Abdur Rahman Ishan, Netrokona correspondent
চলতি বছরের সেপ্টেম্বর গ্রাম আদালতে সবচেয়ে বেশি মামলা নিষ্পত্তি করায় নেত্রকোণার জেলা প্রশাসককে (ডিসি) ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মামুন স্বাক্ষরিত একটি চিঠিতে এই ধন্যবাদ জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই চিঠিতে বলা হয়, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী সারাদেশে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিচালিত হচ্ছে। সেপ্টেম্বর ২০২২ মাসে নেত্রকোণা জেলায় গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির হার সর্বোচ্চ ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এ কারণে নেত্রকোণার জেলা প্রশাসক এবং তার মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাম আদালত পরিচালনাকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে ধন্যবাদ জানানো হলো।