এইচ’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল শুধু পর্তুগালের। অবশিষ্ট একটি স্থানের জন্য আজ মাঠে নামে বাকি ৩ দল। ঘানার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে।
সেই ধারাবাহিকতায় প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় লুইস সুয়ারেজের দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরো বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না লাতিন আমেরিকার দেশটি।
ম্যাচের যখন ৯০ মিনিট ঠিক তখনই এডুকেশন সিটি স্টেডিয়াম থেকে খবর এলো দক্ষিণ কোরিয়া পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে ম্যাচ জিতে নিয়েছে। অতিরিক্ত সময়ের আটটি মিনিট আর কাজে লাগাতে পারে নি কাভানিরা। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিতে হয় উরুগুয়েকে।
Details coming soon…