New committee of Kaler Kantha's Shuvo Sangha

 

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের প্রত্যয় লক্ষ্মীপুর প্রতিনিধি সর্বনাশা মাদকের বিরুদ্ধে সামাজিক ও পারিবারিক আন্দোলনগড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন কালের কন্ঠ’র পাঠক সংগঠন শুভ সংঘের লক্ষ্মীপুর জেলার নতুন কমিটি।

গত মঙ্গলবার বিকেলে ভালো কাজে সবারপাশে শ্লোগান নিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভার শুরুতে কালের কন্ঠ’র জেলা প্রতিনিধি কাজল কায়েস শুভসংঘ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।এতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিনডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কার্তিক সেনগুপ্ত ও সাধারণসম্পাদক হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় লক্ষ্মীপুর জেলা’র সংগঠক মেহেরুল হাসান রাজুকে মনোনীত করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা করা হয়েছে অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, উপদেষ্টা এডভোকেট মিজানুর রহমান, সৈয়দ মোজাম্মেল হক মিলন, মোশারফহোসেন পাটওয়ারী ও এম এ রহিমকে।কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি এডভোকেট আনোয়ার হোসেনমৃধা, হাবিবুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্যাহ সানু, আকরাম হোসেন তকি, সাংগঠনিক সম্পাদক মোঃহাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল উদ্দিন বাবলু, কোষাধ্যক্ষরেজাউল করিম পারভেজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নিজামউদ্দিন রুপক, সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান জুয়েল, ক্রীড়াসম্পাদক ফজলে রাব্বি, নারী বিষয়ক সম্পাদক ইসমত আরা আখিঁ,কার্যকরী সদস্য জাহাঙ্গীর আবেদ রাজু, সমীর কর্মকার, জামালউদ্দিন রাফি, মারুফ বিন জাকারিয়া, ফয়েজ আহমদ, উজ্জল মজুমদার,তায়েব উদ্দিন শান্ত, মিনহাজ হোসেন পাভেল, আলিম উদ্দিন পিন্টু,সুমন দাস ও জোবায়েদ হোসেন বাবু।সভায় বক্তারা বলেন, তরুণ প্রজম্ম প্রতিনিয়ত সর্বনাশা মাদকেআক্রান্ত হচ্ছে। এনিয়ে ঘরে-ঘরে অশান্তি দেখা দিয়েছে। এর থেকেমুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক ওপারিবারিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষএগিয়ে আসলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।




Youth arrested for insulting Bangabandhu and Prime Minister in Ramgati

 

Lakshmipur:
Police have arrested a young man named Md. Raihan Uddin (25) in Ramgati, Lakshmipur, for insulting Bangabandhu Sheikh Mujibur Rahman and Prime Minister Sheikh Hasina on Facebook.

On Wednesday (September 27) afternoon, Upazila Jubo League President Mejbah Uddin (VP Helal) filed a case against him at Ramgati Police Station under the Information Technology Act. Earlier, police arrested Raihan Uddin from his own house on Tuesday night.

Raihan Uddin is the son of Abul Hasem of Tumchar village in Char Ramiz Union of Ramgati Upazila.

The plaintiff in the case, Upazila Jubo League President VP Helal, said, "Recently, the young man insulted Bangabandhu Sheikh Mujibur Rahman and Prime Minister Sheikh Hasina in the comments box of the status of Upazila Awami League General Secretary Abdul Wahed and my personal social media Facebook ID. When I complained to the police station about this, the police arrested him."

Ramgati Police Station Officer-in-Charge (OC) Iqbal Hossain said a case has been filed at the police station regarding the incident. He will be arrested and sent to court in that case.




Assembly and inauguration of the Secondary Teachers' Association in Kamalnagar

Lakshmipur: An introduction meeting and inauguration ceremony for the newly elected committee of the Secondary School Teachers' Association has been organized in Kamalnagar, Lakshmipur.
The rally was organized on Wednesday (October 27) afternoon at the Upazila Toaha Memorial Girls' High School grounds.
At the beginning of the program, the leaders of the newly elected teachers' association welcomed the chief guest with flowers.
Lakshmipur-4 (Ramgati and Kamalnagar) MP Mohammad Abdullah Al-Mamun (MP) was the chief guest, with AKM Zahed Billah, president of the Upazila Secondary Teachers' Association and principal of Towaha Smriti Girls' High School, in the chair.
Special guests were Kamalnagar Upazila 14-Party Unity Alliance President Advocate Anwarul Haque, Kamalnagar Police Station Officer-in-Charge (Investigation) Mohammad Alamgir Hossain, Upazila Education Officer (Acting) Mohammad Touhidul Islam, former headmaster Master Mohammad Altaf Hossain, Torabganj Union Parishad Chairman Faisal Ahmed Ratan, and Charmartin Union Parishad Chairman Mohammad Yusuf Ali Mian Bhai.
Meanwhile, at the meeting of the teachers' association, the chief guest assured of providing a grant of 1 lakh taka for the development of the association and later on, financial assistance including land for the construction of the organization's building.
Moderated by Mohammad Mizanur Rahman Manik, Vice-President and Headmaster of the Secondary Teachers' Association, the event was addressed by freedom fighter Master Mohammad Mofiz Ullah, Assistant Teacher of Charjangalia SC High School Tapas Chandra Das, and Assistant Teacher of Fazumiarhat High School Mohammad Abul Kalam, among others.




Inauguration of house construction work in Ramgati

Lakshmipur:

“ আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার ” এমন শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যেগের মধ্যে অন্যতম আশ্রয়ন প্রকল্প-২ সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণ কর্মসূচীর আওতায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাস্তবায়নাধীন গৃহ নির্মাণ কাজের  উদ্ভোধন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা সন্মেলনকক্ষে শুভ উদ্ভোধন ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: আবদুল্যাহ আল মামুন এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুর ওয়াহেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম।বক্তব্য রাখেন বড়খেরী ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান মাহমুদ ফেরদৌস, রমিজ ইউপি চেয়ারম্যানগোলাম সারওয়ার, চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন প্রমূখ। মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ রামগতি উপজেলাধীন ২৩৯ টি গৃহ নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন।




লক্ষ্মীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

লক্ষ্মীপুরের রায়পুরে শাহিদা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে তার স্বামী আনোয়ার হোসেন শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় অভিযুক্ত আনোয়ারকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা ১১ টার দিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাত ১১ টার দিকে রায়পুর উপজেলার মোল্লার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিদা বেগম স্থানীয় মৃত আব্দুর ছাত্তার হাওলাদেরের মেয়ে।
পুলিশ ও নিহতের চাচাতো ভাই কালু হাওলাদার জানায়, রায়পুর উপজেলার মোল্লার হাটের আখন বাজার এলাকায় দশ বছর পূর্বে শাহিদা বেগম ও আনোয়ারের বিয়ে হয়। এর পর থেকে আনোয়ার ঘর জামাই হিসেবে তার শশুর বাড়িতে থাকতেন। রবিবার রাতে পারিবারিক কলহের জের ধরে আনোয়ার তার স্ত্রী শাহিদাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি হত্যা, এঘটনায় তার স্বামী আনোয়ারকে আটক করা হয়েছে, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।




লক্ষ্মীপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল্যয়ন পরীক্ষা

Lakshmipur:

আলোকিত মানুষ চাই, এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) Ñ এর উদ্যেগে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিতে সকল মাদ্রাসা ও স্কুলে বার্ষিক মূল্যয়ন পরীক্ষা ২০১৭ অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা সাড়ে ১১ টায় এ মূল্যয়ন পরীক্ষা পরিদর্শন করেন কমলনগরে প্রোগ্রাম কো-অডিনেটর কাজী মঞ্জুর হোসেন , রামগতিতে প্রোগ্রাম অফিসার পিন্টু কুমার ও শিশু কিশোর একামেীর প্রধান শিক্ষক মুহাম্মদ নোমান ছিদ্দীকী।

শিক্ষার্থীরা জানান, এ আয়োজনের মাধ্যমে উন্নত মানের ইংরেজী ও বাংলা বই অধ্যয়ন করার সুযোগ পাচ্ছি। নতুন নতুন শব্দ আয়ত্ব করে শব্দ ভান্ডার সমৃদ্ধ ও পাঠের প্রতি মনোযোগী হচ্ছি।

শিশু কিশোর একামেীর প্রধান শিক্ষক মুহাম্মদ নোমান ছিদ্দীকী জানান. উন্নত মানবিক চেতনা, বড় স্বপ্ন, দৃষ্টিভঙ্গি ও মুল্যবোধ সঞ্চারিত করতে পারলে শিক্ষার্থীরা আধুনিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি পাঠ্যপুস্তুকের বাইরে এ ধরনের মূল্যয়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে সফল হবে।




লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে অস্ত্রের মুখে অপহরণ

Staff Correspondent:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআবদুল্লাহ ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক মো. আইয়ুব আলীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে অপহরণ করছে সন্ত্রাসীরা। রোববার ভোররাতে চরগজারিয়ার চেয়ারম্যান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ সকালে মৌলভী চর এলাকায় অভিযান চালিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়খালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থায় আশংকাজক বলে জানিয়েছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল জানান, আইয়ুব আলী চরআবদুল্লাহ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক। খোকন বাহিনীর সন্ত্রাসীরা তাকে বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপন দাবি করে। মুক্তিপণের টাকা না দেয়ায় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে মৃত ভেবে ফেলে যায় খোকন বাহিনীর সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। এছাড়া আইয়ুব আলী ওই ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচন করছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত যুবলীগ নেতাকে গুরুতর আহত অবস্থায় মৌলভীর চর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে কুপানোর চিহ্ন রয়েছে। আইয়ুব আলীর অবস্থায় আশংকাজনক। ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।




Meghna river protection dam collapses for the fourth time in Kamalnagar!

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে আবারও ধস দেখাদিয়েছে । এ নিয়ে গত তিন মাসে নির্মাণাধিন বাঁধে চার বার ধসনামে । অনিয়মের মধ্য দিয়ে নিন্মমানের কাজ করায় বার-বার বাঁধে ধস নামছে বলে স্থানীয়দের অভিযোগ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কমলনগরের মাতাব্বরনগর মেঘনা নদীর তীর রক্ষা বাধে গিয়ে দেখা যায়। বাধের দক্ষিণে অংশ ধসে গেছে । এতে ওই বাধের প্রায় ১০০ মিটার নদীতে ধসে পড়েছে। তাৎক্ষণিক ধস ঠেকাতে ঠিকাদারী প্রতিষ্ঠান বালু ভর্তি কিছু জিও ব্যাগ ডাম্পিং করেছে। এর আগে দুপুরে তীর রক্ষা বাধে ধস নামে। একই ভাবে কয়েক দিন পর-পর নদীর তীর রক্ষা বাধে ধস দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান তীর রক্ষা বাঁধে নদীর ভিতরে ৪৫ মিটার জিও ব্যাগ (বালু ভর্তি বিশেষ ব্যাগ) ও ব্লক যাথযথভাবে ডাম্পিং না করে বাঁধ নির্মাণ করে। এছাড়াও নিম্মমানের বালু ও জিও ব্যাগ ব্যবহারের অভিযোগ রয়েছে। যে কারণে জুন মাসের শেষের দিকে বাঁধে প্রথমবার ধস নামে। এরপর ২৬ জুলাই ফের ধস নামে। পরবর্তীতে আগস্টে মাসেও আবার ধসনামে।

স্থানীয়দের অভিযোগ, শুরু থেকে বাঁধ নির্মাণ কাজ অনিয়মের মধ্যে হয়ে আসছে। যথাযথ বালু ও জিও ব্যাগ ব্যবহার না করে নিন্মমানের ব্যবহার করায় এনিয়ে চার বার তীর রক্ষা বাধে ধস নেমেছে। এছাড়াও অন্যত্র থেকে মা্টি সংগ্রহ করে বাঁধ নির্মাণ করার কথা থাকলেও নদীর তীর থেকে মাটি উত্তোলন করে বাঁধ নির্মাণ করায় বার-বার বাধে ধস নামছে।ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এজিএম মাসুদ রানাবলেন, নদীতে পানির উচ্চতা বেড়েছে। তীব্র জোয়ারও আছে। ভাটার টানেবাধে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্রুত বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করেছি । আশা করছি বাধ এখন ঝুঁকি মুক্ত।
এ ব্যাপারে রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গাজী ইয়ার আলীর সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করা হয়েছে। তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। ২০১৪ সালে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের জন্য ১৯৮ কোটি টাকা বরাদ্দ দেয়সরকার। বরাদ্দকৃত টাকায় কমলনগরে এক কিলোমিটার, রামগতির আলেকজান্ডারে সাড়ে তিন কিলোমিটার ও রামগতিরহাট মাছঘাট এলাকায় এক কিলোমিটার বাঁধ নিম্মাণ হওয়ার কথা। ২০১৫ সালের ১ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৯ইঞ্জিনিয়ারি কনস্ট্রাকশন ব্যাটালিয়ন আলেকজান্ডার এলাকায় ভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজ শুরু করে সাড়ে তিন কিলোমিটার সফলভাবে বাস্তবায়ন করে। এদিকে ওই বরাদ্দ থেকে ৪৮কোটি টাকায় কমলনগরে এক কিলোমিটার কাজ পায় নারায়নগঞ্জ ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং লিঃ। অর্থবরাদ্দের দুই বছর পর ২০১৬ সালের শুরুর দিকে প্রতিষ্ঠানটি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংকে দিয়ে কাজ শুরু করে।

কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে ধস, নিম্মমানের কাজের অভিযোগ

কমলনগরকে রক্ষা করা যাবে তো!




Distribution of scholarships and materials among meritorious students in Lakshmipur

Staff Correspondent:
Educational materials were provided to meritorious students of Pratapganj High School in Lakshmipur and scholarships were provided to economically backward poor students. The program was organized at the school auditorium on Saturday at 11 am.
The scholarship awarding and educational material distribution ceremony organized by the Dhaka Forum of Pratapganj High School alumni was presided over by the President of the School Managing Committee, freedom fighter Alhaj M Alauddin.

The chief guest was eminent industrialist and former student of the school, Saidur Rahman. The special guests were Dr. Md. Nazrul Islam, former student of the school and child health specialist, Makshudur Rahman Swapan, eminent industrialist and former student of the school, Omar Faruk Bachchu, Deputy Assistant Land Officer of Dhaka, Convener of Dhaka Forum of Former Students and Deputy Director of Narsingdi Agriculture Department, Agriculturist Dr. Md. Jamal Uddin, Supreme Court lawyer, Adv. Helal Amin, General Secretary of Chandraganj Bazar Management Committee, Mao: Md. Abdul Quddus. The welcome speech was delivered by the school's headmaster, Md. Sirajul Islam.
The program, moderated by Mohiuddin Bulu, joint convener of the school's alumni forum, was also attended by former student and retired audit and account officer Md. Nurnabi, vice-president of Lakshmipur District National Party Shamsuddin Patwari, former student and headmaster of Pratapganj Government Primary School Kazi Md. Mostafa Kajal, police officer cadet Mohiuddin working in the intelligence wing of the Police Headquarters, former student and president of Chandraganj Press Club, journalist Md. Ali Hossain, president of the Lakshmipur District Branch of the Ex-Cadet Association Nasir Uddin, former students Kamruzzaman Nizam, Babul Hossain and Ainul Ahmed Tanvir, among others.
After the discussion, the guests distributed cash and educational materials as scholarships among 63 students from grades 6 to 10. A large number of students, parents, and teachers of the school were present at the time.




Triennial conference of the Teachers' Association in Lakshmipur

Staff Correspondent:
The triennial conference of the Lakshmipur district branch of the Bangladesh Teachers' Association (Principal Md. Kamruzzaman) has been held. The conference was organized at the hall of Lakshmipur Collegiate High School on Friday (September 22) afternoon under the initiative of the District and Sadar Upazila Teachers' Association.
Lakshmipur District Branch President Md. Momin Ulya presided over the event, with Municipality Mayor M. A. Taher as the chief guest.
The conference was inaugurated by Lakshmipur Government College Principal Main Uddin Pathan.
Moderated by District Teachers' Association Organizing Secretary Kamrul Islam, the conference was addressed by Bangladesh Teachers' Association Central President Principal MA Awal Siddiqui, Vice President Shafi Ulya Khan, District Awami League Organizing Secretary Advocate Abul Bashar, Judge's Court Assistant PP Advocate Babu Premdhan Majumder, Yusuf Jalal Kismat, former District Chhatra League President Abul Kashem Mizan and District Independence Teachers' Council Convener Mahbubur Rashid Chowdhury. In addition, the principals and assistant principals of secondary educational institutions in the district were present at the conference.
The speakers said that teachers should always strive to improve the quality of education and implement digital education in all fields. They called on the people to gather under the flag of the Bangladesh Teachers' Association led by the late teacher leader Kamruzzaman to demand the nationalization of teachers' jobs.