শাকিব-পূজা থাকছেন না ঢালিউড অ্যাওয়ার্ডসে

নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ডসে আসছেন না নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরি।

রোববার (১৬ অক্টোবর) জ্যামাইকার আমাজুরা কনসার্ট হলে সন্ধ্যা ৬টায় ২০তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক্যাল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করেছে শো টাইম মিউজিক।

অনুষ্ঠানে অংশ নিতে শিল্পী ও কলাকুশলীরা ইতোমধ্যে নিউইয়র্কে এসে পৌঁছেছেন। শো টাইম মিউজিক আয়োজিত এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে এ আসরে থাকছেন না নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরি। নিউইয়র্কের কুইন্সে জন্ম নেওয়া পাকিস্তানি বংশোদ্ভূত নার্গিস ফাখরি এবারই প্রথম বাংলাদেশিদের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। কুইন্সের জ্যামাইকা অ্যামাজুরা হলে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানের টিকিট বিক্রির ধুম পড়েছে বলে জানা গেছে।

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক্যাল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যোগদানকারী তারকাদের সম্মানে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথমবারের মতো ‘ঢালিউড রেড কার্পেট ডিনার’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে বলরুমে আয়োজিত ডিনার পার্টিতে বাংলাদেশ থেকে আগত তারকাসহ কমিউনিটির বিশিষ্টজনরা অংশ নেন।

শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম ‘ঢালিউড রেড কার্পেট ডিনার’ অনুষ্ঠানে আগত তারকাদের স্বাগত জানান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকি। ২১তম ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক্যাল অ্যাওয়ার্ড’ আসর দুবাইয়ে অনুষ্ঠিত হবে বলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলমগীর খান আলম ঘোষণা দেন এবং এবারের অনুষ্ঠান সফল করার জন্য প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতাও কামনা করেন তিনি।আলমগীর খান আলমের স্বাগত বক্তব্যের পর ঢাকা থেকে আগত শিল্পী ও কলাকুশলীরা সবার সাথে মতবিনিময় করেন। তারকা শিল্পীদের মধ্যে রয়েছেন- ইমন, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাহসান খান, তাসনিয়া ফারিণ, শাহনাজ খুশি, জিয়াউল হক পলাশ, ফারিয়া শাহরীন, কাবিলা, মডেল মাহমুদা ইয়াসমীন প্রমুখ।




মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।

এসময় প্রধানমন্ত্রী মাসুম আজিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।




বাংলাদেশে আসা হচ্ছে না নোরা ফাতেহির

আগামী ১৮ নভেম্বর ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার কথা ছিল বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। তবে তাকে এই আয়োজনে অংশগ্রহন করার জন্য অনুমতি দেয়নি সরকার।

আজ সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত পরিপত্রে এ বিষয়ে জানানো হয়েছে। এতে বলা হয়, ‘বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে উইমেন লিডারশিপ করপোরেশন ঢাকার ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর ২০২২ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাচিভার অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না। ’




হিন্দি সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা যশের

অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা হল যশ দাশগুপ্তের প্রথম হিন্দি সিনেমার। সম্প্রতি প্রযোজনা সংস্থা টি সিরিজ জানাল ‘ইয়ারিয়াঁ ২’ নামের এই সিনেমা আগামী বছর মে মাসের ১২ তারিখ মুক্তি পাবে। যশ ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন জাভেদ জাফরির পুত্র মিজান ও দিব্যা খোসলা ।

২০১৪ সালে এই ফ্রাঞ্চাইজির প্রথম ছবিতে অভিনয় করেছিলেন হিমাংশু কোহলি ও রাকুলপ্রীত সিং। পরিচালনা করেছিলেন দিব্যা খোসলা কুমার।

আর এবার পরিচালক নিজেই অভিনয় করছেন। পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রাধিকা রাও আর বিনয় সাপরু জুটি। অতীতে এই দুই পরিচালক সালমান খান অভিনীত ‘লাকি: নো টাইম ফর লাভ’, ‘সানাম তেরি কাসাম’-এর মতো ছবি পরিচালনা করেছেন।

‘পারিবারিক সম্পর্ক রক্তের আর বন্ধুত্ব পছন্দ অনুযায়ী তৈরি হয়। সত্যিকারের বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ একটি পরিবারের গল্প বলবে এই ছবি’। সোশ্যাল মিডিয়ায় নির্মাতাদের পক্ষ থেকে এমনই বিবৃতি দেওয়া হয়েছে। ছবির অন্যান্য চরিত্রে দেখা যাবে ওয়ারিনা হোসেন, প্রিয়া বেরিয়ার, পার্ল ভি পুরি প্রমুখ।




শাকিবের মতো সু-অভিনেতা খুব কম এসেছে: কাজী হায়াৎ

দীর্ঘদিন হলো শাকিব খানের কাঁধে ভর করে পথ চলছে ঢালিউড। এই তারকা মানেই সিনেমা সফল— কথাটি চোখ বন্ধ করে বিশ্বাস করেন নির্মাতারা। অভিনেত্রীরাও জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে তার সঙ্গে পর্দা ভাগ করতে আগ্রহী। দেশজুড়ে অসংখ্য অনুরাগী তার। শাকিবে মুগ্ধ গুণী নির্মাতা কাজী হায়াৎ। এদেশে চলচ্চিত্রশিল্পের যাত্রা শুরু ১৯৫৭ সালে। তারপর কেটে গেছে দীর্ঘ ছয় দশক। এই সময়টাতে ঢালিউডে মুগ্ধতা ছড়িয়েছে অনেক নায়ক। কিন্তু শাকিব খানের মতো সৌন্দর্য, অভিনয় দক্ষতাসহ অন্যান্য গুণে গুণান্বিত নায়ক ইন্ডাস্ট্রিতে খুব কমই এসেছে। এমনটাই মনে করেন প্রবীণ এই নির্মাতা।

একটি সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে কাজী হায়াৎ জানান, ‘১৯৫৭ সাল থেকে অদ্যাবধি শাকিবের মতো সুদর্শন, সুঠাম দেহের অধিকারী, সুশ্রী, সু-অভিনেতা, সু-নাচিয়ে খুব কম এসেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। একজন প্রবীণ নির্মাতা হিসেবে আমি এটাই মনে করি।’

কাজী হায়াতের পরিচালনায় শাকিবকে দেখা গেছে ‘বীর’ সিনেমায়। ২০২০ সালে মুক্তি পায় এই ছবি। রাজনৈতিক গল্পে নির্মিত এই সিনেমাটিতে অভিনয় করে দর্শকের পাশাপাশি বোদ্ধাদেরও প্রশংসা কুড়িয়েছেন শাকিব। এদিকে দেশে ফিরেই সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শাকিব।




জন্মদিনে নিজের লেখা বই প্রকাশ করবেন রানী

দীর্ঘদিন বলিউডের রানি হয়ে থেকেছেন অভিনেত্রী রানী মুখার্জী। আজকাল পর্দায় তেমন নিয়মিত নন তিনি। তবুও অনুরাগীদের মনে আগের মতোই বহাল তবিয়তে আছে তার আসনটি। এবার এই তারকা দিলেন নতুন খবর। জানান, অভিনয় জীবনের স্মৃতিকথা নিয়ে নিজের জন্মদিনে একটি বই প্রকাশ করবেন তিনি।

দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে রানীকে পাড়ি দিতে হয়েছে অনেক চড়াই-উতড়াই। বি-টাউনের সব অলি-গলি তার চেনা। চলার পথে ব্যর্থতা, সফলতা— এই দুইয়ের স্বাদই তার জানা। দেখেছেন অসংখ্য সম্পর্কের ভাঙা-গড়া। সেসব স্মৃতিকথাই লিপিবদ্ধ করবেন তার বইয়ে। আগামী বছরের ২১ মার্চ তার জন্মদিন। সিদ্ধান্ত নেন, সেদিনই প্রকাশ করবেন এই বই।

এ প্রসঙ্গে রানী জানান, ‘ভারতীয় সিনেমা আমাকে অনেক দিয়েছে। ২৫ বছরে এই ইন্ডাস্ট্রি থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনোদিন নিজের মনের কথা কাউকে বলিনি। ইন্ডাস্ট্রিতে প্রতিটা মুহূর্তে চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে যেতে হয় নারীদের। প্রতি মুহূর্তে এই বিশ্লেষণ আমার ওপরও প্রভাব ফেলেছিল। সেসব কিছুই থাকবে আমার বইয়ে।’

এমন ঘোষণায় অভিভূত রানির অনুরাগীরা। খবরটি শুনেই চাতকের মতো প্রিয় তারকার বই হাতে পাওয়ার আশায় উন্মুখ সবাই। রানির জন্মদিনের অপেক্ষায় দিন শুনেন তারা।




শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীর

আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ছেলের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।




নতুন ছবির প্রস্তুতি সালমান খানের

বক্স অফিসে ক্রমাগত ব্যর্থতার পর কার্যত কোণঠাসা হয়ে পড়েছে বলিউড। প্রযোজক-পরিচালক কিংবা অভিনয়শিল্পীর এ নিয়ে চিন্তার শেষ নেই। কী করলে বলিউড ফিরে পাবে সেই হারানো সফলতা— এসব নিয়ে ভাবতে ভাবতে তাদের যেন ঘুম হারাম। এমন প্রেক্ষাপটে শোনা যাচ্ছে, অ্যাকশন জুটি আলী আব্বাস জাফর ও সালমান খান ফের এক সঙ্গে সিনেমা করতে যাচ্ছেন।

এর আগে তারা ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো ব্যবসাসফল সিনেমা পরিচালনা করেন জাফর।

একাধিক ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, এরইমধ্যে নাকি জাফরের সঙ্গে ছবির ব্যাপারে কথাবার্তা অনেকদূর এগিয়েছেন। গত কয়েকমাস ধরেই চলছে তাদের আলোচনা। কিং খান ছবিতে অভিনয় করতে সম্মতিও দিয়েছেন। এর বেশিকিছু জানায়নি ভারতের গণমাধ্যম।




আবারো বিয়ের পিড়িতে বসছেন সামান্থা!

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী এখন বলিউডেও দারুন জনপ্রিয়। দিন দিন তাঁর ভক্তসংখ্যা বেড়েই চলেছে। তাই তাঁর অভিনয় জীবনের সঙ্গে সঙ্গে ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ সীমাহীন। অভিনয়ে নাম লিখিয়েই নাগা চৈতন্যের প্রেমে পড়েছিলেন দক্ষিণের জনপ্রিয় এই তারকা। তারপরই করে ফেলেন বিয়ে। যদিও সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চার বছর এক ছাদের তলায় থাকার পরই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছেন নাগা চৈতন্য ও সামান্থা।

কিন্তু এবার নতুন করে গুঞ্জন ওঠেছে সামান্থার বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে। সিনে জোশ এর একটি প্রতিবেদনে জানা গেছে, ভাগ্যে বিশ্বাসী সামান্থা তাঁর জ্যোতিষী কল্পেশ শাহর প্রতি আস্থাশীল। তিনি যা বলেন সামান্থা তাই শোনেন। কল্পেশের ভবিষ্যৎবাণী বলছে সামান্থার আবার বিয়ে হবে। তবে সেটা কিছুদিন পর। জ্যোতিষী কল্পেশ শাহর মতে, সামান্থার ভবিষ্যৎ উজ্জ্বল। তাঁর কাজে তিনি দারুণ সাফল্য পাবেন। সামান্থার প্রেম আর বিয়ে হবে দূরের কোনো মানুষের সঙ্গে। এই প্রেম তাকে সান্ত্বনা দেবে, তৃপ্ত করবে।

কফি উইথ করণ ৭ এর একটি পর্বে সামান্থা উল্লেখ করেছিলেন যে তিনি এখনো প্রেমের জন্য উন্মুক্ত নন এবং তাঁর হৃদয়ের দরজা বন্ধ রয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সদগুরু সামান্থার মন পরিবর্তন করতে পেরেছেন এবং তাকে দ্বিতীয় বিয়ের কথা ভাবতে রাজি করিয়েছেন।

 

সামান্থাকে সর্বশেষ দেখা যায়‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায়। সেখানে অল্লু অর্জুনের সঙ্গে ‘উ ন্তভা’ গানে নেচে সবাইকে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী।

মাত্র তিন মিনিটের গানের জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। আপাতত তাঁর সিনেমা ‘যশোদা’ আর ‘শকুন্তলম’ দেখার জন্য দর্শক উন্মুখ হয়ে আছে।




নুসরাতের পোশাকে শোভা পেল সুন্দরবন

দুই বাংলায় অভিনয়ের সুবাস ছড়িয়েছেন নুসরাত ফারিয়া। বাহ্যিক সৌন্দর্যের মতোই মুগ্ধ করে তার চিন্তাধারা। এবার নিজেকে উপস্থাপনেও রাখলেন বুদ্ধিদীপ্ত ভিন্নতার ছাপ। পোশাকে তুলে ধরলেন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন।

বুধবার রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে নুসরাত ফারিয়া অভিনীত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে অফ হোয়াইট রঙের একটি গাউন পরে আসেন এই তারকা। এতে সুন্দরবনের বাঘ, হরিণ, পাখি, ম্যানগ্রোভ ও নানান রকম বৃক্ষরাজি আঁকা ছিল। সবমিলিয়ে বলা যায়, গোটা সুন্দরবন যেন শোভা পাচ্ছিল তার দীর্ঘ পোশাকটিতে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই পোশাক পরে তোলা ছবি প্রকাশ করেছেন ফারিয়া। সেখানেও হয়েছেন প্রশংসিত। অধিকাংশ নেটিজেন পোশাকটিকে দৃষ্টিনন্দন বলে প্রশংসা করেছেন।

নুসরাত ছাড়াও প্রিমিয়ারে ছিলেন ছবিটির অন্যান্য অভিনয়শিল্পীরা। উপস্থিত ছিলেন ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিক। চলচ্চিত্রটিতে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। র‍্যাবের একটি দুঃসাহসিক অভিযান নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। সুন্দরবনকে দুস্যমুক্ত করার অভিযান এটি। ২৩ সেপ্টেম্বর মুক্তিপাবে এই সিনেমা।

‘অপারেশন সুন্দরবন’ নির্মাণ করেছেন দীপঙ্কর দীপন। নুসরাত ফারিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রাইসুল ইসলাম আসাদ, রোশান, খায়রুল আলম টিপুসহ আরো অনেকে।