Md. Badiuzzaman, Noakhali Correspondent:
নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে জনগনের মনোনীত সাবেক ২২ বছরের সফল মেম্বার সৎ ন্যায়পরায়ন ধার্মিক ইয়াহহিয়া ( বাট্টু)কে এলাকাবাসী ২৯ডিসেম্বর মোরগ মার্কা সুষ্ঠু ভোটের মাধ্যমে জয়যুক্ত করতে চায়। বাট্টু জানান পূর্ব চর উড়িয়া কেন্দ্র ঝুঁকিপূর্ণ। গত নির্বাচনে ওই কেন্দ্রে ব্যাপক গোলাগুলি হয়। তিনি সিসি ক্যামেরা জন্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানান।এবং সুষ্ঠু ভোটের দাবি জানান।