Faridpur Correspondent-
ফরিদপুরে ৫০৭ পিচ ইয়াবাসহ শাহ আলম মোল্যা (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার শাহ আলমকে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১৭ অক্টোবর) দিনগত রাত ৮ টার দিকে জেলা সদরের শোভারামপুর এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদরের শোভারামপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় ৫০৭ পিচ ইয়াবাসহ শাহ আলম মোল্যা নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। শাহ আলম জেলার সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের মকিম মোল্যার ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আলম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে শাহ আলমের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় এসআই মোহাম্মদ হান্নান মিয়া বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন।