Another former BNP MP sentenced to 8 years in prison

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মসিউর রহমানকে ১০ বছর কারাদণ্ড দেওয়ার পর এবার ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের বিএনপির আরেক সাবেক সংসদ সদস্য আবদুল ওহাবের ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জ্ঞাত আয় বহির্ভূত ৯৩ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় সোমবার যশোর স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন। এর আগে, ২০০৮ সালে এই মামলাটি দায়ের করে দুদক।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল ওহাব ঝিনাইদহ-১ আসনের দুই মেয়াদের সংসদ সদস্য ছিলেন।

এর আগে, গত ২৫ অক্টোবর একই আদালত দুদকের মামলায় সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমানকে ১০ বছর কারাদণ্ড দেন। একই সঙ্গে তার জ্ঞাত আয় বহির্ভূত ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।




Painting by Ahmed Shehzad Zian

লক্ষ্মীপুর: আহমেদ সেহজাদ যিয়ান লক্ষ্মীপুরের কাকলী শিশু অংকনের প্লে শ্রেনির ছাত্র। সে জেলার কমলনগর উপজেলা চর ফলকন এলাকার বাসিন্দা ও সাংবাদিক সাজ্জাদুর রহমানের ছেলে।




Firearms recovered in Lakshmipur

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র (এসএমজি) উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ অক্টোবর) বিকেলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার চর আলগী এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রামগতি থানার আলেকজান্ডার এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে চর আলগী থেকে একটি এসএমজি উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।




Child theft from Lakshmipur Hospital, 1 arrested

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে হাসপাতাল থেকে ৪ মাসের এক শিশুকে চুরি করে পালিয়ে যাবার সময় ছালেহা নামের এক মহিলাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার রাত সাড়ে দশটার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ছালেহা নামের ওই মহিলাটি দুপুর থেকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করছিল। রাত ১০টার দিকে হাসপাতালটির ৪র্থ তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে এসে সুফিয়া নামের একরোগীর মেয়ে জান্নাতুল ফেরদৌসের (জান্নাত) সাথে সক্ষতা গড়ে তোলে অভিযুক্ত ছালেহা বেগম।

এক পর্যায়ে জান্নাতের কোলে থাকা তার ৪ মাসের শিশু পুত্রকে কোলে নিয়ে কৌশলে পালিয়ে যায় সে। এ সময় শিশুটিকে নিয়ে হাসপাতালের প্রধান ফটক ত্যাগ করার সময় কর্তব্যরত নার্স ও হাসপাতালে ভর্তিকৃত রোগীদের স্বজনরা ছালেহাকে হাতে নাতে আটক করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে ছালেহাকে আটক করে থানায় নিয়ে যায়।




Cultural events to be held while schools are closed

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলাতে চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান হয়েছে। অনুষ্টান চলাকালীন সময়ে বিকট শব্দের কারণে পাশের চর মেহের সরকারী প্রাথমিক বিদ্যালয়েও কোন পাঠদান দিতে পারেনি শিক্ষকরা। ফলে অভিভাবকদের মাঝে অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।

বৃহস্প্রতিবার ( ২৯ অক্টোবর ) সকাল ১০ টায় শুরু হয়ে ৩ টা পর্যন্ত চলে। রামগতির প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তা স্কুলের শ্রেণীকক্ষে  এ গান বাজনা অনুষ্ঠিত হয়। একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগে এবছর প্রায় সময় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে নাই। এছাড়া সরকারি অন্যান্য ছুটি থাকায় বছরের বেশিরভাগ সময়ই স্কুল বন্ধ থাকে। আবার ক্লাস বন্ধ রেখে এরকম গানের অনুষ্ঠানে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।

এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আবদুল মতিন জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চিঠির আলোকে এ অনুষ্ঠান হয়েছে।

মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি মাইক চালিয়ে গান বাজনা চালানোর জন্য অনুমতি দেইনি। ঐ স্কুলের পাশে প্রাথমিক স্কুল আছে তা আমার জানা নাই।




Madrasa teacher arrested for sexually harassing student

Lakshmipur:

লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানের শিক্ষক ইমাম হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে জানান, শিক্ষক ইমামের কাছে মাদ্রাসার ছাত্রীরা কৃষি বিষয়ে প্রাইভেট পড়তো। প্রাইভেট শেষে ওই শিক্ষক শিক্ষার্থীদের প্রায় সময় ডেকে একটি কক্ষে নিয়ে একাধিকবার যৌন হয়রানি করেছে। এছাড়া ফ্রি প্রাইভেট পড়ানোর কথা বলেও ছাত্রীদের যৌন হয়রানির চেষ্টা করেছেন তিনি।

যৌন হয়রানির শিকার ভুক্তভোগী ছাত্রীরা মাদ্রাসা সুপারের নিকট দুইবার লিখিত অভিযোগও করেছে। পরে মাদ্রাসা সুপার আতিকুর রহমান অভিযুক্ত শিক্ষক ইমামকে দুই দফায় কারণ দর্শানোর নোটিশ দেন।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয়রা।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আবুল কাশেম  জানান, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময় ছাত্রীদের যৌন হয়রানি করতো বলে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষক, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে শিক্ষক ইমামকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




Attack on Khaleda Zia's convoy

BNP Chairperson Khaleda Zia's convoy was attacked in Feni on her way to Cox's Bazar to meet Rohingya refugees fleeing Myanmar.

BNP Student Affairs Secretary Shahid Uddin Chowdhury Annie alleged that the attack took place in Debipur, Fatehpur area of Feni, around 5 pm on Saturday.

He said the attack occurred on the vehicle of media personnel in the BNP Chairperson's convoy.

However, there were no immediate reports of casualties in the incident. It is learnt that despite the attack, all the vehicles in the convoy, including Khaleda Zia's, quickly left the scene without stopping anywhere.




Weapons recovered, 6 arrested in Lakshmipur's Ramganj clash

Lakshmipur: Police have arrested six people in connection with a clash between two factions of Jubo League in Ramganj, Lakshmipur. An LG and a chapati were recovered during the clash. They were arrested from different places in the upazila on Saturday (October 28) morning.
The arrested are Tuhin, Arif Hossain, Chayan, Sumon, Saiful Islam and Palash. The police said that the arrested are workers of Jubo League and Awami League.
Earlier, on Friday (October 27), a clash and shooting incident took place at around 8 pm in Athakra Bazar of Bholakot Union of the upazila between supporters of Upazila Jubo League Senior Vice President and local UP Chairman Bashir Ahmed Manik and supporters of Ward No. 6 Jubo League President Mohin Driver over the issue of dominance. In this, 4 people were injured, including 2 people named Emran and Kabir, who were shot.

Ramganj Police Station Officer-in-Charge (OC) Mohammad Tota Mia confirmed the arrest of six people and the recovery of weapons, saying that preparations for the case are underway at the police station.

 

 

 




Rally discussion meeting on Community Policing Day in Lakshmipur

Lakshmipur: Community Policing Day 2017 is being celebrated in Lakshmipur with a colorful rally and discussion meeting under the slogan 'Police are the people, people are the police'.

On Saturday (October 28) morning, a colorful rally, initiated by the District Community Policing Cell, started from the Lakshmipur Police Superintendent's office premises and circled the main roads of the city. Later, everyone gathered for a discussion meeting at the Model Police Station.

Superintendent of Police ASM Mahtab Uddin, Additional Superintendent of Police Anirban Chakma, DI One Iqbal Hossain, Officer-in-Charge of Sadar Police Station Lokman Hossain, Community Policing Cell District President Syed Ziaul Huda Apu, General Secretary Zakir Hossain Bhuiyan Azad and others were present at the time.
During the event, speakers said that it is possible to eradicate drugs, terrorism, and militancy through building bridges between the police and the public.




Community Policing Day celebrated in Kamalnagar

Lakshmipur: With the slogan "Police is the people, people are the police", Community Policing Day was celebrated in Kamalnagar-Ramgati of Lakshmipur through a colorful rally and discussion meeting. On Saturday (October 28), a colorful rally started from Hazirhat Coastal Degree College at 10 am and circled the market. After the rally, a discussion meeting was held in the college auditorium. Additional Superintendent of Police Khandaker Shah Newaz was the chief guest. Kamalnagar Police Station Officer-in-Charge (OC) Akul Chandra Biswas presided over the event, and Hazirhat Coastal Degree College Principal Abdul Motaleb, Hazirhat Degree Madrasa Principal Zayed Hossain Farooqui, Hazirhat Union Parishad (UP) Chairman Md. Nizam Uddin were the special guests.