Body of schoolgirl found in Kaliganga river after 2 days of disappearance

মানিকগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ কালিগঙ্গা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম সামিয়া ইসলাম। সে মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বের হয় সামিয়া। বিকেলে তার মা কোচিং সেন্টারে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন সামিয়া সেখানে যায়নি। পরে বিভিন্ন স্থানে তাকে খোঁজ করা হলেও পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে তার পরিবার জানতে পারে, পৌরসভার ৯ ওয়ার্ডের চরবেউথা এলাকায় সামিয়ার স্কুল ব্যাগ পড়ে রয়েছে। পরে পরিবারের লোকজন স্কুল ব্যাগটি নিয়ে আসেন। এ ঘটনায় সদর থানায় নিখোঁজের বিষয়ে জিডি কর হয়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, সোমবার সকালে কুশেরচর এলাকায় নদীতে সামিয়ার মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।




The mother of the 2 children standing in human chains got bail

ঢাকার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ মামলায় যুবদল নেতার কারাবন্দি স্ত্রী হাফসা আক্তার পুতুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে জামিনের এ আদেশ দেন।

এর আগে মায়ের মুক্তির জন্য মানববন্ধনে দাঁড়িয়েছিল হাফসার ৭ ও ৪ বছরের দুই মেয়ে। আজ জামিন শুনানিতেও তারা আদালতে এসেছিল দাদির সঙ্গে। মায়ের জামিন হওয়ার কথা শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশু দুটি।

হাফসার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আদেশের আগে পুলিশের কাছে থাকা হাফসার ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ দেখেছেন আদালত। হাফসার বিরুদ্ধে আর কোনো অভিযোগ না থাকায় তাঁর মুক্তিতে বাধা নেই।

গত ২০ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির দিন ঢাকা মহানগর আদালতের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটে। ওই দিনই নাশকতার অভিযোগে কোতোয়ালি থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করে পুলিশ। এ মামলায় গ্রেপ্তারের পর ২৭ নভেম্বর থেকে কারাগারে আছেন হাফসা। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর আদালতে জামিন চাইলে তা নাকচ করেন বিচারক। এর পর জামিন চেয়ে গত রোববার হাইকোর্টে আবেদন করেন তিনি।

শিশু দুটির বাবা আবদুল হামিদ ভুঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাবা আবদুল হাই ভুঁইয়া এক মানববন্ধনে অভিযোগ করেছিলেন, তাঁর বড় ছেলে আবদুল হামিদকে পুলিশ খুঁজছে। না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায়। অথচ হাফসা রাজনীতির সঙ্গে জড়িত নন।




Mbappe's dominance in Spain, PSG in the quarter

সর্বশেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে গোল শূন্য সমতা করে পিএসজি। ওই লিগ ম্যাচে প্রথমার্ধ শেষেই কিলিয়ান এমবাপ্পেকে বেঞ্চে বসিয়ে দেন কোচ লুইস এনরিকে। এমবাপ্পে ডাগ আউটে না বসে স্যুট-বুট পরে লাউঞ্জে গিয়ে বসেন। বিষয়টি নিয়ে জলও ঘোলা হয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে পিএসজির শুরুর একাদশে থাকবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। কিন্তু এমবাপ্পে শুধু একাদশে থাকলেও না, স্পেনে গিয়ে শুরুতেই লিখে দিলেন ম্যাচের ভাগ্য।

রিয়াল সোসিয়েদাদের মাঠ এনোয়েতায় ম্যাচের ১৫ মিনিটে গোল করেন রিয়াল মাদ্রিদে আসার জোর গুঞ্জন ওঠা ফ্রান্সম্যান। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে দলকে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবার গোল করেন তিনি। তবে শেষ সময়ে অর্থাৎ ৮৯ মিনিটে গোল খেয়ে ম্যাচটি ২-১ গোলে জেতে প্যারিসিয়ানরা।

দুই লেগ মিলিয়ে প্যারিসের দলটি ৪-১ গোলের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে। অথচ লুইস এনরিকের দলের গ্রুপ পর্ব পার হওয়া নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। শেষ ষোলোর এই লড়াইয়ে দুই লেগে তিন গোল করলেন পিএসজির নাম্বার সেভেন।




Bangladesh leveled the series by 8 wickets

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রানের সংগ্রহ গড়ে লঙ্কানরা। জবাবে শান্তর ছক্কায় ১১ বল হাতে রেখে ৮ উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিক শিবির। আর অধিনায়ক পেলেন ক্যারিয়ারের চতুর্থ পঞ্চাশের দেখা। শ্রীলঙ্কার বিপক্ষে পরে ব্যাটিং করে এটিই সবচেয়ে বড় জয়। আগামী শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই উত্তাপ, সেই রেশ দেখলো এবার সিলেটের মাঠ। লঙ্কানদের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের দুই ওপেনার লিটন ও সৌম্য। ভালো শুরুর পর চতুর্থ ওভারের প্রথম বলে ভাঙতে বসেছিল বাংলাদেশের উদ্বোধনী জুটি। বিনুরা ফার্নান্ডোর শর্ট লেংথের বলে পুল করেন সৌম্য। লঙ্কান বোলারের আবেদনে সাড়া দিয়ে সৌম্যকে আউট দেন আম্পায়ার গাজী সোহেল। আউটের বিপক্ষে রিভিউ করেছিলেন সৌম্য। আল্ট্রা এজে স্পাইক দেখা গেলেও হালকা ফাঁকা দেখা গেছে। যেটির কারণে টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান ‘নট আউট’ ঘোষণা দেন। আউট ভেবে প্রায় বাউন্ডারির কাছে পৌঁছে যাওয়া সৌম্য ফিরে আসেন আবার।




Historical March 7 today

আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় এক দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার তৎকালীন রমনা রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) জনসভায় ঐতিহাসিক ভাষণে জাতিকে স্বাধীনতার প্রশ্নে উদ্দীপ্ত করেছিলেন। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’– এ দৃপ্ত উচ্চারণে বঙ্গবন্ধু সেদিন পাকিস্তানের নিষ্পেষণ থেকে বাঙালির মুক্তির মূলমন্ত্র ঘোষণা করেছিলেন তাঁর ভাষণে।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক সে ভাষণ পরবর্তী সময়ে স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র হয়ে পড়ে। মূলত বঙ্গবন্ধুর এ ভাষণে উদাত্ত আহ্বানেই মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করে বাঙালি। পরে ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যার পর ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ঘোষণা করেন। আনুষ্ঠানিকভাবে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিনটিকে বাঙালির ইতিহাসের এক গৌরবময় অধ্যায় হিসেবে অভিহিত করেন তারা। ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও বেতার বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। সংবাদপত্রগুলোতে প্রকাশ করা হবে বিশেষ নিবন্ধ।

দিনটি স্মরণে আওয়ামী লীগের কর্মসূচিতে রয়েছে– ভোর সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন এবং দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ এবং বিকেল ৪টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে রয়েছে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে ৭ মার্চ উপলক্ষে কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের জন্য দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থক এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।




The fault of the building-restaurant owner is on the employee

রাজধানীর খিলগাঁওয়ের পপাইস কফি অ্যান্ড ফাস্টফুডে আট কর্মচারী কাজ করেন নিয়মিত। যা বেতন পান তাতে সংসার খরচের পর কিছুই থাকে না। রেস্তোরাঁর বিরুদ্ধে চলমান অভিযানে গ্রেপ্তার আতঙ্কে তিন দিন ধরে প্রতিষ্ঠানটি বন্ধ। দোকানটি বেশি দিন বন্ধ থাকলে বেকার হয়ে যেতে পারেন– এমন আশঙ্কা তাদের।

রাজধানীর প্রায় প্রতিটি রেস্তোরাঁর কর্মচারীদের মধ্যেই এ ভীতি ভর করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগে গ্রেপ্তারও হতে হচ্ছে কর্মচারীদের। তাদের ভাষ্য, রাজধানীর প্রায় সব রেস্তোরাঁ ভবন মালিকের কাছ থেকে ফ্লোর ভাড়া নিয়ে গড়ে উঠেছে। সে পটভূমিতে নিয়ম-অনিয়মের জন্য দায়ী হওয়ার কথা ভবন মালিক ও রেস্তোরাঁ মালিকদের। তবে হয়রানির মুখে পড়ছেন কর্মচারীরা। পুলিশ কর্মচারীদেরই ধরে নিয়ে যাচ্ছে।

বছরের পর বছর রাজধানীর রেস্তোরাঁর বিষয়ে নজরদারি ছিল না সংশ্লিষ্ট সরকারি সংস্থার। গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণ হারানোর পর যেন চেতনা ফিরেছে তাদের। নড়েচড়ে বসে সেবা সংস্থাগুলো। বেইলি রোডের ওই ট্র্যাজেডির পর ৩ মার্চ থেকে রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ, রাজউক ও সিটি করপোরেশন। প্রশ্ন উঠেছে, এতদিন ছিল কোথায় সেবা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্তরা? গ্রিন কোজি কটেজে যখন আটটি রেস্তোরাঁ গড়ে উঠেছিল, তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? এতে কি দায়িত্বপ্রাপ্তদের কোনো দায় নেই? আর দুর্ঘটনার পর ঢালাওভাবে রেস্তোরাঁয় অভিযান চালানো হচ্ছে। হয়রানি করা হচ্ছে নিরীহ কর্মচারীদের।

গতকাল বুধবার দুপুর পর্যন্ত তিন দিনে রাজধানীতে ১ হাজার ১৩২ রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে পুলিশ।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার রাখায় ২০৭ দোকানে এবং আটটি রাসায়নিক গুদামে অভিযান চালায় পুলিশ। তিন দিনে ৮৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশির ভাগের বিরুদ্ধে আদালতে প্রসিকিউশন দেওয়া হয়। প্রসিকিউশন সংখ্যা ৮৮৭টি। প্রসিকিউশনে অভিযুক্তরা আদালতে অর্থদণ্ড দিয়ে ছাড়া পান। অবশ্য ২০ মামলা হয়েছে এই তিন দিনে।

এর মধ্যে মঙ্গলবার ৪০২ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ২২৮ জনকে। আর আদালতে প্রসিকিউশন দেওয়া হয়েছে ১৯২টি। মামলা হয়েছে ১০টি। এ ছাড়া ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার রাখার অভিযোগে ১০৩ দোকান ও পাঁচটি রাসায়নিক গুদামে অভিযান চালানো হয়।

এ ছাড়া রাজউক ও ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএনসিসি) ২৩ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছে।

গতকাল বিকেলে মেরাদিয়া ভূঁইয়াপাড়ার লাল মিয়ার হোটেলের সামনে রাস্তার ওপর গ্যাসের চুলা লাগিয়ে রান্না চলছিল। এ সময় খিলগাঁও পুলিশ হোটেলের ব্যবস্থাপক আশরাফুলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আদালতে প্রসিকিউশন দেওয়ার কথা রয়েছে।

গতকাল খিলগাঁওয়ের ২৫/বি ভবনে অভিযান চালিয়ে কেএফসি, ডোমিনোজ পিৎজা, সিক্রেট রেসিপিসহ চার প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত। যখন ওই ভবনে অভিযান চালানো হয়, তখন আল কায়েদা পার্টি সেন্টার ও ক্রিমসন কাপ নামে দুটি প্রতিষ্ঠান বন্ধ পাওয়া যায়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম বলেন, কেএফসি ও ডোমিনোজ পিৎজায় ফায়ার সেফটি ও বিকল্প সিঁড়ি পাওয়া যায়নি। আবাসিক ভবনে এই রেস্তোরাঁ করা হয়েছে। এসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। অনিয়মের জন্য দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া সিক্রেট রেসিপিকে ২ লাখ ও চায়না ল্যান্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, তাদের সব নিয়মকানুন মেনে প্রতিষ্ঠান চালাতে বলা হয়েছে। রেস্তোরাঁ মালিকের পাশাপাশি ভবন মালিককেও আইনের আওতায় আনা হবে।




Dhanir Dulal is involved in juvenile gang, 34 killed in two years

রাজধানীতে কিশোর গ্যাং-বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত দু’দিনে তেজগাঁও, গুলশান, উত্তরা ও মতিঝিল এলাকা থেকে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। ডিবি জানিয়েছে, কিশোর গ্যাংয়ে বর্তমানে ধনীর সন্তানরা জড়িয়ে যাচ্ছে। তারা মাদক ব্যবসা, চাঁদাবাজি, মারামারিসহ হত্যার মতো ঘটনাও ঘটাচ্ছে। কিশোর গ্যাং সদস্যদের হামলায় গত দুই বছরে ৩৪ কিশোর নিহত হয়েছে। কিশোর গ্যাং কালচার দমনে স্থানীয় রাজনৈতিক নেতা ও তাদের পরিবারের সদস্যদের এগিয়ে আসা জরুরি।

বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের নিজকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, কিশোর গ্যাং-বিরোধী ধারাবাহিক অভিযান চলবে। তাদের পক্ষে কেউ সুপারিশ নিয়ে এলেও ব্যবস্থা নেওয়া হবে।

ডিবির প্রধান বলেন, রাজধানীর উত্তরা এলাকায় কিশোর গ্যাংয়ের ইয়ংস্টার, বিগবস, ডিস্কো বয়েজ, বন্ধু মহল, শীল বিষু গ্যাং, পারভেজ গ্রুপ, রুস্তম গ্রুপ, নাইনএমএম গ্রুপ, নাইন স্টার গ্রুপ সক্রিয়। তাছাড়া রামপুরা এলাকায় রয়েছে উজ্জ্বল গ্রুপ। এই গ্রুপটির সদস্যদের অনেকেই গ্রেপ্তার হয়েছে।

হারুন অর রশীদ বলেন, ধারণা ছিল ভাসমান ও নিম্ন আয়ের পরিবারের সন্তানরা কিশোর গ্যাং চক্রে জড়িত হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে উচ্চ মধ্যবিত্ত, আলালের ঘরে দুলালরাও এ চক্রে জড়িয়ে পড়ছে। তাদের পোশাক, চুলের কাটিং ও চলাফেরা সবই ভীতিকর। এসব ধনীর সন্তানরা প্রথমে মাদক সেবন, পরে মাদক বিক্রিতেও জড়িয়ে যাচ্ছে। এ ছাড়া তারা এলাকায় স্থানীয় রাজনৈতিক বড় ভাই ও কাউন্সিলরদের নিয়ন্ত্রণে থেকে হত্যার মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। বর্তমান ও সাবেক কাউন্সিলরদের ছত্রছায়ার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবাই কিশোর গ্যাং চক্রে জড়িত থাকার কথা স্বীকারও করেছে।

অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান বলেন, কিশোররা পড়ালেখা বাদ দিয়ে মাদক সেবনের মতো উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। গোয়েন্দা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। অভিভাবকদের উচিত তার সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে তার খোঁজ রাখা। পাশাপাশি নিজ সন্তানদের সময় দেওয়া দরকার। গ্রেপ্তার করে কিশোর গ্যাং দমন করা যাবে না। সবাইকে এগিয়ে আসতে হবে। সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিতে হবে।

কিশোর গ্যাংয়ের আশ্রয় দেওয়া বড় ভাইদের পরিচয় প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদে অনেকের নাম-পরিচয় পেয়েছি। তদন্ত করে দেখব কারা কিশোর গ্যাং সদস্যদের আশ্রয় দিচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানের নামে তারা একত্র হয়। পরে গ্রুপের সদস্যরা রাজনৈতিক নেতাদের পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করে। কেউ প্রতিবাদ করারও সাহস পায় না।




Threats of 'lifting' at hockey meetings

ক্লাব কাপ হকির সফলতার পর বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার হকি লিগ। কিন্তু এই সূচি প্রকাশ নিয়ে জলঘোলা কম হয়নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজই মাঠে গড়ানোর কথা ছিল এই লিগের। কিন্তু একটি ক্লাবকে (মেরিনার্স) সুবিধা দেওয়ার অভিযোগ তুলে লিগ বয়কটের হুমকি দেয় ঊষা ক্রীড়া চক্র। তাদের সঙ্গে যোগ দেয় আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এই তিন ক্লাবের দাবি ছিল, ৬ মার্চই লিগ শুরু করতে হবে। বিষয়টি সুরাহার জন্য ক্লাবগুলোর কর্মকর্তাদের নিয়ে সোমবার রাতে জরুরি সভা ডাকে হকির কার্যনির্বাহী কমিটি। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া মিটিং শেষ হয় রাত সাড়ে ৯টায়। আড়াই ঘণ্টার বৈঠকে ক্লাব কর্মকর্তাদের মধ্যে চলে তুমুল বাগ্বিতণ্ডা আর হট্টগোল। যেখানে একে অন্যকে ‘তুলে’ নেওয়া, এমনকি হত্যার হুমকিও দিয়েছেন কেউ কেউ। টেবিল চাপড়ে একে অপরকে গালাগাল করাসহ অপ্রীতিকর অনেক কিছু ঘটেছে বলে মঙ্গলবার সমকালকে জানান মিটিংয়ে উপস্থিত একাধিক সূত্র।

কয়েক দিন আগে শেষ হয়েছে ক্লাব কাপ হকি। দুই বছরেরও বেশি সময় পর নীল টার্ফে খেলা গড়ানোয় হকি অঙ্গনে উন্মাদনা বইছে। কিন্তু লিগ শুরুর আগে চিরাচরিত টেবিলের উত্তাপটা নতুন করে দেখা মিলল। কর্মকর্তাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি, হকির স্বার্থের চেয়ে ব্যক্তিগত স্বার্থই যেন বড় হয়ে উঠেছে সবার মধ্যে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের বোর্ডরুমে গুরুত্বপূর্ণ মিটিংয়ে লিগের সূচিকে কেন্দ্র করে মারপিটের পর্যায়ে চলে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, রুমের মধ্যেই চেয়ার ছেড়ে উঠে চিৎকার চেচামেচি করতে থাকেন। এক পর্যায়ে ক্লাব কর্তাদের কেউ কেউ বারান্দায় গিয়েও হৈহুল্লোড় করতে থাকেন। পাশে গুলিস্তানের রাস্তায় পথচারিরা দাঁড়িয়ে পড়েন। কেউ কেউ গাড়ি থামিয়ে বোঝার চেষ্ট করেন, ঠিক কী হচ্ছিল সেখানে। বৈঠকে উপস্থিত এক ক্লাব কর্তা হতাশ হয়ে বলেন, ‘একটা সূচি নিয়ে এক কথা, দুই কথায় লেগে গেল। সে এক ভয়ানক অবস্থা। এ এরে খুন করতে চায়। সে তারে উঠায়ে নিতে চায়। এত বাজে ভাষা সেখানে ব্যবহার করা হয়েছে, যা বলার মতো না।’

মূলত ঝামেলাটা হচ্ছে মেরিনার্সের সঙ্গে আবাহনী, মোহামেডান ও ঊষার। মেরিনার্সের দাবি ছিল, তাদের ম্যাচে যদি বিদেশি আম্পায়ার না থাকেন, তাহলে লিগের পুরো সময় দেশি আম্পায়ার দিয়েই খেলা চালাতে হবে। কিন্তু ফেডারেশনের কর্তাদের ভাষ্য হলো, লিগ শুরুর দু-এক দিন পর বিদেশি আম্পায়ার আসবেন। তাতে সায় ছিল ঊষা ক্রীড়া চক্রের। এই আম্পায়ার ইস্যুতেই মিটিং হয়ে ওঠে আরও উত্তপ্ত। আর মিটিংয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে মেরিনার্স ও আবাহনীর কর্তাদের মধ্যেই।

একে অপরকে তুলে নেওয়ার হুমকি এবং খুন করার হুমকি দেন। পুরো ঘটনার চিত্রটা ফোনে আবাহনীর ঊর্ধ্বতন ব্যক্তিদের অবহিত করেন মিটিংয়ে উপস্থিত এক কর্মকর্তা। এই অবস্থায় ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ চুপ ছিলেন।

এমন ঘটনার জন্য ফেডারেশনের কিছু ভুল সিদ্ধান্তকে সামনে এনেছেন মিটিংয়ে উপস্থিত অন্য এক সদস্য, ‘আসলে এই মিটিংগুলো হয় এজেন্ডা ছাড়াই। কাগজপত্র ছাড়াই। পরবর্তী সময়ে দেখা যায়, একেক ক্লাব একেকটা দাবি তোলে। এত বড় একটা ফেডারেশন, তারা কথা বলবে এজেন্ডার ওপরে। আগের মিটিংয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এর বাইরে তো কথা হতে পারে না। এখানে ব্যক্তিগত আক্রমণ হয় বেশি। আমি দেখে অবাক হয়ে গেছি।

একেকজনের মুখ থেকে যে ভাষাগুলো বের হয়। কালকে একেকজনের আচরণ এবং শারীরিক ভাষা দেখে মনে হয়েছে, হকির কোনো ভবিষ্যৎই নেই। কেউ কাউকে মানছে না। কোনো প্রটোকল নেই। কেউ কাউকে দেখতে পারে না। এটা তো আসলে বোর্ড মিটিং। কোনো ক্লাবের মিটিং না। আর কোনো পাড়ার ক্লাবে এ রকম গালাগাল হতে পারে কিনা, তা নিয়ে আমার সন্দেহ। এটা সরকারি একটা প্রতিষ্ঠান। বোর্ড মিটিংয়ে ভদ্র পরিবেশ এবং অফিসিয়াল সিদ্ধান্ত হওয়ার কথা। কিন্তু তা ছিল না।’




Killing of Journalists in Gaza: Letter from 25 US Congressmen to Anthony Blinken

গাজায় সাংবাদিক হত্যা এবং সংবাদপত্রের স্বাধীনতার অভাবে উদ্বেগ জানিয়ে ২৫ জন মার্কিন কংগ্রেসম্যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন। কংগ্রেসম্যানরা বলেন, গাজায় সংবাদপত্রের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার এখনই সময়। এই যুদ্ধে এক বছরে যত সাংবাদিক নিহত হয়েছে তার চেয়ে বেশি নিহত হয়েছে গত তিন মাসে।

যুক্তরাজ্যভিত্তিক ৫০ জনের বেশি সাংবাদিক যখন ইসরায়েল ও মিশর দূতাবাসে একটি খোলা চিঠি পাঠিয়েছেন ঠিক তখন এ চিঠিটি পাঠানো হলো। চিঠিতে গাজায় বিদেশি সাংবাদিকদের অবাধ ও নিরবচ্ছিন্ন প্রবেশ করার সুযোগ দিতে আহ্বান জানানো হয়।

তারা বলেন, গাজায় সাংবাদিক হত্যার বিষয়ে আমরা উদ্বিগ্ন যে, সেখানকার বেসামরিক জনগণ ও সাংবাদিকদের জীবন রক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি। ইসরায়েলের অতি ডানপন্থী সরকার ফিলিস্তিনিদের গণহত্যা এবং জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে। অনাকাঙ্খিত যুদ্ধটিতে উদ্বেগজনকহারে নির্দোষ সাংবাদিকদের জীবন দিতে হচ্ছে। সাংবাদিকদের নির্বিচারে ইসরায়েলি বাহিনী হত্যা করছে। বাইডেন প্রশাসন ইসরায়েলি যুদ্ধাপরাধের প্রতি অন্ধ।

যুক্তরাষ্ট্রভিত্তিক বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) সেক্রেটারি ব্লিঙ্কেনকে পাঠানো চিঠিকে স্বাগত জানিয়েছে। এই চিঠির নেতৃত্বে রয়েছেন কংগ্রেসম্যান গেরি কনোলি (ডেমোক্র্যাট-ভিএ-১১) ও কংগ্রেসম্যান জান শাকোস্কি (ডেমোক্র্যাট-আইএল-৯) এবং কংগ্রেসের অন্যান্য ২৩ জন সদস্য।

চিঠিতে যে কংগ্রেসম্যানরা স্বাক্ষর করেছেন তারা হলেন- কংগ্রেসম্যান বেয়ার (ডেমোক্র্যাট-ভিএ), কংগ্রেসম্যান ব্লুমেনাউয়ার (ডেমোক্র্যাট-ওআর), কংগ্রেসম্যান কারসন (ডেমোক্র্যাট-আইএন), কংগ্রেসম্যান কাস্ত্রো (ডেমোক্র্যাট-টিএক্স), কংগ্রেসম্যান চু (ডি-সিএ), কংগ্রেসম্যান কোহেন (ডি-টিএন), কংগ্রেসম্যান ডিন (ডেমোক্র্যাট-পিএ), কংগ্রেসম্যান ডগেট (ডেমোক্র্যাট-টিএক্স), কংগ্রেসম্যান ফ্রস্ট (ডেমোক্র্যাট-টিএক্স), কংগ্রেসম্যান গ্রিজালভা (ডেমোক্র্যাট-এজেড), কংগ্রেসম্যান জ্যাকবস (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান হ্যাঙ্ক জনসন (ডেমোক্র্যাট-জিএ), কংগ্রেসম্যান কমলাগার-ডোভ (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান কিটিং (ডেমোক্র্যাট-এমএ), কংগ্রেসম্যান খান্না (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান কিল্ডি (ডেমোক্র্যাট-এমআই), কংগ্রেসম্যান বারবারা লি (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান লফগ্রেন (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান ম্যাকগভর্ন (ডেমোক্র্যাট-এমএ), কংগ্রেসম্যান নর্টন (ডেমোক্র্যাট-ডিসি), কংগ্রেসম্যান কুইগলি (ডেমোক্র্যাট-আইএল), কংগ্রেসম্যান রাসকিন (ডেমোক্র্যাট-এমডি) এবং কংগ্রেসম্যান ওয়াটসন কোলম্যান (ডেমোক্র্যাট-এনজে)।




Record for fastest bowling in women's cricket

নারী ক্রিকেটে রেকর্ড গতির বোলিং করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার শাবনিম ইসমাইল। প্রথমবার নারীদের ক্রিকেটে ১৩০ কিলোমিটারের বেশি গতি তোলার কীর্তি গড়েছেন তিনি।

বুধবার ভারতের ওমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) ১৩২.১০ কিলোমিটার গতিতে একটি বল করেছেন প্রোটিয়া এই নারী পেসার। ম্যাচটি অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলেছে শাবনিমের দল মুম্বাই ইন্ডিয়ান্স।

এর আগে নারীদের ক্রিকেটে সর্বোচ্চ গতির বোলিং ছিল ১২৮ কিলোমিটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৬ সালে ওই গতিতে বোলিং করেছিলেন শাবনিম ইসমাইল-ই। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ১২৭ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া শাবনিমের দ্রুতগতির ওই বলটির মুখোমুখি হন অস্ট্রেলিয়ার ব্যাটার মেগ লেনিং। বলটি তার প্যাডে আঘাত করে। ম্যাচ শেষে প্রোটিয়া এই নারী পেসার বলেন, ‘বল করার সময় বিগ স্ক্রিনে তাকানো হয়নি (কত গতি উঠেছে দেখার জন্য)।’