Abdur Rahman Ishan, Netrokona correspondent:
আল আরাফাহ ইসলামি ব্যাংক অষ্টম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে এবার জুনিয়র ক্যাটাগরিতে নেত্রকোনার তিন মেধাবী মুখ অর্জন করেছে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানারস আপ,সেকেন্ড রানারস আপ সম্মান।
দেশব্যাপি বিভিন্ন ক্যাটাগরিতে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়ে থাকে।তিন মেধাবীর নাম যথাক্রমে আরাফাত রহমান সাজিদ(চ্যাম্পিয়ন),অর্নিশা সরকার সেঁজুতি(ফার্স্ট রানারস আপ),নাহিন ফেরদৌস খান(সেকেন্ড রানারস আপ)।সাজিদ এবং নাহিন আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।সেঁজুতি নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।