In the United States, snow storm killed in rose 55

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে ২৫ জনই নিউ ইয়র্কের।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্কের বাফেলো শহর। পশ্চিম নিউইয়র্কের শহরটি তুষারঝড়ে বিধ্বস্ত। বিদ্যুৎ সংযোগসহ সেখানের জরুরি পরিসেবাগুলো বন্ধ রয়েছে। সবমিলিয়ে বড়দিনের ছুটিতে উৎসবের বদলে স্থবির হয়ে গেছে আমেরিকার জনজীবন। বৈরি আবহাওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছেন না অধিবাসীরা।

বিবিসি জানায়, বড়দিনে ৫৫ মিলিয়নের বেশি আমেরিকান শীতল বায়ু সতর্কতার অধীনে দিন কাটিয়েছে। এবারের ঝড় বাফেলোর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক ও ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন হিসেবে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল।

দেশটির কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ৪৮ ডিগ্রি নিচে চলে গেছে। প্রবল ঠাণ্ডার কারণে নিমেষেই বরফে পরিণত হচ্ছে ফুটন্ত পানি। ইতোমধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

নিউ ইয়র্ক, বাফেলো ছাড়াও ভেরমন্ট, ওহাইও, মিসৌরি, উইসকনসিন, কানসাস ও কলোরাডোতে ঝড়-ঠাণ্ডায় অনেকের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে পশ্চিমাঞ্চলের রাজ্য মন্টানাতে। সেখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেছে বলে জানা গেছে।




Afiza of Lakshmipur was the first driver of Metrorail

মাত্র দুদিন পরই অর্থাৎ ২৮ ডিসেম্বরই উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। এ যাত্রায় সংযুক্ত রয়েছেন ছয় নারী চালক।

তাদের মধ্যে মরিয়ম আফিজা উদ্বোধনী দিনই চালকের আসনে বসার যাবতীয় প্রস্তুতি শেষ করেছেন। এসব তথ্য জানিয়েছেন জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।

তিনি গণমাধ্যমকে বলেন, মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি শেষে ট্রেন চালানোর জন্য পর্যাপ্ত চালক নিয়োগ করা হয়েছে। যাদের মধ্যে ছয় জন নারী চালক রয়েছেন। তাদের প্রশিক্ষণও শেষ হয়েছে।

উদ্বোধনের দিন মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেদিনেই ট্রেন চালানোর কথা রয়েছে মেট্রোরেলের চালক হিসেবে নিয়োগ পাওয়া মরিয়ম আফিজার।

তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

গত বছরের ২ নভেম্বর চালক হিসেবে নিয়োগ পান তিনি। টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে পাকা চালক হিসেবে নিজেকে তৈরি করার কথা জানিয়েছেন তিনি।মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন।

মেট্রোরেলের নারী চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা বলেন, ২০২১ সালের ২ নভেম্বরে আমি নিয়োগ পাই। এর আগে চালক হিসেবে কোথাও কাজ করিনি। নিয়োগ পাওয়ার পর থেকে আমি কয়েকটি ট্রেনিং করেছি। এখনো ট্রেনিংয়ের মধ্যেই আছি।

ট্রেন চালানোর জন্য কতটুকু প্রস্তুত জানতে চাইলে মরিয়ম গণমাধ্যমকে জানান, আমি চালক হিসেবে ট্রেনিংয়ের সবগুলো ধাপ পেরিয়েছি।

এখনও দক্ষতা অর্জনের জন্য প্রতিনিয়ত শিখছেন বলে জানিয়েছেন দেশের ইতিহাসের গর্বিত অংশ হতে যাওয়া মেট্রোর নারী চালক মরিয়ম আফিজা।




Civic welcome to the newly elected Chairman of Noakhali Zilla Parishad, Pintu

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী থেকেঃ

নোয়াখালী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু কে ২৬ ডিসেম্বর দুপুরে নোয়াখালী জেলা পরিষদ হল রুমে এক বিশাল নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ জেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সাংবাদিক পক্ষে নোয়াখালী প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সাবেক নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি জেলার বর্ষীয়ান সাংবাদিক বখতিয়ার সিকদার,দৈনিক মানব জমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলার বিশেষ প্রতিনিধি ও পল্লী নিউজ এর নোয়াখালী প্রতিনিধি মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী) জাতীয় অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা ( বুলবুল) বিজয় বাংলাদেশ ও স্বদেশ কন্ঠের জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম সোহাগ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।




A businessman was killed by miscreants at Madan in Netrakona

Abdur Rahman Ishan, Netrokona correspondent:

নেত্রকোণার মদনে মোদি দোকানি (পাইকারি বিক্রেতা) বাবুল চন্দ্র দাস (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।

রবিবার রাত দশটায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা পেছন থেকে চুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বাবুল দাস উপজেলার পৌর সদরের মদন গ্রামের মৃত হেমচন্দ্র দাসের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল দাস মদন পূর্ব বাজারে দীর্ঘদিন ধরে মোদী মালামালের পাইকারি ব্যবসা করে আসছে। প্রতিদিনের ন্যায় রবিবার রাত দশটায় দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাড়িতে যাচ্ছিলেন তিনি। বাড়ির পাশে মদন হরি মন্দিরের থেকে ২০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা চুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় বাবুল দাস হরি মন্দিরের কাছে গিয়ে লুটিয়ে পড়ে। মন্দিরে থাকা লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, দুর্বৃত্তদের চুডরিকাঘাতে বাবুল দাস নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। মরদেহের সুরতহালের রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

এ ঘটনা কাউকে শনাক্ত করা যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




The Maldives, former president jailed for 11 years

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে দুর্নীতি ও অর্থ পাচার মামলায় ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তাকে ৫০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

তার বিরুদ্ধে একটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইয়ামিন।

২০১৮ সালে ক্ষমতা হারান আবদুল্লাহ ইয়ামিন। তবে আগামী বছরের (২০২৩) মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রগ্রেসিভ পার্টি থেকে তিনি প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। এর আগে ২০১৯ সালে রাষ্ট্রীয় তহবিল থেকে ১০ লাখ ডলার আত্মসাতের জন্য তাকে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। রায়ের পর তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছিল। অবশ্য কয়েক মাস পর বন্দীদশা থেকে মুক্তি পান তিনি।




3 'detox' will remove toxins from the body

There is no comparison between exercise and nutritious diet to maintain beauty and lose weight. To stay physically and mentally healthy, the body should be kept free of toxins.

Detox water made with natural ingredients helps digestion and removes fat from the body quickly. Besides, it removes toxins from the body. Let's know three ways to remove harmful toxins from the body.

Lemon and Ginger: Drink this detox water made with lemon and ginger every morning, on an empty stomach. Add the juice of half a lemon and 1 inch of crushed ginger to a glass of lukewarm water. Then drink this water. If you drink regularly for 1-2 months, you will get great results.

Cinnamon: Detox water flavored and scented with cinnamon is as delicious as it is beneficial. It is effective in burning fat and increasing metabolism. Cinnamon is no match for a particularly fat-free belly.

Add a tablespoon of cinnamon powder or a few pieces of cinnamon to a liter of water. The longer you keep it, the better the benefits will be. You can add apple slices, honey or green tea to it. This detox water should be drunk before going to bed, not in the morning.

Cucumber and Mint: This detox water is very popular. It is healthy as well as very tasty. Slice a cucumber and a handful of mint leaves in a bowl with water. Drink it after 2-3 hours. You can drink several times a day.




The Holy Qur'an in the church of Rajshahi on Christmas, Isa Nabi claims!

Rajshahi Representative:

খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিনে রাজশাহীর একটি গির্জার প্রার্থনা কক্ষে পবিত্র কুরআন শরীফ রেখে আসার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এরপর ওই প্রতারক ব্যক্তি নিজেকে ঈসা নবী দাবি করেন। রবিবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে সাতটার দিকে কাশিয়াডাঙ্গা থানা এলাকার বাগানপাড়ায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল চার্চে এই ঘটনা ঘটে।

বিষয়টি জানার পর নগরীর নিউমার্কেট এলাকায় দুপুর ১২ টায় অভিযান চালিয়ে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃত ওই ব্যক্তি নিজেকে ঈসা নবী হিসেবে দাবি করছেন।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম গোলাম চৌধুরী (৩৪)। তিনি চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম নিউ কলোনী এলাকার মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে।

ঘটনার পর রাজশাহী নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা থানা এলাকার বাগানপাড়া মেষপালক ক্যাথিড্রাল চার্চসহ অন্যান্য চার্চের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উত্তম মেষপালক ক্যাথিড্রাল চার্চের ফাদার উত্তম রেজারিও বলেন, রবিবার সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতার একপর্যায়ে এক ব্যক্তি চার্চের প্রার্থনা কক্ষে উপস্থিত হন। এ সময় উপাসনা কক্ষে হাতেগোনা কয়েকজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজনকে ওই ব্যক্তি তার হাতে থাকা কুরআন শরীফ নিতে বলেন। তবে না নেয়ায় কুরআন শরীফটি চার্চের প্রার্থনা কক্ষেই রেখে চলে যান ওই আগুন্তক।

ঘটনার পর কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। তারা এসে কুরআন শরীফটি উদ্ধার করে নিয়ে যায়।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত যুবক লাল রঙের একটি কাপড়ে মুড়িয়ে পবিত্র কুরআন শরীফ গির্জায় রেখে আসেন। পরে গির্জা সংশ্লিষ্টরা পুলিশকে জানান। গির্জায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। এরপর রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে স্থাপন করা সিসি ক্যামেরা ফুটেজ দেখে অভিযুক্ত ওই ব্যক্তিকে শনাক্ত করা হয় এবং মার্কেট এলাকা থেকে দুপুর ১২ টায় গ্রেফতার করা হয়।

কমিশনার আরো জানান, গ্রেফতারকৃত গোলাম চৌধুরী নিজেকে ঈসা নবী হিসেবে দাবি করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিনের ধর্মীয় ভাব গাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, ধর্মীয় পবিত্রতা বিনষ্ট করা এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করার নিমিত্তে সে উত্তম মেষপালক গির্জায় পবিত্র কোরআন শরীফ রেখে আসেন।




A youth was arrested with one kg of ganja in Bhanga upazila of Faridpur

Faridpur District Representative –

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক কেজি গাঁজাসহ মহিদ শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী এলাকা থেকে গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়।
তিনি ওই গ্রামের নয়ন শেখের ছেলে।

ফরিদপুর সিআইডির পরিদর্শক এস এম আনোয়ার নাসিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ মহিদ শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Metrorail will run for 4 hours from 8 am, closed on Tuesdays

The metro rail of the dream is on the verge of opening, but it will run on the entire route at a short distance in the beginning. Metrorail will continue from Uttara to Agargaon on Wednesday and the new vehicle will gradually accelerate people in this new vehicle, and the Metro rail will be closed for four hours a day from 4 am and the authorities of Mass Transit Company Limited (DMTCL) have decided to close it on Tuesday for maintenance.

Prime Minister Sheikh Hasina will inaugurate the metro rail on Wednesday (December 28) and passengers will be able to move from the next day, DMTCL Managing Director MAN Chiddik has known the poison.
He said, ‘First there is a train from Uttara Uttara (the starting station). Another one will leave from Agargaon. This train will be cleared after 10 minutes. The train will not stop at any station on this whole line.’

‘For now, the metro rail will run for a maximum of 4 hours from 29th to 8 am to 12 noon. No train will run in the afternoon.’




Anti-narcotics operation in the capital, 44 arrests

The Crime and Detective Department of Dhaka Metropolitan Police (DMP) has arrested 44 people from different areas of the capital during the anti-narcotics operation.

The media cell of the Dhaka Metropolitan Police has learned that they were arrested on Monday (December 26) from 6 am on Sunday (December 26) in the same manner.

DMP has learned that 44 people have been arrested from different areas of the capital during the anti-narcotics operation.

1 thousand 286 pieces of elaboration, 143.3 grams of heroin, 10 bottles of Phencidil and 9 kg 300 grams of ganja have been seized from them.

Dhaka Metropolitan Police's Midaya Sale has also been registered against the arrested persons under the Narcotics Control Act.