After 11 long years, the triennial conference of Companiganj Upazila AL is held

Md. Badiuzzaman No.

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১১বছর পর ২ ডিসেম্বর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলকে ঘিরে বিবদমান আওয়ামীলীগের ২ গ্রুপ ঐক্য হয়ে সম্মেলন সফল ও সার্থক করেছেন। এ উপজেলাটি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকা। এ উপজেলা বিগত ২ বছর দলীয় গ্রুপিং থাকায় ২ কর্মী ও ১ সাংবাদিক খুন হয়েছে । শতাধিক কর্মী আহত হয়েছে ও বেশ কয়েকটি মামলা হয়েছে ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রচেষ্টা বিরোধ নিষ্পত্তি হয়ে সম্মেলন উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য জমকালো আয়োজনের মধ্য দিয়ে বসুরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরীর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধক নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন( এমপি) বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদিকা সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী উপস্হিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামীলীগের যুগ্ন-আব্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন চরফকিরা ইউপি চেয়ারম্যান জায়দল হক কচি, রামপুর ইউপি চেয়ারম্যান সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা সিরাজিস সালেকিন ( রিমন) সম্মেলনে বসুরহাট পৌরসভার বার বার নির্বাচিত মেয়র আপোষহীন নেতা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদল কাদের মির্জা কে সভাপতি ও সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল কে সাধারণ সম্পাদক বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রশিদ মন্জু ও সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল কে ঘোষণা করে ৩ বছরের জন্য কমিটি গঠিত হয়েছে ।




Deepika doesn't want to wait anymore

Bollywood actress Deepika Padukone does not want to wait for a long time, Shah Rukh Khan and Deepika's movie ‘Patan’ has been at the center of discussion for a long time. The popular duo is coming together for the fourth time through this movie.

In the meantime, the movie ‘Pathan’ has caught the attention of the netizens, even the movie's treasures have been seen by the moviegoers. They have been waiting to see the movie in theaters ever since. Deepika-Shahrukh ended the wait by sharing the poster of the movie with the date of arrival in the theater.

Deepika shared the poster of the movie on Instagram and wrote - I will not wait, I will come to your near theaters on 25th. So why delay! Let the preparations begin.’

Shah Rukh Khan wrote - tied the seat bell? Enjoy 25th January 2019 য়েটেটেটেটেটেটেটেটেটেটে

In the poster, the filmmakers have the same presence as Shah Rukh Khan, Deepika Padukone and John Abraham. In the poster, the film is being done by Deepika Padukone and the gun in her hand.




The message Australia gave about Messi

  • দুর্দান্তভাবেই খেলায় ফিরেছে আর্জেন্টিনা। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোল নিশ্চিত করেছে তারা। শুধু তাই নয়, দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকেও এড়াতে পেরেছে তারা। নকআউট পর্বের শুরুতেই আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

    তবে ১৬ বছর পর প্রথমবার নকআউটে উঠে বড় পরীক্ষায় নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা, তখন মেসিকে নিয়ে আলাদা করে কথা বলতেই হয়। সকারুরা তার প্রশংসা করতে কুণ্ঠাবোধ না হলেও জানিয়ে দিল, আর্জেন্টিনা অধিনায়ককে ভয় পাচ্ছে না তারা।

    আগামী শনিবার শেষ ষোলোতে আবারও মেসি ঝলক দেখার অপেক্ষায় বিশ্ব। কিন্তু অস্ট্রেলিয়া তৈরি তাকে মোকাবিলায়। দলের ডিফেন্ডার মিলোস ডেগেনেক বলেছেন, ‘আমি সবসময় মেসিকে ভালোবাসি এবং আমি মনে করি ফুটবলের সেরা খেলোয়াড় সে। কিন্তু তার বিরুদ্ধে খেলা অসম্মানের নয়, কারণ সেও আমাদের মতো একজন মানুষ।’ শেষ ষোলোতে উঠে আপ্লুত এই সকারু খেলোয়াড়, ‘বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা সম্মানের। আমরা আর্জেন্টিনা কিংবা পোল্যান্ড যেই দলের বিপক্ষে খেলি না কেন, বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা গর্বের।’

    ডেনমার্ক বধের নায়ক ম্যাট লেকিও মেসিকে নিয়ে উদ্বেগের মধ্যে নেই। তিনি বলেন, ‘এটা ৯০ মিনিটের খেলা, হয়তো বা ১২০ মিনিটের। এটা নকআউট ম্যাচ। কেউ আমাদের এখানে প্রত্যাশা করেনি, আমরা সবকিছু নিংড়ে দিব তাদের বিপক্ষে, আমাদের কোনো চাপ নেই।

    এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে, খেলতে হবে সম্ভবত সেরা ফুটবলারের বিরুদ্ধে। কিন্তু এটা ১১ জনের বিরুদ্ধে ১১ জনের খেলা। ওদের দলে ১১ জন মেসি নেই, একজনই।’




  • 13,000 Ukrainian soldiers killed in the battle of the Russians

    সাম্প্রতিক যুদ্ধে রাশিয়ার হাতে ১৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন। তবে দেশটির সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেনি।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে হওয়া যুদ্ধে ১০ হাজার থেকে ১৩ হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছেন।’

    বুধবার একটি ভিডিও ভাষণে ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন বলেছেন, যুদ্ধে এক লাখ ইউক্রেনীয় সৈন্য মারা গেছে। যদিও ইইউ কমিশনের একজন মুখপাত্র পরে স্পষ্ট করেছেন যে এটা একটি ভুল তথ্য ছিলো। এ পরিসংখ্যানটিতে নিহত এবং আহত উভয়ের কথাই বলা হয়েছে।




    Know the mod folder, iPhone, celebrities will come

    স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন ফোল্ডেবল ডিসপ্লের দিকে ঝুঁকছে। এরই ধারাবাহিকতায় বাজারে এসেছে বিভিন্ন মডেলের ফোল্ডিং ফোন। এবার অ্যাপল ফোল্ডিং আইফোন তৈরির উদ্যোগ নিয়েছে। ২০২৪ সালে বাজারে আসবে এই ফোন।

    ফোল্ডিং ফোনের দুনিয়ায় ইতিমধ্যেই আধিপত্য কায়েম করেছে স্যামসাং। দীর্ঘদিন ধরে কানাঘুষো চললেও এখনও ফোল্ডিং আইফোন বাজারে আনতে পারেনি অ্যাপল। সব ঠিক থাকলে ২০২৪ সালে লঞ্চ হতে পারে আইফোন ফ্লিপ।

    অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও এই তথ্য জানিয়েছিলেন। যদিও এই বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও কোনও রকম উচ্চবাচ্য করা হয়নি। তবে ইন্টারনেটে নিয়মিত ফোল্ডিং আইফোন নিয়ে একাধিক তথ্য ফাঁসের দাবি করা হচ্ছে। সেখানে এই ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন জানা সম্ভব হয়েছে।

    অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন ২০২৪ সালে লঞ্চ হতে পারে আইফোন ফ্লিপ। এটাই কোম্পানির প্রথম ফোল্ডিং ফোন হতে পারে বলে মনে করা হচ্ছে। কেউ কেউ আবার বলছেন ২০২৩ সালে আইফোন ১৫ সিরিজের সঙ্গেই বাজারে আসতে পারে আইফোন ফ্লিপ। তবে নয়া ফোন সম্পর্কে এখনও মুখ খোলেনি মার্কিন টেক জায়েন্ট কোম্পানিটি।

    আইফোন ফ্লিপে একটি ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার হবে। এলসিডি অথবা ওলিড ডিসপ্লে ব্যবহার করতে পারে। যদিও ডিসপ্লের সাইজ সম্পর্কে কোনও তথ্য এখনও জানা যায়নি। এদিকে একই সঙ্গে আরও একটি ফোল্ডেবল আইফোন লঞ্চ করতে পারে অ্যাপল। সেই ফোনে থাকতে পারে ৮ ইঞ্চির ডিসপ্লে। যা প্রায় আইপ্যাড মিনির ডিসপ্লের সমান।

    আইফোন ফ্লিপের সম্ভাব্য ডিজাইন

    অ্যাপলের ফোল্ডিং আইফোনে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফ্লিপের মতো ডিজাইন থাকতে পারে। মটো রেজর সিরিজেও এই ডিজাইন দেখা গিয়েছিল। ইতিমধ্যেই এই ডিজাইনের পেটেন্ট ফাইল করেছে অ্যাপল। ২০২০ সালে প্রথম এই পেটেন্ট ফাইলিংয়ের খবর সামনে আসে।

    অ্যাপেলের পক্ষ থেকে এই ফোনের কোনও ছবি প্রকাশ করা না হলেও বিভিন্ন ডিজাইন নিজের কল্পনা ব্যবহার করে আইফোন ফ্লিপের ডিজিটাল রেন্ডার তৈরি করে তা অনলাইনে প্রকাশ করেছেন। কেউ কেউ আবার বলছেন আইফোন ফ্লিপ নয়। আইফোন এয়ার নামে বাজারে আসবে এই ফোন।

    ফোল্ডিং আইফোনের দাম

    ডিভাইসটি বাজারে আসলে এর সম্ভাব্য দাম হতে পারে ২০০০ মার্কিন ডলার।




    Covered van loses control and crashes into hotel, killing 5

    যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যানের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে দোকান ও হোটেলের মধ্যে ঢুকে গেলে চাপায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পিতা-পুত্রও রয়েছেন।

    শুক্রবার সকালে উপজেলার যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার শিশু পুত্র তাওশিদ হোসেন (৭)। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

    স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত ১০টি দোকানে আঘাত করে।

    এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে পাঁচজনের মৃত্যু হয়।

    মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন।




    যেসব কারণে শীতের সবজি খাবেন

    শীতকালে বাংলাদেশে সবজির ছড়াছড়ি। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুলা, শিম, মটরশুঁটি ইত্যাদি অনেক রকমের সবজিতে বাজার ছেয়ে থাকে।

    :টমেটো এটি ভিটামিন সি এবং ভিটামিন এ বা বিটা ক্যারোটিনের চমৎকার উৎস। লাইকোপিন অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। লাইকোপিন হাড়ের সুস্থতায় সাহায্য করে। টমেটোতে আছে প্রচুর বায়োটিন, ভিটামিন বি৬, ম্যাংগানিজ, ভিটামিন ই ইত্যাদি। এই সবজি হৃদরোগ প্রতিহত করে, ক্ষতিকর কোলেস্টেরল কমায়, ত্বক ও চুলের সুস্থতা বজায় রাখে। বেশি তাপে টমেটোর ভিটামিন সি এবং বিটা ক্যারেটিন অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই কাঁচা বা সালাদ করে খাওয়া ভালো।

    গাজর: গাজর খেলে চোখ ভালো থাকে বলে যে ব্যাখ্যা চালু আছ, তা মিথ্যা নয়। গাজরে প্রচুর বিটা ক্যারোটিন ও ভিটামিন এ আছে, যা দৃষ্টিশক্তি ভালো রাখে। এই সবজিতে ভিটামিন সি, ভিটামিন কে, ফলেট, পটাশিয়াম আছে অনেক। পটাশিয়াম রক্তনালি সুস্থ রাখে, ফলেট গর্ভস্থ শিশুর জন্য ভালো। গাজরে ক্যালরির পরিমাণ খুব কম, প্রতি ১০০ গ্রামে ৪১ ক্যালরি থাকে। তাই যারা শরীরের ওজন কমাতে চান, তারা বেশি করে গাজর খেতে পারেন।

    ফুলকপি: ফুলকপিতে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি২, ভিটামিন বি৬ এবং নানা খনিজ উপাদান আছে। এতে কিছুটা প্রোটিনও আছে, আছে প্রচুর পরিমাণে আঁশ। পরিপাকতন্ত্র ও রক্তসংবহনতন্ত্রের জন্য এটি খুবই উপকারী। হাড়ের সুস্থতায় ফুলকপি সাহায্য করে। তবে বেশি পরিমাণে ফুলকপি অনেক সময় হজমে সমস্যা করতে পারে, পেটে গ্যাস হতে পারে।

    শিম: শিমে প্রচুর পরিমাণে আঁশ আছে, যা পরিপাকতন্ত্রের জন্য উপকারী। আছে প্রোটিন, ভিটামিন সি ও জিংক শিমের বিচিও প্রোটিনের চমৎকার উৎস। যারা মাছ-মাংস কম খেতে চান, তারা শিমের বিচির মাধ্যমে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন।




    3 arrested with 30 kg of marijuana in Faridpur

    ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
    ফরিদপুরের মধুখালী থানা পুলিশ ১ ডিসেম্বর রাতে ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে। এ ঘটনায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন।

    ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- খাগড়াছড়ি হতে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনে মাদকের একটি বড় চালান যাচ্ছে। সে মোতাবেক মধুখালী পৌর সদরের মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ঢাকা-খুলনা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাসী করে ১ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১১৭৭) কেবিনে রাখা ট্রাভেল ব্যাগ ও কার্টুনে রাখা মোট ৩০ কেজি গাঁজা পাওয়া যায়।
    এ সময় বাসের সুপারভাইজার আবু রায়হান(৪৫),পিতা-আবদু­র রাজ্জাক,গ্রাম-উলুবাড়­িয়া,ঝিনাইদহ,বাসের যাত্রী সাজ্জাদ শিকদার(৩৯),পিতা-ছলিম­ শিকদার,গ্রাম-দিঘল,শা­লিখা,মাগুরা ও শাহিন(৩৫),পিতা- সামছুদ্দিন,গ্রাম-উলু­বাড়িয়া,শৈলকুপা,ঝিনাই­দহ কে আটক করা হয়েছে।

    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮এর ৩৬(১) টেবিলের ১৯(গ) ধারায় মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটককৃতদের জবানবন্দী অনুযায়ী শালিখা,মাগুরার উজ্জল মোল্যা নামের এক আসামী পলাতক রয়েছে এবং উজ্জল একাধিক মাদক মামলার আসামী বলে ওসি জানান।




    Tire fire, cocktail explosion on Boalmari Road in Faridpur

    Faridpur District Representative –
    ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া­ আঞ্চলিক মহাসড়কের ওপরে টায়ারে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

    বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি বোমা উদ্ধার করে। এছাড়া ফায়ার সার্ভিস গিয়ে টায়ারের আগুন নিয়ন্ত্রণ করে। এসময় পুলিশ ফাঁকা ১২ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
    এবিষয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের লিডার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাচ আলী বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশ শটগানের ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।তিনি আরও বলেন, স্থানীয়রা তিন থেকে চারটি বোমা ফাটার শব্দ শুনেছেন
    বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন , ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

    তিনি আরও বলেন, যারা নাশকতা সৃষ্টি করার জন্য বোমা ফাটিয়েছে তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




    Application for admission to the XI starts on December 8, fee is 150 taka

    Admission applications for class XI in various colleges will start from December 8. It will continue till December 15. This time too, students will be admitted to class XI on the basis of SSC or equivalent exam results. There will be no exam for admission. Applications for admission will be accepted online. The online application fee has been fixed at 150 taka.

    The date for accepting applications for admission to class 11 and other matters were decided in a meeting held at the Ministry of Education on Thursday. Education Minister Dipu Moni joined the meeting virtually. The rest joined the meeting in person.

    Dhaka Secondary and Higher Secondary Education Board Chairman Professor Tapan Kumar Sarkar, who attended the meeting, informed Dainik Shiksha.com about the decision on Thursday evening. He also said that applications can be made online with a minimum of five and a maximum of 10 educational institutions in order of preference. The application fee has been set at Tk 150.

    He also said, "The college admission fee will remain the same. We hope to receive the ministry's instructions on Friday or Monday. The admission notification will be issued next week."

    It is worth noting that the results of the SSC and equivalent examinations were published on November 28. This time, 19 lakh 94 thousand 137 students took the SSC and equivalent examinations and 17 lakh 43 thousand 619 passed. These students are waiting for admission to higher secondary.