‘হাসির জাদুকর’ রাজু শ্রীবাস্তব আর নেই

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব  আর নেই। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির এমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু। জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা শুরু হয় তার।

এরপরেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দিকে অবস্থার অবনতি হলেও পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন রাজু। তবে গত ১ সেপ্টেম্বর আবার শিল্পীর শারীরিক অবনতি হতে থাকে। তখন তাকে ভেন্টিলেশনে রাখা হয়।




বিয়ের কথা ভাবছেন না ফারিয়া, জানালেন কারণ

 জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানা গুণের কারণে প্রশংসিত তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেস দিয়ে নিজেকে দিন দিন অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।

শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত দেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। সুন্দরবনে জলদস্যুদের তৎপরতার বিরুদ্ধে র্যা বের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচার শুরু করেছেন কলাকুশলীরা।

এর ধারাবাহিকতায় রোববার ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার প্রচারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান নুসরাত ফারিয়াসহ সিনেমার অন্যান্য অভিনয়শিল্পী। প্রচারের অংশ হিসেবে গান গেয়ে মাতিয়ে তোলেন ক্যাম্পাস। এর পর সাংবাদিকদের ফারিয়া বলেন, ২০১৯ সাল থেকেই ‘অপারেশন সুন্দরবন’ এখনো আমার জীবনের অংশ। আশা করি, রিলিজের পরও থাকবে। এক কথায়, এই ছবি ও চরিত্রটা আমার সঙ্গে সারাজীবন থেকে যাবে।

ফারিয়াকে প্রশ্ন করা হয়েছিল, বাগদান সম্পন্ন হলেও বিয়ের আনুষ্ঠানিকতা কবে? এ প্রশ্নের উত্তরে ফারিয়া বলেন, এখন আসলে আমি অভিনয় নিয়ে খুবই ব্যস্ত, তাই বিয়ে নিয়ে আপাতত ভাবছি না। কাজ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ‘অপারেশন সুন্দরবন’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, মনোজ প্রামাণিকসহ আরও অনেকেই।




আবারো পুলিশের জেরার মুখে নোরা ফাতেহি

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণা মামলায় ভালোভাবেই জড়িয়ে গেছেন দুই বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহি। বুধবার জ্যাকুলিনকে একটানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার একই ঘটনায় দিল্লি পুলিশের দপ্তরে হাজিরা দেন নোরা ফাতেহি।

নোরাকে একটানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। এ নিয়ে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান হলো নোরাকে।

পুলিশ ইতোমধ্যেই নোরা ফাতেহিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। বৃহস্পতিবার, পঞ্চমবারের মতো পুলিশের সামনে জবানবন্দি রেকর্ড করেন নোরা।

নোরা শুরু থেকেই এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করছেন। শেষবার যখন দিল্লি পুলিশ নোরাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, তাকে অনেক প্রশ্ন করা হয়। সেই সময়ে অভিনেত্রী সুকেশের কাছ থেকে দামি উপহার পাওয়ার কথা স্বীকার করেছেন, তবে তিনি এটাও বলেছিলেন যে, তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন না।




যে ঘটনা এখনও কাঁদায় শাহরুকখে

খুব অল্প বয়সে বাবা-মাকে হারিয়েছিলেন বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান। ১৯৮১ সালে বাবা মীর তাজ মোহাম্মদ খান মারা যান ক্যান্সারে। তার কয়েক বছরের মাথায় মা লতিফ ফাতিমা ডায়াবেটিসের কারণে শয্যাশায়ী হন। সেই সময়ের বেশ কিছু কথা আজও কাঁদায় ‘বাদশাহ’কে। মাকে ধরে রাখার কত চেষ্টাই না করেছিলেন তিনি!

অভিনেতা অনুপম খেরের সঙ্গে সম্প্রতি এক কথোপকথনে শাহরুখ বলেন, মৃত্যুশয্যায় মাকে অনেক কষ্ট দিয়েছিলাম। মাকে মানসিকভাবে আঘাত করেছিলাম। যা ভাবলে এখনও আফসোস হয় আমরা।  খবর আনন্দবাজার পত্রিকার। শাহরুখ বলেন, আমি মাকে বললাম, তুমি চলে গেলে আমি আমার বোনের যত্ন নেব না। আমি পড়াশোনা করব না। কাজ করব না।

এ ধরনের আরও কত কী-ই যে বলে যেতাম… কিন্তু আমি মনে করি এগুরো কেবল শিশুসুলভ বিশ্বাস। অবিবেচকের মতো কাজ করেছি। মাকে যেতেই হয়েছিল। সম্ভবত নিশ্চিন্তই ছিলেন যে, আমি আমার বোনের যত্ন নেব, জীবনে উন্নতি করব। আল্লাহই ভালো জানেন। আর মায়েরা আসলে সব জানেন।

৫৭ বছর বয়সেও তিনি বলিউডের নায়ক। দর্শক তাকে পর্দায় দেখতে চান বা না চান, শাহরুখের ঝুলিতে এখনো উপচে পড়ছে কাজ। শিগগিরই ‘জওয়ান’, ‘পাঠান’ ও ‘ডাংকি’ ছবিতে দেখা যাবে এ অভিনেতাকে। যেহেতু সেগুলোর শুটিংয়ের কাজ প্রায় শেষ, আবার নতুন চিত্রনাট্য বাছাই শুরু করেছেন তিনি।




‌‌‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ হলেন পারিসা

‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ বাংলাদেশ-২০২১ বিজয়ী হলেন তাসনিয়া তাবাচ্ছুম পারিছা ।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মাথায় ক্রাউন পরিয়ে দেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। দ্বিতীয় রানারআপ হয়েছেন নির্জন মোমিন, তৃতীয় হয়েছেন রুমানা হক।

গ্র্যান্ড ফিনালের বিচারকের আসনে ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান, শিল্পী আবিদা সুলতানা, পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেত্রী রোজিনা ও অভিনেতা আফরান নিশো, আফজার পরশিয়া, সিলভি মাহমুদ, তৌহিদা আফরোজ, মেসবাউল আলম সাজু, ইভান শাহরিয়ার, ডনসন ড্যানি প্রমুখ।

রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিনিকেশন্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ।

আয়োজক মালা খন্দকার বলেছেন, ‘বডি শেমিং বন্ধ করো’ স্লোগান ধারণ করে খানিকটা পৃথুলা নারীদের আত্মবিশ্বাস পুনরুদ্ধারের জন্য প্রথমবারের মতো দেশে আয়োজন করা হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’ প্রতিযোগিতা। এটি কেবল সৌন্দর্য প্রতিযোগিতাই নয়, স্বাস্থ্যবতী নারীদের নিজেদের ক্ষমতা ও শক্তি উপলব্ধির মাধ্যমও।




শুটিংয়ে দেখেছি শাকিব আমাদের আগে হাজির হতেন

কথা বলতে বলতে একটি মিষ্টি খাওয়া শেষ করে টিস্যু পেপারে মুছতেই কিছুটা চোখ গরম করে বাকি মিষ্টিটাও খেতে বললেন। দমদম মেট্রো স্টেশন থেকে অটোতে করে পৌঁছে গেলাম সিঁথির মোড়। সেখান থেকে আবার অটোতে করে বনহুগলি। দেখতে ছিমছাম এই এলাকাতে থাকেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সুপ্রিয় দত্ত। কখনও তিনি পর্দায় মানুষ হাসান। আবার কখনও ভয়ংকর খলনায়ক হিসেবে হাজির হয় ভয় ধরিয়ে দেন দর্শকের মনে।

যাহোক। রাস্তার ওপারে মধ্যবয়সী বিল্ডিংয়ের তিন তলায় বসবাস সুপ্রিয় দত্তর। কেচি গেটওয়ালা লিফটে চড়ে পৌঁছে গেলাম তার ফ্ল্যাটে। কলিংবেল বাজাতেই দরজা খুলে বেরিয়ে এলেন তিনি। ডাইনিং-কাম ড্রয়িংরুমের সোফায় বসলাম। ছোট পরিসরে বিভিন্ন লেখকের বইয়ে সাজানো শেলফ। সাথে সাথে সুপ্রিয়-পত্নী মিষ্টি আর কোমল পানীয় এনে সামনে দিলেন। কুশল বিনিময় শেষে শুরু হলো সিনেমা নিয়ে আলোচনা।পশ্চিমবাংলার জনপ্রিয় এই অভিনেতা অভিনয় করেছেন বেশকিছু যৌথ প্রযোজনার সিনেমায়। আলোচনার শুরুটা হলো সেই প্রসঙ্গ নিয়ে।

যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে ব্যক্তিগত মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভালো দিক। দুই বাংলার শিল্পী, কলাকুশলীদের মধ্যে যোগাযোগ বাড়ে। অভিজ্ঞতা বিনিময় হয়। তবে শুনেছি বাংলাদেশে এটা নিয়ে ঝামেলা চলছে। সেই ঝামেলা নিয়ে কথা না বলাই ভালো। শিল্পীদের এসব ঝামেলায় জড়াতে নেই। তা ছাড়া এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

বাংলাদেশের অভিনয়শিল্পীদের নিয়ে মিশ্র মন্তব্য করলেন এই সব্যসাচী অভিনেতা। তার চোখে শাকিব খান বাংলাদেশের সেরা নায়ক। তিনি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের সেরা নায়ক বলে আমার মনে হয়। শুটিংয়ে দেখেছি তিনি আমাদের আগে সেটে হাজির হয়েছেন। প্রতিটি সংলাপ মুখস্থ করে বলেছেন। আর যারা সিনিয়র অভিনয়শিল্পী আছেন তাদের অভিনয় নিয়ে আমার কিছুটা হতাশা আছে। নাম বলা ঠিক হবে না। তাদের কাছে আমার প্রত্যাশা আরও বেশি ছিল।’

এ সময় তিনি বাংলাদেশের মানুষের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন। বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তাদেরও তিনি প্রশংসা করতে ভোলেননি। যদিও বাংলাদেশের রাস্তার জ্যাম নিয়ে তার খারাপ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন।




অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান

পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্রের পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের ৯৫তম আসরে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হয়েছে।

৯৫তম অস্কার বাংলাদেশ কমিটি অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান  ২০২২ সালের ১ জানুয়ারির পর এবং ৩০ নভেম্বর এর আগে মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ (সাত) দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশীর্বাদ চলচ্চিত্র (৭/৯ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে চলচ্চিত্র জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ৫টার মধ্যে জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।




সালমানকে নিয়ে যা বললেন শাকিব খান

আজ ঢালিউডের দুঃখের দিন। কেননা এ দিন জীবনের মায়া কাটিয়ে পৃথিবী থেকে বিদায় নেন চির সবুজ নায়ক সালমান শাহ।

বছর ঘুরে দিনটি এলেই শোক তার চাদরে ঢেকে দেয় চলচ্চিত্রাঙ্গনের মানুষজন এবং তার অসংখ্য অনুরাগীর হৃদয়। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ব্যাথিত করে অসময়ে চলে যাওয়া এই নায়কের শূন্যতা। তিনি তা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিজের ফেসবুকে সালমান শাহর ছবি প্রকাশ করে শাকিব লিখেছেন, ‘আজ ৬ সেপ্টেম্বর সালমান শাহর ২৬ তম মৃত্যুবার্ষিকী। নব্বই দশকে তিনি বিদায় নেন রূপালি পর্দা থেকে। স্বল্প ক্যারিয়ারেই দেশের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রেখেছিলেন তিনি।’ অনুরাগীরাও অনুসরণ করেছেন শাকিবকে। তার সেই পোস্টে প্রিয় তারকার মতো তারাও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অকালপ্রয়াত সালমান শাহর প্রতি।

সময়ের থেকে এগিয়ে থাকা এক নায়ক ছিলেন সালমান শাহ। নব্বই দশকের চলচ্চিত্রে তাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা শেষ হয়ে যায় তার অপমৃত্যুর মধ্য দিয়ে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।




এফডিসি থেকে চোখের জলে বিদায় গাজী মাজহারুল আনোয়ারকে

সিনেমার অসংখ্য কালজয়ী গানের রচিয়তা কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার। চিত্রপরিচালক হিসেবেও পেয়েছেন খ্যাতি। কাজের সুবাদে জীবদ্দশায় বহুবার (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ( বিএফডিসি) আসতে হয়েছে তাকে। তার আনন্দ-বেদনার বহু স্মৃতি ছড়িয়ে এই চলচ্চিত্রের সূতিকাগারে।

সোমবার (৫ সেপ্টেম্বর) গাজী মাজহারুল আনোয়ার এলেন এফডিসিতে, কিন্তু শেষবারের মতো। কারণ জাগতিক সকল বন্ধন ছিন্ন করে তিনি বিদায় নিয়েছেন। এদিন দুপুর সাড়ে বারোটায় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ এফডিসিতে নিয়ে আসা হয়। তার জন্য তৈরি করা হয় বিদায় মঞ্চ।

এফডিসিতে পৌঁছানোর পর একে একে তাকে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, সঙ্গীত ও চলচ্চিত্রের মানুষেরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। প্রিয় মানুষটিকে শেষবার এক নজর দেখার জন্য আসেন চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস। তিনি বলেন, গাজী মাজহারুল আনোয়ারের মতো মেধাবী  আর কখনো ফিরে আসবেন না। তিনি খুব ভালো মনের একজন মানুষ ছিলেন। আমাকে অনেক স্নেহ করতেন। অনেক স্মৃতি ওনার সঙ্গে। সেসব কখনো ভোলা সম্ভব না।

স্মৃতিচারণ করে সঙ্গীতশিল্পী মনির খান বলেন, এমন কোনো দিন নেই ওনার সঙ্গে আমার কথা হতো না। তার স্নেহে আমি বড় হয়েছে। গাজী চাচার শেষ ইচ্ছে ছিল, ওনার ২০ হাজারেরও বেশি গানের কপিরাইট করা। যাতে এসব গান তার পরিবার বা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে পারে।  বাদ যোহর এফডিসিতে গাজী মাজহারুল আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার  মরদেহ রাজধানীর চ্যানেল আইয়ের কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে  জানাজার জন্য তাকে নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে।

এরপর বনানী কবরস্থানে বাদ আসর মায়ের কবরের পাশে সমাহিত করা হবে এই কিংবদন্তিকে।




ঢাকায় আসার অনুমতি পেলেন না নোরা ফাতেহি

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকায় আসার কথা ছিল বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহির। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সেটা আর হচ্ছে না।

এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া।  

তিনি বলেন, ডলার–সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো জানুয়ারির দিকে আসবেন তিনি।

নোরা জন্মসূত্রে কানাডিয়ান আর পৈতৃক সূত্রে মরোক্কান। বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। অংশ নেন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে। এরপর অভিনয় করেন ‘রোয়ার: দ্য টাইগার্স অব সুন্দরবন’ সিনেমায়।

তিনি পুরী জগন্নাথের তেলেগু সিনেমা ‘টেম্পার’-এ আইটেম গানে কোমর দোলান। এ ছাড়া ২০১৫ সালে ইমরান হাশমি অভিনীত ‘মি.এক্স’ সিনেমায় বিশেষ ভূমিকায় অভিনয় করেন। এরপর ‘বাহুবলি: দ্য বিগনিং’ ও ‘কিক-২’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে নোরা টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তি মোতাবেক কোম্পানিটির চলচ্চিত্র, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে অভিনয় করবেন তিনি।

ইতোমধ্যে বেশকিছু মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে তার। যা নোরার খ্যাতি আরও বাড়িয়ে দিয়েছে।