Elon Musk-Zuckerberg War of Words

Social media platforms Facebook, Messenger and Instagram were out of service on Tuesday night. Meta's popular social media platform Facebook was down for about an hour and a half. The social media platform was down from 9pm to 10:30pm Bangladesh time on Tuesday. Facebook users were unable to log in to their accounts due to a technical glitch. This caused a global uproar. As users became concerned about their IDs and important information, a war of words broke out between the two social media rivals.  

In this regard, Mark Zuckerberg, CEO of Meta, the parent company of Facebook, Instagram, WhatsApp, Messenger and Threads apps, wrote on his handle on the social media platform X (formerly Twitter) at 9:39 pm, "Chill guys, wait a few minutes, everything will be fine."




'Fake MP' arrested with 2 accomplices from Sangsad Bhawan

‘এমপি মিজানুর’ পরিচয়ে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে দুই সহযোগীসহ এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে প্রতারক চক্রের তিনজনকে আটক করেন সংসদের নিরাপত্তাকর্মীরা। তারা রাজধানীর শেরেবাংলা নগর থানা পুলিশের হাতে তিন দিনের রিমান্ডে আছে।

ইউরোপের দেশ কসোভো পাঠানোর কথা বলে অন্তত ৪০ জনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। ভুয়া এমপি শামীমুর রহমান ওরফে আতিক ওরফে এমপি মিজানুরের এই কাজে সহযোগিতা করেছেন সংসদ সচিবালয়ের মাস্টাররোলে নিয়োগ পাওয়া কম্পিউটার অপারেটর রাহুল হোসেন। তাঁর মাধ্যমে সংসদে প্রবেশের পাস সংগ্রহ করে কথিত এমপি সংসদে নিয়মিত আসা-যাওয়া করতেন। পাশাপাশি বিদেশ যেতে ইচ্ছুক অসংখ্য মানুষকে সংসদের গেট পাস দিয়ে ভেতরে প্রবেশের সুযোগ দিয়ে ধোঁকা দেওয়া হয়েছে।

প্রতারণার শিকার বরগুনার মেহেদী হাসান, নাটোরের নাহিদুল ইসলাম ও হবিগঞ্জের আমিনুল হক বাদী হয়ে শামীমুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসেন খান বুধবার রাতে সমকালকে জানিয়েছেন, বৃহস্পতিবার আসামিদের তিন দিনের রিমান্ড শেষ হবে। এমপি পরিচয় দেওয়া এবং প্রতারণা করে ১৬ লাখ ৯২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।

মামলার বাদী মেহেদী হাসান জানান, শামীমুর রহমান ওরফে মিজানুরের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার জগৎপুরে। ঢাকায় তিনি মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে বাস করেন। প্রতারণায় তিনি স্ত্রী মৌটুসি রহমানকেও জড়িত করেছেন। মিজানুরের অন্যতম সহযোগী হিসেবে ছিলেন সংসদ সচিবালয়ের মাস্টাররোলে নিয়োগ পাওয়া কম্পিউটার অপারেটর রাহুল হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইনের কমালপুরে। ঢাকায় তিনি মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ে বাস করেন।

মেহেদী হাসানের অভিযোগ, শামীমুর রহমান নিজেকে এমপি মিজানুর হিসেবে পরিচয় দিয়ে সরকারিভাবে চাকরি দিয়ে কসোভো পাঠাবেন বলে সংসদ ভবনের কম্পিউটার অপারেটর রাহুলের মাধ্যমে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কম্পিউটার কক্ষে নিয়ে রক্তের নমুনা সংগ্রহ করেন। মিজানুর বিভিন্ন সময় মেডিকেল ফি বাবদ ৫ লাখ ৯৪ হাজার টাকা নেন। সর্বশেষ ২৯ ফেব্রুয়ারি সংসদ ভবনের ভেতরে পার্লামেন্ট ক্লাবের নিচতলায় ৬৬ হাজার টাকা নেন।
মামলার এজাহারে বলা হয়, মিজানুর ৪০ জনের কাছ থেকে মেডিকেল ফি বাবদ ৬ লাখ ৬০ হাজার টাকা নিয়েছেন এবং ২৩ জনের জরুরি পুলিশ ক্লিয়ারেন্স বাবদ ৯২ হাজার করে টাকা নিয়েছেন। কসোভো দূতাবাস থেকে একটি টিম বিদেশ যেতে আগ্রহীদের সাক্ষাৎকার নিতে আসবে বলে গত শুক্রবার পার্লামেন্ট ক্লাবের দ্বিতীয়তলায় মেটসেফ রেস্টুরেন্টে বসে ১৫ জনের কাছ থেকে ৯ লাখ ৪০ হাজার টাকা নিয়েছেন।

সাক্ষাৎকারের সময় দূতাবাসের কোনো টিম না থাকায় লোকজন মিজানুরকে সন্দেহ করতে শুরু করেন। এক পর্যায়ে তারা জানতে পারেন, মিজানুর ভুয়া এমপি এবং সাক্ষাৎকার বোর্ডে কসোভো দূতাবাসের প্রতিনিধি পরিচয়ে থাকা নারী তার স্ত্রী মৌটুসি রহমান।




Order to disconnect gas and electricity of unauthorized buildings

State Minister for Power, Energy and Mineral Resources Nasrul Hamid has ordered the disconnection of gas and electricity connections of unauthorized buildings. He gave the order at a briefing in Chittagong on Wednesday. On the same day, he inaugurated the data center of the prepaid meter project of Karnaphuli Gas Distribution Company.

The State Minister for Power said, "We must be aware so that accidents like Bailey Road do not happen again. Gas connections cannot be provided without the approval of the appropriate authority. Even if a connection is provided earlier, if it is used for illegal purposes, the connection will be disconnected. If commercial activities are carried out with the permission of a resident, if the fire extinguishing system is not proper, or if the design is violated, the gas and electricity connections of that building will be disconnected." Instructing the concerned in this regard, he said that gas connections will not be provided anywhere except in approved industrial areas.

Stating that all customers in Chittagong will be covered by prepaid meters within three years, the State Minister said, 'The meters that are being installed are from Japan. This program is being carried out with the assistance of JICA.' In response to a question, he said, 'The gas companies have more arrears in power plants and fertilizer factories. Several thousand crore taka have accumulated in these two sectors. If you want uninterrupted gas, you will have to pay the arrears. If the fertilizer factories do not pay the arrears, they will not be given gas.' Petrobangla Chairman Janendra Nath Sarkar was present at the time.

The State Minister for Power earlier visited the construction site of Bangladesh Petroleum Corporation's own building in Chittagong and the facilities of Padma, Meghna and Jamuna Oil Companies. He said, 'Uninterrupted oil transportation is being arranged throughout the country. Fuel oil unloading, storage and transportation will come under automation.' He said that oil pricing and management will be paperless and humanless. Experimental oil transportation is underway in the Single Mooring (SPM) line project. This will save about a thousand crore taka annually. Oil will be transported to Patenga depot through a pipeline from the deep-sea mother vessel in Maheshkhali.

The State Minister for Power said, "The depots are being automated. A pipeline is being built from Patenga to Godnail in Narayanganj. The tankers will also be modernized." He said, "There is going to be a big change in the price of fuel oil in the country today, Thursday. From now on, the price will be fixed in the first week of the month. If we can introduce automated management and operation, we will save money there too." BPC Chairman ABM Azad, along with the managing directors and senior officials of the companies, were present at the time.

Read more




Two-day Nazrul festival in Dhaka

The two-day 'Nazrul Festival 2024' is starting tomorrow at the capital's Gulshan Society Lake Park. The festival, organized by Bangladesh Nazrul Sangeet Sangstha, Gulshan Society and the Indira Gandhi Cultural Center of the Indian High Commission in Dhaka, will be inaugurated by Social Welfare Minister Dr. Dipu Moni. This is the third time this festival is being held.

About fifty artists from Bangladesh and India will perform songs in the event, the organizers announced at a press conference at the Sagar-Runi Auditorium of Dhaka Reporters Unity at 11:30 am on Wednesday.

Khairul Anam Shakil, general secretary of Nazrul Sangeet Sangstha and convener of the festival celebration committee, read out a written speech at the conference. Gulshan Society President Omar Sadat, festival coordinator Hitanshu Chakraborty, Kalpana Anam, Nazrul Sangeet Sangstha organizing secretary Mahmudul Hasan, among others, spoke at the event.

The press conference informed that the festival will feature songs, recitations and dances by national poet Kazi Nazrul Islam. Leading Nazrul music artists of Bangladesh including Khairul Anam Shakil, Yasmin Mushtari, Nasheed Kamal, Ferdous Ara will perform.

Monomoy Bhattacharya, Raghav Chatterjee, Pandit Tushar Dutt, Sriradha Banerjee, Payel Kar, Debarati Chakraborty will come to sing from India. In addition, many other famous artists from all over Bangladesh will also sing at this event.

Like every year, 125 Nazrul songs sung in pure tunes and lyrics will be officially released on YouTube during the festival. These songs, recorded with professional instruments, have been sung by vocalists from Bangladesh and West Bengal as well as North America and Australia.

Festival committee convener Khairul Anam Shakil said, "It is the demand of the hour to present the entire works of our national poet Kazi Nazrul Islam to the general public in a pure manner. We have been organizing 'Nazrul Utsab' every year to introduce the wider public to the ongoing activities we have undertaken to propagate Nazrul music in pure tunes and words. Our aim is to spread and develop the ideals and non-communal spirit of our beloved poet among the new generation through this festival."

He further said, "Various efforts are ongoing to prevent the distortion of Nazrul's songs. This mission has not been completely successful. But our efforts will continue. This festival will inspire the new generation of children. They will be able to know our national poet Nazrul Islam better. Everyone will know his philosophy of life, what he was like as a person, and what contribution he made to music."

Shanta Holdings is the title sponsor of the festival. M Habibul Basit, CEO of the company, said, "We are very happy to support such a good initiative. It is the responsibility of all of us to protect the literature and music of our national poet. Therefore, as a construction company, Shanta Holdings attaches great importance to its responsibility towards social welfare and cultural development."




Monir Khan was saved from the hands of a vicious gang!

The country's popular singer Monir Khan had said that his verified Facebook page was hacked on September 27 last year. He also took legal action to recover the page. After a long five months, the singer known as 'Anjana' breathed a sigh of relief. Finally, Monir Khan got his Facebook page back. The verified page was handed over to Monir Khan on March 2.

After that, the singer posted a status on Facebook. He wrote, 'Alhamdulillah, the Facebook page is finally free from the clutches of hackers. I was finally saved from the evil circle. The hacked verified page has been restored. This was possible because of the prayers and love of fans and well-wishers spread around the world. Many thanks to those who helped recover the page.'

The singer also wrote, "From now on, my viewers and listeners will once again receive regular updates on new songs. I will be able to communicate with them regularly."

Monir Khan's Facebook page has more than 2 million followers. He also has two YouTube channels, 'Monir Khan' and 'MK Music 24'. The National Film Award-winning artist regularly releases new songs on both channels.




BNP stands by Rashid's family, killed in one-point protest

বিএনপির সরকারবিরোধী এক দফা আন্দোলনে নিহত আব্দুর রশীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ মঙ্গলবার আব্দুর রশীদের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে এই অনুদান তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এছাড়া রশীদের সন্তানদের লেখাপড়ার দায়িত্বও নেন।

গত বছরের ২৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছাদ থেকে ফেলে রশীদকে হত্যা করা হয়েছে বলে দাবি দলটির। তিনি আদাবর থানার সাবেক যুবদল নেতা এবং আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ছিলেন। ওইদিন হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পিটিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে তাঁকে হত্যা করেছে বলে জানান আমিনুল হক।

তিনি জানান, আব্দুর রশীদের দুই শিশু সন্তান। এদের মধ্যে একজন তৃতীয় শ্রেণির ছাত্রী। আরেকজন দ্বিতীয় শ্রেণির ছাত্র। তাদের পুরো লেখাপড়ার পাশাপাশি অন্যান্য খরচও দল থেকে বহন করা হবে।

আমিনুল হক জানান, আন্দোলনের মধ্যে সারাদেশে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করতেই আব্দুর রশীদকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে।

আর্থিক সহায়তা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, মহানগর উত্তর বিএনপির নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, ফেরদৌসী রহমান মিষ্টি, মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।




BNP leader Shamsuzzaman Dudu is out of jail

জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ আটটি মামলা হয় বিএনপি এ নেতার বিরুদ্ধে। এর মধ্যে ১৮ ফেব্রুয়ারি পাঁচ মামলা ও ২০ ফেব্রুয়ারি তিন মামলায় তার জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

৫ নভেম্বর রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে একটি দল বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে শামসুজ্জামানকে তুলে নিয়ে যায়। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।




গণতান্ত্রিক ধারাবাহিকতা যারা নষ্ট করতে চায় তাদের বিপক্ষে ঐক্যবদ্ধ হতে হবে: নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের দেশকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে রক্ষা করতে হবে। যারা গণতান্ত্রিক চর্চা ও ধারাবাহিকতাকে নষ্ট করতে চায় তাদের বিপক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।’

বুধবার (৬ মার্চ) সকালে রাজধানীর মতিঝিল ‘সাউথ পয়েন্ট নগর ব্যায়ামাগার’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ, জাগ্রত বাংলাদেশ এবং বীরের জাতি হিসেবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলব। যে সোনার বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, সে সোনার বাংলাদেশ হবে ধনী-গরিবের বৈষম্যহীন একটি দেশ। শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক আত্মমর্যাদাশীল এবং সুন্দর শান্তিময় বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব, এই হলো আমাদের লক্ষ্য।’

নাছিম বলেন, ‘আমাদের দেশকে এগিয়ে নিতে হলে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হবে। মাদক নির্মূল করা গেলে তরুণ প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠবে। সন্ত্রাস, চাঁদাবাজের হাত থেকে বাংলাদেশ মুক্তি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অন্যতম লক্ষ্য হলো সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া।’

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে অভিযান পরিচালিত হচ্ছে তা অব্যাহত থাকবে। এর পাশাপাশি আমাদেরকেও মাদকের বিরুদ্ধে তৈরি থাকতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। মাদকের বিরুদ্ধে সফল হতে এই ব্যায়ামাগারগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যায়াম করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। তাদেরকে মাদক কখনোই আসক্ত করতে পারে না। মাদকমুক্ত বাংলাদেশ গড়া প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার।’

তিনি আরও বলেন, ‘এক সময় সুঠাম দেহের অধিকারী বডি বিল্ডারদের প্রাণকেন্দ্র ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পুরান ঢাকা। ঢাকাকে সেই পুরোনো ধারায় সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছে। তারা আগামী দিনে এমন আরও ব্যায়ামাগার নির্মাণ করে ঢাকা শহরকে মাদকমুক্ত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফিসহ স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।




Haley, the candidate of the Republican Party, stepped down

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত হলো ডোনাল্ড ট্রাম্পের। সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি ছিলেন ট্রাম্পের সবশেষ প্রতিদ্বন্দ্বী।

স্থানীয় সময় আজ বুধবার সকালে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন হ্যালি। এতে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হচ্ছে। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে থাকছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনএনর

‘সুপার টুয়েসডেতে’ অনুষ্ঠিত ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে (দলীয় প্রার্থী বাছাইয়ের) ১৪টিতে জয় পান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একমাত্র ভারমন্ট অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হ্যালি।

ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় হ্যালিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন। রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে থাকা এক ডজন প্রার্থীর মধ্যে হ্যালি ট্রাম্পের সবশেষ প্রতিদ্বন্দ্বী, যিনি সরে দাঁড়ালেন। সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, যারা ট্রাম্পকে সমর্থন করেননি, তাদের ভোট তাকে অর্জন করে নিতে হবে।

হ্যালির একজন উপদেষ্টা বলেন, যদিও সুপার টুয়েসডেতে হ্যালির টিম ভারমন্টে জয় পেয়েছে এবং ভার্জিনিয়ার শহরতলিতে শক্ত সমর্থন দেখাতে পেরেছে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে যে পরিমাণ ভোট পাওয়া দরকার, তা পাওয়া যায়নি।

এদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সুপার টুয়েসডেতে ১৪টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিও অনুষ্ঠিত হয়েছে। এর সব কটিতে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আমেরিকান সামোয়া অঞ্চলে অনুষ্ঠিত ককাসে হেরে গেছেন তিনি।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে দলের মনোনয়নপ্রত্যাশী বাইডেন যাঁর কাছে হেরেছেন, তিনি খুব স্বল্প পরিচিত একজন ব্যবসায়ী। তাঁর নাম জ্যাসন পামার।

প্রশান্ত মহাসাগরীয় ছোট অঞ্চল আমেরিকান সামোয়ায় ডেমোক্র্যাটদলীয় ককাসে ভোট পড়েছে ৯১টি। এর মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী পদে বাইডেনের প্রতিদ্বন্দ্বী জ্যাসন পামার পেয়েছেন ৫১টি ভোট। আর বাইডেন পেয়েছেন ৪০টি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পামার লিখেছেন, ‘আমেরিকান সামোয়ায় প্রেসিডেন্ট প্রার্থী পদের প্রাথমিক বাছাইয়ে আমার বিজয়ের খবর ঘোষণা করতে পেরে সম্মানিত বোধ করছি।’ তাঁকে সমর্থন দেওয়ায় স্থানীয় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আমেরিকান সামোয়ায় জয়লাভের মধ্য দিয়ে জ্যাসন পামার শুধু চারজন প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন। সেদিক থেকে প্রার্থী মনোনয়নের দৌড়ে তাঁর অবস্থান বাইডেনের ধারেকাছে নেই। সামোয়ায় হারলেও বাইডেনের প্রার্থিতা পাওয়ার ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না বললেই চলে।

এর আগে ২০২০ সালে আমেরিকান সামোয়া অঞ্চলে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে জয়ী হয়েছিলেন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। যদিও তিনি প্রার্থী হিসেবে মনোনয়ন পাননি।

প্রসঙ্গত, গত সপ্তাহে মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ডেমোক্র্যাট প্রাইমারিতে লক্ষাধিক নিবন্ধিত ভোটার ‘আনকমিটেড’ (ইচ্ছুক নই) ভোট দেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে বাইডেনের নিরঙ্কুশ সমর্থনের প্রতিবাদে এমন অবস্থান নেন এই ভোটাররা।




Body of schoolgirl found in Kaliganga river after 2 days of disappearance

মানিকগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ কালিগঙ্গা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম সামিয়া ইসলাম। সে মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বের হয় সামিয়া। বিকেলে তার মা কোচিং সেন্টারে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন সামিয়া সেখানে যায়নি। পরে বিভিন্ন স্থানে তাকে খোঁজ করা হলেও পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে তার পরিবার জানতে পারে, পৌরসভার ৯ ওয়ার্ডের চরবেউথা এলাকায় সামিয়ার স্কুল ব্যাগ পড়ে রয়েছে। পরে পরিবারের লোকজন স্কুল ব্যাগটি নিয়ে আসেন। এ ঘটনায় সদর থানায় নিখোঁজের বিষয়ে জিডি কর হয়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, সোমবার সকালে কুশেরচর এলাকায় নদীতে সামিয়ার মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।