Medical universities will be established in all departments: Prime Minister

দেশের স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নিতে প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তিনি সকল থানায় হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শিশু হাসপাতাল, নিটোরসহ গুরুত্বপূর্ণ হাসপাতাল ও প্রতিষ্ঠা করে যান। তিনি বিএমডিসি, নিপসম, বিসিপিএস প্রতিষ্ঠাসহ দেশের স্বাস্থ্যখাতের ভিত রচনা করে গেছেন।

সরকারপ্রধান আরো বলেন, মিডওয়াইফারি প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি। এরমধ্যে তিন হাজার মিডওয়াইফারি পদও তৈরি করেছি। আমরা কমিউনিটি ক্লিনিক, মাতৃসদন তৈরির মাধ্যমে গর্ভকালীন চিকিৎসা নিশ্চিত করেছি। কমিউনিটি ক্লিনিকে নিরাপদ প্রসবের ব্যবস্থা করা হয়েছে। আমরা জাতীয় কৌশলপত্র তৈরি করে দিয়েছি। এতে গর্ভবতী মা থেকে নবজাতকের সকল চিকিৎসার বিষয়ে গাইডলাইন দেওয়া আছে।

এ সময় দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে পর্যায়ক্রমে সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে জানান সরকারপ্রধান। সেই সঙ্গে জেলায় জেলায় মেডিকেল কলেজ করার কথা জানান তিনি।




Bubli will come to the press conference anytime.

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী যে কোনো সময় সংবাদ সম্মেলনে আসবেন বলে জানিয়েছেন। শাকিবের সঙ্গে তৈরি হওয়া তার দ্বন্দ্ব ও দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে বিস্তারিত জানাবেন তিনি।

বুবলীর জন্মদিনে শাকিব খান হিরের নাকফুল উপহার দিয়েছেন বলে দাবি নায়িকার। এ নিয়ে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ফেসবুকে খোঁচা দিয়েছেন বুবলীকে। এই নায়িকাও অপুকে ছেড়ে কথা বলেননি।

প্রথমে চুপ থেকে পরে শাকিব সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমে। সেখানে স্পষ্ট করে বলেছেন, বুবলীকে তিনি নাকফুল দেননি। তার সঙ্গে শাকিবের সম্পর্ক জোড়া লাগার নয়। মূলত এ নিয়েই শাকিব-বুবলীর দ্বন্দ্ব।

এ বিষয়ে বুবলী বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, শাকিব খানের সাক্ষাৎকারটি দেখে আমি অবাক হয়েছি। সাক্ষাৎকারে সে যেভাবে বিবৃতি দিয়েছে, এটি আমার জন্য অনেক অপমানজনক। কারণ জন্মদিনের উপহার ধরে যে বক্তব্য সে দিয়েছে, এত শৈল্পিক একটি ব্যাপার নিয়ে সে কীভাবে এটি অস্বীকার করল, আমার মাথায় আসছে না।

শবনম বুবলী বলেন, শাকিব খানের বিষয়ে আমি কথা বলতে চাই। সবকিছু নিয়ে এত লুকোচুরি কেন? আমাকে যখন বিয়ে করেছিল, অনেক কিছু গোপন করেছিল। আমাকে আগের বিয়ের মিথ্যা কথা বলে বিয়েও করেছেন। কার কথার চাপে পড়ে এমন হয়েছে আমার জানা নেই। যখন যা ইচ্ছা করবে এটি মেনে নেব না। কাকে খুশি রাখতে এমন হচ্ছে বলতে পারব না। আমার অবস্থান পরিষ্কার করতে চাচ্ছি সবার সামনে।

তিনি আরও বলেন, আমার ইমেজ নষ্ট হয় এমন কথা শাকিব খান নিয়মিত বলে আসছেন। এসব নিয়ে বিস্তারিত কথা সবাইকে জানাতে চাই।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে-সন্তানের কথা। তার কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী জানান, ২০ জুলাই ২০১৮ এটি আমাদের বিয়ের তারিখ।

নতুন করে জল ঘোলা হয়েছে বুবলীর জন্মদিন উপলক্ষ্যে ডায়মন্ডের নাকফুল উপহার নিয়ে। প্রথমে বুবলী বলেন, এটি শাকিব খানের দেওয়া উপহার, আর এর পরই এ বিষয়  নিয়ে শাকিব খানের সাবেক ও বর্তমান স্ত্রীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বাগযুদ্ধ শুরু হয়। আর এর পর তাতে আরও ঘি ঢালেন শাকিব খান।




Two killed in floods in Saudi Arabia

Heavy rain and lightning have caused flooding in western Saudi Arabia, including the coastal city of Jeddah, killing at least two people. Flight schedules in Jeddah have been changed and schools in the city have been closed.

"Two deaths have been recorded so far. We urge everyone not to go out unnecessarily," the Makkah regional government said in a message on Twitter.

Earlier, due to the floods, schools and colleges in the affected areas, as well as two universities - King Abdulaziz University and the University of Jeddah - have canceled their first semester final exams.

Meanwhile, Saudi authorities have asked residents to follow necessary safety instructions and beware of stagnant water.

Due to the seasonal weather, the arrival of incoming flights has been delayed. Jeddah Airport Authority has postponed the arrival times of Gulf Air, Turkish Airlines and Saudia Airlines on its website.




Richarlison scores twice to give Brazil victory

কাতার বিশ্বকাপের পঞ্চম দিনের শেষ ম্যাচে মাঠে নেমেছে ব্রাজিল ও সার্বিয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচে নেমেই শুরু থেকে একের পর এক আক্রমণ চালায়। প্রতিপক্ষ দলের রক্ষণভাগ নেইমার জুনিয়রদের সামলাতে রীতিমত হিমশিম খায়। তবে দুই দলের লক্ষ্যভেদের ব্যর্থতায় গোলশূন্য ড্রতে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে যেন চিরচেনা ব্রাজিলকে দেখতে পায় ফুটবল বিশ্ব। রিচার্লিসনের জোড়া গোলে দুর্দান্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ২০০২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

লুসাইল স্টেডিয়ামে ম্যাচের শুরুর সপ্তম মিনিটেই নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সার্বিয়ার স্ট্রাহিঞ্জা পাব্লুভিচ।  ২৭তম মিনিটে প্রথম নিশ্চিত সুযোগ নষ্ট করে ভিনিসিউস। বিশ্বকাপের আগে দারুণ ছন্দে থাকা ব্রাজিল। আজ যেন এলোমেলো ফুটবল উপহার দিচ্ছে। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ দল।




রোনালদোর ইতিহাসের দিনে রোমাঞ্চকর লড়াই জিতল পর্তুগাল

একটি মাত্র গোল করলেই ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করা একমাত্র ব্যক্তি হবেন তিনি।

এমন রেকর্ডের হাতছানির দিনে গ্রুপ এইচের লড়াইয়ে ঘানার বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। আল আবাউদ স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণে আফ্রিকার দেশটিকে চাপে রাখে ২০০৬ বিশ্বকাপের সেমি ফাইনালিস্টরা।

তবে দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন রোনালদো।

সেই সঙ্গে পাঁচটি বিশ্বকাপে গোল করা ইতিহাসে একমাত্র ফুটবলার বনে গেছেন তিনি। শেষদিকে রোমাঞ্চ ছড়িয়ে আফ্রিকার দেশটির বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের জায়ান্টরা।




Ronaldo made history

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে সর্বকালের সেরা হওয়ার অনন্য এক রেকর্ডের হাতছানি ছিল।

একটি মাত্র গোল করলেই ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করা একমাত্র ব্যক্তি হবেন তিনি। গ্রুপ এইচের লড়াইয়ে আল আবাউদ স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণে আফ্রিকার দেশটিকে চাপে রাখে ২০০৬ বিশ্বকাপের সেমি ফাইনালিস্টরা। তবে দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ।

ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন রোনালদো। সেই সঙ্গে পাঁচটি বিশ্বকাপে গোল করা ইতিহাসে একমাত্র ফুটবলার বনে গেছেন তিনি।

২০০৬ সাল থেকে খেলে আসা প্রত্যেকটি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন এই পর্তুগিজ তারকা।

Details coming soon… 




South Korea stopped Uruguay

এবারের বিশ্বকাপে একের পর এক চমক দেখছে বিশ্ব। এশিয়ার দেশগুলোর সফলতা যেন থামানোই যাচ্ছে না। সৌদি আরব, জাপান থেকে শুরু করে এবার দক্ষিণ কোরিয়া।

সকলেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছে। গ্রুপ এইচের লড়াইয়ে লাতিন আমেরিকার দেশ উরুগুয়েকে রুখে দিয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের ২৮ নম্বর দেশটি। আক্রমণ-পাল্টা আক্রমণের পর দুই দলের লড়াই গোলশূন্য ড্র হয়েছে।

বিস্তারিত আসছে..




Charbhadrasan Upazila Administration inaugurates newly created badminton code

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা প্রশাসনিক ভবনের পিছে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপার উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন খেলার কোডের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে লাল ফিতা কেটে ব্যাডমিন্টন কোডের উদ্বোধন করেন,ফরিদপুর ৪ জাতীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে। শরীর,মন ও স্বাস্থ্যের জন্য খেলাদুলার বিকল্প নেই। তাই সকলকে ব্যাডমিন্টন খেলায় অংশ গ্রহণের মাধ্যমে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান তিনি। এ সময় তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন মাঠ (কোড) নির্মাণের জন্য প্রশংসা করেন।
পরে চারজন প্লেয়ার দুটি দলে বিভক্ত হয়ে ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেন। সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও সরকারি কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম অপরদিকে ছিলেন,চরভদ্রাসন থানার ওসি মিন্টু মন্ডল ও যুবলীগ সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, খেলায় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর দল জয় লাভ করে।

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন, চরভদ্রাসন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আজাদ খান, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ব্যাপারী, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু,
স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক,খেলোয়ার ও গন্যমান্য নেতৃবৃন্দরা ও এলাকার ক্রীড়া প্রেমিরা ব্যাডমিন্টন কোড উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়




Monthly general meeting of Upazila Parishad held in Charbhadrasan

Faridpur District Representative –
The monthly general meeting of Charbhadrasan Upazila Parishad of Faridpur was held on Thursday (November 24) at 4:30 pm at the Upazila Parishad Milnat.
Upazila Chairman Alhaj Hafez Md. Kauser's
Charbhadrasan-Sadarpur of Faridpur 4 constituencies were present as the chief guest in the presidency meeting. - Member of Parliament Mujibur Rahman Nixon Chowdhury.
Upazila Executive Officer Tanjila Kabir Trupa's overall supervision was also present in the SMOT Upazila Women Vice Chairman Farida Begum, Assistant Commissioner Bhumi.
Khairul Islam, Charbhadrasan police station officer Inchar Mintu Mondal, four chairman of Charbhadrasan upazila and other upazila officers were also present.




Conference after 9 years, Ibrahim-Zahirul lead AL in Kabirhat

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ ইব্রাহীমকে সভাপতি ও জহিরুল হক রায়হানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এ কমিটি অনুমোদন দেন।

কবিরহাট উপজেলার ইউনিয়ন ও পৌরসভার দলীয় কাউন্সিলরদের সমর্থনে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন এ কমিটি ঘোষণা করেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

রাজধানীর নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সহিদ উল্যাহ খাঁন সোহেল প্রমুখ।

সম্মেলনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুসহ কবিরহাট উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নুরুল আমিন রুমিকে সভাপতি ও জহিরুল হক রায়হানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।