BNP does not stand by people, engages in politics of burning people: Information Minister

আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ব‌লে‌ছেন, বিএন‌পি হ‌চ্ছে শী‌তের অতিথি পা‌খি, নির্বাচন আস‌লেই তা‌দের দেখা যায়। করোনার সময় এদের দেখা যায় না, মানু‌ষের দুঃসময়ে এদের পাওয়া যায় না। মানুষ পোড়া‌নোই হ‌চ্ছে বিএন‌পির রাজনীতি। 

বুধবার বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রি‌কেট স্টে‌ডিয়া‌মে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আ‌য়ো‌জিত জনসভায় তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আগামী ১০ তা‌রিখ বিএন‌পি ঢাকায় সমা‌বেশ ডেকে‌ছে। তা‌দের পছন্দ রাস্তা। কারণ তারা যাতে রাস্তায় নে‌মে যানবাহ‌নে আগুন দি‌তে পা‌রে।

তি‌নি ব‌লেন, বাংলা‌দেশ আজ উন্নয়‌নের জোয়া‌রে ভাস‌ছে। ১৪ বছ‌রে বদ‌লে গে‌ছে দেশ। কিন্তু বিএন‌পি এই উন্নয়ন দেখ‌তে পায় না। কারণ দে‌শের উন্নয়ন তা‌দের সহ্য হয় না। অপরদিকে শেখ হা‌সিনার সরকার উন্নয়‌নে বিশ্বাস ক‌রে। আগামী নির্বাচ‌নে জনগণ আবার আওয়ামী লীগ‌কে ভোট দি‌য়ে উন্নয়ন‌কে এগি‌য়ে নি‌য়ে যা‌বে।

কক্সবাজা‌রের উন্নয়‌নকে অভূতপূর্ব বর্ণনা করে হাছান মাহমুদ ব‌লেন, লক্ষ কো‌টি টাকার উন্নয়‌নে কক্সবাজার বদ‌লে গে‌ছে। বি‌দেশ থে‌কে যারা আসেন তারা কক্সবাজার‌কে চিন‌তে পা‌রেন না। শেখ হা‌সিনার সরকার কক্সবাজার বিমানবন্দর‌কে আন্তর্জা‌তিক মা‌নে উন্নীত ক‌রে‌ছে। আগামী বছর এই পর্যটন নগরী‌তে ট্রেন আস‌বে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কও আধু‌নিক মা‌নের হ‌চ্ছে। 

জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের, প্রে‌সি‌ডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হো‌সেন, জাহাঙ্গীর ক‌বির নানক ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হা‌নিফ, বাহাউ‌দ্দিন না‌সিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড‌ভো‌কেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মু‌জিবুর রহমান, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ র‌ফিক, জাফর আলম প্রমুখ।




20 Jamaat-Shibir leaders and activists arrested in Comilla

On the basis of Comilla's secret information, Chauddagram police arrested 20 people including the Amir of Jamaat during the Jati election and the BNP conference on the 10th.

They were arrested on Tuesday (November 6) during the plan of sabotaging the 3rd Kalikapur Union of Kalikapur Union, late at night, and confirmed on Wednesday (December 7).

Officer-in-Charge of Chouddagram police station Shubo Ranjan Chakma said that based on secret information, Kalikapur area of Kalikapur Union conducted a special operation and arrested them.

The police arrested 20 people including the president of Jamaat's Jamaatat Chauddagram upazila, general secretary, and president of the Jamaat's Jamaat, the president of Gholpasha Union, the Jamaat.

Comilla Additional Superintendent of Police (Crime) Md. Ashfaquzzaman said that the special powers Act has been filed against them and they have been sent to jail through the court.




BNP calls for nationwide protests tomorrow

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার সারাদেশের জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

নয়াপল্টনের আকস্মিক ঘটনায় বুধবার বিএনপির সিনিয়র নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করবেন মির্জা ফখরুল। সেখানে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করতে পারেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম জানান, ‘সরকারের নীতিনির্ধারকরা নানা উসকানিমূলক বক্তব্যে আগেই বলছিলেন যে এমন ঘটনা ঘটাবেন। এটি শুধু বিএনপির ওপর আঘাত নয়, দেশ ও গণতন্ত্রের ওপর আঘাত। সরকার পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, অন্যায় ও পাশবিকভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানোর পাশাপাশি তাদের আটক করা হয়েছে। আজ (বুধবার) প্রায় ছয় শতাধিক নেতাকর্মী আটক হয়েছেন।

বুধবার বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে।

বিকেল সোয়া চারটার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে‌ অভিযান শুরু করে। এ সময় মির্জা ফখরুল কার্যালয়ের সামনে আসেন। প্রথমে তাকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দিলেও পরে যেতে দেওয়া হয়।

তবে মির্জা ফখরুল সেখানে না ঢুকে কার্যালয়ের সামনে অবস্থান নেন। রাত ৮টার দিকে তিনি সেখান থেকে চলে যান।




Superintendent of Police Suman Ranjan Sarkar has been selected as the best circle officer of Faridpur Police.

Faridpur District Representative-

সার্বিক পুলিশিং কার্যক্রম বিবেচনায় ফরিদপুর পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

তিনি জেলার সদর সার্কেল অফিসার হিসেবে কর্মরত আছেন।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় তার হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম (সেবা)।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভুঁইয়া, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সুমন রঞ্জন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ক্লুলেস হত্যা, চুরির মামলা উদঘাটন ও দায়িত্বাধীন থানাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এ পুরস্কারে ভূষিত হন।

সার্কেল অফিস ও থানা সমূহের অভিযোগ অনুসন্ধান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবদান রাখায় সুমন রঞ্জনকে ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচন করা হয়।
এই পুরস্কার পাওয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।




4 members of the same family killed in landslide, each received financial assistance of Rs 1 lakh

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় প্রাণহানির এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

নিহতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান, তার স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিল ফুরুস বেগম ও পুত্রবধূ নাছিমা আকতার। ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, রান্নাঘরে বসে ভাত খাওয়ার সময় পাহাড় ধসে তারা চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করেন। আর কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বৃষ্টি না হলেও কেন এ পাহাড় ধস তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরিবারটি ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে ঘর করে বসবাস করছিল। সবাই মিলে রাতের খাবার খেতে রান্না ঘরে বসলে হঠাৎ পাহাড় ধসে তাদের মৃত্যু হয়।

নিহত পরিবারটিকে ১ লাখ টাকা সহায়তা করা হয়েছে বলে জানান তিনি।




BNP central office area is empty, eerie silence.

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার বিকাল ৪টার পর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করতে শুরু করে পুলিশ।

ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল কাদের জুয়েলসহ বহু নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রাত ৯টার পর সরেজমিন দেখা যায়, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশপাশের এলাকায় পুরো ফাঁকা। এখন শুধু পুলিশ ও কয়েকজন সাংবাদিক আছেন। পুরো এলাকায় সুনসান নীরবতা। কোনো নেতাকর্মী নেই। তবে যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি।

উল্লেখ্য, বুধবার বিকাল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে দলটির নেতাকর্মীদের জমায়েত হওয়ায় পুলিশ তাদের সরাতে গেলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। সকাল থেকেই নয়াপল্টনে কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার একপাশ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুইপক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল নিক্ষেপ করে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, সমাবেশের স্থান নিয়ে যখন আলোচনা চলছে তখন এ সংঘর্ষ শুরু হলো। আজ সকাল থেকেই পল্টনে বিএনপির নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন। একপর্যায়ে পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা তাদের সরে যেতে বারবার অনুরোধ করি কিন্তু তারা আমাদের কথা শোনেননি। একপর্যায়ে তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে পল্টন এলাকা। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বিএনপির কয়েকশ নেতাকর্মী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।




BNP members will not be allowed to come down on the streets of Lakshmipur

লক্ষ্মীপুরের রাজপথে কোনোভাবেই বিএনপির লোকজনকে নামার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করছেন অ্যাডভোট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি)।

বুধবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দক্ষিণ তেহমুণী ট্রাফিক চত্বর এলাকায় এমপি নয়ন এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি একটি সস্ত্রাসী রাজনৈতিকদল। তারা রাজনীতির নামে জ্বালাপোড়া করে। লক্ষ্মীপুর একটি শান্তিপূর্ণ জেলার এ শান্তিপূর্ণ জেলা রাখতে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্তক অবস্থান রয়েছে। যেখানে বিএনপির লোকজন নামবে।

তাদের বিরুদ্ধে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে। লক্ষ্মীপুরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে। তারা বিএনপির সকাল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

নয়ন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য।

রাজধানীর নয়াপল্টনের ঘটনার পর থেকে লক্ষ্মীপুরের রাজপথ নিরাপদ রাখতে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সর্তক অবস্থানে থাকার জন্য নির্দেশ দেন নয়ন এমপি। এছাড়া আগামী কাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উত্তর তেহমুণী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন নয়ন।

এ সময় নয়নের সঙ্গে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী, সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, আমজাদ মাস্টার, জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাহ্ উদ্দিন টিপু, যুবলীগ নেতা শেখ জামান রিপন, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, আশরাফুল আলম, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরীফসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

এর আগে, উত্তর তেহমুণী বঙ্গবন্ধু চত্বর থেকে নয়নের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।




Tigers win series against India after 7 years

প্রায় তিন মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ৭ বছর পর দেশের মাটিতে খেলতে আসা ভারতকে প্রথম ওয়ানডেতে হারিয়েছে টাইগাররা। অপরদিকে আজ সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুকতে থাকা টাইগাররা দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের ১৪৮ রানের জুটিতে ভর করে ২৭২ রানের লক্ষ্য বেধে দেয় রোহিত শর্মাদের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানে হেরেছে ভারত।

Details coming soon…




MP Ibrahim inaugurated the Jahangir Kabir building of Sonaimuri Joyag High School

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৭ ডিসেম্বর শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও জাহাঙ্গীর কবির একাডেমিক ভবনের ভিওি প্রস্তর স্হাপন করেন নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি।

এ সময় শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী বইটি বিতরণ শেষে শিক্ষার্থীদের বঙ্গ বন্ধুর আদর্শ ও দেশ প্রেম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করা হয় এবং বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা করা হয়।




1 arrested with Yaba in Faridpur

ফরিদপুর জেলা প্রতিনিধি:-
ফরিদপুরের ভাঙ্গায় ২ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ মামুন কাজী (৩৪) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জিজ্ঞাসাবাদে মামুন জানায়, ইয়াবাগুলি তিনি ছোট পলিথিনে ক্যাপসুলের আকারে পাকা কলার মধ্যে ঢুকিয়ে সে কলা খেয়ে পেটে করে নিয়ে আসেন।

মামুন ভাঙ্গা উপজেলার কোর্টপাড় এলাকার জনৈক আলী হোসেন সেন্টুর বাড়িয় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত কোর্টপাড় এলাকায় মামুনের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে এ ইয়াবাগুলি জব্দ ও মামুনকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তকরের একটি দল।
মামুন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) রাজা মিয়া বাদী হয়ে মামুনকে আসামি করে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাদায়ের করেছেন মঙ্গলবার বিকেলে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রাজা মিয়া মামুনকে আসামি করে মামলা করেছেন। তিনি বলেন, ভাঙ্গা থানায় এ মামলাটি হলেও এ মামলার তদন্ত কাজ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরই করবে।