ইসিতে ৩৫ দলের নিবন্ধন পেতে আবেদন

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে নতুন দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি)তে নিবন্ধন পেতে আবেদন করেছে পেতে ৩৫টি দল।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন,- আগামী রোববার (৩০ অক্টোবর) নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ সময়। এ পর্যন্ত ৩৫টির মতো নতুন দল আবেদন করেছে।

আবেদনকারী দলগুলো হলো- বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ আম জনতা পার্টি, বাংলাদেশ ডেমোক্রেসি মুভমেন্ট (বিডিএম), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি (বাংলাদেশ টিজেপি), নৈতিক সমাজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি, মুসকিল লীগ, নতুন বাংলা, বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ), বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), বাংলাদেশ ইত্যাদি পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক জোট (পিডিএ), বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বৈরাবরী পার্টি, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যাণ দল, বাংলাদেশ জনমত পার্টি, এ বি পার্টি, সম্মিলিত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, বাংলাদেশ এলডিপি, বাংলাদেশ জাস্টিস পার্টি, বাংলাদেশ ন্যাশনাল গ্রীন পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, গণ রাজনৈতিক জোট-গর্জো, নতুন ধারা বাংলাদেশ-এনডিবি, ভাসানী অনুসারী পরিষদ, বাংলাদেশ জাতীয় দল, কৃষক শ্রমিক লীগ, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি ও বাংলাদেশ তৃণমূল লীগ।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আইনে প্রতি সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য আবেদন আহ্বান করার বিধান রয়েছে। সে মোতাবেক গত ২৬ মে দলগুলোর কাছে আবেদন আহ্বান করে ২৯ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় সংস্থাটি। পরে অনেকের আবেদনের ভিত্তিতে আরও দুমাস সময় বাড়ায় ইসি।

এক এগার সরকারের সময় ড. এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০০৮ সালে দেশে প্রথমবারের মতো দলগুলোকে নিবন্ধন দেয়। সে সময় ১১৭টি দল আবেদন করেছিল। যাচাই-বাছাইয়ের পর নিবন্ধন পায় ৩৯টি দল। সব মিলিয়ে গত ১৪ বছরে মোট ৪৪টি দলকে নিবন্ধন দিয়েছে ইসি। এর মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিলও করা হয়। ফলে বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি।

বর্তমানে নিবন্ধিত দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (জেপি), বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ মুসলিম লীগ ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

এ পর্যন্ত যে পাঁচ দলের নিবন্ধন বাতিল হয়েছে, সেগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন,প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।




লক্ষ্মীপুরে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশের উপস্থিতিতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের শ্রমিক হোটেল ও শাহিন হোটেলকে জরিমানা করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শ্রমিক হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ড্রিংস সামগ্রী বিক্রি করা হয়। অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুগ্ধজাতীয় খাবারে মেয়াদ উল্লেখ না থাকায় শাহিন হোটেলের মালিককেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা যাবে না। কিন্তু প্রতিষ্ঠানগুলোর খাবার তৈরির স্থান অস্বাস্থ্যকর। এজন্য তাদের জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যকর খাবার নিশ্চিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।




রামগঞ্জ উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্ময় সভা স্থগিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ উপজেলা পরিষদের পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (২৭অক্টোবর) দুপুরে চলতি মাসের মাসিক উন্নয়ন সমন্বয় সভা স্থগিত করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী অনুস্থিত থাকার কারনে ইউপি চেয়ারম্যানদের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা এ সভা স্থগিত করেন। এ ছাড়াও ইউপি চেয়ারম্যানরা উন্নয়ন কাজে তাঁদের সাথে সমন্বয় না করার অভিযোগ ও এডিপির ৭৪লাখ টাকা ফেরত যাওয়ার কারন তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহনের দাবী তুলে গত আগষ্ট,সেপ্টেম্বর মাসের সভার রেজুলেশনে স্বাক্ষর করেননি।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত চিঠি অনুযায়ী আজ বুধবার ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে মাসিক আইন শৃংখলা সভা শেষে মাসিক সমন্বয় সভা শুরুতে ইউপি চেয়ারম্যান ফোরামের পক্ষ থেকে দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সভার সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের অনুস্থিতির বিষয়টি জানতে চান এবং আজকের সভা স্থগিতের দাবী জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা স্থগিত করে দেন।

দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান বিগত চার বছর যাবত এডিপি, জাইকা ও বিশেষ উন্নয়ন বরাদ্ধের অর্থ ব্যয়ে ইউপি চেয়ারম্যানদের সাথে কোন সমন্বয় করেননি। গত ২০২১-২২ অর্থ বছরের এডিপি ৭৪ লাখ টাকা উপজেলা চেয়ারম্যান বেআইনি ভাবে নিজের একাউন্ডে রাখে। পরে ওই উন্নয়নের ওই টাকা সরকারী খাতে ফেরত যায়। এতে রামগঞ্জবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়। এজন্য আজকের সভায় সকল ইউপি চেয়ারম্যানরা এসব বিষয় উপস্থাপনের কথা জানতে পেরে তিনি কাউকে না জানিয়ে সভায় উপস্থিত হয়নি। এ জন্য সভা স্থগিত করা হয়েছে। এ ছাড়াও আমরা ইউপি চেয়ারম্যানরা পূর্বের আগস্ট ও সেপ্টেবর মাসের সভার রেজুলেশনে স্বাক্ষর করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান, মাসিক উন্নয়ন সমন্বয় সভার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনুস্থিত থাকার কারনে উপস্থিত সদস্যদের সিন্ধান্ত অনুযায়ী সভা স্থগিত করা হয়েছে। চেয়ারম্যান অনপুস্থিত থাকার বিষয় আমাকে কিছ’ বলেননি,তবে শুনছি ওনি অসুস্থ।
উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চেীধুরীর মোবাইলে কল দিলে ওনার স্ত্রী রিসিভ করে জানান, চেয়ারম্যান অসুস্থ অবস্থায় ঢাকায় এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধিন আছেন।




বানিয়াচংয়ে মাদকসহ ৩ জন গ্রেফতার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ

বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে ৩২৪ লিটার মদ সহ ৩ জন কে গ্রেফতার করা হয়েছে।
২৬ অক্টোবর সন্ধ্যা ৭ টায় বানিয়াচং উপজেলার ৫ নম্বর দৌলতপুর ইউনিয়নের আড়িয়ামুগুর গ্রামের ব্রীজের পাশ থেকে অভিযান চালিয়ে চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
এ সময় আড়িয়ামুগুর নতুন হাটি গ্রামের মৃত অন্নদা সন্যাসী দাসের পুত্র জুয়েল চন্দ্র দাস(৩৫),আগুয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র শফিক (৩৫), একই গ্রামের ললিত রবি দাসের পুত্র শ্যামল রবি দাস (৩৮) কে ৩২৪ লিটার দেশীয় চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যাবসায়ীদের কঠোর হস্তে দমন করা হবে। এছাড়া অন্যান্য অপরাধীদেরকে ও নির্মূল করা হবে।




রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যায় উন্নীতকরন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংখ্যা বাড়িয়ে ৫০ শয্যায় উন্নীতকরণে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর ফলে এ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়বে আরও ১৯টি।
বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মোহাম্মদ রোকন উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ৫০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা চালুকরণে অর্থ বিভাগের সম্মতি প্রদান করে সংশ্লিষ্ট সিভিল সার্জনকে চিঠি পাঠিয়েছে।
এ তথ্য নিশ্চিত করে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেন, রামগঞ্জ হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করে কার্যক্রম চালুকরণের অনুমোদন দেয়া হয়েছে। রামগঞ্জবাসীর জন্য এটি অনেক বড় পাওয়া। শয্যা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন সে অনুপাতে হাসপাতালের বাজেট-বরাদ্দ, জনবল সবই বাড়বে। এতে চিকিৎসা সেবার পরিসরও বাড়বে।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে চিকিৎসা সেবা সংকটে দূর্ভোগ পোহাচ্ছিল রামগঞ্জ উপজেলার ৫ লক্ষাধিক মানুষ। এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খান এর একান্ত প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করে কার্যক্রম চালুকরণ এর অনুমোদন পেয়েছেন বলে জানা গেছে। এই প্রাপ্তিতে অনেকটা স্বস্তি ফিরে এসেছে রামগঞ্জ বাসীর।




ঘূর্ণিঝড় সিত্রাং-এ লক্ষ্মীপুরের মানুষের পাশে পুলিশ সুপার

জুনাইদ আল হাবিব-

আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে উপকূলীয় জনপদ লক্ষ্মীপুর যখন বিপর্যস্ত, ঠিক তখনই জেলার ঘূর্ণিঝড় কবলিত মানুষের পাশে দাঁড়ালেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

সোমবার (২৪ অক্টোবর) পুলিশ সুপার উপকূলীয় অঞ্চলের ১৩ টি আশ্রয় কেন্দ্রের ৫হাজার ৩৫২ জন মানুষের খোঁজ-খবর নেন।

জেলার পুলিশ সুপার মজুচৌধুরী হাট লঞ্চঘাট ও অন্যান্য থানাধীন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ ও নদী পাড়ের মানুষদের খোঁজখবর নেন। এ সময় তিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এছাড়াও সাধারণ জনগণের যে কোন প্রয়োজনে জেলা পুলিশের সহযোগিতা প্রদানের লক্ষ্যে আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার।

নিজের ফেসবুক ওয়ালে এ প্রসঙ্গে পুলিশ সুপার লিখেন, ঘূর্ণিঝড় সিত্রাং… উপকূলীয় এলাকায় সারাদিন ব্যাপী মানুষের সর্তকীকরণে, সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়া মানুষের পাশে নিরাপত্তা নিশ্চিত দিতে আমরা লক্ষ্মীপুর জেলা পুলিশ সদা সর্বদা তৎপর। বাতাসের প্রচন্ড বেগ,নদীর উত্তাল ঢেউ, পানির দ্রুত বৃদ্ধি,ঠান্ডা শীতল প্রভাব,বৃষ্টিপাত যেন অঝোর ধারায় প্রবাহিত আর মানুষের মাঝে আতংক।

উপকূলীয় চর এলাকার মানুষের জীবন সংগ্রাম আর বেঁচে থাকার সংগ্রামই যেন স্বাভাবিক এক স্রোতধারায় বহমান।দূর্যোগের দুর্ভোগ ঘনঘটায় জীবন যেন যাপিত তব তাহাদেরই তরে।




লক্ষ্মীপুরে বন্ধুকে হত্যা: তিন বন্ধুর যাবজ্জীবন

লক্ষ্মীপুরে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করার পর গলায় বেল্ট পেঁচিয়ে মেহেরাজ হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় তিন বন্ধুর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মেয়ের সঙ্গে প্রেমের জেরে মেহেরাজকে হত্যা করা হয়েছে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন – আবদুল্লাহ আল মামুন, সজিব আহমদ ও তানভীর হোসেন বিজয়। মামুন নোয়াখালীর সুধারাম থানার উত্তর হুগলি গ্রামের মো. ইউছুফের ছেলে, সজিব একই থানাধীন মাতাহাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ও বিজয় রাওয়াল দিয়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে।




বিদ্যুৎহীন লক্ষ্মীপুর, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই দিন

এভাবে টানা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে আছেন জেলার বাসিন্দারা। কমলনগর উপজেলার বাসিন্দা জাকির হোসেন বলেন ‘সোমবার সকালে বিদ্যুৎ চলে গেছে, এখনো আসেনি। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় আমরা অসহায় হয়ে পড়েছি।’

লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ ছৈয়াল ও রায়পুর উপজেলার চর বংশী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, গাছ উপড়ে পড়ে তাঁদের এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। খুঁটি ভেঙে গেছে অনেক জায়গায়। দুদিন বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন লোকজন। মুঠোফোনের চার্জও শেষ হয়ে যাচ্ছে।’

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন বলেন, বিদ্যুতের লাইনে অসংখ্য গাছ পড়েছে। খুঁটি ভেঙে গেছে। তারও ছিঁড়ে গেছে। সব মিলিয়ে পরিস্থিতি খুব খারাপ অবস্থা।

তিনি আরও বলেন, জেলায় পল্লী বিদ্যুতের ৫ লাখ ৩ হাজার গ্রাহক আছেন। এখন পর্যন্ত পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ১২০টি টিম কাজ করছে। পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ করতে আগামী বুধবার পর্যন্ত সময় লাগতে পারে। তবে সন্ধ্যায় মধ্যে শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে।




ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সর্বশেষ অবস্থান বিষয়ে যা জানা গেল!

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের দিকেই দ্রুত এগিয়ে আসছে। আবহাওয়াবিদের তথ্যানুযায়ী, আজ সন্ধ্যায় এটি উপকূলে আঘাত হানবে।

ইতোমধ্যে সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে ঘূর্ণিঝড়টি।

সিত্রাং এ মুহূর্তে উপকূল থেকে কতদূরে অবস্থান করছে— এ প্রশ্নে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দ্রুতই বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে এটি। বর্তমানে (বিকাল ৩টা পর্যন্ত) সিত্রাং পায়রাবন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।




ঘূর্ণিঝড় সিত্রাং: সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এই অবস্থায় ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সূত্রে সরকারি বার্তা সংস্থা সোমবার (২৪ অক্টোবর) বিকেলে এই খবর জানান।

ঘূর্ণিঝড় সিত্রাং আগামীকাল মঙ্গলবার দেশের উপকূলীয় লঞ্চলে আঘাত করতে পারে বলে পূর্বাভাস পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে থেকে তথ্য জানছেন এবং এই ঝড়ের ফলে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়েছেন।