SSC results to be published today

সোমবার (আজ) প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল।

সকাল ১০টায় শিক্ষামন্ত্রী দীপু মনির নেতৃত্বে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গণবভনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া হবে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ।

এরপর দুপুর ১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সংবাদ সম্মেলনের পর নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে প্রকাশ করা হবে ফল।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।




Unidentified man's hanging body recovered in Narsingdi

মোঃ মোবারক হোসেন ,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে একটি কাঠবাগান থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বেলতলী এলাকার রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কের পাশের কাঠবাগান থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তির আনুমানিক বয়স ৫০/৫৫ বছর। তার পরিচয় সনাক্তের জন্য আঙুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে একটি কাঠবাগানের গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল ওই ব্যক্তির লাশ। সকালে বাগানের পাশের জমিতে কাজ করতে গিয়ে এ দৃশ্য দেখেন স্থানীয় কৃষকরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে । নিহত ওই ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও শর্ট পাঞ্জাবী। তাঁর পকেট থেকে দুটি নাপা ট্যাবলেট ও বিড়ির প্যাকেট পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় , গতকাল শনিবার দিনভর অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে কাঠবাগানে ঘুরাফেরা করতে দেখা গেছে। পরে সকালে বাগানের গাছের ডালের সঙ্গে তাঁর লাশ ঝুলছিল। নিহত ওই ব্যক্তি অন্য কোন এলাকার বলে ধারণা করছেন তাঁরা।
রায়পুরা থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম আরোও জানান, নিহত ব্যক্তির পরিচয় সনাক্তে কাজ করে যাচ্ছে পুলিশ । লাশের সুরতাল শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।




Five BNP leaders in Lakshmipur jailed

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী হত্যা মামলায় যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনসহ পাঁচ বিএনপি নেতাকে কারাগারে পাঠালেন আদালত। রবিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ অর্ধশতাধিক নেতাকর্মী আদালতে ভিড় জমান। ফরিদসহ গ্রেফতার নেতাদের আদালতের হাজতে নেওয়ার সময় দলীয় স্লোগান দিতে দেখা যায় তাদেরকে।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জানিয়েছেন, আলাউদ্দিন হত্যা মামলায় ফরিদসহ পাঁচ অভিযুক্ত উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। নির্দিষ্ট সময় শেষ হওয়ায় তারা লক্ষ্মীপুর জজ আদালতে উপস্থিত হয়ে আবারও জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় আরও তিন আসামি কারাগারে রয়েছেন।

গ্রেফতার ফরিদ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসিন্দা। গ্রেফতার অন্যরা হলেন– সদর (পশ্চিম) উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবদুল গনি, যুদবল নেতা আক্তার হোসেন, শিপন ও পারভেজ। তারা যুবদলের বিভিন্ন ইউনিটের দায়িত্বে রয়েছেন।

সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার ছেলে মেহেদি হাসান আকাশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ এবং ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি জাবেদ, সাইফুল ও সুমন নামে তিন জন কারাগারে রয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান জানান, ‘এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। ফরিদ ও গনিসহ গ্রেফতার ব্যক্তিরা কেউই হত্যার সঙ্গে জড়িত নয়। আমরা উচ্চ আদালতে তাদের জামিন আবেদন করবো। উচ্চ আদালত তাদের জামিন মঞ্জুর করবেন বলে আমরা আশাবাদী।’




Protest rally to maintain the dignity of the national flag

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনায় বিশ্বকাপ ফুটবলের উন্মদনায়, আমাদের জাতীয় পতাকার বিধিমালা লংঘন করে জাতীয় পতাকার অমর্যাদাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রশাসনের নীরব ভূমিকা পালনের কারনে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৭ নভেম্বর) ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ ফোরামের আয়জনে ও বরগুনা প্রেসক্লাবের সহযোগিতায় সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন- বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ, পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মোঃ হাসানুর রহমান ঝন্টু, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন হাওলাদার, বরগুনা জাগোনারী প্রধান নির্বাহী হোসনেয়ারা হাঁসি, মুক্তিযুদ্ধ জাদুকরের ট্রাস্টি চিত্তরঞ্জন শীল, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ তার বক্তব্যে বলেন, সম্প্রীতি সারা বাংলাদেশ জুড়ে চলছে ফুটবল প্রেমি মানুষের ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মদনা এরই ধারাবাহিকতায় বর্তমানে সারা বাংলাদেশে তৈরি হয়েছে জাতীয় পতাকার অবমাননা যা মোটেই কাম্য নয়। প্রায় সব শ্রেনীর ফুটবল ভক্ত মানুষরা যে যার পছন্দ অনুযায়ী নিজ বাড়িতে অন্য দেশের জাতীয় পতাকা টানিয়েছে। কিন্তু তারা ভুলে গেছেন তাদের জন্মভূমি এই বাংলার মাটিতে। ফুটবলের তাদের এই ভালোবাসা কে ইস্যু করে আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান জায়গা হারিয়ে ফেলছে। বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি সম্মান অক্ষুন্ন রাখা সকলেরই দায়িত্ব।

মুক্তিযুদ্ধ জাদুকরের ট্রাস্টি চিত্তরঞ্জন শীল বলেন, আমি একদিন বাড়ি ফেরার সময় রিকশায় উঠলে দেখতে পেলাম রিক্সার দু হেন্ডেলে অন্য দেশের পতাকা, তখন ওই রিক্সা চালকে পতাকার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন আমি সেই দেশের ফুটবলের ভক্ত তাই লাগিয়েছি। দেশে এত এমপি-মন্ত্রীরা আছে তাদের গাড়িতে যখন পতাকা লাগাতে পারে তাহলে আমি সামান্য রিক্সা চালক হয়ে কেন পারব না। আমি সেদিন তার কেন র উত্তর দিতে পারি না। তাহলে বুঝতেই পারছেন দেশের জাতীয় পতাকার সম্মান মানুষের কাছে কতটা নিচে নেমে যাচ্ছে। আমরা জাতীয় পতাকার প্রতি মানুষের সম্মান আবারও পুনরুদ্ধর করতে চাচ্ছি। এর জন্য প্রতিবাদ সমাবেশে প্রায় সকল শ্রেণীর মানুষ একত্র হয়েছি। দরকার হলে আমরা বাংলাদেশের সম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলনে নামবো।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি প্রেরণ করেন বরগুনা প্রেসক্লাবের সদস্যরা। পাশাপাশি প্রধানমন্ত্রী বরাবরও এই স্মারক লিপি পাঠানো হবে বলে জানিয়েছেন তারা।




One arrested in Faridpur sand trader's murder case

Faridpur District Representative-

ফরিদপুরের চরভদ্রাসনে মো. কাউসার হোসেন খান (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় সাফায়েত ইসলাম সিফাত (১৬) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে ওই তরুণকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি ও জেলা পুলিশের একটি টিম।

সিফাত নামের ওই তরুণ বালু ব্যবসায়ী মো. কাউসার হোসেন খানকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার রোববার (২৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডল জানান, নিহত কাউসার সিফাতের ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তার সাথে সমকামিতা করে আসছিলো।

ঘটনার দিনও শুক্রবার (২৫ নভেম্বর) রাতে কাউসার সিফাতকে ভয়-ভীতি দেখিয়ে উক্ত স্থানে নিয়ে গিয়ে সমকামিতার চেষ্টা চালালে দু’জনের মধ্যে ধ্বস্তাধস্তি হয় বলে জানান এই কর্মকর্তা।

ধ্বস্তাধস্তির এক পর্যায়ে কাউসারের সঙ্গে থাকা চাকু কাউসারের ঘারে আঘাত হানলে কাউসার মাটিতে লুটিয়ে পরে বলে জানান।

এসময় সিফাত কাউসারের পিঠের উপড় চরে ওই চাকু দিয়ে কাউসারের ঘারে ও পিঠের বিভিন্ন স্থানে আঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

শনিবার(২৬ নভেম্বর) সকালে স্থানীয়রা কাউসারের মৃত দেহ উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের জাকেরারসূরা ভাঙা মাথা নামক স্থানে পদ্মা পাড়ের বালুর ডিভিটে পরে থাকতে দেখে ওই ওয়ার্ডের স্থানীয় ইউপি’ মেম্বারকে খবর দেয়। পরে ইউপি’ মেম্বার পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, হত্যায় ঘটনায় আটক সিফাতকে রবিবার সকালে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে, জানান, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু মন্ডল।




Leaders and activists gather around Netrokona District Awami League conference

Abdur Rahman Ishan, Netrokona correspondent:

বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রকোনা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ২৯ নভেম্বর। সম্মেলনকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছেন নেতাকর্মীরা।

রাজনৈতিক মাঠে কাজ করছেন দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ডজন খানেকের বেশি নেতা। তারা দলীয় প্রধান ও হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন ঢাকায়—পদপ্রাপ্তির আশায় চালাচ্ছেন চেষ্টা-তদবির।

জেলা শহরের প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলীয় প্রধান শেখ হাসিনার ছবিসহ কেন্দ্রীয় নেতা এবং সভাপতি ও সাধারণ সম্পদক পদপ্রার্থীদের ছবিসংবলিত তোরণ।

জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে এরই মধ্যে নেত্রকোনা সদর, মদন, খালিয়াজুরী, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের নেতৃত্বের চমক এসেছে। এরই ধারাবাহিকতায় জেলা সম্মেলনে কে হচ্ছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। তৃণমূল থেকে কেন্দ্রীয় হাইকমান্ড পর্যন্ত লবিং চালিয়ে যাচ্ছেন পদপ্রত্যাশীরা।

জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান কমিটির সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি লে. কর্নেল (অব.) আবদুর নূর খান, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, সাবেক সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সহসভাপতি হাবিবুর রহমান খান রতন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক-২ নুর খান মিঠু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-৩ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহম্মেদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুর রহমান ভিপি লিটন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিল্লুর রহমান নোমান, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকারের নাম আলোচনায় রয়েছে।

২৯ নভেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন জেলা শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।




Union Awami League opinion exchange meeting held in Char Elahi

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) চর এলাহী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২ রা ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এ মত বিনিময় সভায় ইউনিয়ন আওয়ামীলীগের দু’পক্ষের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাব উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গনির সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন।
মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ছোট ভাই আব্দুল কাদের মির্জা।
জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান। সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী। উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল। আওয়ামীলীগ নেতা পিপুল। আওয়ামীলীগ নেতা নাজমুল হক নাজিম। উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মহরম আলী। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক মেম্বার। চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক। সাধারণ সম্পাদক আব্দুল মালেক। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল উদ্দিন। সাধারণ সম্পাদক মিজানুর রহমান

সভায় বক্তারা বলেন, গত দুইবছর উপজেলা আওয়ামীলীগের মধ্যে যে বিরোধ ছিল তা এখন শেষ হয়ে গেছে। উপজেলা আওয়ামীলীগের বিরোধ ইউনিয়ন গুলোতেও ছড়িয়ে পড়েছিল। সেটা নিষ্পত্তির লক্ষ্যেই আমাদের আজকের এই মত বিনিময়সভা।

ইউনিয়নের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, চর এলাহী ইউনিয়ন অতীতে ও আওয়ামীলীগের ঘাটি ছিল এখনো আছে, তবে মাঝখানে বিরোধের কারণে কিছুটা এলোমেলো ছিল। আজ থেকে তা আবার ঠিক হয়ে যাবে। এসময় তারা বলেন, আপনারা ভুলে গেলে চলবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিএনপি জামাত নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এই ষড়যন্ত্রকে রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। এছাড়াও আগামী নির্বাচনে এ আসন থেকে পুনরায় নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আমাদের আপনাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি। তাই তার সম্মান রক্ষার্তে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরিশেষে সবাইকে আগামী ২ ডিসেম্বরের সম্মেলনে অংশগ্রহণ করার আহবান জানিয়ে বক্তারা বলেন, এ সম্মেলন হবে কোম্পানীগঞ্জের ইতিহাসে সর্ববৃহৎ সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে আমরা

মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নিকট আবারও আহবান জানাবো
আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদেরকে যেন তৃতীয় বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।




Mohammad Nizam Uddin ZITU obtained his M.Phil degree from Dhaka University.

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার তুষি গ্রামের ডা. মোহাম্মদ আব্দুল মতিন ও মিসেস ফাতেমা বেগম-এর ৪র্থ পুত্র মোঃ নিজাম উদ্দিন (জিটু) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে SAFETY-NET PROGRAMS FOR WOMEN WORKERS IN READYMADE GARMENT (RMG) SECTOR IN BANGLADESH বিষয়ে এম.ফিল ডিগ্রী অর্জন করেছেন।

তাঁর এই ডিগ্রী গত ১২ অক্টোবর ২০২২ তারিখের ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ৩০ অক্টোবর ২০২২ তারিখ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার আদেশক্রমে প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, ইতোপূর্বে তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেধা তালিকায় ২য় হয়ে ১ম শ্রেণিতে এমএসএস ডিগ্রী অর্জন করেন। তিনি সকলের দোয়াপ্রার্থী।




How to lose weight in a healthy way

Are you worried about your weight? A healthy lifestyle and diet can help you maintain a healthy weight. People who are addicted to junk food tend to gain weight.

Calories are a way of measuring weight. If you want to lose weight, you need to eat fewer calories than you burn each day, meaning you need to eat fewer calories or eat less calorie-rich foods.

In that case, you need to know which foods are low in calories and eat low-calorie foods accordingly. If you try to lose weight by not eating or eating very little, it is seen that after a few days or a few days, you give up this method due to extreme hunger and return to your previous state, so you need to adopt some sustainable and effective methods to lose weight, which are as follows:

Dr. Md. Taufiqur Rahman Faruk, professor of medicine and cardiologist at Medinova Medical, gave details on this matter.

Protein foods are low in calories.

Eating more protein-rich foods is the easiest, most effective, most delicious, most scientific, and least painful way to lose weight. Eating protein-rich foods makes you feel full faster with less food, meaning that you feel less hungry and your body's metabolic rate increases because it takes a lot of energy to digest and metabolize protein-rich foods, break them down, produce energy, or do other things.

Protein or non-protein foods require more energy to digest or metabolize, which is 80-120 calories more. If a person eats 30 percent of their diet as protein, they will consume 441 calories less food per day.

Therefore, by adding a moderate amount of protein to food, on the one hand, fewer calories enter the body, while on the other hand, calorie expenditure is also increased. Protein foods reduce the intensity of our hunger.

People who are on a diet and want to lose weight without eating sometimes feel a strong feeling of hunger, as a result they cannot stay without eating, as a result it becomes difficult to lose weight and the weight keeps on gaining back as before. Protein foods reduce such sudden strong feelings of hunger.

A study shows that if a meal contains 25 percent protein or non-protein, this protein or non-protein reduces the brain's thoughts about food by 60 percent and reduces the desire or tendency to eat late at night or early in the morning by 50 percent.

Therefore, if someone wants to make a weight loss program effective and sustainable or permanent and wants to lose weight with less difficulty, they should include at least 30 percent protein or non-vegetarian foods in their diet. This will ensure that the weight does not return, as well as losing weight.

Sugary soft drinks and fruit juices should be avoided.

Soda, fruit juice, chocolate milk, and other soft drinks such as Coca-Cola, Fanta, Miranda, and Pepsi, where excess sugar is added, are harmful and should be avoided, because sugar enters our body with extra calories and increases our weight.

Children are 60 percent more likely to be overweight or obese if they drink sugary soft drinks every day. In addition to weight gain, these sugary soft drinks can cause a variety of diseases.

Natural juices or fruit juices are healthy, but if excess sugar is added to the juice, it is harmful. These sugary drinks actually have no beneficial effects, but are harmful in the long run.

Drinking more water helps you lose weight.

One of the tricks for losing weight is to drink more water every day. Drinking more water burns extra calories. Drinking 4 glasses or 2 liters of water every day burns 96 extra calories without any physical exertion.

Moreover, drinking water on an empty stomach before meals will partially fill the stomach, reduce hunger, and fill the stomach with less food, automatically resulting in fewer calories entering the body.

A 12-week study found that drinking 1-2 liters of water 1-2 hours before a meal resulted in 44 percent more weight loss, so drinking more water along with a healthy, low-calorie diet is effective for weight loss. Caffeinated drinks such as green tea and coffee are healthy and helpful for weight loss because these drinks help the body burn extra calories.

Exercise regularly.

When we eat low-calorie foods, our body wants to conserve energy, to store energy by expending less energy. So, long-term weight loss programs or dieting or eating less reduces our body's metabolic or physiological calorie expenditure.

Moreover, it dries out our body's muscles, so to lose weight, in addition to eating less high-calorie foods, you also need to do weightlifting to maintain muscle mass, which will prevent muscle wasting and maintain metabolic activity.

So to lose weight, we don't just want to reduce body fat, we also want to keep our body in shape, so that we don't look ugly, skinny, but rather look good. Along with weight lifting, we need to do regular aerobic exercises like walking, swimming, and jogging.

Eat less refined sugar and carbohydrates.

Carbohydrates or sugary foods contain a lot of calories, so you should eat less carbohydrate foods such as rice, bread, potatoes, sugar, sweets, honey, and soft drinks.

Studies have shown that low-calorie diets, i.e., low-carbohydrate and low-fat diets, are 2-3 times more effective in weight loss. In addition, low-carbohydrate diets prevent other diseases such as diabetes and metabolic syndrome, while complex carbohydrates with fiber, such as brown rice, are not harmful to the body, but beneficial.




What Messi said after the victory

1986 to 2022. 36 years have passed since the calendar turned. In the meantime, they have not tasted the taste of winning the World Cup. Lionel Messi's team set foot in the host country Qatar with such a calculation in mind.

However, the Albiceleste's hopes were dashed after losing to Saudi Arabia in their first match. But soon after, that scenario changed and Lionel Messi's team began to show themselves in the World Cup. Which started with a great 2-0 win against Mexico in today's match.

Lionel Scaloni's team took to the field today in the 'C' Group match at the Lusail Iconic Stadium in Qatar. Messi had no choice but to win this match in the fight for survival. The hero of the victory in such an equation match was 'Lionel Messi'. Just as he gave the team a chance to survive in the World Cup by scoring, he also scored an incredible goal through young Ano Fernandes.

"We knew we had to win today. It's a new start for us in the World Cup and we did it. We can't give up. We have to stay like this," Messi said in his immediate reaction after the great win over Mexico.

Lionel Messi has now tied Diego Maradona with the record for most goals scored in the World Cup, with eight goals each in 21 matches.

After the match, Messi added, "We had to lose the first match for various reasons. We knew we had to win today and we knew how to win. Today our World Cup starts." With this win against Mexico, Poland is at the top of Group C with 4 points. Argentina and Saudi Arabia are tied on 3 points. However, Scaloni's team is ahead on goal difference.