Md. Shafiq (Abon)'s apple brand tops popularity in Dharmapur Union

Md. Badiuzzaman, Noakhali Correspondent:
নোয়াখালী সদরের ধর্মপুর ইউনিয়নে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছেে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা কোমর বেধে মাঠে নেমেছে । পোস্টারে পোস্টারে ছেড়ে গেছে ৮ নং ওয়ার্ড।

সরেজমিনে এলাকাবাসী জানায়,মোঃ সফিক অবন একজন সৎ নিষ্ঠাবান, ন্যায়পরায়ন, ধার্মিক ব্যক্তি। তিনি করোনা কালে ও এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার শীতার্ত মানুষের পাশে যথেষ্ঠ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার ওয়ার্ডে বিভিন্ন মসজিদ নির্মানে ও সংস্কারে ব্যক্তিগত পক্ষ থেকে রয়েছে তার ব্যাপক অবদান। এলাকায় গরিব দুঃখী মানুষ কে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের ব্যবস্হা করেছেন ।

তিনি ইউপি সদস্য নির্বাচিত হলে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা সহ সকল অনুদান সমান ভাগে বন্টন করে দিবেন। তিনি জানান, প্রবাস থেকে দেশে এসে দেখলেন এলাকায় উন্নয়ন মূলক কোন কাজ হয়নি। এবার ইউপি পরিষদ নির্বাচনে জনগনের জোর দাবিতে তিনি আপেল মার্কা প্রতীক নিয়ে মাঠে চষে বেড়াচ্ছেন। সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।




Begumganj Upazila Chairman Shahnaz Begum inspects son Rafi's development work on his instructions

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম কতৃক বরাদ্দকৃত উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিল হতে ১১ ডিসেম্বর ১৫ নং শরীফপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড এর মোক্তার ডাক্তারের বাড়ী সম্মুখ রাস্তা সিসিকরন ও নিজাম উদ্দিন মিয়াজী বাড়ির পুকুরের গাইড ওয়াল ও ঘাটলার নির্মান কাজ পরিদর্শন করেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা চেয়ারম্যান শাহনাজ বেগমের সুযোগ্য সন্তান ইমরান নূর রফি।




Charbhadrasen freedom fighter Md. Yusuf Ali Mollah buried with state honors

Faridpur District Representative –

ফরিদপুরের চরভদ্রাসেন বীর মুক্তিযোদ্ধা মো: ইউসুফ আলী মোল্যকে(৭৩) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার সকাল দশটার দিকে সদর ইউনিয়নের চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যদা প্রদান করা হয় ও জানাজা শেষে এম কে ডাঙ্গী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: খাইরুল ইসলাম, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, মো: ফকরুজ্জামান, শাহজাহান খান প্রমূখ।

তার বড়পুত্র জাহিদ মোল্লা জানান ব্রেন ষ্ট্রোক জনিত কারনে ১৪ দিন ফরিদপুরে চিকিৎসার পর তাকে গত বৃহস্পতিবার বাড়িতে নিয়ে আসা হয়। এর পর শনিবার রাত আটটার দিকে ওই ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের নিজ বাড়িতে মারা যান ইউসুফ আলী। মৃত্যু কালে তিনি স্ত্রী ওদুই পুত্র রেখে গেছেন




Solo photography exhibition at Netrokona - 'Wave'

Abdur Rahman Ishan, Netrokona correspondent:

৯ই ডিসেম্বর নেত্রকোণা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে তরঙ্গ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

জেলা শহরের শহীদ মিনার সংলগ্ন পৌর আর্ট গ্যালারী প্রাঙ্গনে সাংবাদিক পাপ্পু মজুমদার’র প্রধান সমন্বয়ে আলোকচিত্রী রাকিব আহমেদ’র আলোকচিত্রে দুইদিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আলোকচিত্রের গুরুত্ব, শৈল্পীকতার ইতিহাস, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস এনালগ ফটোগ্রাফির মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেয়াই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বলে জানান প্রধান সমন্বয়কারী ও আলোকচিত্রী।

প্রদর্শনীটিতে স্থান পেয়েছে উনিশ শতকের আদলে নির্মিত ডার্ক রুম, ওয়েট প্লেইট ফটোগ্রাফি, নেত্রকোণার মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র, কোনো প্রকার ডিজিটালাইজেশন ছাড়াই সম্পূর্ণ এনালগ পদ্ধতির লার্জ ফরমেট ক্যামেরায় তোলা বিভিন্ন আলোকচিত্র।

এছাড়াও নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা’র স্মারক গ্রন্থসহ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন পুস্তক।




Three benches in the Appellate Division from today

আজ থেকে (১১ ডিসেম্বর) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ বেঞ্চে বিচারিক কার্যক্রম চলবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত রোববারের আপিল বিভাগের কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে।

এত দিন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতি ছিলেন ছয় জন। এর মধ্যে একজন ছুটিতে। তাই প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এর মধ্যে ৮ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

তাদের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে আপিল বিভাগে বিচারক নিয়োগ করেছেন।

তিন বিচারপতি হলেন- বিচারপতি মো.আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। এরপর একইদিন বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তিন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথের পর আপিল বিভাগের কার্যতালিকা প্রকাশ করা হয়।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের এক নম্বর কোর্টের অন্য সদস্যরা হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে আপিল বিভাগের দুই নম্বর কোর্টের অন্য সদস্যরা হলেন, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী । বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের তিন নম্বর কোর্টের অন্য সদস্য হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম।




What Imran Khan said on Morocco's victory

শক্তিশালী পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। চলতি বিশ্বকাপে মরক্কোর রূপকথা ফুটবলপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করে চলেছে। এমন জয় ছিনিয়ে আনায় মরক্কোকে শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আরব ও আফ্রিকান দেশ শেষ চারে পৌঁছেছে। গোটা মরক্কো যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। তবে শুধু মরক্কোয় নয়, আরব বিশ্বেই চলছে খুশির আমেজ।

টুইটবার্তায় ইমরান খান বলেন, ”ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে জয়ের জন্য মরক্কোকে অভিনন্দন। প্রথমবার একটি আরব, আফ্রিকান এবং একটি মুসলিম দল ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনাল এবং তারপরও তাদের সাফল্য কামনা করছি।”




Parties that have supported BNP's 10-point demands

ঢাকার গণসমাবেশে ঘোষিত বিএনপির ১০ দফার দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ২০ দলীয় জোটের বিভিন্ন শরিক ১১ দল এবং গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য রাজনৈতিক দল।

শনিবার (১০ ডিসেম্বর) ২০ দলীয় জোটের ১১ দলের শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, বর্তমান সরকারের পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১০ দফা মুক্তির সনদ ঘোষিত হয়েছে। অবিলম্বে এসব দাবি মেনে নিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা।

তারা আরও বলেন, আগামীতে বিএনপির যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করতে যুগপৎ ধারায় এবং যৌথভাবে তারা রাজপথে থাকবেন।

এই ১০ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে ২০ দলীয় জোটের বিভিন্ন শরিক দল এবং গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য রাজনৈতিক দল। তারা বিএনপির ১০ দফা দাবিকে জাতির মুক্তির সনদ হিসাবে অখ্যায়িত করে এর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। ২০ দলীয় জোটের ১১ দলের শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, বিএনপির ঘোষিত ১০ দফা গ্রহণযোগ্য এবং এটা জাতির মুক্তির সনদ। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এ সনদকে তারা সাধুবাদ জানিয়েছেন।

১০ দফার প্রতি সমর্থন জানিয়ে যারা বিবৃতি দিয়েছেন তারা হলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীরপ্রতীক, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, এনডিপি চেয়ারম্যান ক্বারী মোহাম্মদ আবু তাহের, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, মুসলিম লীগের মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়াতে ওলামা ইসলামের মহাসচিব মহিউদ্দিন একরাম ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম।

এ ছাড়া পৃথক বিবৃতি প্রদান করেন ডিএলের সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন আহমদ মনি, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী।

বিএনপির ১০ দফার প্রতি সমর্থন জানিয়েছে সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ। জাসদ সভাপতি ও মঞ্চের অন্যতম শীর্ষ নেতা আ স ম আবদুর রব বলেন, এই ১০ দফার প্রতি আমাদের সমর্থন রয়েছে। এবার এই ১০ দফার উপর ভিত্তি করে আমাদের যুগপৎ আন্দোলন শুরু হবে। এছাড়া বিএনপির ১০ দফাকে স্বাগত ও সংহতি জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।




How many hours to sleep for health?

অতিরিক্ত ঘুম শরীরের জন্য যেমন ক্ষতিকর, তেমন পর্যাপ্ত ঘুম না হওয়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শরীরের পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যও ঘুমের প্রয়োজন রয়েছে।

চিকিৎসকদের মতে, শারীরিক সুস্থতার জন্য প্রতিদিন ৭-৯ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। ব্রিটেনের ‘ন্যাশনাল স্লিপিং ফাউন্ডেশন’ একটি গবেষণায় উল্লেখ করেছে, ১৮ থেকে ৬৪ বছরের মানুষদের প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম যথেষ্ট। কিন্তু যাদের ৯ ঘণ্টারও বেশি ঘুমের অভ্যাস রয়েছে, তাদের রোগব্যধি হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি।

অতিরিক্ত ঘুমের কারণে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়-

রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া
রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া নির্ভর করে কোনো ব্যক্তি কীভাবে জীবনযাপন করছেন তার ওপর। তাই শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পরিমাণ ঘুমের বিকল্প নেই।

মানসিক অবসাদ
সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর ও মন উৎফুল্ল থাকে। অতিরিক্ত ঘুমালে যেমন আলসেমি লাগে, কোনো কাজেও তেমন উৎসাহ খুঁজে পাওয়া যায় না।

প্রজনন ক্ষমতা কমে যাওয়া
দীর্ঘক্ষণ ঘুমালে শারীরিক সক্রিয়তা অনেকটাই কমে যায়। যার ফলে নারী-পুরুষ উভয়েরই প্রজনন ক্ষমতায় প্রভাব পড়ে। শারীরিক সক্ষমতা না থাকলে, প্রজননে সাহায্যকারী হরমোনের ভারসাম্যও নষ্ট হয়।

স্থূলতা
অতিরিক্ত ঘুমালে শরীরের ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়। পাশাপাশি এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন রোগও বেড়ে যায়।

হৃদ্‌যন্ত্রের সমস্যা
শারীরিক সুস্থতা বজায় রাখতে যেটুকু শরীরচর্চা প্রয়োজন, রোজ সেইটুকু করতে না পারলে হার্টের সমস্যা হবেই। তাই শরীরচর্চার প্রয়োজন আছে।




Morocco makes history in semi-finals

Morocco made history by reaching the last four of the World Cup in a dramatic turn of events. The North African country, which straddles the Atlantic Ocean and the Mediterranean Sea, qualified for the World Cup semi-finals for the first time after defeating Cristiano Ronaldo's Portugal in the quarter-final match.

Morocco, known as the 'dark horse' of this year's World Cup, became the third team to secure a place in the last four in Qatar, relying on the only goal from Sevilla striker Youssef En-Nesiri in the 42nd minute of the first half.

The match between the two teams begins at 9:00 PM Bangladesh time at the Al Thumama Stadium in Qatar. Like the match against Switzerland in the last 16, the team's main star Cristiano Ronaldo was not in the starting eleven of the Portuguese team in today's match.

However, from the start of the match, the opposing defense was cornered by the dominance of the attacking players of both teams. In the fifth minute, Felix almost scored a goal by heading in Bruno Fernandes' cross. However, Moroccan goalkeeper Buno saved the team by diving to the left.

On the other hand, the African team was responding well to the counterattack. The Atlas Lions also got the result. In the 42nd minute, N'Nesseri jumped and headed in Atiyat's cross from the left wing. And that was how the team got the desired goal. After that, no one else could score, and Morocco stunned the Portuguese camp and went into the break.

Details coming soon…




World Human Rights Day celebrated in Noakhali

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

The 74th World Human Rights Day of the Bangladesh Human Rights Commission in Noakhali was held on Saturday, December 10, with a rally and discussion meeting at 10 am at the District Lawyers Association premises.

The rally ended in front of the Noakhali Press Club after passing through the Bar Association. Bangladesh Human Rights Commission Greater Noakhali District President Advocate Abdur Razzak, General Secretary M Nazir Ullah, Vice President GGM Mahbubur Rahman, Vice President ABM Kamal Uddin, Advisor Advocate Tajul Islam, Advocate Main Uddin Khasru, Popular Chairman of Char Jabbar Union and humanitarian leader Advocate Md. Omar Faruk, Repeatedly elected Chairman of Char Clark and humanitarian leader Advocate Abul Basar, Organizing Secretary Advocate Sohag, Humanitarian Leader Advocate Nur Alam Jico, Humanitarian Journalist Leader Nasir Uddin Mahmud (Badal), Journalist Leader Md. Badiuzzaman (Tuhin), Akbar Hossain Sohag and other leaders spoke at the rally.