Supreme Court's Golden Jubilee: Chief Justice calls meeting

বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভা ডাকলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ বুধবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে।  দুই দিনব্যাপী এ অনুষ্ঠান বাস্তবায়নের জন্য জাজেস কমিটি গঠন করা হয়েছে। এজন্য  ২২ সদস্যের জাজেস কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি হলেন প্রধান বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকী।

কমিটিতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতির পাশাপাশি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট বার সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরকে রাখা হয়েছে।




Volunteer Party leader Tareq Zia's 58th birthday celebrated in Kadirpur, Begumganj

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালীর বেগমগঞ্জের ১৬ নংকাদিরপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৫৮ তম জন্মদিনে উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ২২ নভেম্বর সন্ধ্যা ৬ টা ৪ নং ওয়ার্ড ইয়ারপুর গ্রামের শাহজালাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কারা নির্যাতিত নেতা কাজী আবুল বাসার, উদ্বোধক বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, প্রধান বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়ির যুগ্ম- আহ্বায়ক সাইফুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন নাজিম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন সুমন।

আরো বক্তব্য রাখেন কাদিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি উজ্জ্বল মুসা, কাদিরপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর জুয়েল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান, জেলা যুবদল সদস্য ফজলুল হক( বিটু) কাদিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, যুবদল নেতা হেলাল উদ্দিন, ছাত্রদল নেতা পিয়াস, আরফান,হাবিব, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুস সাত্তার সহ প্রমুখ নেতৃবৃন্দ।




Denmark-Tunisia match drawn

বিশ্বকাপের প্রথম ম্যাচে হয়েছিল দুই গোল। এরপর ইরানের জালে তো ইংল্যান্ড গোল দিয়েছে ছয়টি, হজমও করেছে ২টি ।

গোল হয়েছে কাতার বিশ্বকাপের কম-বেশি প্রায় সব ম্যাচেই। তবে অবশেষে এসে গোলশূন্য ড্র দেখা গেল। ডেনমার্ক-তিউনিশয়ার ম্যাচে গোল করতে পারেনি কোনো দলই।

বিস্তারিত আসছে….




24 men and women trafficked to India return home

বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার হওয়া ২৪ নারী-পুরুষকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারত।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেছে। ফেরত আসা নারী-পুরুষদের আইনি সহায়তা দিতে রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার ও  বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি তাদের গ্রহণ করেছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

যশোর জাস্টিজ অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী তাদের ভারতের বিভিন্ন শহরে নিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে।

খবর পেয়ে  পুলিশ তাদেরকে উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে  ভারতের কলকাতার লিলুয়া হোম নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে  তারা দেশে ফেরার সুযোগ পায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবুল কালাম বলেন, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ২৪ নারী-পুরুষকে আইনি সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার,  রাইটস যশোর ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি নামে তিনটি এনজিও সংস্থা গ্রহণ করেছে।




Brazil fans celebrate Messi's loss

কাতার বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে ২-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে সৌদি আরব। আর্জেন্টিনা পরাজিত হওয়ার খুশিতে ব্রাহ্মণবাড়িয়ার ব্রাজিল সমর্থকদের মাঝে চলছে আনন্দ-উল্লাস। সন্ধ্যার পর খেলা শেষ হওয়ার সাথে সাথে পটকা ফুটানো-আনন্দ মিছিলে যোগ দেয় ব্রাজিলিয়ান সমর্থক গোষ্ঠী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরব এই সমর্থক গোষ্ঠী। এসবের মাঝে আনন্দ খুঁজে নিচ্ছেন ফুটবল প্রেমিরা।

জানা যায়, মরুর দেশ কাতারের লুসাইল স্টেডিয়ামে বিকেল ৪টায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ও সৌদি আরব। খেলা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আর্জেন্টাইন সমর্থকরা বিভিন্ন পাড়া মহল্লায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে। আর্জেন্টিনার স্কোর লাইন ১-০ থেকে যখন ১-২ হয়ে গেলে বড় পর্দায় বা পাড়া-মহল্লার দোকানে দোকানে খেলা দেখতে ভীর করেন ব্রাজিল সমর্থকরা।

শেষ বাঁশি বাজার আগে আর্জেন্টিনা আর গোল পরিশোধ করতে পারেনি।

এই উচ্ছ্বাসে খেলা শেষ হওয়ার সাথে সাথে ব্রাজিলিয়ান সমর্থকরা নেমে পড়েন মিছিল ও আনন্দ উল্লাসে। করেন মিষ্টি বিতরণও। শহরের বিভিন্ন স্থানে পটকা ফুটানোর খবরও পাওয়া যায়। বাদ নেই ফেসবুকও। নানা বর্ণে ও রঙে আর্জেন্টিনাকে ট্রল বা সান্তনামূলক বাণীর ছড়াছড়ি সেখানে। সবমিলিয়ে বিশ্বকাপের শুরুতেই পরাশক্তি আর্জেন্টিনার হার ও ব্রাজিলিয়ান সমর্থকদের উচ্ছ্বাসে ব্রাহ্মণবাড়িয়াবাসী যেন অন্যরকম বিনোদন পাচ্ছেন।

ব্রাজিলিয়ান সমর্থক বাহাদুর আলম জানান, ফুটবলের সৌন্দর্য একমাত্র ব্রাজিল দলেই দেখা মেলে। তিনি সৌদি আরবের খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, তারা শেষ পর্যন্ত মরনপণ লড়াই করেছে। তবে আর্জেন্টিনা হারাতে আমরা খুব খুশি।

আরেক সমর্থক আরিফুর রহমান জানান- সৌদি আরব আমাদের বন্ধুপ্রতীম দেশ। সৌদি আরবের নান্দনিক ফুটবল খেলা আমাদের মন কুঁড়িয়েছে। তাই আমরা ব্রাজিলিয়ান সমর্থকরা আজ সৌদি আরবকে সাপোর্ট করেছি। তিনি বলেন, খেলা শেষ হওয়ার পর অনেক সমর্থক শহরে পটকা ফুটিয়ে উল্লাস করেছে।

আর্জেন্টিনার সমর্থক ব্রাহ্মণবাড়িযা সদর উপজেলার সুহিলপুরের মো. মাহিন মিয়া বলেন, বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা আবির্ভূত হওয়ার পর থেকেই পরাশক্তি এ দল। একটি-দুটি হারে তেমন কিছু যায় আসে না। আর্জেন্টিনা এবার অনেক ভালো করবে বলে তিনি মনে করেন।




Lakshmipur A. League President Pinku, Secretary Nayan

The new committee of Laxmipur district Aomi League has been announced, and Ghulam Farooq Pinku has been elected president of the district Aomi League again. Advocate Noor Uddin Chowdhury has been elected as the general secretary.

Sheikh Fallul Karim Salim, presidium member of the Central Aomi League, announced the partial committee at the tri-annual conference of the District Awami League on Tuesday (November 22).

Safiqul Islam and Dr. became the vice-president of the committee. Ehsanul Kabir Jaglul, both of them held important positions in the previous committee, and the full committee will be announced by including the names of other members in the committee.

Earlier, the District Aomi League conference was held on March 3, 2015. A 75-member committee was formed with Ghulam Farooq Pinku as the president and Noor Uddin Chowdhury Naon as the general secretary. The two top leaders of the second men have gained their status again.




Supporter dies of stroke after Argentina loss

প্রিয় দল আর্জেন্টিনা হেরে যাওয়াটা মেনে নিতে পারেননি কুমিল্লার কাকন। কাতার বিশ্বকাপে গ্রুপ সি’র ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ফিফা ব়্যাংকিংয়ে ৫১ নম্বরে থাকা সৌদি আরব। এতেই স্ট্রোক করেন কাকন।

মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা রেসকোর্স এলাকায় এই ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে….




Messi sets record despite losing match, good news for fans

Argentina has entered the World Cup in great form, going into their first match against Saudi Arabia as favourites.

They proved it in just 10 minutes. Lionel Messi coolly opened the scoring in this World Cup from a spot-kick. With this goal, the forward surpassed two legends Diego Maradona and Gabriel Batistuta to score for Argentina in four different World Cups.

Messi is in Qatar for his fifth World Cup. He joined the rare club by playing against Saudi Arabia. The forward became the fifth player to play in five World Cups after Antonio Carbajal, Rafael Marquez, Gianluigi Buffon and Lothar Matthaus. He then went on to score goals.

Messi has scored in every tournament except the 2010 World Cup. He has scored one goal in the 2006 World Cup in Germany, four in the 2014 World Cup in Brazil, one in the 2018 World Cup in Russia and one in the 2022 World Cup so far. In total, he has scored seven goals in the World Cup.

Maradona previously scored for Argentina in the 1982, 1986 and 1994 World Cups. Batistuta scored in the 1994, 1998 and 2002 World Cups.




Saudi Arabia made history by defeating Argentina

এক বুক আশা নিয়ে কাতার বিশ্বকাপে পা রেখেছিল আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে শুরুটাও দারুণ করেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের শুরুতেই লিওনেল মেসির গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দেশটি। তবে দ্বিতীয়ার্ধেই যেন নাটকীয়ভাবে ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব। শেষ পর্যন্ত দুই দলের কেউই আর গোল করতে না পারলে ইতিহাসের পাতায় চলে যায় ফিফা র‍্যাঙ্কিংয়ের ৫১ নম্বর দলটি।

নিজেদের ফুটবল ইতিহাসে মাত্র ষষ্ঠ বিশ্বকাপে খেলতে আসা সৌদি আরব

Details coming soon… 




Special importance should be given to crop conservation: Sheikh Hasina

শুধু ফসল উৎপাদন নয়, এখন থেকে ফসলের গুণগতমান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বড় বড় ফল উৎপাদন করাটাই শেষ কথা নয়, এগুলোর পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে।

শুধু খাদ্য প্রাণ নয়, পুষ্টি নিশ্চিত কতে হবে। সেই সঙ্গে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে। যাতে পুষ্টিগুণ ঠিক থাকে। প্রয়োজনে প্রযুক্তি আমদানি করতে হবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। মঙ্গলবার  শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। সভাশেষে ব্রিফিংয়ে সাংবাদিকদেও এসব তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশের ক্ষতি করা যাবে না। তিনি বলেছেন, কোনোমতেই পরিবেশকে ডিস্টার্ব করা যাবে না।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন— প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যেন খালগুলো ভরাট না হয়ে যায়। যে কোনো প্রকল্প বাস্তবায়নেই ঢাকার খালগুলো ঠিক রাখতে হবে। এ ছাড়া প্রকল্পে অহেতুক ভূমি অধিগ্রহণ না করতেও নির্দেশনা দিয়েছেন। এর বাইরে প্রকল্পের বারবার মেয়াদ বৃদ্ধির বিষয়টিতে নজর রাখতে হবে।