সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল আল মাহমুদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
ডিবি জানিয়েছে, কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতা সৃষ্টি করার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। সেসব বিষয়সহ অন্যান্য বিষয়ে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার মাগুরা-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এমবি বাকের।








