেংগারি শব্দের অর্থ বাইসাইকেল। সিনেমার ইংরেজি নাম মাই বাইসাইকেল। সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে পাহাড়ঘেড়া এক গ্রামের কমল নামের চাকমা যুবককে ঘিরে। শহরে জীবিকা অর্জনে বিফল হয়ে একটি বাইসাইকেল নিয়ে গ্রামে ফেরত আসেন তিনি। বাইসাইকেলে মানুষ ও মালামাল পরিবহন করে জীবিকার সন্ধান করতে থাকেন তিনি। সিনেমাটি নিয়ে অং রাখাইন বলেন, ‘বাণিজ্যিকভাবে আর মুক্তি দেওয়ার ইচ্ছা নেই। তবে কেউ আগ্রহ নিয়ে কোনো প্রদর্শনী করতে চাইলে আমরা সিনেমা প্রদর্শন করতে চাই।’

প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনে আজ রোববার দেখা যাবে জাফর মুহাম্মদের ‘ডোন্ট প্যানিক! অর্গানাইজ’, ইভান মনোয়ারের ‘দ্য সাউন্ড ইজ লাউড’, এলিজাবেথ ডি কস্টার ‘৩৫ জুলাই’, হাবিবুর রহমানের ‘ইছামতী’ এবং জাঈদ আজিজ ও ফারজানা ববির ‘ফুলবাড়ির সাত দিন’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো।
শেষ দিনের আয়োজনে আগামীকাল দেখা যাবে ফারজানা জেরিনের ‘দ্য ভ্যালিয়েন্ট মার্টার শাকিল’, এস কে শুভর ‘ডিয়ার মাদার’, এডিট দেওয়ানের ‘ড্রিম ওর রিয়্যালিটি’, ব্রাত্য আমিনের ‘কোম্পানি দেশ’ ও ‘মানুষ হয়ে মরবো’।




দ্বিতীয়বার বিয়ের পোশাকে অদিতি–সিদ্ধার্থ

বলিউড তারকা অদিতি রাও হায়দরি ও দক্ষিণি তারকা সিদ্ধার্থ সূর্যনারায়ণ রাজস্থানের বিষাণগড়ে অবস্থিত আলিলা দুর্গে দ্বিতীয়বারের মতো বিয়ের অনুষ্ঠান করেছেন। এর আগে তাঁরা গত ১৬ সেপ্টেম্বর তেলেঙ্গানার ৪০০ বছরের পুরোনো মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিন বছরের প্রেম শেষে। আজ বুধবার অদিতি ও সিদ্ধার্থ তাঁদের ইনস্টাগ্রামে ছবিগুলো তুলে ধরেন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক এবারের বিয়ের সাজ03পোশাকের বিস্তারিত।

অদিতির বিয়ের পোশাকটি সব্যসাচী হেরিটেজ ব্রাইডাল কালেকশন আর্কাইভের। অর্গানজা ওড়নার সঙ্গে সিল্কের টেক্সচারড লেহেঙ্গা পরেন তিনি। সিদ্ধার্থ বেছে নেন সব্যসাচীর আইভরি রঙের শেরওয়ানি ও সিল্কের চুড়িদার। সঙ্গে ছিল এমব্রয়ডারি করা অর্গানজা শাল। গয়না হিসেবে পরেন সাদা মুক্তার কয়েক ছড়ার মালা

অদিতির গয়না ছিল বেশ ছিমছাম। ঐতিহ্যবাহী কুন্দনের চোকার, দুল, হেডব্যান্ড এবং নাকের নথেই পূর্ণতা পায় বউসাজ।15




একবার যে প্রতারক, সব সময়ই সে প্রতারক, কাকে ইঙ্গিত করলেন তমা

নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী দীঘির দ্বন্দ্বের কথা হয়তো অনেকেরই মনে আছে। দুজনই দুজনকে নিয়ে নানা কথা বলেছেন। বছর পার হতে না হতেই দুজনকে একসঙ্গে দেখা গেল। রাফী পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়া’ দেখতে ছুটে গিয়েছিলেন দীঘি। এতে অনেকেরই মনে প্রশ্ন, তাহলে কি রাফী ও দীঘির দ্বন্দ্ব মিটে গেল?

রাফী ও দীঘির দ্বন্দ্ব তখন বেশ আলোচনায় ছিল। নির্মাতার ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়িকা তমা মির্জাকে ইঙ্গিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন দীঘি। লিখেছিলেন, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির নোংরা পলিটিকসের শিকারও হয়েছেন। আর তাঁকে একটি সিনেমায় নেওয়ার জন্য নির্বাচিত করেও বাদ দিয়েছেন রাফী। অভিনেত্রী দীঘির এই অভিযোগ ওই সময় নাকচ করে ‘তুফান’খ্যাত নির্মাতা বলেছিলেন, ‘দীঘি নিজেই আমার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। তার অর্থ এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে।’




সামর্থ্যের মধ্যে থাকলে সেই চাওয়া পূরণ করা সম্ভব…

শাকিব খান প্রেক্ষাগৃহে ঈদুল আজহায় মুক্তি পায় ‘তুফান’। দেশ–বিদেশে শাকিব খান অভিনীত ছবিটি নিয়ে দর্শক আগ্রহ ছিল তুঙ্গে। এ মাসের মাঝামাঝি শুরু করছেন ‘বরবাদ’ ছবির শুটিং। তার আগেই দেশ–বিদেশের ভক্তদের জন্য সুখবর দিলেন এই ঢালিউড তারকা। ফেসবুক পোস্টে বলেন, ‘দরদ’ মুক্তি পাচ্ছে। অনন্য মামুন পরিচালিত ছবিটি এরই মধ্যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড সদস্যদের কাছ থেকে অনুমতি পেয়েছে। শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় কয়েকটি লুকের একটি ছবি কোলাজ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘“দরদ” ভরা ভালোবাসা নিয়ে সে আসছে…।’

অভিনয়শিল্পী দীপা খন্দকার এই স্থিরচিত্রটি তাঁর ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমি নিজেই আমার সুখের উৎস।’”

চিত্রনায়ক সিয়াম আহমেদ সর্বশেষ ‘জংলি’ ছবির শুটিং শেষ করেছেন। ছবিটি গেল ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত শুটিং শেষ করতে না পারায় মুক্তি পায়নি। নতুন কোনো ছবিতে শুটিংয়ের খবর এর মধ্যে পাওয়া না গেলেও বিজ্ঞাপনচিত্রে কাজের খবর দিয়েছেন। এই তারকা আজ এই স্থিরচিত্রটি পোস্ট করে ক্যাপশনে শুধু লিখেছেন, ‘আবার…।’

অভিনয়শিল্পী দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই বিয়ের দুই দশক পার করছেন। আজ দুজনের এই স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘দুই যুগ একসঙ্গে জীবনের পথ পাড়ি দেওয়া। আর দুই দশক বিবাহিত জীবনযাপন। একসঙ্গে পথচলাটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আর মানুষ অভ্যাসের দাস। শুভ ২০তম বিবাহবার্ষিকী মোশাররফ।’

অভিনয়শিল্পী তাহমিনা সুলতানা মৌ লিখেছেন, ‘মানুষের জীবনে চাওয়ার শেষ নেই…। চাইতে চাইতে আমরা ভুলে যাই, আমাদের লিমিট কতটুকু। সামর্থ্যর মধ্যে থাকলে সেই চাওয়া পূরণ করা সম্ভব, তার বাইরে গিয়ে তো কিছু করা সম্ভব না।’




ব্যবসায়ী নাসিরের মামলায় পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি

ব্যবসায়ী নাসিরের মামলায় চিত্রনায়িকা পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

এর আগে নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে এ আবেদন করেন বাদীক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল।

কার আগে পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন।

 




শিল্পী সমিতির সভাপতি মিশা, সম্পাদক ডিপজল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।

মিশা সওদাগর ভোট পেয়েছেন ২৬৫টি। অন্যদিকে মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আর অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। তার থেকে ১৬ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার, তিনি পেয়েছেন ২০৯ ভোট।

শনিবার (২০ এপ্রিল) সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

এদিকে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল, তিনি পেয়েছেন ২৩১ ভোট, ও ডি এ তায়েব, তিনি ২৩৪ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক আরমান, তিনি পেয়েছেন ২৩৭ ভোট, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, তিনি পেয়েছেন ২৫৫ ভোট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, তিনি পেয়েছেন ২৯৬ ভোট, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, তিনি পেয়েছেন ২৪৫ ভোট, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন, তিনি পেয়েছেন ২৩৫ ভোট এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল, তিনি পেয়েছেন ২৩১ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন— সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির ও চুন্নু।

কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি ও সনি রহমান।

বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেন, আমরা সবাই এক। সবাই একসঙ্গে কাজ করব।




সালমানের বাড়িতে ক্যাবে করে এসেছেন গ্যাংস্টার বিষ্ণোই!

সালমান খানের বাড়িতে গুলি হামলার ঘটনার পর এবার অভিনেতার বাড়ির বাইরে অ্যাপ ক্যাবে করে এলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই নিজেই! এক ক্যাবচালক সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এসে খোঁজ করতে শুরু করেন লরেন্সের।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে সালমানের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায় একটি ক্যাব। গাড়ি থেকে নেমে ওই চালক খোঁজ করতে শুরু করেন লরেন্সের। কোথায় থাকেন, তা নিয়ে গেটে দাঁড়ানো নিরাপত্তারক্ষীকে জিজ্ঞেস করেন ওই চালক।

তিনি নিরাপত্তাকর্মীকে জানান, লরেন্সকে তুলতে সেখানে এসেছেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্তারা লরেন্সের নাম শুনেই ক্যাবচালককে হেফাজতে নেন। তার পর তাকে বান্দ্রা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

যদিও তদন্তে পুলিশ জানতে পারে যে, ওই চালক জানতেনই না তিনি কোন ঠিকানায় এসেছেন। এটাও জানতেন না যে, লরেন্স এক জন গ্যাংস্টার। কেউ এক জন এই নামে ক্যাব বুক করেছিলেন। ঠিকানা দেওয়া হয়েছিল গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে ক্যাবটি যিনি বুক করেন তিনি আসলে উত্তরপ্রদেশের বাসিন্দা। ২১ বছর বয়সি যুবক। নাম রোহিত ত্যাগী। খোঁজ পেতেই পুলিশের একটি দল গাজিয়াবাদ পৌঁছে রোহিতকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতে হাজির করানো হয়েছে।

শুক্রবার তাকে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও রোহিতের দাবি, পুরোটাই নাকি করেছেন মজার ছলে। অন্য কোনও উদ্দেশ্য ছিল না।

এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন সালমান। ক্যারাটে কম্ব্যাট নামক একটি অনুষ্ঠানে অংশ নিতেই আরব দেশে পৌঁছেছেন ভাইজান।

 




ঢাকায় দুই দিনব্যাপী নজরুল উৎসব

রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘নজরুল উৎসব ২০২৪’।  বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা, গুলশান সোসাইটি ও ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আয়োজিত এ উৎসব উদ্বোধন করবেন সমাজ কল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। তৃতীয়বারের মতো হতে যাচ্ছে এই  উৎসব ।

এতে বাংলাদেশ ও ভারতের প্রায় অর্ধশত শিল্পী গান পরিবেশন করবেন। বুধবার সকাল সাড়ে এগারটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে  আয়োজকরা।

ওই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নজরুল সংগীত সংস্থা’র সাধারণ সম্পাদক ও উৎসব উদযাপন কমিটির আহবায়ক খায়রুল আনাম শাকিল। এ সময় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত,উৎসব সমন্বয়ক হিতাংশু চক্রবর্তী,কল্পনা আনাম, নজরুল সংগীত সংস্থার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান প্রমূখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে  থাকবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, আবৃত্তি ও নৃত্য। খায়রুল আনাম শাকিল, ইয়াসমিন মুশতারী, নাশিদ কামাল, ফেরদৌস আরা সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় নজরুল সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

ভারত থেকে গান শোনাতে আসবেন মনোময় ভট্টাচার্য্য, রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত তুষার দত্ত, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, পায়েল কর, দেবারতি চক্রবর্তী। এছাড়া সারা বাংলাদেশ থেকে আরও অনেক খ্যাতিমান শিল্পীরাও গাইবেন এই আয়োজনে।

প্রতিবারের মতো এবারও উৎসবে শুদ্ধ সুর ও বাণীতে গীত ১২৫টি নজরুলের গান আনুষ্ঠানিকভাবে ইউটিউবে প্রকাশ পাবে। পেশাদারী যন্ত্রাণুষঙ্গসহ রেকর্ডকৃত এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার কণ্ঠশিল্পীরা।

উৎসব কমিটির আহ্বায়ক খায়রুল আনাম শাকিল বলেন, ‘‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমগ্র সৃষ্টিকর্ম সাধারণ মানুষের কাছে শুদ্ধভাবে পৌঁছে দেয়া সময়ের দাবি। শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সঙ্গীত প্রচারের জন্য চলমান যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি, তার সাথে বৃহত্তর জনসমাজের পরিচয় করিয়ে দেবার জন্য আমরা প্রতিবছর ‘নজরুল উৎসব’-এর আয়োজন করে আসছি। আমাদের উদ্দেশ্য, এই উৎসবের মাধ্যমে আমাদের প্রিয় কবির আদর্শ এবং অসাম্প্রদায়কি চেতনা নতুন প্রজন্মের মাঝে প্রসারিত ও বিকশিত করা।

তিনি আরও বলেন, ‘নজরুলের গানের বিকৃতি রোধে নানা চেষ্টা অব্যাহত রয়েছে। এ মিশন সম্পূর্ণভাবে সফল হয়নি। কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এ উৎসব নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে উৎসাহ জোগাবে। তারা আমাদের জাতীয় কবি নজরুল ইসলামকে আরও ভালোভাবে চিনতে পারবেন। তাঁর জীবনদর্শন, মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন, সংগীতে কী অবদান রেখে গেছেন তা জানবেন সবাই।’

উৎসবের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে শান্তা হোল্ডিংস। প্রতিষ্ঠানটির সিইও এম হাবিবুল বাসিত বলেন,‘এরকম একটা ভালো উদ্যোগকে সহায়তা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের জাতীয় কবির সাহিত্য ও সঙ্গীতকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এ কারণে নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে শান্তা হোল্ডিংস সামাজিক কল্যাণ ও সংস্কৃতি উন্নয়নের ব্যাপারে নিজের দায়িত্বকে গভীর গুরুত্ব দেয়। ’




দুষ্টু চক্রের হাত থেকে রক্ষা পেলেন মনির খান!

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান জানিয়েছিলেন গত বছর ২৭ সেপ্টেম্বর মাসে তার ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাকড হয়। পেজটি উদ্ধারের জন্য নিয়েছিলেন আইনের আশ্রয়ও। দীর্ঘ পাঁচ মাস পর যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন ‘অঞ্জনা’খ্যাত এই গায়ক।  অবশেষে ফেসবুক পেজটি ফিরে পেয়েছেন মনির খান। গত ২ মার্চ ভেরিফায়েড পেজটি বুঝিয়ে দেওয়া হয় মনির খানকে।

এরপরই এই গায়ক একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষ ফেসবুক পেজটি হ্যাকারের কবল হতে মুক্ত হলো। দুষ্টচক্রের হাত থেকে অবশেষে রক্ষা পেলাম। হ্যাক হওয়া ভেরিফায়েড পেজটি ফিরিয়ে আনা হয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে ছিল বলেই এটা সম্ভব হয়েছে। পেজটি রিকভারি করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের অনেক অনেক ধন্যবাদ।’

এ গায়ক আরও লিখেছেন, ‘এখন থেকে আমার দর্শক-শ্রোতারা আবারও নিয়মিত নতুন গানের আপডেট পাবেন। আমি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পরব।’

মনির খানের এই ফেসবুক পেজটিতে ২০ লাখের বেশি মানুষ অনুসরণ করছেন। এ ছাড়া ইউটিউবে তাঁর ‘মনির খান’ ও ‘এমকে মিউজিক ২৪’ নামে দুটি চ্যানেল রয়েছে। দুটো চ্যানেলেই নিয়মিত নতুন গান প্রকাশ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।




কৌশানীকে কবে বিয়ে করছেন, জানালেন বনি

টলিউডে যখন বিয়ের মৌসুম, গুঞ্জন উঠেছে লোকসভা ভোটের পরই চার হাত এক হচ্ছে বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়ের। চলতি বছরের নভেম্বর মাসেই হতে যাচ্ছে শুভদৃষ্টি।

কিন্তু বনি কী বলছেন? স্থানীয় গণমাধ্যমে অভিনেতা জানান, এখনই এমন কিছু ঘটছে না। তিনি ও কৌশানী এখন কাজে ব্যস্ত। হাতের কাজগুলো একটু কমে এলে ভাবনাচিন্তা করা যেতে পারে।

বনি বলেন, ‌‘২০২৫ সালের আগে কোনোভাবেই নয়। আর সেই আয়োজন অবশ্যই গ্র্যান্ড হবে। উৎসব বলা যেতে পারে।’ এ-ও জানালেন, মেহেদি-গানের আয়োজন সমস্ত কিছুতে একেবারে ফিল্মি স্টাইলেই বিয়ে সারতে চান তিনি।

২০১৫ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’। সেই সিনেমাতে জুটি বাঁধেন বনি ও কৌশানি। রুপালি পর্দার প্রেম অবশেষে বাস্তবেও পরিণত হয়। প্রেম নিয়ে কখনও লুকোছাপা করেননি এই তারকা যুগল।