The best officer-in-charge of Lakshmipur district is Mohammad Mosleh Uddin.

Md. Badiuzzaman (Tuhin):

At the monthly welfare meeting for November/2022 held at Lakshmipur District Police Lines, the Honorable Superintendent of Police of Lakshmipur District Police, Md. Mahfuzzaman Ashraf, nominated Lakshmipur Model Police Station Officer-in-Charge Mohammad Mosleh Uddin as the best officer-in-charge of Lakshmipur District in recognition of his excellence, including overall law and order control for the month of November.

Lakshmipur Model Police Station Officer-in-Charge Mohammad Mosleh Uddin expressed his gratitude to the guardian of Lakshmipur District Police, the worthy Superintendent of Police Md. Mahfuzzaman Ashraf, for nominating him as the best officer-in-charge of Lakshmipur District. He also expressed his gratitude to all the officers and forces of this police station.




Cultural activists are always a force for independence: Anwar Khan MP

Abu Taher, Ramganj Correspondent:

Lakshmipur-1 MP Dr. Anwar Hossain Khan said that cultural activists have always been a force in favor of independence. They have never stood against the spirit of the Liberation War and the independence of the country. There is no alternative to cultural practice to prevent fundamentalism, communalism and religious extremism. As a result of various initiatives taken by the current government, there has been a stir in the field of cultural practice in the last ten years.

He made these remarks while addressing the chief guest at a cultural program organized at the Ramganj Upazila Parishad auditorium on Friday night (December 16). During the event, posthumous tributes were paid to eight cultural workers for their invaluable contributions to art, literature and culture.

They are former Ramganj Municipality councilor Motahar Hossain Patwari, Awami League leader Shahjahan Master, music artist Swapan Chakraborty, Bishweshwar Saha, Radheshyam Patwari, Malay Nandi, Joydev Chandra Saha, Krishna Gopal Baul. Chief guest Anwar Khan MP presented the crest of honor to their family members at the event.

Presided over by Ramganj Upazila Executive Officer Umme Habiba Mira and presented by Upazila Secondary Academic Supervisor Sharif Ullah Shams, former mayor Belal Ahmed, freedom fighter Tosaddek Hossain Manik Mal, Upazila Chhatra League President Rabiul Islam Apu Mal, officers/employees of the Upazila administration, and cultural workers were also present.




Victory Day celebrated with due dignity in Bijbagh Union of Senbagh

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

Bijbagh Union No. 8 of Senbagh, Noakhali. Victory Day was celebrated with due dignity at the initiative of the League. In the first hour of Victory Day, the union's popular chairman, A. League leader Selim Uddin (Kajal), placed a wreath at the Shaheed Minar.




Victory Day celebration in Sonamuri Bargaon Union

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালীর সোনামুড়ী ৪ নং বারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কাশীপুর বাজারস্হ চেয়ারম্যান আ. লীগ নেতা শামছুল আলম বিএসসির ব্যক্তিগত কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান শামসুল আলম বিএসসি, আ. লীগ নেতা সোহাগ সহ প্রমুখ নেতৃবৃন্দ ।




Anwarul Haque, Noakhali correspondent of Daily Inquilab, is no more

মোঃ বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ

দক্ষিন জনপদের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক ইনকিলাবের নোয়াখালী ব্যুরো প্রধান এবং ইনকিলাব ব্যুরো প্রধান ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব আনোয়ারুল হক আনোয়ার আর নেই।
তিনি শুক্রবার বিকেলে আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৫৮)। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে
গেছেন।
তাঁর এই আকস্মিক ইন্তেকালে ইনকিলাব সম্পাদক, ইনকিলাব পরিবারের প্রতিটি সদস্য
,তাঁর নিজ জেলা নোয়াখালী সহ সারাদেশের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সদ্য মরহুম আনোয়ারুল হক আনোয়ার দৈনিক ইনকিলাবের জন্ম লগ্ন থেকেই পত্রিকাটির সাথে
যুক্ত হয়ে মৃত্যুকালীন পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। গত ৬ ডিসেম্বর দৈনিক ইনকিলাব সম্পাদকের
সাথে ব্যুরো প্রধানদের বৈঠককালে ইনকিলাবের উন্নয়নে সকলের জন্য
উদ্দীপনা মুলক বক্তব্য রাখেন।

সভার পরে অনুষ্ঠিত ব্যুরো প্রধান ফোরামের পুনর্গঠনকালে পুনরায় তিনি সদস্য সচিব পদে
পুনঃনির্বাচিত হন।
মরহুম আনোয়ারুল হক আনোয়ার দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব এম এ মান্নান ( রহঃ ) এবং সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন এর অত্যন্ত আস্থাভাজন ছিলেন।
সব সময় হাস্যোজ্জল এই মানুষটি সকল ব্যুরো প্রধান, জেলা সংবাদদাতার কাছে ছিলেন প্রিয় ভাজন।
ইনকিলাব সম্পাদকের শোক।।
মরহুম আনোয়ারুল হক আনোয়ারের আকস্মিক ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইনকিলাব সম্পাদক ইনকিলাব পরিবারের অভিভাবক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন।
শোক বার্তায় ইনকিলাব সম্পাদক বলেন, মরহুম আনোয়ারুল হক আনোয়ারের ইন্তেকালে পুরো
ইনকিলাব পরিবার শোকাহত।
তার এই অকাল প্রস্থান ইনকিলাবের জন্য এক অপুরনীয় ক্ষতি।
তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তাঁর বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন।
ব্যুরো প্রধান ফোরামের শোক।।

দৈনিক ইনকিলাব ব্যুরো প্রধান ফোরামের সভাপতি ও রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু, কোষাধ্যক্ষ রবিউজ্জামান, চট্টগ্রাম ব্যুরো প্রধান শফিউল আলম ও বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম সেলিম, বরিশাল ব্যুরো প্রধান নাছিম উল আলম,
দিনাজপুর ব্যুরো প্রধান মাহফুজুল হক আনার,বগুড়া ব্যুরো প্রধান মহসিন রাজু, খুলনা ব্যুরো প্রধান ডিএম রেজা সোহাগ, যশোর ব্যুরো
প্রধান সাহেদ রহমান, সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমিন,কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক এবং ময়মনসিংহ ব্যুরো প্রধান শামসুল আলম খান মরহুম আনোয়ার আনোয়ারুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।
মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই শোক বার্তায় বলা হয় ইনকিলাব ব্যুরো প্রধান ফোরাম সব সময় মরহুমের পরিবারের সাথে থাকবে ইনশাআল্লাহ।




Great Victory Day celebrated in Rajivpur

সাব্বির মামুন, (কুড়িগ্রাম) সংবাদদাতা:

আজ ১৬ই ডিসেম্বর শুক্রবার মহান বিজয় দিবস । কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে । লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় এ দিনটি উৎসাহ , উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়।

আনুষ্ঠানিক ভাবে সকল প্রস্তুতি শেষে সকাল ১১ ঘটিকায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই সরকার, হুমায়ুন কবির ছক্কু, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ চর রাজিবপুর উপজেলা শাখা, চর রাজিবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, বেলাল সরকার, ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, রাজিবপুর, রফিকুর ইসলাম, কৃষি কর্মকর্তা ও আব্দুর রউফ মাধ্যমিক শিক্ষা অফিসার প্রমুখ ।




বিজয়ের মাসেও বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করছে: আনোয়ার খান এমপি

Abu Taher, Ramganj Correspondent:

বিজয়ের মাসেও বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করছে। তারাই মহান বিজয় দিবসের উদযাপন নস্যাৎ করার জন্য এখনো চক্রান্ত করছে বলে মন্তব্য করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।
তিনি বলেন, বিএনপি এদেশের বিজয়কে, স্বাধীনতাকে বির্তকিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সুকৌশলে তাদের প্রভুদের ইঙ্গিতে সমস্ত অপচেষ্টা করতে থাকে। জনগণ সব সময় অপশক্তিকে প্রতিরোধ করেছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আগামী দিনেও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে কবর রচনা করবে।’

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অশুভ শক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে প্রতিহত করবো। বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হবে এই অপশক্তিকে সম্পূর্ণভাবে পরাজিত করা।

এদিন, দুপুরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করেন রামগঞ্জ উপজেলা প্রশাসন। এতে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরীফ উল্লা সামছ্ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাংসদ ড. আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন- রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক প্রমুখ।
এছাড়া রামগঞ্জ সরকারি কলেজ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এমপি আনোয়ার খান। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর উমেশ চন্দ্র লোধ।




Actor Palash got married

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ বিয়ে করেছেন। বেশ কিছুদিন আগে ঘরোয়া আয়োজনে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন পলাশ নিজেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবা-মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।’

পলাশ আরও জানান, ঘরোয়া পরিসরে অনাড়ম্বর আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়া কেউ ছিলেন না। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে তাদের।




Two BNP groups hold rally and wreath laying ceremony in Ramganj on Victory Day

Abu Taher, Ramganj Correspondent:

Today is the great Victory Day. A rally and wreath-laying ceremony have been organized by two groups of Ramganj Upazila and Municipal BNP to mark the day.
After a rally on Ramganj-Haziganj Road on Friday morning, they laid wreaths at the Victory Pillar adjacent to Sonapur Crossroads.

Present at the event were Ramganj Upazila BNP General Secretary Mahbubur Rahman Bahar, Joint Convener GS Monowar Hossain, Municipal BNP Convener Sheikh Kamrul, Municipal BNP Joint Convener Tofail Ahmed, Adv Tofazzal Hossain Bachchu, Aurangzeb Bablu, former Upazila Jubo Dal President Gias Uddin Palash, former General Secretary Kabir Hossain Kanon, Municipal Jubo Dal General Secretary Chattar Majumder, Jubo Dal leaders A. Aziz, A. Rahman, Mizan, Kausar Mal, Jamil Chowdhury, Volunteer Party Convener Dulal Hossain, Joint Convener Khorshed Rabbani, Municipal Sramik Dal Convener Md. Alam Mia, Upazila Chhatra Dal Convener Zahir Raihan Babu, Member Secretary Rakib Hossain.
On the other hand, upazila BNP's dismissed BNP leader Shahbuddin Turki, VP Abdur Rahim, former municipal BNP convener Zakir Hossain Molla, joint convener Tofazzal Hossain Bachchu, member secretary Mia Alamgir Hossain, upazila Chhatra Dal member secretary Rakib Hasan, municipal Chhatra Dal convener Shahin Alam Munna, member secretary Humayun Kabir Saddam, municipal Jubo Dal leader Sumon Chowdhury, Sheikh Pintu, Russell Bhuiyan, leaders and activists of different groups of upazila and municipal BNP laid wreaths at the Victory Column.




Sayem, Organizing Secretary of Lakshmipur District Volunteer League

Abu Taher, Ramganj Correspondent:

লক্ষ্মীপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও রামগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সায়েম হোসাইন।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ মাহাবুব ইমতিয়াজ এ অনুমোদন দেন।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া ও লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ মাহাবুব ইমতিয়াজ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সময় সায়েম হোসাইন বলেন, আমি আমার উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সাবেক ছাত্রলীগ ও উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ছিলাম । আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যেতে চাই। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাবো।