Fly in Bangladesh won by 2 wickets, there is the Indian

তৃতীয় দিনের শুরুতেই যেন আবারো চিরচেনা রূপে ফিরে যায় সাকিব আল হাসানরা। ব্যাটারদের ব্যর্থতায় অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে স্বাগতিকরা। কিন্তু উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের সঙ্গে নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদের ব্যাটে আশার আলো দেখে বাংলাদেশ।

শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয় টাইগাররা। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অষ্টম ওভারের ভেতর দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত।

Details coming soon…




Shahid Afridi is the chief selector of Pakistan

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

তিন সদস্যের এই নির্বাচক কমিটিতে আরও আছেন আব্দুল রাজ্জাক ও রাও ইফতেখার আনজুম।

নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখেই তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
পিসিবি জানিয়েছে, আফ্রিদির ভয়ডরহীন ক্রিকেট খেলার ২০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় তারা। শহীদ আফ্রিদিকে এই সিরিজের পরও প্রধান নির্বাচকের দায়িত্বে দেখা যাবে কিনা সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছুই জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।




How much did Shah Rukh Khan and Deepika Padukone charge for 'Pathan'?

নতুন বছরের শুরুর দিকে মুক্তি পেতে যাচ্ছে বহু বিতর্কিত, বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের জুটিকে বহু বছর পর বড় পর্দায় দেখা যাবে বলে দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে রয়েছে দর্শকমহল। শাহরুখ এবং দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়ার মতো তারকাদের।

২৫০ কোটি টাকা বাজেটের এই ছবিতে অভিনয় করে মোটা টাকার পারিশ্রমিক নিয়েছেন তারকারা। কিন্তু পারিশ্রমিকের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে শেষ বার শাহরুখ খানকে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর অভিনেতাকে বড় পর্দায় দেখা গেলেও তা শুধুমাত্র ক্যামিয়ো চরিত্রে। ৪ বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে ‘কামব্যাক’ করছেন তিনি। ‘পাঠান’ ছবিতে অভিনয় করার জন্য শাহরুখ সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন। এই ছবি থেকে ১০০ কোটি টাকা উপার্জন করেছেন শাহরুখ।
‘পাঠান’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। এই ছবিতে কাজ করে ১৫ কোটি টাকা উপার্জন করেছেন অভিনেত্রী।

অতিথিশিল্পী হিসেবে এই ছবিতে অভিনয় করবেন সালমান খান। ‘পাঠান’ ছবিতে তাঁকে দেখা যাবে একটি নজরকাড়া ক্যামিয়ো চরিত্রকে।




Liton Das gets a team in IPL

চলছে ২০২৩ সালের আইপিএলের ‘মিনি নিলাম’। আসন্ন আইপিএলের আগে দল গোছানোর লক্ষ্যে চলছে এই লড়াই। ভারতের কোচিতে আজ বেলা ৩টায় শুরু হয় ক্রিকেটারদের নিজ নিজ দলে ভেড়ানোর এই প্রক্রিয়া। এবারের মিনি নিলামে নাম ছিল চার বাংলাদেশি ক্রিকেটারের। তবে প্রথম দফায় টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসকে কোনো ফ্যাঞ্চাইজি না কিনলেও, নিলামের শেষ ধাপে এসে তাকে ৫০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।

Details coming soon…




That's why Parimoni is in the hospital.

গেল সপ্তাহেই ছেলে রাজ্যকে নিয়ে নিজের একটি সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। সেখানে বেশ হাসিখুশি দেখা যায় নায়িকাকে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি।

তার ফেসবুকে পোস্ট করা ছবি অনুযায়ী, আঙুলে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বিস্তারিত এই মুহূর্তে কিছুই জানা যায়নি। শুধু তিনি আঙুলে ব্যান্ডেজ করা অবস্থায় দুটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘উপহার’। বোঝাই যাচ্ছে, তিনি বোঝাতে চাইছেন নতুন বছরের উপহার।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত এই নায়িকা। ওই বছরের অক্টোবরে বিয়ে করলেও খবরটি চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ করেই জানান পরী। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা। আর গেল আগস্টের ১০ তারিখ পরী ও রাজের ঘর আলো করে জন্ম নেন পুত্র সন্তান রাজ্য।




Shakib unsold in IPL auction

শুরু হয়েছে ২০২৩ সালের আইপিএলের মিনি নিলাম। আসন্ন আইপিএলের আগে দল গোছানোর লড়াইয়ে চলছে এই নিলাম। ভারতের কোচিতে আজ বেলা ৩টায় শুরু হয় এই নিলাম। এবারের নিলামে ৯৯১ জন ক্রিকেটারের নাম আসলেও, চূড়ান্ত তালিকায় ছিল ৪০৫ জন ক্রিকেটার।

২০২৩ আইপিএলের জন্য এবার নিলামের তালিকায় ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গত আসরের মতো এবারের আসরেও দল পাননি সাকিব।

Details coming soon…




Locals want to see former member Battu win again

Md. Badiuzzaman, Noakhali Correspondent:

নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে জনগনের মনোনীত সাবেক ২২ বছরের সফল মেম্বার সৎ ন্যায়পরায়ন ধার্মিক ইয়াহহিয়া ( বাট্টু)কে এলাকাবাসী ২৯ডিসেম্বর মোরগ মার্কা সুষ্ঠু ভোটের মাধ্যমে জয়যুক্ত করতে চায়। বাট্টু জানান পূর্ব চর উড়িয়া কেন্দ্র ঝুঁকিপূর্ণ। গত নির্বাচনে ওই কেন্দ্রে ব্যাপক গোলাগুলি হয়। তিনি সিসি ক্যামেরা জন্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানান।এবং সুষ্ঠু ভোটের দাবি জানান।




Nixon Chowdhury unveils plaque for road widening work under LGED implementation in Charbhadrasan

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসনে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে সাড়ে চারটার দিকে এলজিইডি-এর বাস্তবায়নে সড়ক প্রশস্তকরণ কাজের ফলক উন্মোচন করলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
চৌধুরী নিক্সন।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাউছার, ইউএনও তানজিলা কবির ত্রপা, অ্যাসিল্যান্ড মো. খাইরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা,যুবলীগের সভাপতি মো. মোরাদ হোসেন, দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে নেতা-কর্মীদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় করেন নিক্সন চৌধুরী বলেন, বাংলাদেশের যতো উন্নয়ন হচ্ছে তার একমাত্র কাণ্ডারি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই উন্নয়নের ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গায় রাস্তাঘাট, ব্রিজ, স্কুল,কলেজ,মসজিদ,মাদ্রাসা, মন্দিরসহ সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হচ্ছে।
শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে জাতিকে একটি উন্নয়নশীল দেশ উপহার দেবেন।
পরে চরভদ্রাসন স্পোর্টিং ক্লাবে ৫টি ফুটবল,ভলিবল ও একসেট ক্রিকেট খেলার সামগ্রী উপহার দেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান উন্নয়নে অর্থ বরাদ্দসহ দিক নির্দেশনা প্রদান করনে এমপি নিক্সন চৌধুরী।

জানা যায়, এলজিইডি এর বাস্তবায়নে সময়ানুক্রমিক রক্ষণাবেক্ষণের আওতায় ১ হাজার ৮৬০মিটার আরএইচডি সড়ক প্রশস্তকরণ কাজ এইচ-কিউ হইতে চরসুলতানপুর আরএইসডি ভায়া জাকিরের সুরা রোড পর্যন্ত ব্যয় ধরা হয়েছে ২কোটি ১৫ লাখ ষাট হাজার টাকা।




"Sambhavana" Ramganj Group distributes winter clothes to over 200 helpless people

Abu Taher, Ramganj Correspondent:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ২শতাধিক অসহায়মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ও শীত নিবারণের উদ্দেশ্যে সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার, (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে গ্রুপের এডমিন মোঃ আনোয়ার হোসেন (আনু) এর সভাপতিত্বে ও শীত বস্ত্র বিতরনের উদ্যোক্তা ও গ্রুপ মডারেটর তাছলিমা আক্তারের সার্বিক সহযোগিতায় ওই শীত বস্ত্র বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের উপদেষ্টা সভাপতি ও রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও উপদেষ্টা সাধারণ সম্পাদক শামছুল আলম পাটোয়ারী, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক ফারুক, দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোরশেদুল আমিন বাবু, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাকিল আহম্মেদ সহ এসময় আরো উপস্থিত ছিলেন, মডারেটর মোঃ রাসেল মিয়া, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক কাউছার হোসেন, অর্থ সম্পাদক আবু তাহের, সাংবাদিক বেলায়েত হোসেন বাচ্চু, ফারুক পাটোয়ারী,পারভেজ হোসাইন, ইকবাল হোসেন, আব্দুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্যঃ উপস্থিত অতিথিরা সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের এরূপ উদ্যোগের জন্য প্রশংসা করেন। অতঃপর নেতৃবৃন্দ উপজেলার সকল ইউনিয়নের জন্য শীত বস্ত্র বিভিন্ন প্রতিনিধিদের হাতে তুলে দেন।




Winter storm in the United States, 4400 flights canceled

শীতকালীন শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ঝড়ের সঙ্গে তুষারপাত ও বাতাস বয়ে যাওয়ায় প্রায় চার হাজার ৪০০ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে দেশটি।

ঝড়ের কারণে বৃহস্পতিবার ও শুক্রবার এসব ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় দেশটি। এর মধ্যে শুক্রবার বাতিল করা হয়েছে ২১ শ টিরও বেশি ফ্লাইট।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রচণ্ড ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা আরও অনেক কমে যেতে পারে। এমন অবস্থায় চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।