শীতে রোগ থেকে সুরক্ষিত থাকতে যা করবেন

শীতকালে রোগ বালাই বেড়ে যায়। ঠান্ডা আবহাওয়ায় শরীর জড়োশড়ো হয়ে থাকে। রক্ত চলাচলও বাধাগ্রস্ত হয়। এছাড়া শীতে সংক্রামক ব্যাধির প্রকোপও বাড়ে। এ ব্যাধির সঙ্গে সঙ্গে মাথাচাড়া দিয়ে ওঠে পুরোনো কিছু শ্বাসযন্ত্রের রোগও।

শীতকালীন রোগ থেকে সুরক্ষা পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত জানিয়েছেন গ্রীনলাইফ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাশেদুল হাসান কনক।

সাধারণ সর্দি-কাশি প্রায় সারা বছরই কম-বেশি হলেও এ সময় এর প্রকোপ একটু বেশিই থাকে। বিভিন্ন রকম ভাইরাস (প্রায় ২০০ রকম) দিয়ে এ রোগ হয়। আক্রান্ত রোগীদের নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়া, মাথাব্যথা, গলাব্যথা, শারীরিক দুর্বলতা, শরীর ব্যথা এবং হাঁচি-কাশি ও অল্প জ্বর থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ওষুধের সাহায্য ছাড়াই ২-৪ দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে যায়।

পর্যাপ্ত বিশ্রাম, পরিমিত পরিমাণে তরল খাবার, কুসুম গরম লবণ পানি দিয়ে গড়গড়া, মধু খাওয়া এবং ঠান্ডা পানি ও খাবার পরিহার করলে ভালো ফল পাওয়া যায়। তবে শিশু, বৃদ্ধ এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য ডাক্তারের পরামর্শের প্রয়োজন হতে পারে। প্রতিরোধের জন্য বারবার হাত ধোয়া, নাকে-মুখে হাত না দেওয়া, আক্রান্ত পরিবার সদস্যের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার না করা উচিত।

ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা

সাধারণ সর্দি-কাশির চেয়ে তীব্রতর উপসর্গ নিয়ে ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে। সাধারণ সর্দি-কাশির অতিরিক্ত উপসর্গ হিসাবে বমি, পাতলা পায়খানা হতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে এ রোগ ছড়ায়। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশির মাধ্যমে নিঃসরিত লালার মাধ্যমে ছড়ায় বলে বদ্ধ জায়গায় এর সংক্রমণ বৃদ্ধি পায়। এ ভাইরাস বছরে বছরে তার ধরন বদলায় দেখে এর বিরুদ্ধে প্রচলিত টিকা প্রতি বছরই নিতে হয়। শিশু, বয়স্ক এবং বিভিন্ন জটিল রোগাক্রান্ত ব্যক্তির এ টিকা নেওয়া উচিত। সাধারণত ৭-১০ দিনের মধ্যে বেশিরভাগ উপসর্গের উপশম হলেও কাশি ভালো হতে অনেক সময় দুসপ্তাহের বেশিও লেগে যেতে পারে। উপসর্গের তীব্রতা বেশি হলে অথবা আগে থেকেই জটিল রোগ আছে এমন ব্যক্তি, শিশু এবং বৃদ্ধদের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সাধারণ সর্দি-কাশির মতো সব চিকিৎসার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে অনেক সময় এন্টিভাইরাল ওষুধের প্রয়োজন হতে পারে।

ব্রংকাইটিস

সাধারণ সর্দি-কাশির মতো শুরু হয়। পরে শুকনো কাশির সঙ্গে প্রচুর পরিমাণ কফ তৈরি হয়। সঙ্গে শ্বাসকষ্ট, বুকের মধ্যে শোঁ শোঁ ও চিঁ চিঁ আওয়াজ, চোখ দিয়ে পানি পড়তে পারে। ধূমপায়ীদের এ রোগ বেশি হতে পারে। এ ছাড়াও যাদের অ্যালার্জি, সাইনোসাইটিস, টনসিল বা এডেনয়েডের সমস্যা থাকে তারাও আক্রান্ত হতে পারে।

দুই সপ্তাহের মধ্যে বেশিরভাগ সমস্যা সমাধান হয়ে গেলেও কাশি কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। অনেক সময় এ রোগ নিউমোনিয়ার উপসর্গ হিসাবে প্রকাশ করে। ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসার পাশাপাশি চিকিৎসকের পরামর্শও নেওয়া উচিত।

নিউমোনিয়া

এক তৃতীয়াংশ নিউমোনিয়া ভাইরাস দিয়ে হলেও বেশিরভাগ নিউমোনিয়া ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। এ রোগ হলে ঠান্ডা ও কাঁপুনি দিয়ে তীব্র জ্বরের সঙ্গে কফযুক্ত কাশি, শ্বাসকষ্ট, বিভ্রান্তি, দ্রুত পালস, প্রেসার কমে যাওয়া, বুকে ব্যথা, মাথাব্যথা, শরীর ব্যথা হতে পারে।

অনেক সময় নিউমোনিয়াতে জীবন সংশয়ও হতে পারে। নিউমোনিয়া সন্দেহ করলে অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক নিউমোনিয়ার ধরন বুঝে বাসায় রেখে অথবা হাসপাতালে রেখে চিকিৎসা করবেন। এক্ষেত্রে কিছু পরীক্ষানিরীক্ষার প্রয়োজন হয়। নিউমোনিয়ার বিরুদ্ধে বেশ কিছু টিকা আছে, যা চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখলে এর আক্রমণ থেকে কিছুটা নিস্তার পাওয়া যেতে পারে।

রাইনাইটিস ও সাইনোসাইটিস

এক্ষেত্রে নাক বন্ধ থাকা, অল্পবিস্তর শ্বাসকষ্ট, মাথাব্যথা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো এন্টিবায়োটিক লাগে না। কিছু অ্যালার্জির ওষুধ, ন্যাজাল স্প্রে এবং গরম পানির ভাপেই আরাম পাওয়া যায়।

কানের ইনফেকশন

কান ব্যথা, নাক বন্ধ, মাথা ঘোরানো, কান দিয়ে পুঁজ পড়া ইত্যাদি থাকতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিলে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়ে শ্রবণযন্ত্রের স্থায়ী সমস্যা হয়ে যেতে পারে।

হাঁপানি বা অ্যাজমা

এটা যদিও সারা বছরেরই রোগ, তবে শীতকালে শুষ্ক আবহাওয়া এবং ঠান্ডা বাতাস ও বিভিন্ন অ্যালার্জির জন্য এ সময় বেশি আক্রান্ত হতে দেখা যায়। যাদের আগে থেকেই অ্যাজমা আছে, তাদের উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করা। মনে রাখতে হবে অ্যাজমায় ইনহেলার সবচেয়ে আধুনিক এবং শুরুর দিকের চিকিৎসা যার পার্শ্বপ্রতিক্রিয়া নাই বললেই চলে। যাদের শুধু ইনহেলারে অ্যাজমা নিয়ন্ত্রণ হয় না, তাদের জন্য বিভিন্ন ধরনের মুখে খাবার ওষুধ ব্যবহার করা হয়। তবে চিকিৎসকের পরামর্শ এখানে অত্যাবশ্যক। সেই সঙ্গে পরিষ্কার পরিবেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন।

বাত ও ব্যথা

শীতের সময় বিভিন্ন ধরনের বাত ও ব্যথার প্রকোপ বেড়ে যায়। তাই যাদের আগে থেকেই সমস্যা আছে, তারা নিয়ম মেনে ওষুধ সেবনের পাশাপাশি ব্যায়াম করবেন। ব্যথার ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না। চিকিৎসক আপনার ব্যথার প্রকৃতি, হার্ট, কিডনি, লিভার ও স্টোমাকের অবস্থা বুঝে ব্যথার ওষুধ দেবেন।




Mirza Fakhrul calls emergency press conference at noon

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২টার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানায়, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, পুলিশের সাঁড়াশি অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে কথা বলবেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। এর মধ্যে ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে, যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

রাজধানীতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। রাজশাহীর সমাবেশ শেষে ফেরার পথে শনিবার রাতে রাজধানীর আমিনবাজার থেকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নুরুল ইসলাম নয়নসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এদিন সন্ধ্যার পর থেকে রাজধানীজুড়ে ব্লক রেইড শুরু করে পুলিশ।

বিশেষ করে গুলশান, বনানী, মহাখালী ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় অবস্থিত আবাসিক হোটেল, ম্যাসে চলছে এ অভিযান। পুলিশের ভাষ্য— জঙ্গি, সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামি ধরতেই এ অভিযান চলছে।

তা ছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে রাস্তার দুদিকে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।




Bangladesh's probable playing XI against India

ভারতের বিপক্ষে ঘরের মাঠে সাত বছর পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। দুদলের দ্বৈরথ রোমাঞ্চ ছড়াচ্ছে হোম অব ক্রিকেটে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে আজ। শেরেবাংলায় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজ শুরুর আগেই কুঁচকির ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এক নম্বর ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে পুরো ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশ স্কোয়াড এ নিয়ে চলছে জল্পনা।

তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও অধিনায়ক লিটন দাস কোনো স্পষ্ট ধারণা দেননি। বরং জানিয়েছেন, এখনো ওসব নিয়ে কথা হয়নি।

ওপেনিংয়ে ডান ও বাঁ হাতি কম্বিনেশন থাকলে লিটন বা বিজয়ের সঙ্গে নাজমুল হোসেন শান্তর খেলা একরকম নিশ্চিত। এ তিনজনের একজনকে আবার তিনেও খেলানো হতে পারে। সে ক্ষেত্রে সাকিব চারে, মুশফিক পাঁচ, রিয়াদ ছয় আর আফিফ সাত নম্বরে খেলবেন। আট নম্বরে মিরাজ এবং সঙ্গে তিন পেসার মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং এবাদত হোসেন আর শরিফুল ইসলামের যে কোনো একজন খেলবেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।




What Messi said after winning the match

বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি করেছে ১ গোল। এ ছাড়া আর্জেন্টিনার হয়ে আরেকটি গোল করলেন জুলিয়ান আলভারেজ। তার গোলেই অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙে আর্জেন্টিনা।

ম্যাচশেষে গণমাধ্যমে কথা বলেন অধিনায়ক মেসি। তিনি বলেন, এটি শক্ত এবং কঠিন একটি ম্যাচ ছিল। আমরা বৃহস্পতিবার খেলেছি এবং বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি। আমরা জানতাম এটি কসরতের (ফিজিক্যাল) খেলা হতে যাচ্ছে।

মেসি আরো বলেন, ভাগ্যবশত আমরা দ্বিতীয় গোলটি পেয়ে যাই। আমাদের একটি গোল ছিল এবং এর পর দুটি গোল হয়ে যায়। এর পর আমরা বাধার মধ্যে পড়ি। কিন্তু এটি বিশ্বকাপ এবং এখানে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়া।

আর্জেন্টিনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আমরা আরেকটি লক্ষ্য অর্জন করেছি। অস্ট্রেলিয়াকে মেসি ‘কঠিন এবং শক্ত’ প্রতিপক্ষ হিসেবেও উল্লেখ করেন।




Europe does not have the strength to fight Russia alone: Finnish Prime Minister

Europe does not have the strength to fight Russia alone without the United States. Europe must increase its own defense capabilities.

Finnish Prime Minister Sanna Marin made the remarks in a speech at the Lowy Institute in Sydney on Friday during her visit to Australia.

In the wake of the Ukraine war, he said, "We should make sure that we are stronger. I want to say a brutal truth that Europe is not strong enough. Without the United States, we will be in trouble." AFP, Guardian.
Asked about China's role in reining in Russia, Sanna Marin said, "China can play a role in this. But we should not rely solely on it."

The 37-year-old Finnish prime minister insisted that "Ukraine must be given everything it needs to win the war. The United States has played a leading role in providing Kiev with the weapons, money and humanitarian assistance needed to counter Russia's advance."

"We need to make sure that we have that capability in the European defense industry," said Sanna Marin. "And we need to make sure that we can deal with different situations."

Biden not meeting with Putin: US President Joe Biden had expressed interest in meeting with Russian President Vladimir Putin to stop the military operation in Ukraine. But Putin did not respond to the proposal and added the opposite condition.




Hearing on writ petition on keeping original certificates for employment today

Jobs in a private company In the case, the poison of depositing the original certificate of educational qualification has been challenged. The writ has been sought for instructions to return the original certificate of the dismissed person submitted by the private non-ownership organization Progress.

Justice Abu Taher Md. for hearing this poison today (November 4). The list of High Court bench of Saifur Rahman and Justice AKM Rabiul Hasan is kept.

After being fired, he did not get the same even after applying again and again. A person named Shahan Shah filed a writ on November 29.

The lawyer of the writtari, Mohammad Salim Mita, said, my client was working in the private sector company Progress. Shahan Shah was fired last year by accusing him of being fired and after his dismissal, he applied to the company to return his original certificate.

But the company has a complaint against him, there is a complaint against him, after the investigation of the complaint, his client will decide on the issue of the certificate. Then my client appealed to the microfinance regulatory authority.

For this reason, we have filed a writ in the High Court. Shahen Shah was appointed as Credit Officer of NGO Progress in 2017. The company's equivalent NGO kept SSC, HSC original certificate and blank check from him. He was fired in 2021 after four years of work and he was suspended in 2021. Since then he has been accused of extortion of money and withheld his original certificate.




Prime Minister to lay foundation stones of 29 projects and 4 today

The Prime Minister is visiting the port city of Chittagong today in Rebabar (December 4). During this visit, Prime Minister Sheikh Hasina will inaugurate 29 projects in Chittagong. The new foundation stone of four projects will be more than 33 thousand crore rupees.

This information has been reported from the Chittagong district administration. After coming to Chittagong from Dhaka by helicopter in the morning of the night, the Prime Minister will appear as the chief guest at the Chittagong cantonment event, then in the afternoon, the public meeting of the Chittagong Metropolitan, North and South District Awami League will appear at the Pologround.

The Ministry of Education, Ministry of Education, Health, Agriculture, Shipping and Water Resources, which he will inaugurate, is known to be the Ministry of Religion, Ministry of Agriculture, Ministry of Shipping and Ministry of Energy and Mineral Resources.




Big change in Argentina XI, Di Maria out

গুঞ্জন ছিল আগেই। অবশেষে তা সত্য হল। মহাগুরুত্বপূর্ণ নক আউট পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা আর কিছুক্ষণ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। তবে আর্জেন্টাইন সমর্থকদের জন্য দুঃসংবাদ রয়েছে। শুরুর একাদশে নেই আনহেল ডি মারিয়া।

আল রাইয়ানের আহমদ বিন আলি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তাকে ছাড়াই প্রথমার্ধে মাঠে নামছে লিওনেল মেসিরা। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পাপু গোমেজ।

Argentina XI

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, নিকলাস অটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কোস আকুনইয়া, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি (অধিনায়ক), আলেহান্দ্রো পাপু গোমেজ ও ইউলিয়ান অ্যালভারেজ।




Police surround residential hotel in Banani on suspicion of militants

Police have surrounded a residential hotel in Banani of the capital on suspicion of being a terrorist.

Banani Thana police stationed around the hotel around 9 pm on Saturday, and the Dhaka Metropolitan Police (DMP) Gulshan Division DC Abdul Ahad confirmed the poison to Jugantar.

Banani police station OC Noore Azam said, "We have surrounded the hotel called North City. We suspect that there are militants there.

He added that the hotel in Banani and a mess were surrounded on suspicion of terrorists, we believe that militants may stay here for the purpose of sabotage. We have information for several days and we have launched the operation based on that.




Netherlands becomes first team to reach quarterfinals

The knockout phase of the World Cup has begun today. If they lose, they will have to say goodbye to the 22nd edition of football. And if they win, they will step up for the next phase and their dream of winning the title will become more colorful. To that end, the Netherlands and the United States will face each other in the last sixteen match at the Khalifa International Stadium.

The Dutch, who were leading 2-0 in the first half of the match, secured a 3-1 victory in the second half with a goal from Denzel Dumfries in the 81st minute, securing Fran de Boer's side's place in the last eight.

Details coming soon…